নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। "ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হইতেছে সুন্দর অর্থাৎ সংস্কৃতিবান মানুষ সৃষ্টি করা । আচারে, ব্যবহারে, শিক্ষায়, দীক্ষায় এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ব্যক্তি কলুষতা ও কুসংস্কার পরিহার করিয়া চলে সেই হইল সুন্দর মানুষ । "
- মাওলানা ভাসানী
২। আমি এখন একটা বইয়ের সন্ধান পেয়েছি, যাতে লেখা আছে কী করে দাবার গুটি গুলোর মধ্যে প্রান প্রতিষ্ঠা করা যায়। সৈন্য, ঘোড়া, রাজা, মন্ত্রী, সব জ্যান্ত হয়ে যাবে। আমি নির্দেশ দেব তারা পালন করবে।
৩। “বাংলা ভাষায় রবীন্দ্রনাথ-জীবনানন্দের মতো কবি এসেছেন, আরও কত কবি আছে বিশ্বসাহিত্যে, কবির কোনো শেষ নেই, শেষ নেই কবিতারও। আপনাদের মধ্যে কে জোর দিয়ে বলতে পারবেন যে সে জীবনানন্দ দাশের চেয়ে ভাল কবিতা লিখতে পারবে? যদি না পারেন তাহলে কেন কবিতা লেখা?”
৪। পরের অনুকরণ করে কখনও নিজস্বতা অর্জন করা যায় না। ‘অন্যের বসন কখনও নিজের হয় না৷ হয় না সেটা নিজের ভূষণ।
---সেলিম আল দীন
৫। ফেসবুকে লোকজন তীব্র আত্মবিশ্বাস নিয়ে ভুলভাল লিখে। গল্প হোক, রিভিউ হোক, কথা হোক- যাইই লিখুক ভুল লিখে। অথচ একদল লোক তাদের বাহবা দেয়।
৬। যদি দ্রুত যেতে চাও তবে একলা যাও,
আর যদি চাও অনেক দূরে যেতে, তবে সাথে সঙ্গী নাও ।
আফ্রিকান প্রবাদ
৩০ শে মে, ২০২০ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে মে, ২০২০ সকাল ৭:৫৮
ইসিয়াক বলেছেন: ও
৩০ শে মে, ২০২০ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: !
৩| ৩০ শে মে, ২০২০ সকাল ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
১ নং:
মওলানা ছিলেন সোস্যালিষ্ট, বাংলাদেশ উনার অধীনে স্বাধীন করার দরকার ছিলো। অথবা ১৯৭২ সালে উনাকে প্রধানমন্ত্রী করলে জাতির ভালো হতো।
৩০ শে মে, ২০২০ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: মাওলা ভাসানীর চেয়ে তাজউদ্দিন আহমেদ ৭১ এ ভালো ভূমিকা রেখেছেন।
৪| ৩০ শে মে, ২০২০ সকাল ৯:৫৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ভুলভাল লিখে, কারন যে লিখে সে নিজেও জানেনা তা যে ভুলভাল।
৩০ শে মে, ২০২০ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: হা হা হা হা----
৫| ৩০ শে মে, ২০২০ সকাল ১০:১০
আমি সাজিদ বলেছেন: ভোর চারটায় কি ওহী নাজিল হয় নাকি? পোস্টের টাইম দেখে বললাম।
৩০ শে মে, ২০২০ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৬| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৩। আপনার কবিতা মাসআল্লাহ
জীবনানন্দ ফেল !! তা না হলে
কবিতা লেখা কেন?
৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: আমি তো কবিতা লিখি না। কবিতা লেখার ক্ষমতা আমার নেই। এটা আমি মেনে নিয়েছি।
৭| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মওলানা ছিলেন সোস্যালিষ্ট, বাংলাদেশ উনার অধীনে স্বাধীন করার দরকার ছিলো। অথবা ১৯৭২ সালে উনাকে প্রধানমন্ত্রী করলে জাতির ভালো হতো।
এটা আমার ও মনের কথা।
৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: তাজউদ্দিন আহমেদকে আপনারা তুচ্ছজ্ঞান করছেন য়েন?
৮| ৩০ শে মে, ২০২০ বিকাল ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: তাজউদ্দিন আহমেদকে আপনারা তুচ্ছজ্ঞান করছেন য়েন?
উনাদেরকে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে না। মূলতঃ উনারা 1975 সালে ব্যর্থ হয়েছিলেন। মাওলানা সাহেবের প্রজ্ঞা ছিল। দূরদর্শিতা ছিল।
৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২২
রাজীব নুর বলেছেন: মাওলানা সাহেবের চেয়ে তাজউদ্দিন বড় নেতা।
৯| ৩০ শে মে, ২০২০ রাত ৯:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাদেরকে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে না। মূলতঃ উনারা 1975 সালে ব্যর্থ হয়েছিলেন। মাওলানা সাহেবের প্রজ্ঞা ছিল। দূরদর্শিতা ছিল।
এই এক জন হুজুর মানুষকে আমি পছন্দ করি। উনি কখনোই ব্যর্থ হননি। ক্ষমতার কাঙ্গাল ছিলেন না।
৩০ শে মে, ২০২০ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
১০| ০১ লা জুন, ২০২০ সকাল ৮:০৩
সাকলায়েন শামিম বলেছেন: আপনি কি ফেইসবুক ব্যবহার করেন? *যদি করেন তবে আমি লিংকটি চাই।
০১ লা জুন, ২০২০ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: আমার নাম লিখে সার্চ দিন। এসে যাবে।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২০ ভোর ৫:৫১
নেওয়াজ আলি বলেছেন: ১) অধ্যক্ষ সিরাজ মাদ্রাসার শিক্ষক। ৫)ফেসবুক সব জান্তা সমশেরর জায়গা। তবে ভালোও আছে।