নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মানুষের পর হাতি পৃথিবীর সবচেয়ে ইমোশনাল প্রানী।
২। প্রায় প্রতি বছরই পঙ্গপালের আক্রমণ হয়ে থাকে ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত উত্তরভারতের রাজ্যগুলিতে। মধ্যপ্রদেশ রাজ্য কৃষি দফতরের হিসেব অনুসারে গত ২৭ বছরের মধ্যে এবারের আক্রমণই সবচেয়ে ভয়াবহ। ইতিমধ্যে মধ্যপ্রদেশের প্রায় ১৫টি জেলায় ফসল তছনছ করে দিয়েছে এই পঙ্গপাল বাহিনী।
৩। পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার।
৪। সমগ্র মানবজাতির সংস্কৃতির ইতিহাসে গরুকে পোষ মানানোর চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ ঘটনা সম্ভবত আর নেই।
৫। একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার হৃদয়ে। যার প্রকাশ ঝরে পড়ে তার শব্দচয়নে, তার চাহনিতে, তার পরিশ্রমভরা কাজগুলোর প্রতিটি আঁচড়ে, কাজে ও কথায় তার যত্ন আর আন্তরিকতায়...
পৃথিবী আপনার বক্তব্য আর মতামত দিয়ে কোনদিন বদলাবে না। পৃথিবী বদলায় আপনার কাজ দিয়ে যে দৃষ্টান্ত আপনি তৈরি করেন তা দিয়ে।
__পাওলো কোয়েলহো
৬। কোভিড-১৯:
সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরের মৃত্যু। নিলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত।
৭।
পানির মধ্যে দাড়িয়ে ঈদের নামাজ রতে হবে কেন?
পুরো অঞ্চল কি পানিতে ডুবে গেছে? গতকাল ঈদের দিন হাঁটু পানিতে নামাজ পড়ার নাটকীয় আয়োজন হলো। ঘূর্ণিঝড় আম্পানে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় খুলনার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের পুরুষরা ঈদের নামাজ পড়েন হাঁটু সমান পানিতে। এতে ইমামতি করেন ওই এলাকার কুখ্যাত জামায়াত নেতা ও কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন।
ফরজ নামাজের খবর নাই ! ওয়াজিব নামাজ পানিতে দাঁড়িয়ে মুখে মাস্ক ছাড়া আদায় করছে I এই ছবির পিছনে যে গভীর ষড়যন্ত্র আছে সেটা স্পষ্ট ! এভাবে নামাজ আদায় করার কি কোন বিধান আছে?
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়েছে কত বছর হয়ে গেল অথচ আজও তাদের নিমূর্ল করা গেল না !!!
২| ২৬ শে মে, ২০২০ দুপুর ১:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পারলে পানিতে বনভোজন করুক।
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: তাও পারবে তারা।
৩| ২৬ শে মে, ২০২০ দুপুর ১:৩৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনেক কিছু জানা হল, ধন্যবাদ ভাই।
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৪| ২৬ শে মে, ২০২০ দুপুর ১:৩৮
ইসিয়াক বলেছেন: ১ নম্বর
২ নম্বর
৩ নম্বর
৫ নম্বর
৬ নম্বর
৭ নম্বর
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: হে হে হে---
৫| ২৬ শে মে, ২০২০ দুপুর ১:৫৭
মীর আবুল আল হাসিব বলেছেন:
পানির মধ্যে দাড়িয়ে ঈদের নামাজ পড়তে হবে কেন?
পুরো অঞ্চল কি পানিতে ডুবে গেছে???
==================================================================
তাদের ঈমানী শক্তির কথা আপনি জানেন না। কবি বলেছেন “টগবগিয়ে খুন হাসে” আর জামাতিদের টগবগিয়ে ঈমান হাসে। শো-অফ এর যথাযথ উদাহরন আপনি পাবেন জামাতি ছাগুদের কাছ থেকে। এরা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ২০ সেকেন্ড সময় নিয়ে; এরাই আবার রগ কাটতে সিদ্ধহস্ত।
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: একাজটা হাস্যকর হয়েছে। মনে হয় না এভাবে নামাজ পরলে আল্লাহ খুশি হবেন।
৬| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জামাত শিবির
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: নির্বোধ শ্রেনীর লোক এরা।
৭| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:২০
নেওয়াজ আলি বলেছেন: ১)জানলাম।
২) পঙ্গপাল আমাদের দেশে আসে হয়তো মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।
৩)রাইট
৫)সঠিক
৬) দুঃখজনক
৭) জামাতকে বাঁশ দেওয়া দরকার। তবে তার আগে নদীর যে বাঁধ দশ বছর আগে ভেঙ্গেছে তা মেরামত করা দরকার । বাঁধ মেরামত না করায় সাধারণ জনগণ নিয়ে জামাত পলিট্রিক্স খেলে।
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: ৭ নং প্রতি বছর আমাদের দেশে নদী ভাঙ্গে। এর কি কোনো স্থায়ী সমাধান নেই?
৮| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের কিছু মানুষ এমন কিছু কাজ করে দেখলে এদেরকে বেকুব এবং আহাম্মক মনে হয় । ইচ্ছা করে এদেরকে ধরে চড় দেই
২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: আমারও এরকমটা ইচ্ছা হয়।
৯| ২৬ শে মে, ২০২০ বিকাল ৫:৩৬
ওমেরা বলেছেন: সাত নাম্বার ছবিটা আমার বিস্বাস হচ্ছে না।
২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৪
রাজীব নুর বলেছেন: বিশ্বাস করা যায় না সমাজে এসব ঘটনাই বেশি ঘটছে।
১০| ২৬ শে মে, ২০২০ রাত ১০:১৭
কল্পদ্রুম বলেছেন: পাওলো কোয়েলহোকে খুবই দার্শনিক মানুষ মনে হয়।তার একটা মাত্র বই পড়ছি অবশ্য। দ্য আলকেমিস্ট।
২৬ শে মে, ২০২০ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: দ্য আলকেমিস্ট পড়েছি। ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২০ দুপুর ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
৭) নং:
জামাত শিবির মানবতার বিপক্ষে কাজ করে যাচ্ছে। এরা সুযোগ পেলে বাংলাদেশে পুনরায় গণহত্যা চালাবে।