নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দুলাল মিয়া দুষ্টলোক।
তার করোনা হয়নি। অথচ দুলাল মিয়া চারিদিকে ছড়িয়ে দিয়েছে তার করোনা হয়েছে। এখন তার পাওনাদাররা চুপ হয়ে আছে। বরং দুলাল তাদের ফোন দিয়ে, কাদো কাদো গলায় বলে, যদি মরে যাই তাহলে টাকার দাবী ছেড়ে দিবেন ভাইসাহেব। তা না হলে মরেও শান্তি পাবো না। বিপদের সময় আপনি আমারে লোন দিয়ে সহযোগিতা করেছেন। ইনিয়ে বিনিয়ে অনেক কথার পর- দুলাল বলে, পাচ হাজার টাকা বিকাশ করে দিলে ভালো হয়। ঋণদাতা মরনপথ রোগীকে খুশি মনে টাকা বিকাশ করে দিচ্ছেন। মনে মনে ভাবছে টাকা ফেরত না পেলেও আল্লাহর কাছে তো এর পুরস্কার পাবো। এরকম বেশ কিছু লোকের কাছ থেকে পাঁচ, সাত, দশ করে নিয়েছে দুলাল। এমন কি বাড়িওয়ালা তার কাছে ভাড়া চায় না। একজন করোনা রোগীর কাছ থেকে ভাড়া চাওয়াটা অমানবিক। দেখা যাবে শেষে ফেসবুকে ছবি দিয়ে বদনাম করে দিয়েছে। দশ জনে জানলে বাড়িওয়ালার মুখে থু থু দিবে। এই ভয়ে বাড়িওয়ালা দুলালকে বলেছে, দূর মিয়া ভাড়া বাদ দেন। আগে সুস্থ হোন।
শফিক বহুত চালাক লোক।
শফিক কিশোরগঞ্জের স্থানীয় একটা পত্রিকার সাংবাদিক। আবার ঢাকার একটা অনলাইন নিউজ পোর্টালের কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করে। বেশির ভাগ প্রতিনিধি সাংবাদিকেরা বেতন পায় না। আর পেলেও ২ বা ৫ হাজার টাকা পায়। পাঁচ হাজারে নিশ্চয়ই কারো সংসার চলে না। তাই প্রতিনিধি সাংবাদিকদের অনেক ধান্দাফিকির করতে হয়।
শফিক বহুত চালু মাল। সে সব রকম ধান্দাবাজি করে। এবার সে ধান্দা করছে করোনা নিয়ে। সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে তার করোনা হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তার করোনা হয়েছে। এমন কি বিষয়টা বিশ্বাস যোগ্য করার জন্য সে যে করোনা পরীক্ষা করেছে তার একটা ছবিও দিয়েছে। ছবিতে ডাক্তার তার করোনা পরীক্ষা করছে। পরের দিন স্ট্যাটাসে অনেক ইনিয়ে বিনিয়ে বলল, তার করোনা পজেটিভ। মানূষ আহা উহা করতে লাগলো। কেউ কেউ বলল, মনোবল হারাবেন না ভাই। ঠিক হয়ে যাবে। ভয়ের কিছু নেই। নানান জনের নানান রকম কথা।
আমি এই শফিককে ভালো করেই চিনি।
সে কতটা বদ কতটা ধান্দাবাজ তাও জানি। বহু লোক শফিকের কাছে টাকা পায়। সে কোনো দিনই কারো টাকা ফেরত দেয় না। দিবেও না। ঈদের দিন শফিক ফেসবুকে একটা ছবি দেয়- সে একটা ঘরে বন্দী। জানালার কাছে তার ছোট ছেলেটা দাড়িয়ে আছে। সে জানালার কাছে গিয়ে ছেলের দিকে করুক চোখে দেখছে। এই ছবি দেখে অনেকের মায়া লেগেছে। তারা শফিকের মোবাইলে বিকাশ করে দিয়েছে। এবং অনেকে বিকাশ করতে পারেনি। কারন লিমিট নাই আর। শফিক তাড়াতাড়ি ক্যাশ আউট করে। জায়গা খালি করেছে। তারপর আরো অনেকে বিকাশ করতে লাগলো।
একজন ধান্দাবাজের কাছে করোনা, ঈদ বা রমজান সব কিছুই সমান। সমাজে এরকম ধান্দাবাজের অভাব নেই। যার হাত নেই, সে হাত দেখিয়ে ভিক্ষা করে, যার পা নেই সে পা দেখিয়ে ভিক্ষা করে, যার চোখ নেই, সে চোখে দেখি না বলে ভিক্ষা করে। মানে যার যা নেই সে তাই দেখিয়েই ভিক্ষা করে। আর একদল লোক ভাবে ভিক্ষা দিয়ে আল্লাহ খুশি হবেন। বেহেশত পাওয়া সহজ হবে।
