নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সত্যিই যদি শপিং মল খুলে দেয়া হয়,তাহলে বুঝতে হবে,সত্যিই আমরা বড় অভাগা,কারণ আমরা মূর্খের রাজ্যে বসবাস করি।
২। এক জ্ঞানী ব্যক্তি বলেন, বন্যার পানি মসজিদেও ঢুকে, মন্দিরেও।
৩। এই পরিস্থিতিতে সব বাড়ীর গ্যাস, বিদ্যুত ও পানির বিল মওকুফ করা হোক। আর বাড়ী ভাড়াও মালিকদের সামর্থ্য বা ইচ্ছানুযায়ী মওকুফ করা হোক।
৪। গান্ধী হলেন সাম্রাজ্যবাদের তৈরি সেই পিতলের চামচ যা আমি সোনার চামচ মনে করে রেখে দিয়েছি আর ওরা এসে যুগ যুগান্তর পর্যন্ত মধু খাবে।
৫। মদের দোকানের সামনে লাইন দেখে ঘাবড়ে যাবেন না। জাস্ট একবার বিউটি পার্লার খুলতে দিন!
৬। দীর্ঘদিন উৎপাদন ও ক্রয়-বিক্রয় বন্ধ থাকলে রাষ্ট্র তার আর্থিক সক্ষমতা হারাবে। সরকার টাকার মেশিনে চাইলেই টাকা বানাতে পারেনা। ফলে সবকিছু স্বাভাবিক করতে সরকারের দায় আছে। সরকার সেই দায়িত্ব পালন করতে অঙ্গীকারাবদ্ধ।
৭। মসজিদের সঙ্গে অর্থনীতির সংযুক্তি নেই, থাকলে মসজিদ খুলে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতো!
৮। টিপু সুলতানই উপমহাদেশের একমাত্র বীর সম্রাট, যিনি যুদ্ধ করতে করতে যুদ্ধক্ষেত্রেই শহীদ হন। ৪৮ বছর বয়সে ১৭৯৯ সালের ৪'মে মারা যান।
৯। শপিং মল খুলে দেয়া হচ্ছে, পোশাক ক্রয় করতে গিয়ে ক্রেতা-বিক্রেতা আক্রান্ত হবে, কেউ কেউ নতুন কাপড় পড়ে মারা যাবে! যাক, তাতে আমার কি?
১০। ওহে ব্যবসায়ী জাতি, এই বছরটা বেঁচে থাকতে পারলে আগামী বছর দ্বিগুণ ব্যবসা করা যাবে! বেঁচে থাকাটাই এই বছরের বড় চ্যালেঞ্জ!! সেই চ্যালেঞ্জ মোকাবেলা করুন!
১১। সরকার মার্কেট খোলার অনুমতি দিয়েছে, কাউকে সেখানে যেতে বাধ্য করছে না। এখন কেনাকাটা করবেন, না ঘরে থাকবেন সিদ্ধান্ত আপনার। সো... কুল।
১২। দেওয়ানহাট জ্যামের ফাঁকে রিকশায় এক প্রেমিক প্রেমিকা জুটির হাত ধরা দৃশ্য দেখে বুঝলাম, কল কারখানা খুলে দিতে চাওয়া স্বাস্থ্যমন্ত্রীও পাগল না, মার্কেট খুলে দিতে চেয়ে আজকে প্রধানমন্ত্রীও ভুল সিদ্ধান্ত নেন নি।
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: কঠিন পাঠক আপনি।
২| ০৫ ই মে, ২০২০ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
দেশের নিম্ম মধ্যবিত্ত পরিবারগুলো দেড় মাসেই দরিদ্র হয়ে গেছে; দেশের অর্থনীতি ভয়ংকর অস্হিতিশীল; ইহার সমাধান বের করা দরকার।
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: কেউ না খেয়ে আছে এরকম খবর কিন্তু কোনো চ্যা্নেল দেখাচ্ছে না।
৩| ০৫ ই মে, ২০২০ রাত ২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি।
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: দরিদ্র মানুষের কষ্ট কেউ বুঝে না।
৪| ০৫ ই মে, ২০২০ রাত ২:৫১
অনল চৌধুরী বলেছেন: যতো দোষ ব্রাক্ষণবাড়িয়ার লোকদের !!!!
