নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নীলা তাকাও আমার দিকে
চোখ তো মিথ্যা বলতে পারে না
ফিরে তাকাও তুমি আমার দিকে
চারিদিকে কত শুকনো পাতা ঝরে আছে
কত রাত নির্ঘুম কেটেছে!
নীলা আমাকে একটু ভাবো
তাহলে বুকের যন্ত্রনা কিছুটা কমে
কতবার বলেছি, থাকো আমার কাছাকাছি
আমার হাত ধরো, চোখে রাখো চোখ
এত তুচ্ছ তাচ্ছিল্য কেন করো দেবী
নতুনের কাছে যেও না, থাকো পুরাতনের পাশে
চারিদিকে কি এলোমেলো বাতাস
আহ নীলা! বুঝ! একটু বুঝ!
আজ সব মিথ্যে মনে হয়।
২৩ শে মে, ২০২০ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে মে, ২০২০ রাত ৩:৪৮
শূন্য সারমর্ম বলেছেন: হৃদয় নিংড়ানো বেদনায় ভালোবাসার আকুতি
২৩ শে মে, ২০২০ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৩| ২৩ শে মে, ২০২০ ভোর ৪:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এতোদিন ছিল রাত দুইটা আড়াইটা আজ তিনটা।সেহেরী খেতে উঠেছিলেন নাকি?
২৩ শে মে, ২০২০ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: সেহেরি তো প্রতিদিনই খাই।
৪| ২৩ শে মে, ২০২০ সকাল ৭:৩৪
পারভীন শীলা বলেছেন: পুরাতন সব কিছুতেই গভীরতা খুজে পাওয়া যায় । ভালো লাগলো।
২৩ শে মে, ২০২০ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৩ শে মে, ২০২০ সকাল ৯:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আক্ষেপ।
আফসোস।
২৩ শে মে, ২০২০ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: আক্ষেপ না। অন্য কিছু হবে।
৬| ২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৩৮
সাইন বোর্ড বলেছেন: এরপরও যদি নীলা না বোঝে, তাহলে কপালে দুঃখ আছে ।
২৩ শে মে, ২০২০ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: না না এমনটা যেন না হয়!!!!
৭| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৮
ইসিয়াক বলেছেন: হিমি কোথায়? হিমিকে একটু দরকার ছিলো ডেকে দিবেন?
২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
রাজীব নুর বলেছেন: খবরদার।
৮| ২৪ শে মে, ২০২০ দুপুর ১:৪৯
ইসিয়াক বলেছেন:
প্রিয়তমা হিমি, বুকে এসো তুচ্ছ করে বাধা।
আমি তোমার কৃষ্ণ সখী, তুমি আমার রাধা।
জানি কেউ পারবেনা তোমায় আর আটকাতে,
চলে এসো এক ছুটে পিয়াসী বুকটাতে ।
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: বাহ!!
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: বাহ!!
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২০ রাত ৩:৩৫
নেওয়াজ আলি বলেছেন: নিপুণ প্রকাশ