মিরপুরের ঘটনা।
ভাড়াটিয়া করোনার আগে থেকেই ভাড়া দেয় না। সাত মাস হয়ে গেছে।
বাড়িওয়ালা খুব অনুনয় বিনয় করে ভাড়া যায় কিন্তু ভাড়াটিয়া কিছুইতেই ভাড়া দেয় না। নানান তালবাহানা করে। যদিও ভাড়াটিয়া ভাড়া দিতে সক্ষম। একদিন বাড়িওয়ালা রেগে যায়। তখন ভাড়াটিয়া চারিদিকে রটিয়ে দেয় তার করোনা হয়েছে। এত চিৎকার চেচামেচি করে যে পুলিশ এসে পরে। পুলিশ এসে পুরো বাড়ি লকডাউন করে দেয়। এবং বাড়িওয়ালা ভয়ে পালিয়ে যায়। যদি পুলিশ বাড়িওয়ালাকে গ্রেফতার করে। একমাস পর জানা গেল ভাড়াটিয়ার করোনা হয়নি। ভাড়া যেন দিতে না হয় তার জন্য সে এই বুদ্ধি করেছে। বাঙ্গালীরা ব্যবসা করতে পছন্দ করে। করোনা নিয়েও চারিদিকে ভালো ব্যবসা হচ্ছে।
শালার আমিই কোনো ব্যবসা করতে পারলাম না। অথচ আমার ব্যবসা করার কত শখ। দীর্ঘদিন ধরে ভেবে বসে আছি ব্যবসা করবো। এদিকে বুড়ো হতে চলেছি। পোড়া কপাল আমার! ভাঙ্গা কূলার ছাই হয়েই রইলাম।
২৯ শে মে, ২০২০ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: না আমি চিন্তাবিদ না। আমি অতি তুচ্ছ। ছাই। ভাঙ্গা কূলার ছাই বলতে পারেন।
রান্না সুরভি করে। আমি খাই। হে হে--
২| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:৩৩
ডার্ক ম্যান বলেছেন: রানূ ভাই আপনার আমার মত কপাল। ব্যবসা করতে চাই কিন্তু পারি না ।
আপনি অভিনয় করা শুরু করুন
২৯ শে মে, ২০২০ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: একসময় অভিনয়ের খুব শখ ছিলো। এফডিসে তে খুব ঘোঘুরিও করেছি। কেউ ডাকেনি। তাই নিজেই লাল শার্ট, জিন্স প্যান্ট আর কেডস পড়ে ঘুরে বেড়া্তাম। ও হ্যা মাথার চুল লম্বা ছিলো। বাতাসে চুল উড়্তো। নিজেকে নায়ক নায়ক লাগতো। অবশ্য নিজেকে মিথ্যা মিথ্যি বাংলা সিনেমার নায়ক ভাবতেও আমার ভালো লাগে।
৩| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:৩৪
আমি সাজিদ বলেছেন: আপনি কি অভিনয় পারেন? আমার পরিচিত নাটকের প্রোডিওসার আছে, যোগাযোগ করব?
২৯ শে মে, ২০২০ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
৪| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:৩৯
নতুন বলেছেন: রানু ভাই যদি আজ এই ভতা`দিয়ে ভাত খেয়ে থাকেন তবে আপনি দুনিয়ার ৪৭ জন ভাগ্যবান দের একজন।
২৯ শে মে, ২০২০ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: এরকম রান্না সুরভি প্রায়ই করে।
আজ আরেকটা আইটেম করেছে- ছাদে পুই শাক লাগিয়েছিলো। বেশ বড় হয়ে গেছে। পুশ শাক চিংড়ি মাছ দিয়ে অসাধারন হয়েছে।
৫| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:৪২
ডার্ক ম্যান বলেছেন: আন্দামান
২৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক রাজীব নুর বলেছেন: যারা আমার কথা শুনবে তাদের ভালো হবে। যারা শুনবে না তারা অন্ধকারে যাবে।
ভালো আইডিয়া!! আপনি রুপার একটা মাদুলিতে কিছু লতাপাতা ঢুকিয়ে বলবেন স্বপ্নে পাওয়া করোনার মহৌষধ !!
