নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
করোনায় মোটেও ঘাবড়াবেন না।
ঘাবড়ালেই আপনি শেষ। মনোবল জিইয়ে রাখুন। পৃথিবীতে চব্বিশ লাখ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। ধরে নিন আমরা সবাই একবার না একবার আক্রান্ত হবোই। মারা গেছেন খ্যাতনামা অনেকেই। আক্রান্ত আছেন আরো অনেকে। করোনা মোকাবিলায় চীন বিশ্ব নেতৃত্বে সফল। চীনের সমকক্ষ আর কেউ নয়। করোনা থেকে বাচতে অনেক কিছু করতে হবে। করোনায় মুল আক্রান্ত হয় যে অর্গানটি তা হলো ফুসফুস। সুতরাং আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানো খুবই জরুরী। ফুসফুসের কার্যক্ষমতা কিভাবে বাড়াবেন জেনে নিনঃ
১। নাক দিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিন। ৫ সেকেন্ড ধরে রাখুন। মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এই ভাবে ৫ বার করুন। শেষ বার নাকে রুমাল/ টিস্যু পেপার চেপে জুড়ে কাশি দিয়ে শ্বাস ছাড়ুন। এই ব্যায়ামটি পুনরায় আরও একবার একই নিয়মে করুন।
২। বুকে বালিশ দিয়ে ওপর (Prone position) হয়ে শোন। জুড়ে শ্বাস নিন। ৫ সেকেন্ড ধরে রাখুন। শ্বাস ছাড়ুন। এইভাবে বারবার শ্বাস নিন আর ছাড়ুন।
৩। বাম নাক আংগুল দিয়ে বন্ধ রাখুন। ডান নাক দিয়ে শ্বাস নিন, ১০ সেঃ শ্বাস ধরে রাখুন। তারপর আস্তে আস্তে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন। আবার ডান নাক বন্ধ রেখে বাম নাক দিয়ে করুন।
৪। বুকে হাত চাপ দিয়ে ধরুন, নাক দিয়ে লম্বা করে পেট ফুলিয়ে শ্বাস নিন। ১০ সেঃ ধরে রাখুন। শীষ দেয়ার মত ঠোঁট দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন।
৫। সকালে - বিকালে লম্বা শ্বাস নিয়ে বেলুন ফুলান।
করোনা আক্রান্ত অবস্থায় করলে করোনা আক্রান্ত ফুসফুসে অক্সিজেনের ঘাটতি বা শ্বাস কষ্ট দেখা দেয় না। ফুসফুসের কার্যক্ষমতা বাড়ান এবং মানসিক চাপ মুক্ত থাকুন। নিয়মিত ফুসফুসের ব্যায়াম করুন। সুস্থ্য থাকুন। এগুলো আমার কথা না ডাক্তারের কথা)
২৯ শে মে, ২০২০ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: দাম বেশিই দিয়েই কিনবেন।
২| ২৯ শে মে, ২০২০ রাত ৯:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওয়াজ বাদ দিয়ে এবার ডাক্তারী শুরু করলেন!
২৯ শে মে, ২০২০ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: আমাকে বলতে হবে। কেউ শুনু আর না শুনুক। আমাকে বলতে হবে।
৩| ২৯ শে মে, ২০২০ রাত ৯:২৯
আল-ইকরাম বলেছেন: করোনায় সতর্কতামূলক পরামর্শগুলো প্রশংসনীয়। ছবিটি অনেক সুন্দর। এক আলাদা মুগ্ধতায় ভরিয়ে দেয়।
২৯ শে মে, ২০২০ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
৪| ২৯ শে মে, ২০২০ রাত ৯:৫৬
ত্রিভুজ~ বলেছেন: সচেতনতাই একমাত্র উপায় ।
২৯ শে মে, ২০২০ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৫| ২৯ শে মে, ২০২০ রাত ১০:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমরা তো সব সময়েই নিশ্বাস নিচ্ছি, ছাড়ছি। কিন্তু শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি খুব সচেতন থাকি? যদি থাকতাম তাহলে আমরা আরও অনেক বেশি সুস্থ থাকতে পারতাম। আপনার দেয়া শ্বাস-প্রশ্বাস ব্যায়াম খুবই জরুরী। খুবই খুবই জরুরী।
২৯ শে মে, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ২৯ শে মে, ২০২০ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ ঢাকা ফিরেছে?
২৯ শে মে, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: পাগলের মতোন ফিরছে।
৭| ২৯ শে মে, ২০২০ রাত ১০:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবিটি চমৎকার !!
মনে হয় ঢাকা নবাবগঞ্জ রোড।
আপনার তোলা ?
২৯ শে মে, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।
৮| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোনটাতে জ্বী হ্যা বললেন বুঝলাম না !!
৩০ শে মে, ২০২০ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: থাক। সব বুঝতে হবে না।
৯| ৩০ শে মে, ২০২০ রাত ১২:২৯
রামিসা রোজা বলেছেন:
গুরুত্বপূর্ণ লেখা এবং উপকারে আসবে ।
৩০ শে মে, ২০২০ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: হুম।
১০| ৩০ শে মে, ২০২০ সকাল ৭:৫৬
ইসিয়াক বলেছেন: আসুন দুজনে মিলে প্রাকটিস করি।
৩০ শে মে, ২০২০ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: আমি পারবো না। আমাকে আলসেমিতে ধরেছে।
১১| ৩০ শে মে, ২০২০ সকাল ১১:২০
সাইন বোর্ড বলেছেন: এত আতংক নিয়ে সত্যিই বেঁচে থাকা কঠিন !
৩০ শে মে, ২০২০ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: এভাবেই বেঁচে থাকতে হবে।
১২| ৩০ শে মে, ২০২০ সকাল ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: ডাক্তারের পরামর্শগুলো এখানে শেয়ার করে ভাল কাজ করেছেন। আশাকরি, কারো না কারো উপকারে আসবে।
আর ক্যাপশনের সুন্দর ছবিটার কথা না বললেই নয়। ছবিটা কোন এলাকার, এবং কবেকার তোলা?
৩০ শে মে, ২০২০ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: ছবিটা এক বছর আগের।
ছবিতে তূরাগ নদী।
১৩| ৩০ শে মে, ২০২০ বিকাল ৪:১৫
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২০ রাত ৯:০৪
গুরুভাঈ বলেছেন: দিলেন তো বেলুনের দাম বাড়ায়া