নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

উপভোগ

৩০ শে মে, ২০২০ দুপুর ১২:২৯



একা করে ফেলবো নিজেকে
চলে যেতে পারি পাহাড়, সমুদ্র অথবা জঙ্গলে
সমস্ত আবেগকে দিবো বিসর্জন
দূরে থাকো আমার কাছ থেকে
কাম, ক্রোধ ত্যাগ করেছি আমি
বিপথে এসো না আমার সাথে।

বিষন্নতা আর হতাশায় ভরা মন
অথচ চারিদিকে কত রকমের ইশারা
চোখের কাজল, লাল লিপস্টিক, কপালের টিপ
সব গিয়েছে চলে অবচেতনে
তীব্র জ্যোছনায় মাখামাখি
পথের শেষে দু'জনের দেখা!
তারপর আদর ভালোবাসায় রাতভোর
হোক পাপ আমাদের
দিক অভিশাপ লোকে
তবু প্রান ভরে উপভোগ করে নিই।



(কবি এবং সহ ব্লগার রাবেয়া রাহীমের লেখা 'নীল বর্ণের অভিশাপ' কবিতাটি পড়ে একটি কবিতা লিখে ফেললাম।)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২০ দুপুর ১:১৪

মীর আবুল আল হাসিব বলেছেন: আপনি কবিতার মান-ইজ্জত কচুকাটা করে দিলেন। =p~ =p~ =p~ =p~
আপনার এটা যদি কবিতা হয় তাহলে রবি ঠাকুর এর কোন উপন্যাস নেই সব কাব্যগ্রন্থ। B-)

৩০ শে মে, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: হা হা হা----

২| ৩০ শে মে, ২০২০ দুপুর ১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু সাধু সাধু...

৩০ শে মে, ২০২০ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: হে হে ---

৩| ৩০ শে মে, ২০২০ দুপুর ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: ছবির গাছটা কি যেন শাক ...

৩০ শে মে, ২০২০ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: পুইশাক।

৪| ৩০ শে মে, ২০২০ বিকাল ৩:২৪

গুরুভাঈ বলেছেন: প্রাণ ভরে কি উপভোগ করবেন তাই তো বুঝলাম না

৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ঈশ্বর যদি থাকেন তবে আমার বুদ্ধি তাঁরই দেয়া, সে বুদ্ধি বলিতেছে যে, ঈশ্বর নাই। অতএব, ঈশ্বর বলিতেছেন যে ঈশ্বর নাই।

৫| ৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৪৬

ইসিয়াক বলেছেন: কি ব্যপার ম্যঁ ভাই খুব তো কবিতা লিখতেছেন!

৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: কোনো ব্যাপার না। এমনি ই।

৬| ৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সংসারে মন বসেনা?
কোন জঙ্গলে যাবেন?
পাহাড়ে যাবেন জঙ্গেলে
যাবেন ঠিক আছে!!! তা সমুদ্রে কেন?
কোন জঙ্গলে যাবেন কামরুপ কামাক্ষায়?
নাকি হিমালয় পর্বতে!!

৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: সংসার আমার ভাল্লাগে না।

৭| ৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন: এ্যইডা কি আপনার বাসায় লাগানো পুঁইশাক গাছ ম্যঁ ভাই।

৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.