নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দেশের অবস্থা দিনকে দিন ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে।
সাক্ষাতকারে এক লোক বলল- এই যে কাপড় কিনবো তারপর টুকটাক জিনিস কিনবো, কসমেটিক কিনবো... আমি এসেছি, আমার ওয়াইফ এসেছে, আমার ভাগ্নি এসেছে... !!
সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শপিং এ ছোট ছোট শিশুদের নিয়ে যায়। জানিনা এ মহামারী শেষে আমাদের জন্য কি অপেক্ষা করছে? অপরিকল্পিত সাধারণ ছুটি। অঘোষিত লকডাউন সব কিছুই তো আমাদের বিপরীতে যাচ্ছে। এখনো বেঁচে আছি সেই তো কতো। প্রতিদিন ১০-১১ করে আজ ১৯ জন মারা গেল, আমরা সিরিয়াসলি কেন নিচ্ছি না? কেন আবার সব বন্ধ করা হবে না?
ঘুম ভেঙ্গে যদি শুনতাম পৃথিবীটা আবার স্বাভাবিক হয়ে গেছে; অলৌকিক শক্তিতে সব কিছু আবার নতুন করে শুরু হয়েছে।
১।
২।
৩।
৪।
৫।
৬।
এই করোনার সময়ে বেতন না নিলে কি হয় না ! স্কুলের ফান্ডে তো কোটি কোটি টাকা আছে ওখান থেকে শিক্ষকদের বেতন দেওয়া হোক।
(ছবি গুলো সংগ্রহ করা)
১৩ ই মে, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: মারলে কাজ হবে??
মাথায় হাত দিয়ে আদর করে বুঝিয়ে বললে কাজ হতে পারে।
২| ১৩ ই মে, ২০২০ রাত ১০:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই মহামারী আমাদের জন্য আশীর্বাদ,মহামারীতে মরলে শহীদ,বাচলে গাঁজী।না খেতেপেয়ে মরার চেয়ে করনায় মরবো সেই ভাল।
১৩ ই মে, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: আমি তো মরতে চাই না।
৩| ১৩ ই মে, ২০২০ রাত ১০:১৪
ডার্ক ম্যান বলেছেন: যার বাড়ীতে করোনা রোগী , সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে তাকে কি বলবেন
১৩ ই মে, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: তাকে কিছু বলব না। কারন তার প্রিয় কবিতা টা আমি জানি-
থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
৪| ১৩ ই মে, ২০২০ রাত ১০:১৭
মীর আবুল আল হাসিব বলেছেন: শপিং এ যারা যাচ্ছে তারা কি রক্ত মাংসের???
স্কুল বন্ধ তবুও ফি প্রসঙ্গ ---- স্কুলের দোষ দিয়ে লাভ নেই। বেশিরভাগ অবিভাবক হুড়মুড় করে ভর্তি প্রতিযোগীতায় নামে। এসব দেখে স্কুল কমিটি তো তাদের স্কুলকে হার্ভাড, এমআইটি ভাববেই।
১৩ ই মে, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: দেশের এই বোকা মানুষদের জন্য মায়া হয়।
৫| ১৩ ই মে, ২০২০ রাত ১০:২৮
ওমেরা বলেছেন: মানুষের তো শখ কম না ——- কত ইদ পার করলাম নতুন কাপড় ছাড়া ।
১৩ ই মে, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: বুঝাবে কে তাদের?
৬| ১৩ ই মে, ২০২০ রাত ১১:০৫
গুরুভাঈ বলেছেন: ছবি রাইট বাটন হয় না কেন!! সেভ করার তো উপায় পাই না
১৪ ই মে, ২০২০ রাত ২:৫৭
রাজীব নুর বলেছেন: ক্রোপ করে নেন।
অথবা মেইলেও পাঠিয়ে দিতে পারি।
৭| ১৩ ই মে, ২০২০ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
আমাদের মানুষদের ভাবনাশক্তি কম।
১৪ ই মে, ২০২০ রাত ২:৫৮
রাজীব নুর বলেছেন: ভাবনা শক্তি ধনীদের কম।
৮| ১৩ ই মে, ২০২০ রাত ১১:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এবার তোরা মানুষ হ !!
১৪ ই মে, ২০২০ রাত ২:৫৮
রাজীব নুর বলেছেন: মানুষ আবার মানূষ হবে কেমন করে?
৯| ১৪ ই মে, ২০২০ রাত ১:১৫
নেক্সটডোর বলেছেন: সুন্দর উপলব্ধি, সুন্দর লিখেছেন। এদিন যাবে কবে ভাই? আমার ব্লগে আমিও লিখেছি। পড়তে পারেন।
১৪ ই মে, ২০২০ রাত ২:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। পড়বো।
১০| ১৪ ই মে, ২০২০ ভোর ৬:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি ঈদে নতুন জামা কাপড় কিনি না ১৫ বছর ধরে।
বাংলাদেশে এখন কারফিউ জারি করা খুবই জরুরী। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে । আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না।
১৪ ই মে, ২০২০ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: কোনো মানুষই শখ করে বাইরে বের হয় না।
আমাকেও বের হতে হয়।
১১| ১৪ ই মে, ২০২০ দুপুর ১২:৩০
ঢাবিয়ান বলেছেন: এই মানুষগুলো নির্ঘাত পত্রিকা পড়ে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যপার হচ্ছে এই মানুষগুলোয় করোনাকে সর্বত্র ছড়িয়ে দেশটাকে ইটালি, নিউইয়র্কে পরিনত না করে থামবে না।
১৪ ই মে, ২০২০ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: ভয়কে আমরা জয় করে, করোনার মোকাবেলা করবো।
১২| ১৪ ই মে, ২০২০ দুপুর ২:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মানুষ আবার মানূষ হবে কেমন করে?
মানুষ তবে অমানুষ কি করে হয়?
১৪ ই মে, ২০২০ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: চেক দিয়ে আমাকে আটকে দিয়েছেন!!!
১৩| ১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০০
পারভীন শীলা বলেছেন: লেখার মাঝে ফুটে উঠেছে জীবন এবং জীবিকার কথা । ভালো লাগলো ।
১৪ ই মে, ২০২০ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৪| ১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২১
সেলিম আনোয়ার বলেছেন: শুধু ঘরে বন্দী রেখে সীমিত আকারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব এই দেশে। সীমিত এই জন্য যে ঘরের ভেতরে তারা অনিয়ম করবে।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০২০ রাত ১০:০৮
ডার্ক ম্যান বলেছেন: বাঙালিদের জন্য মাইরের উপর ঔষধ নাই