এই মাদুলি বাম হাতের কনুইয়ের উপরে সোম অথবা বৃহস্পতিবার রাত ১টা পনের মিনিটে বাধথে হবে কালো সুতায়।
তা হলে করোনা আর বাসায় ঢোকার সাহস পাবেনা। সবাই নিরাপদ!!
ব্যাস আর পায়কে। হাদিয়া বেধে দিব্নে না। বলবেন যার যা খুশি তাই দিন!! ৭ দিনে কোটি পাতি!!
আমাকে কিছু ভাগ দিবেন পরামর্শ দেবার জন্য।
২৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: এই সব ঝাড়ফুক, তাবিজ কবচ, পীর ফকির আমি বিশ্বাস করি না- তা আপনি ভালো করেই জানেন মুরুব্বী।
কোটিপতি হবার ইচ্ছা আমার কোনো কালেও ছিলো না।
৭| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:৫৩
কাঙ্গালি বলেছেন:
২৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: যা ভাগ!
৮| ২৯ শে মে, ২০২০ বিকাল ৩:৩৮
মুজিব রহমান বলেছেন: আরো সর্বনাশ! কারো আষাঢ় মাস!!
২৯ শে মে, ২০২০ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: সব সময় এরকমই হয়।
৯| ২৯ শে মে, ২০২০ বিকাল ৪:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রথমতঃ আপনি এই ব্লগে রটিয়ে দেন যে, আপনাকে করোনা ভাইসরাসে ধরেসে।
দ্বিতীয়তঃ ফেসুবেক ছবি সহ (হাসিমুখের ) দেন যে আপনি করোনা ভাইরাসের কবলে পড়েছেন।
ইনশাল্লাহ আমরা সবাই বিকাশ করবো।
২৯ শে মে, ২০২০ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: হে হে-----
১০| ২৯ শে মে, ২০২০ বিকাল ৪:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রথমতঃ আপনি এই ব্লগে রটিয়ে দেন যে, আপনাকে করোনা ভাইসরাসে ধরেসে।
দ্বিতীয়তঃ ফেসবুকে ছবি সহ (হাসি মুখে ) দেন যে আপনি করোনা ভাইরাসের কবলে পড়েছেন।
ইনশাল্লাহ আমরা সবাই বিকাশ করবো।
১১| ২৯ শে মে, ২০২০ বিকাল ৪:৩৮
রাকু হাসান বলেছেন:
হাহাহা ভালো বুদ্ধি তো । এসব কাজ মানুষ করে কিভাবে ? বিবেকবোধে আঘাত করে না ?
২৯ শে মে, ২০২০ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: ওদের বিবেক নেই।
১২| ২৯ শে মে, ২০২০ বিকাল ৪:৩৮
কল্পদ্রুম বলেছেন: ভর্তার ছবি দেখে মনে হচ্ছে খেতেও ভালো হয়েছে।
২৯ শে মে, ২০২০ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: সরিষার তেল, শুকনা মরিচ পুড়ে আর পেয়াজ লবন ঠিক থাকলে যে কোনো ভর্তাই স্বাদ হয়।
১৩| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এই সব ঝাড়ফুক, তাবিজ কবচ, পীর ফকির আমি বিশ্বাস করি না-
তা হলে কি ওটা অভিশাপ ছিলো !!
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: এত প্যাচান কেন?
১৪| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে ভাতের চেয়ে বাকি সব জিনিসই তো বেশী মনে হচ্ছে। এতো জিনিস কে খাবে?
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: ভাত দেখা যাচ্ছে অল্প। আসলে অনেক ভাত। একজন মানুষের হয়ে যাবে।
১৫| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:৩২
ইসিয়াক বলেছেন: এতো সুন্দর একটা পোস্টে লাইক নেই কেন? মোবাইলে পড়ছিলাম খুব ভালো লেগেছে। সত্যি এমনও হচ্ছে। অনেক দোকানদারও তার বাকি তুলতে পারছে না।অনেক পাওনাদার তার টাকা চাইরে বলছে করোনা গেলে তারপর দেখবে। আসলে বেশির ভাগ মানুষই ধান্দা বাজ।
# ও একটা কথা জানানো হয়নি সেদিন অপেরা মিনি দিয়ে সামুকে মোবাইলে ট্রাই করতে দেখলাম সামু অন হয়েছে। কিন্তু গুগোল ক্রম দিয়ে সামু অন হয় না। আমি মোবাইলে বাংলালিংক ব্যবহার করি । আর পিসিতে ব্রডব্যন্ড লাইন। এখন অপ লাইনে মোবাইলে সামুতে অবাধে বিচরণ করতে পারছি।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: ওকে। খুব ভালো খবর।
১৬| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:৩৮
মীর আবুল আল হাসিব বলেছেন:
এরকম ভর্তার ছবি দেওয়া মানে ব্যাচেলারদের উপর মানসিক অত্যাচার করা। (রান্নার কেউ নেই)
নুরু সাহেব আপনার পেছে এমনে জোকের মত লেগে থাকে কেন???
