নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১।
খুবই সাধারন একটা ছবি।
কিন্তু ছবিটা দেখে আমার ভালো লেগেছে। মনটা খারাপ ছিলো। ছবিটা দেখে মনটা ভালো হয়ে গেছে। ছোট দুইটা বাচ্চা গনেশের দুই পাশে বসে আছে। দুটা বাচ্চাই দরিদ্র বাবা মায়ের সন্তান। তাদের ময়লা জামা। এমন কি পুরো গায়ে ময়লা লেগে আছে। মনে হয় অনেকদিন তারা গোছল করে নি। পায়ে জুতো নেই। হয়তো ক্ষুধার্থ। নোংরা জামা, ময়লা শরীর কিন্তু হাসিটা দেখুন। চমৎকার প্রানবন্ত হাসি। বাচ্চা দুটোর হাসিটা দেখেই মনটা ভালো হয়ে যায়। সাদা পাথরের গনেশের চেয়ে ছোট শিশু দুইটাকে ভালো লাগছে। ওদের হাসিমুখ কত পবিত্র দেখুন। কত আনন্দময়। দেবতা গনেশ ওদের কাছে তুচ্ছ হয়ে গেছে।
২।
এই ছবিটা দেখলে মন খারাপ হয়ে যায়।
মনটা খুব বেশি খারাপ হয়ে যায়। ছোট একটা শিশুকে ময়লার স্তূপে ফেলে দিয়েছে। এই কাজ যারা করেছে তারা কি মানুষ? কিভাবে পারলো এই কাজটা করতে? ছবিটার দিকে তাকিয়ে থাকলে মন প্রচন্ড খারাপ হয়ে যায়। ছবিটার দিকে আমি বেশিক্ষন তাকিয়ে থাকতে পারি না। মনটা ভীষন খারাপ হয়ে যায়। যাদের বাচ্চা নেই। একটা বাচ্চার জন্য তারা কত রকম চেষ্টা করছে। কত তাদের হাহাকার। সব নাকি ঈশ্বরের ইচ্ছায় হয়? ঈশ্বরকে পেলে জিজ্ঞেস করতাম এই শিশু কি পাপ করেছে? এই শিশু রাস্তায় ফেলে না দিয়ে আমাকে দিয়ে দিলে আমি দেখাশুনা করতাম। যত্ন নিতাম। আদর ভালোবাসা দিয়ে বড় করতাম।
২| ০৮ ই জুন, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: কত সহজ করে বলে দিলেন!
৩| ০৯ ই জুন, ২০২০ সকাল ৮:২৭
খায়রুল আহসান বলেছেন: শিশুদের হাসি নির্মল হাসি, সে হাসির পেছনে কোন কিছু লুকোনো থাকে না। এইজন্যই তা এত সুন্দর।
পরের ছবিটা না দিলেই পারতেন। এটা মানবতার এক চরম গ্লানি।
০৯ ই জুন, ২০২০ সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: পরের ছবিটা তো মিথ্যা না।
সমাজে কি ঘটছে তা জানার দরকার আছে।
৪| ০৯ ই জুন, ২০২০ রাত ১১:০২
আমি সাজিদ বলেছেন: পরের ছবিটা কি বাংলাদেশের?
০৯ ই জুন, ২০২০ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: জ্বী বাংলাদেশের।
৫| ১০ ই জুন, ২০২০ বিকাল ৫:২৪
ইসিয়াক বলেছেন:
পৃথিবীটা খুব নিষ্ঠুর জায়গা। সবচেয়ে নিষ্ঠুর নিজের কাছের আত্নীয় স্বজনেরা।
১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৬| ১১ ই জুলাই, ২০২০ রাত ২:৩৫
ইফতেখার ভূইয়া বলেছেন: শুধু জানতে ইচ্ছে করছে ঐ বাবুটা এখন কোথায় আছে, কেমন আছে?!
১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: না বর্তমান অবস্থা আমি জানি না।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২০ রাত ১০:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই রকম ঈশ্বরে আমার কোন প্রয়োজন নাই ।
সে নিপাত যাক!