নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একা থাকার জন্যে, শহর ছেড়ে দূরে কোথাও
কোনো এক নদীর পাড়ে ছোট্র একটা নিজের বাড়ি
কেউ বিরক্ত করার নেই, একা আপন মনে থাকা
নদীর পাড়ের বাতাস স্বাস্থ্যকর, থাকবে মন প্রফুল্ল
খিচুড়ি হবে ফুলকপি, আলু আর বেগুন দিয়ে বেশ
ইচ্ছা হলেই নদী দেখবো, নদীরপাড়ে হেঁটে বেড়াবো
নদীর কলকল কলতান, নানান রকম নৌকা সারাক্ষন
কাউকে দিবো না আমার ঠিকানা, বিরক্তি লাগে বড়
থাকুক শহরের লোকজন এবার আমাকে ছাড়া দেখি
বাকিটা জীবন এই নদী পাড়েই কাটিয়ে দিবো হেসে
কৃষক নুরু ভাই শহর থেকে এনে দিবেন যা প্রয়োজন
দরিদ্র ছেলেমেয়েদের নদীর পাড়ে পড়াবো সকাল সন্ধ্যা
কাটবে বেশ দিন হেসেখেলে হাসি আনন্দ আর গানে।
০৭ ই মে, ২০২০ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: অবশ্যই না।
কীর্তনখোলা বা বারাশিয়া অথবা পদ্মা।
২| ০৭ ই মে, ২০২০ দুপুর ১:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্বপ্ন হবে সত্য। ইটের পর ইট। শাইনপুকুর হোল্ডিংস।
০৭ ই মে, ২০২০ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: সত্য কথা হলো গরীবের কোনো স্বপ্নই সত্য হয় না।
৩| ০৭ ই মে, ২০২০ দুপুর ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার স্বপ্ন স্বপ্ন্ই থেকে যাবে
কখনোই পুরণ হবার সম্ভবনা নাই।
নষ্ট মানুষ এই স্বপ্ন পূরণ হতে দিবেনা।
০৭ ই মে, ২০২০ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: মুরুব্বী আপনি কি কখনও কারো স্বপ্ন পূরন করতে পেরেছেন?
৪| ০৭ ই মে, ২০২০ দুপুর ২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: ফুলকপি গাজর আরো আরো জিনিস দিয়ে খিচুড়ি খেয়েছি একবার । আবার আপনি মনে করে দিলেন । মহামায়া সমুদ্র সৈকত দেখতে আসবেন ।
০৭ ই মে, ২০২০ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: দাওয়াত দিলেন নাকি?
দাওয়াত আমি মিস করি না।
৫| ০৭ ই মে, ২০২০ বিকাল ৪:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মুরুব্বী আপনি কি কখনও কারো স্বপ্ন পূরন করতে পেরেছেন?
স্বপ্ন দেখতে নেই। আশা আর স্বপ্ন দুই ভাই বোন।
এদেরকে ধরা যায়না। যদিও আপনকে অনুসরণ করে
ছায়ার মতো। ধরতে যাবেন পালিয়ে যাবে। তাই আশা
যত কম করবেন ততই মঙ্গল। তখন অযাচিতভাবে যাই
পাবেন তাতেই স্বর্গ সুখ অনুভূত হবে।
০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: এটা হলো ফাকির কথা।
৬| ০৭ ই মে, ২০২০ বিকাল ৫:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: সত্য কথা হলো গরীবের কোনো স্বপ্নই সত্য হয় না।
গরিবের একটাই স্বপ্ন সেটা হলো দুবেলা পেট ভরে ভাত খাব!
০৭ ই মে, ২০২০ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: দুবেলা মানে? সকালে কি না খেয়ে থাকবে?
৭| ০৭ ই মে, ২০২০ রাত ৯:১৭
হীসান হক বলেছেন: অসাধারণ
০৭ ই মে, ২০২০ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২০ দুপুর ১:৪২
চাঁদগাজী বলেছেন:
বুড়িগংগা হলে চলবে?