নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আপনি যদি ভুল মানুষের সঙ্গে সময় ব্যয় করেন, তাহলে তা সত্যিই চিন্তার বিষয়। কারণ আপনি যে মূল্যবান সময় ব্যয় করছেন, তা আর ফিরে আসবে না কখনো। আপনার চারপাশে ইতিবাচক মানসিকতার মানুষদের রাখা গুরুত্বপূর্ণ একটি কাজ। অন্যথায় নেতিবাচক মানসিকতার মানুষেরা নিজেদের পাশাপাশি আপনাকেও ডোবাবে।
২। হাদিসে শাড়ির কথা নেই। কিন্ত শাড়ি দিয়ে বানানো কাথা গায়ে দিচ্ছে তাবলীগ জামায়াতের হুজুররা বিশ্ব ইজতেমাতে।
হাদিসে চিংড়ি মাছ খাওয়ার কথা নেই। আমরা খাই।
হাদিসে তিন বেলা ভাত খাওয়ার কথা নেই। আমরা খাচ্ছি।
মাছের শুটকি খাওয়ার কথা নেই। কিন্তু আমরা এসব খাচ্ছি।
মালয়েশিয়ার লোকরা কাকড়া খায়। কাকড়া খাওয়ার কথা কি হাদিসে আছে?
৩। কাল রাতে আমি ভূত দেখেছি!
৪। ভাবিব না আমি কিছু, বলিব না মুখে কোনও কথা,
আত্মায় বাজিবে শুধু সীমাহীন প্রেমের সংগীত।
আর আমি যাব দূরে, বহু দূরে- যাযাবর যথা,
প্রকৃতির কোলে- সুখী,
যেন এক নারীর সহিত।
ফরাসি প্রেমের কবিতা। কবির নাম হচ্ছে- আর্তুর র্যাবো আর কবিতার নাম হচ্ছে- অনুভব। এই কবির জন্ম-১৮৫৪ সালে এবং কবি মারা যান ১৮৯১ সালে।
৫। ১৯৯০ সালে গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবং ২০২৪ সালে তাপমাত্রা হবে ৫০ ডিগ্রী সেলসিয়াস।
৬। নুন্যতম মানে নাকি অর্ধেক!?
৭। সুন্দরবন কিংবা সরকারের প্রস্তুতি নয়, আল্লাহ রক্ষা করেছেন বলেই আম্পানের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম।
২২ শে মে, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: ভুতের মধ্যে কি নারী পুরুষ আছে?
২| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কাঁকড়া খুব ই সুস্বাদু ও দামী খাবার।
২২ শে মে, ২০২০ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: আমি কখনও খাই নাই। আর খাবোও না।
৩| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৯
সোহানী বলেছেন: ওহ.. আপনার জন্য আমার দেখা ভুতের কথা লিখেছি। পোস্ট দিতে মনে থাকছে না।...........
২২ শে মে, ২০২০ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: ওয়াও!!!!
তাড়াতাড়ি পোষ্ট দেন।
৪| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৪
মীর আবুল আল হাসিব বলেছেন:
লেখক বলেছেন: ভুতের মধ্যে কি নারী পুরুষ আছে?
বলেন কি??? নারী-পুরুষ; বাচ্চা-বয়ষ্ক; কিশোর-যুবক সবই আছে।
২২ শে মে, ২০২০ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: থাকলে ভালো।
৫| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভূতকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হোক।
২২ শে মে, ২০২০ রাত ৮:০৬
রাজীব নুর বলেছেন: হা হা হা-----
৬| ২২ শে মে, ২০২০ রাত ৮:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩,হ্যালুসিনেশন
ভূত পুরুষ পেত্নী নারী(আমার ভূত পেত্নীতে বিশ্বাস নেই)
২২ শে মে, ২০২০ রাত ৮:০৬
রাজীব নুর বলেছেন: যেদিন আপনাকেধরবে সেদিন বুঝবেন।
৭| ২২ শে মে, ২০২০ রাত ৮:২৯
নেওয়াজ আলি বলেছেন: মধ্য পাচ্যে একধরনের ইদুর খায় সান্ডা খায় । মালেশিয়া শামুক খায়।
২২ শে মে, ২০২০ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: ইদুর !!!!!!!!!!!!!!!!!!
ওয়াক ওয়াক !!!
৮| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৪
রাজীব নুর বলেছেন: !
৯| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২৩ শে মে, ২০২০ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: !!
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২০ বিকাল ৫:১০
মীর আবুল আল হাসিব বলেছেন:
কাল রাতে আমিও ভূত দেখেছি!!! মেয়ে ভূত মানে ডাইনি দেখেছি