নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সুরভি

০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫৪



সুরভি, বলতো আমাদের কোন জীবটা সুন্দর
বিয়ের আগের না বিয়ের পরের?
বিয়ের আগের সময়গুলো কিন্তু আমার অনেক প্রিয়
সারা ঢাকা শহর আমরা ঘুরে বেড়াতাম
শহরের সব গলিতে আমাদের নিঃশ্বাস মিশে আছে
মনে হতো এই শহরে তুমি আর আমি ছাড়া কেউ নেই

তুমি চোখে কাজল দিলে এত সুন্দর লাগতো-
আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকতাম!
অবশ্য আমি আজ সকালে তোমাকে দেখেও মুগ্ধ হয়েছি
ভোরে তুমি আ্মাকে ঘুম থেকে ডেকে তুললে
আমি তোমার দিকে তাকিয়ে মুগ্ধ!
এত ভোরে চোখে কাজল দিয়েছো কেন?


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২০ দুপুর ২:০৪

মৃন্ময়ী শবনম বলেছেন: কবিতা/কথামালা সুন্দর হয়েছে।
আপনার ব্লগিং কবিতার ভোরের মতোই হোক।

০৯ ই জুন, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Have a charming life.

০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

৩| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন, প্রতিটি ভাবনা মিলেই জীবন।

০৯ ই জুন, ২০২০ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ০৯ ই জুন, ২০২০ রাত ১১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জীবন খুব সুন্দরতর।

০৯ ই জুন, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৫

ইসিয়াক বলেছেন: নিজের মনের মত করে,
ভাবনার রং তুলিতে সাজানো;
আঁকা জুকি কিছু স্বপ্ন দিয়ে,
জীবনকে সাজানোর প্রত্যয়ে-
শুরু করে জীবনের পথ চলা।
বুকে পিঠে জড়ায়ে,
কতজনাকে আপন করে;
নিজের গড়া ভালবাসার নিকুঞ্জে,
ঠাঁই দিয়েছে বিনম্রচিত্তে।
ভালবাসার প্রদ্বীপ জ্বেলে,
হিংসা-বিদ্বেষ;অন্ধ-কুসংস্কারকে দুর করে,
গড়তে চায় একটি আলোকিত ভুবন।
হস্ত বন্ধন অটুট রেখে,
সকল ভেদাভেদ ভুলে গিয়ে;
মনুষ্যত্বের কাঁতারে সবাই দ্বাড়াবে,
ঘরে ঘরে;মনে মনে,
শুধুই ভালবাসার আলো ছড়াবে।
এক্‌ই বৃন্তে ফোটা জোড়া ফুলের মত,
সুখে-দুঃখে,সবাই সবার পাশে রবে-
ক্ষণ জন্মা মানব জীবনে তবে,
সুন্দরের ঢেউ খেলাবে।

১০ ই জুন, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: এটা কি আপনার লেখা?

৬| ১০ ই জুন, ২০২০ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন: না এটা আমার লেখা না , ফেসবুকে কবিতা পড়ছিলাম ।লাইনগুলো ভালো লাগলো। কেন ভালো লাগলো জানি না। আসলে আমি গভীর ভাবে কিছু ভাবতে পারি না। আমি এরকম কিছু লিখতে চাই।কিন্তু পারি না।

১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: চেষ্টা অব্যহত রাখুন পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.