নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৫৯

১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২৭



১। জীবনে উন্নতি করতে হলে কিছু মানুষকে ঘৃনা করতে শিখুন!
উন্নতি না করতে পারলেও তাদের এড়িয়ে চলা আপনাকে মানসিক শান্তি দেবে!

২। প্রথম অভিজ্ঞতা থেকে অভ্যাস, অভ্যাস থেকে আসক্তি, আসক্তি থেকে বিপর্যয় …

৩। জীবনের এক কঠিন সত্য হচ্ছে, নিজেকে আপনি যে মূল্য দেবেন, দুনিয়া আপনাকে সে মূল্যই দেবে। আপনি নিজেকে যা পাওয়ার উপযুক্ত মনে করবেন, আপনি তা-ই পাবেন।

৪। মেয়েদের চেহারার ওপরে'ই তাদের জীবনের অনেক কিছু নির্ভর করে।

৫। কোরআনে আল্লাহ বলেন, 'আমি যাকে' ঐশ্বর্য দিই, তাকে বেহিসাব দেই।
দূর্নীতির মাধ্যমে। গরীবের হোক মেরে?

৬। যে পুরুষ নারীর প্রলোভন ত্যাগ করতে পারে তারা প্রকৃত সৎ।

৭। সফল হবার পরে দেখবেন সফলতা একটা আজাইরা বিষয়, না হলেও সমস্যা ছিল না।

(ছবিঃ আমার তোলা)

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পুরুষ জৈবিক চাহিদার কারণে নারীর প্রতি আকৃষ্ট হবে ই।

১৭ ই জুন, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: পুরুষের তো বহুগামিতার অভ্যাসও আছে। এক নারীতে তার পোষায় না।

২| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪

নতুন বলেছেন: ১। জীবনে উন্নতি করতে হলে কিছু মানুষকে ঘৃনা করতে শিখুন!
উন্নতি না করতে পারলেও তাদের এড়িয়ে চলা আপনাকে মানসিক শান্তি দেবে!


এড়িয়ে চলুন কিন্তু ঘৃনা করা ঠিক না। ঘৃনা একটা বিষের মতন সেটা মনে থাকলে মনকেই বিষাক্ত করে ফেলে ধীরে ধীরে।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৩| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারো মনে তুমি দিওনা আঘাত
সে আঘাত লাগে কাবার ঘরে,
মানুষেরে তুমি যতো কর ঘৃণা
খোদা যান তত দুরে সরে।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: আমি তো ধর্ষনকারী, চোর, দূর্নীতিবাজ, খুনি এদের ভালোবাসতে পারবো না।

৪| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:৫৯

রামু দাস বলেছেন: সুন্দর লেখা

১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৭ ই জুন, ২০২০ দুপুর ২:১৬

আমি রানা বলেছেন: শেষেরটা সবাই বোঝেনা। বাকিগুলো বোঝার চেষ্টা করে।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রানা ভাই।

৬| ১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৫৪

নেওয়াজ আলি বলেছেন: এখন বড় বড় কালো কালো মিথ্যার রাজত্ব দ

১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো কি আপনার প্রকাশিত বইয়ে ছিলো?

১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: না।

৮| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




সফলতা শুধু শত্রু তৈরি করতে জানে। আধা পরিচিত এমনকি অপরিচিত মানুষও শত্রুতে পরিনত হোন। যে মানুষ যতো সফল তার শত্রু ততো বেশী।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: আমার একজনও শত্রু নেই।

৯| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৯

ইসিয়াক বলেছেন:

মেয়েদের চেহারার ওপর তাদের জীবনের অনেক কিছু নির্ভর করে.....।কথাটা ঠিক বুঝলাম না।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: নিজে নিজে চেষ্টা করেই বুঝতে চেষ্টা করুন।

১০| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৮

ইসিয়াক বলেছেন:

লেখক বলেছেন: নিজে নিজে চেষ্টা করেই বুঝতে চেষ্টা করুন।


এড়িয়ে গেলে হবে না। বিস্তারিত বলুন।

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: মোটেও এড়িয়ে যাচ্ছি না।

১১| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৩

ইসিয়াক বলেছেন:


উত্তর দেন না কেন?

জীবনে চারটি কথা সবসময় মনে রাখবেন
------------------------------------------------
১] প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয়, যতটা তাঁকে ন্যাশনাল
আই কার্ডে দেখায়, আর দেখতে ততটা ভালোও নয়, যতটা তাঁকে
ফেসবুকে দেখায়....!!
২] ছেলেরা ততটা খারাপ নয়, যতটা তাঁর বৌ তাঁকে ভাবে, আর
ততটা ভালোও নয়, যতটা তাঁর মা তাঁকে ভাবে.....!!
৩] প্রত্যেক পুরুষ ভাবে তাঁর বৌ হবে "মিস ইউনিভার্স " এর মতো
সুন্দরী, আর তাঁর ব্যবহারটা হবে " মোবাইল কল সেন্টারের
নারীর" মতো বা বিটিভি মতো ....!!
৪] প্রত্যেক নারী ভাবে তাঁর স্বামী রোজগার করবে "বিল গ্রেটস"
মতো, আর তাঁর ব্যবহারটা হবে "ঘর জামাই " এর মতো.....!!

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: চরম সত্য।

১২| ১৭ ই জুন, ২০২০ রাত ৮:১৬

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: আজ সাদ মিথ্যার পরিমাণ অনেক কম বলে মনে হলো!!!

১৭ ই জুন, ২০২০ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: আসলেই।
অসুবিধা নাই। পরের পর্বে বাড়িয়ে দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.