নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

Blind Girl

০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৫



There was a blind girl who hated herself just because she was blind. She hated everyone, except her loving boyfriend. He was always there for her. She said that if she could only see the world, she would marry her boyfriend.

One day, someone donated a pair of eyes to her and then she could see everything, including her boyfriend. Her boyfriend asked her, “now that you can see the world, will you marry me?”
The girl was shocked when she saw that her boyfriend was blind too, and refused to marry him. Her boyfriend walked away in tears, and later wrote a letter to her saying: “Just take care of my eyes dear.”

This is how human brain changes when the status changed. Only few remember what life was before, and who’s always been there even in the most painful situations.

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:০৮

ইসিয়াক বলেছেন: খুব সহজে মানুষ তার অতীতকে ভুলে যায়। যা খুবই দুঃজনক।

০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: হুম।

২| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:১২

ইসিয়াক বলেছেন: লোভের মত এত বড় জঘন্য জিনিস পৃথিবীতে নাই। লোভ মৃত্যুকে ও ভয় করে না। মৃত্যু তাদের কাছে তুচ্ছ মনে হয়।
মানুষ লোভের জন্য নিজের আত্মমর্যাদা বিসর্জন দেয় ।
আসল খথা হলো লোভ কে বর্জন করতে হবে l তবেই জীবন সুন্দর ও স্বার্থক হবে। নির্লোভ জীবনের মাঝে নিহিত আছে প্রকৃত সুখ । তাই প্রতিটি মানুষের উচিত লোভ লালসা পরিহার করা ।

০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: আমি লোভী নই। লোভ সংবরন কর‍্তে সক্ষম হয়েছি।

৩| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:২৭

ইসিয়াক বলেছেন: ফ্রাঙ্কেনস্টাইন’ বলতেই আমাদের চোখে ভেসে ওঠে কোনো দানবের নাম। ফ্রাঙ্কেনস্টাইন আসলেই কি দানব? নাকি সাহিত্যের একটি চরিত্র?
১৮১৫ সালে সুইজারল্যান্ডে লেইক জেনেভায় ছুটি কাটাতে গিয়ে মেরি শেলি, ইংরেজ কবি লর্ড বায়রন, পার্সি বিসি শেলি ও চিকিৎসক জন পোলিডরি ঘরোয়া এক আড্ডায় খেলাচ্ছলে একটা ভূতের গল্পের বই থেকে একটার পর একটা করে গল্প পরস্পরকে পড়ে শোনাচ্ছিলেন। এই সময় বায়রন হুট করে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে, আড্ডায় উপস্থিত প্রত্যেককে একটি করে ভূতের গল্প লিখতে হবে এবং সেসব গল্প থেকে সেরা গল্পের লেখককে ভোটের মাধ্যমে বিজয়ী করা হবে। এভাবে মজাচ্ছলে গল্প লিখতে গিয়ে ১৮ বছরের মেরি শেলির ভেতরে বাসা বাঁধে লেখক হওয়ার স্বপ্ন। এই স্বপ্নের কথা মেরি লিখেছিলেন তাঁর গল্পের নায়কের কণ্ঠে, ‘আমার স্বপ্নগুলো আমারই ছিল। এই স্বপ্নগুলো আমি অন্য কারও জন্য দেখিনি। যখন আমি খুব অস্থির হয়ে পড়তাম, আমার স্বপ্নগুলো আমাকে আশ্রয় দিত, আমার উড়ে বেড়ানোর দিনগুলোতে এরাই ছিল আমার প্রিয়তম সুখ!’

বায়রন মেরির গল্পকে আখ্যা দেন ‘মেয়ে হিসেবে দুর্দান্ত কাজ’ হিসেবে; এবং এই প্রশংসায় অনুপ্রাণিত হয়ে গল্পটিকে উপন্যাসে রূপান্তরের সিদ্ধান্ত নেন মেরি। এই ঘটনার ঠিক দুই বছর পরে ১৮১৮ সালে ফ্রাঙ্কেনস্টাইন অর আ মডার্ন প্রমিথিউস নামে এটি প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে সঙ্গেই তা তুমুল জনপ্রিয়তা পায়।

৪| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৩৩

ইসিয়াক বলেছেন: ফ্রাঙ্কেনস্টাইন [উপন্যাস]
**********************
ফ্রাঙ্কেনস্টাইন মেরী শেলী রচিত উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র। উপন্যাসটির নাম ফ্রাঙ্কেনস্টাইন: অর দ্য মডার্ন প্রমিথিউস হলেও ফ্রাঙ্কেনস্টাইন নামে বেশি পরিচিত।
কাহিনী সংক্ষেপ
এক জার্মান গবেষক, ফ্রাঙ্কেনস্টাইন নিরলস গবেষণার মাধ্যমে একটি বিশেষ ধরনের বিজ্ঞান আয়ত্ত করতে সমর্থ হয়। যার মাধ্যমে মৃত ব্যক্তির মধ্যে প্রাণসঞ্চার করা সম্ভব। সে তার এই পরীক্ষাটি এক মৃত ব্যক্তির উপর করলে মৃত ব্যক্তি ঠিকই বেঁচে উঠে, কিন্তু পরিনত হয় এক ভয়ঙ্কর দানবে। প্রচন্ড শক্তিশালী এই দানবটি দেখতে কুৎসিত। ফ্রাঙ্কেনস্টাইন ভয় পেয়ে এই দানবের প্রতি অত্যন্ত দুর্ব্যবহার করলে দানবটি হিংস্র হয়ে ফ্রাঙ্কেনস্টাইনের প্রতি প্রতিশোধ গ্রহণের সংকল্প করে । সে বনে গিয়ে আশ্রয় নেয়। তার প্রতিশোধ সে শুরু করে ফ্রাংকেনস্টাইন এর সহকারী ড. নীল ও একজন আয়া হত্যার মাধ্যমে। এরপর সে হত্যা করে তার সৃষ্টিকর্তার ভাইকে। তখন সে বনে আশ্রয় নেয় এবং শত শত সাধারণ লোক হত্যা করে। সে ফ্রাংকেন এর বিয়ের রাতে আবারো হত্যা করে তার স্ত্রীসহ তার পরিবারের বাকী সদস্যদের। ফ্রাঙ্কেনস্টাইন তাকে হত্যার জন্য ধাওয়া করতে থাকেন। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে মারা যায়। ফ্রাঙ্কেনস্টাইন মারা যাবার পর সে আত্মহত্যার চিন্তা করে হারিয়ে যায়। পরে আর তাকে কখনও দেখা যায়নি।

৫| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ফ্রাঙ্কেনস্টাইন’ নিয়ে লিখুন।

৬| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:০৩

ইসিয়াক বলেছেন:


লেখক বলেছেন: আমি লোভী নই। লোভ সংবরন কর‍্তে সক্ষম হয়েছি।

আপনি যে লোভী নন সেটা আমি অনেক অনেক আগেই বুঝেছি। লেখকের লেখার মধ্যেই তার চরিত্র ফুটে ওঠে।
সহজ সরল উক্তির জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:০৯

ইসিয়াক বলেছেন: ফেবুতে দিয়েছি তো।

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: আমার এই বিপদের মধ্যে আপনি আমার পাশে আছেন।
আমার পোষ্টে আসছেন। মন্তব্য করছেন। সাহস দিচ্ছেন । ভরসা দিচ্ছেন।

৮| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:৫৭

মীর আবুল আল হাসিব বলেছেন: যারা অতীতকে ভুলে যায় তারা সবচেয়ে বড় আহম্মক।

০৮ ই জুন, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: অতীত অনেক বড় শক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.