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: ভর্তা বানানো খুব সহজ। শুধু সরিষার তেল, শুকনো মরিচ পোড়া, পেয়াজ আর লবন ঠিকঠাক দিলে যে কোনো ভর্তাই খেতে দারুন হবে।
নুরু সাহেব আমাকে ভীষন রকম ভালোবাসেন।
১৭| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:৩৯
ইসিয়াক বলেছেন: আরেকটা কথা, আমার করোনা হয়নি। নুরু ভাই শুধু শুধু চিন্তা করছে। আমার প্রতি মাসে একবার দুইবার এলার্জি এটাক হয়। যেমনটি কাল হয়েছিলো। আর আমি তো মার্চ মাসের ১৭ তারিখের পরে বাইরে কোথাও যাই নি। বাজার লাগলে ফোন দিলে লোক এসে দিয়ে যায়। ইদেও কোন কেনাকাটা করিনি।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: গুড। ভেরি গুড।
১৮| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৫
সাইন বোর্ড বলেছেন: ভাল, করোনা কারোনা জন্য আশীর্বাদ হয়েও এসেছে ।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: হুম।
১৯| ২৯ শে মে, ২০২০ রাত ৯:১০
উদাসী স্বপ্ন বলেছেন: আলু ভর্তা বেগুন ভর্তা আর ডাল ভর্তা
বাকি গুলো কি ভর্তা?
২৯ শে মে, ২০২০ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: একদিন বাসায় আসবেন। সব রান্না করে খাওয়াবো।
২০| ২৯ শে মে, ২০২০ রাত ১০:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাজারে ৩০ টাকায় এখন এক কেজী কাচা মরিচ পাওয়া যায়।
এত সস্তার পরেও এত সুন্দর খাবারের দু্ইটা বাজে কাচা মরিচ
দিয়ে খাবারের স্বাদটা্ই নষ্ট করে দেবার মানে কি?
বাজারে ৩০ টাকায় এখন এক কেজী কাচা মরিচ পাওয়া যায়।
এত সস্তার পরেও এত সুন্দর খাবারের দু্ইটা বাজে কাচা মরিচ
দিয়ে খাবারের স্বাদটা্ই নষ্ট করে দেবার মানে কি?
২৯ শে মে, ২০২০ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: কাচা মরিচ টা নিজের গাছের তো তাই।
২১| ২৯ শে মে, ২০২০ রাত ১০:০৪
নেওয়াজ আলি বলেছেন: এই করোনা কালে আপনি ভালো আছেন । আপনার পোষ্ট পড়ে বুঝা যায়। যাক পরিবার পরিজনসহ সবাই ভালো থাকেন
২৯ শে মে, ২০২০ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: আছি মোটামোটি।
২২| ২৯ শে মে, ২০২০ রাত ১১:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন: পুরো পোস্টে ফুল ক্রিম বাটার মন্তব্য উত্তর - লেখক বলেছেন: যা ভাগ!
৩০ শে মে, ২০২০ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
২৩| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: কাচা মরিচ টা নিজের গাছের তো তাই।
আমি যে দিন দাওয়াত খেতে আসবো সে দিন এমন একটা প্লেট ভর্তি
এমন খাবার যেন পাই।
৩০ শে মে, ২০২০ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: আরে না। এসব না। বাজি ভর্তা মোটেও না।
ভালো কিছু।
২৪| ৩০ শে মে, ২০২০ দুপুর ১:৫১
তারেক ফাহিম বলেছেন: বিবেক লোপ পাচ্ছে মানুষের।
৩০ শে মে, ২০২০ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: এটাই সমস্যা।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:২৮
আমি সাজিদ বলেছেন: আপনি কি জানেন? সমসাময়িক সেরা চিন্তাবিদের মধ্যে আপনি একজন? পোস্ট পড়ে পড়বো, আগে প্রশংসা নেন। হ্যাঁ, ভাবি রান্না করলো নাকি ফাদার অব বাংলা কুকিং এর অনলাইন রেসিপি দেখে ট্রাই করলেন?