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: এবার ওদের কিছু বললে ডাইরেক্ট মামলা হবে।
৫| ০৫ ই মে, ২০২০ ভোর ৬:০০
ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনার পোষ্টটা পড়লাম।
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই মে, ২০২০ সকাল ৭:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সব কথা।
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই। ভালো থাকুন।
৭| ০৫ ই মে, ২০২০ সকাল ৮:৪৮
নাসরীন খান বলেছেন: বাস্তব আলোচন। এসব চিন্তা কারা করে? স্বার্থপর, খারাপ কোথাকার।মানুষকে মেরে ব্যাবসা!
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: যারা বুদ্ধিমান তারা বের হবেন না।
৮| ০৫ ই মে, ২০২০ সকাল ১০:২৩
Rajibrpsoft বলেছেন: ভাই গতকাল শুনলাম সৌদি সরকার ১০ লাখ শ্রমিক ফেরত পাঠিয়ে দিতে চাই সেই সুবাদে বাংলাদেশ মন্ত্রনালয়ে চিঠি পাঠাইছে এইবার ভাবুন আমরা বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছিনা তাহলে সত্যি যদি এটা ঘটে তাহলে কি ভয়াবহ পরিস্থিতি মুখোমুখি হব আমরা ...
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: খবরটা মনে হয় সত্য না।
৯| ০৫ ই মে, ২০২০ সকাল ১১:৫০
মো. এনামুল হক বলেছেন: Dear Rajib Vai,
Please can you give your contact no. please.
With Regards:
Enamul
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: না থাক। কি দরকার।
১০| ০৫ ই মে, ২০২০ দুপুর ১২:০৫
সাইন বোর্ড বলেছেন: নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে ।
০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: নিজের সিদ্ধান্ত বুদ্ধিমান কারো সাথে আলাপ করে নিলে ঠকার সম্ভবনা কম।
১১| ০৫ ই মে, ২০২০ দুপুর ২:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আয়তন ও সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যাই আমাদের সম্পদ । ইহা ই আমাদের ভবিষ্যৎ।
০৫ ই মে, ২০২০ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: আলে অদক্ষ সরকারের কারনে এই বিপুল জনসংখ্যা কাজে লাগানো যাচ্ছে না।
১২| ০৫ ই মে, ২০২০ বিকাল ৫:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আলে অদক্ষ সরকারের কারনে এই বিপুল জনসংখ্যা কাজে লাগানো যাচ্ছে না।
আপনি কি জানেন, আমেরিকার জনসংখ্যা কত?
গুগুলকে জিজ্ঞেস করুন।
এবার ভাবুন বাংলাদেশ বড় না আমেরিকা বড়?
আমেরিকা বাংলাদেশের চেয়ে কত বড়?
সরকার যতই দক্ষ হোক না কেন ছোট্ট একটা দেশে ১৮ কোটি আদম সন্তানকে চালানোর মতো দক্ষ কোন সরকার পৃথিবীতে থাকার কথা নয়।
০৫ ই মে, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: দেশ ছোট তাতে কি? এত লোক তো ঠিকই ধারন করে আছে।
দেখুন দেশ দরিদ্র আর দূর্নীতিবাজদের কারনে দেশে অভাব। আমাদের কাছ থেকে সৌদি মালোশিয়া দুবাই কাতার সহ নানান দেশ শ্রমশক্তি নিচ্ছে। কারন তারা লোকজনদের কাজে লাগাতে জানে।
১৩| ০৬ ই মে, ২০২০ সকাল ১০:২৫
মো. এনামুল হক বলেছেন: রাজীব ভাই,
ইশরাকি দর্শনের উপর বাংলায় কি বই আছে বলবেন প্লিজ?
০৬ ই মে, ২০২০ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: না বলব না।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২০ রাত ১:৪৯
আমি সাজিদ বলেছেন: ১ নাম্বারটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে। তিনি কি মূর্খ ?
১২ নাম্বারের সাথে কলকারখানা খোলা না খোলার কোন সম্পর্ক নাই। আর ওরা যে স্বামী স্ত্রী নন সেটা জ্যাম থেকে কিভাবে বুঝলেন ?