নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটি অসহায় মেয়ে

২০ শে জুন, ২০২০ সকাল ১১:৩৮



রিকশাওয়ালা নালিশের ভঙ্গিতে আমাকে বলছে-
এই মাইয়া তিনঘন্টা আমার রিকশায় ঘুরছে
কোথায় যাবে ঠিক করে কিছুই বলতে পারে না।

আমি বুড়া রিকশাওয়ালাকে বললাম, শান্ত হোন
আর একটা কথা বলবেন না, আমি দেখছি ব্যাপারটা
মেয়েটিকে দেখেই বুঝতে পারছি, তার কাছে টাকা নেই
রিকশাওয়ালাকে বললাম, আপনার কত টাকা ভাড়া হয়েছে?
রিকশাওয়ালা বলল, টাকা তো অনেক হইছে,
আপনে পাঁচ শ' টাকা দিলেই চলবে
আমি ম্যানিব্যাগ খুলে একটা পাঁচ শ' টাকার নোট দিয়ে দিলাম
রিকশাওয়ালা চলে গেল।

মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে কাঁদছে
আর একটু পরপর শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছছে
কোনো মেয়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না
আমি মেয়েটিকে বললাম, কাঁদবেন না
মনে হয় আপনি সকাল থেকে না খেয়ে আছেন
চলুন আপনাকে আগে কিছু খাইয়ে নিই
আমারও সকাল থেকে নাস্তা খাওয়া হয়নি।



(ছবিঃ আমার তোলা)

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ সকাল ১১:৪৮

বিজন রয় বলেছেন: সামাজিক কবিতা। সমসাময়িক কবিতা।

+++++

২০ শে জুন, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০২০ দুপুর ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

২০ শে জুন, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে জুন, ২০২০ দুপুর ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অবাস্তব কথাবার্তা
মেয়েটিন কাছে টাকা না থাকলে
তিন ঘণ্টা রিক্সায় ঘুরবার বিলাসিতা
করতো না। অনেক মেয়েরা ঘণ্টার পর ঘণ্ট
রিকশায় ঘুরে বিশেষ কারনে। তারা এই সামান্য
ঘনটায় ফ্যাচ ফ্যাচ করে কাঁদেনা। খানসাব্ সরল
মানুষ তাই চিনতে পারেনাই। একটু্ ইয়ের :P কারনে
মাঝে মাঝেই তার এমন অর্থ দন্ড হয়!!

২০ শে জুন, ২০২০ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: মেয়েটা হয়তো গ্রাম থেকে আসছে। টাকা নাই। বা হারিয়ে ফেলেছে।
অথবা কারো ঠিকানা ছিলো। কিন্তু ঠিকানা ভুল। নানান সমস্যা হতেই পারে।
মানুষের যে কত রকমের সমস্যা!!!!

৪| ২০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দুঃসংবাদ !!
,মডুরা আপনার গুরুর ট্রাকটরের চাকা খুলে নিয়েছে!! :((

২০ শে জুন, ২০২০ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজন।
অবশ্য আমি এটাই সন্দেহ করেছিলাম।

আমি যেমন ইচ্ছা করলেই সরকারের বিরুদ্ধে বলতে পারবো না। অথচ আমি দেশের জনগন।
ঠিক তেমনি ব্লগেও মনের মতো, ইচ্ছা মতোণ কিছু বলা যায় না।
দেশ স্বাধীন। কিন্তু মানুষ স্বাধীন ভাবে কিছু বলতে পারে না।

৫| ২০ শে জুন, ২০২০ দুপুর ১:১০

কল্পদ্রুম বলেছেন: পাঁচশো টাকা দেয়া উচিত হয়নি।

২০ শে জুন, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: কত টাকা অযথা চলে যায়। ৫ শ' টাকা তো অতি সামান্য। এই টাকায় ১ কেজি গরুর মাংসও পাওয়া যায় না।

৬| ২০ শে জুন, ২০২০ দুপুর ১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা। 

২০ শে জুন, ২০২০ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।

৭| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:১৫

অজানা তীর্থ বলেছেন: লোকটি ভালোকাজ করেছে কিন্তু তারপর কি হলো মেয়েটির? সে কেন এমন করলো?

২০ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: এই তো ভালো প্রশ্ন করেছেন।

৮| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কল্পদ্রুম বলেছেন: পাঁচশো টাকা দেয়া উচিত হয়নি।

২০ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: উনি নিজ চোখে ঘটনা দেখলে বুঝতেন।

৯| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২৭

Subdeb ghosh বলেছেন:
আপনার লেখার সাবলীলতা
প্রতিনিয়ত মুদ্ধ করে।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩

ইসিয়াক বলেছেন:





বেশ তো।

২০ শে জুন, ২০২০ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: আপনার মতো পারি না।

১১| ২০ শে জুন, ২০২০ রাত ৮:১৬

পদাতিক চৌধুরি বলেছেন:

এটা কি কবিতা?
আর একটা কথা,মেয়েটি এখন কোথায়?

২০ শে জুন, ২০২০ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: দাদা এটা কবিতা। মানে কবিতার মতোন কিছু একটা।

মেয়েটা কোথায় তা আমি বলব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.