নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চীন-ভারত সংঘর্ষ নিয়ে ব্লগাররা যা ভাবছেন

২০ শে জুন, ২০২০ রাত ৯:৩৭



সমস্যা হলো- চীন ছিলো সমাজতান্ত্রিক, এখন হয়েছে গালাকাটা ক্যাপিটেলিষ্ট। ভারত ছিলো ধর্ম নিরপেক্ষ দেশ, মোদী চাচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে। এদিকে করোনা নিয়ে আন্তর্জাতিকভাবে চীনারা বেশ চাপে আছে। তবে যুদ্ধ লাগলে মোদীর ভোজবাজী কমে যেতো। মোদি অনেক উজাইছে। মোদীকে বিচক্ষনতার পরিচয় দিতে হবে। তা না হলে মোদীর ট্রাম্পের মতো অবস্থা হবে।

এই আধুনিক যুগে এসে সবাই জানে- যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধে সাধারণ মানুষের হতাহত কোনোভাবেই কাম্য নয়। কোনো পক্ষই যুদ্ধ চায় না। চীন এমনিতেই চাপে আছে, যেহেতু নতুন একটা ইস্যু পেয়েছে, তাই ভিন্ন আলোচনায় এসে পড়লো। সম্ভবত ভারত তার মূল অবস্থান থেকে লড়বে না, আবার আগ বাড়িয়ে যুদ্ধেও জড়াবে না। নেপাল তো নজিরহীনভাবে ম্যাপ প্রকাশ করলো। উপমহাদেশে ভারতের বন্ধুটা আসলে কে?

চীন কৌশলগত কারনে ভারতকে চাপে রাখতে চাচ্ছে। তবে চীন তার নিজের বাড়ির উঠান অন্যের হাডুডু খেলার জন্য ছেড়ে দিবে না এটা পরিস্কার। চীন এখন আমেরিকা থেকে অনেক বড় ক্যাপিটেলিজমের দিকে আছে। আর যুদ্ধ হলে মোদী পরাজিত হবে, মানুষ তার অসার নীতি বুঝতে পারবে। চীনের সাথে ভারত লাগতে যাবে বলে মনে হয় না। আপাতত সদ্য ঘটা অপমান সহ্য করাই ভারতের জন্য উত্তম হবে। দরিদ্র দেশের পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখা ঠিক না।

নেপাল গত কয় বছর থেকে ভারতের বলয় থেকে বেরিয়ে চীনের বুকে আশ্রয় নিয়েছে। কয়দিন পর ভূটানও সে পথে হাঁটবে। এখন আমাদের বার্মার সাথে বন্ধুত্ব করার দরকার আছে। বর্তমান বিশ্বে অর্থনীতি আর বেকারত্বের হার নিয়ন্ত্রণ না করতে পারলে কোনও সরকারই পরিণামে টিকে থাকতে পারে না সেটা আমেরিকা হোক কি ভারত।

ভারত চীন সম্ভব্য যুদ্ধের বিস্তার যদি সিকিম ও অরুনাচল পযর্ন্ত সম্প্রসারিত হয়, তাহলে ভারত বাংলাদেশের রংপুর ডিভিশন দখল করতে পারে সৈন্য চলাচলের সুবিধার জন্য। কারন বাংলাদেশের উপরে সংকীর্ণ ভারতীয় অংশ মাত্র কয়েক কিঃ মিঃ চওড়া। আবার চীন যদি ভারতকে দাবড়ে সিকিম দিয়ে নেমে আসে, সেক্ষেত্রে চীন ও রংপুর পর্যন্ত দখল করে ভারতের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যের সরবরাহ লাইন বন্ধ করতে পারে। ফলাফল আমরা উলুখাগড়া হয়ে চেপ্টা হয়ে যাবো। তাই আমরা যুদ্ধ চাই না। এছাড়াও অর্থনৈতিক ক্ষতি হবে আর এক করোনা ভাইরাস এর করা ক্ষতির সমান।

শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের এখিলিস হিল। এই করিডোর রক্ষা করার জন্য যদি এক- তৃতীয়াংশ বাংলাদেশ দখল করতে হয়, ভারত তাই করবে। আমদের যারা এই সুযোগে চীনকে দিয়ে ভারতকে ঠ্যাঙাতে চাচ্ছেন, তারা আসলে নিজের পায়জামার ফিতা খুলে চীনকে মশারী বাধতে বলছেন।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ রাত ৯:৪৭

বিজন রয় বলেছেন: চীন সুপার পাওয়ার, আর ভারত হামাগুড়ি দেয়।


ভারত এখন ধর্মীয় গোঁড়ামির দেশ আর চীন স্বৈর কমিউনিস্ট!

২০ শে জুন, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ২০ শে জুন, ২০২০ রাত ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাকে মনে রাখতে হবে, ভারতের বেশীর ভাগ লোক এখনো আ্খ ক্ষেতে হাগু করে। গরুর মুত্র ও বিষ্ঠাকে ওষুধ মনে করে। তাদের মধ্যে উন্নতির কোন লক্ষণই নেই।

তাদের উন্নত ও সভ্য হতে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। তাদের কিছু বাহাদুরী আছে দুর্বলের প্রতি।

২০ শে জুন, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: একটা ইন্ডিয়ান মুভি আছে 'টয়লেট' নাম। সময় পেলে দেখবেন।

৩| ২০ শে জুন, ২০২০ রাত ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: একটা ইন্ডিয়ান মুভি আছে 'টয়লেট' নাম। সময় পেলে দেখবেন।

ইন্ডিয়ান মুভি আমি দেখি না। তার চেয়ে ইংরেজি অথবা ফরাসী কোন মুভি দেখবো।

২০ শে জুন, ২০২০ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: আরে ভাই, গো ধরে বসে থাকবেন না।
ইংরেজি অথবা ফরাসীর বাইরে মুভি দেখলে আপনার জেল ফাসি হয়ে যাবে না।

৪| ২০ শে জুন, ২০২০ রাত ১০:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পায়জামার ফিতা আর মশারির উপমাটা খুউব উপযোগী হয়েছে।

২০ শে জুন, ২০২০ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ২০ শে জুন, ২০২০ রাত ১০:১০

আমি তিতুমীর বলছি বলেছেন:


আমাদের রংপুর দখল হতে পারে এটি অযুক্তিক কথা, হয়তো প্রয়োজনে দুদেশ আমাদের ভূমি ব্যাবহার করার অনুমতি চাইতে পারে, কিন্তু আপনি যেভাবে বললেন তাতে মনে হচ্ছে ভারত চীন চাইলে আমাদের দখল নিতে পারে!!!


আপনি শিরোনাম লিখেছেন "ব্লগাররা যা ভাবছে, কিন্তু লেখা বলে এটা আপনার একান্ত নিজস্ব ভাবনা।

আমি ব্যক্তিগতভাবে চাইবো এ যুদ্ধ যেন না হয়, আর হলে চীন যেন ক্ষতিগ্রস্ত হয় কারণ ভারতের ভিতরে আমাদের দুএকজন শুভাকাঙ্ক্ষী থাকলেও চীনে নেই, চীন গরীব দেশগুলোকে দখল করতে চায় ঋণ দিয়ে, চীন খুবই ভয়ংকর এক অভিশাপ বর্তমান বিশ্বের জন্য।

২০ শে জুন, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: চীন তো সফল। তারা নিজেদেরে যোগ্য করেছে।

৬| ২১ শে জুন, ২০২০ রাত ১২:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার লেখাটা মাসুদ রানা সিরিজের মত অন্য ব্লগারদের মন্তব্যের ছায়া অবলম্বনে রচিত বলে মনে হচ্ছে। তবে মাঝে মাঝে ছায়া না সরাসরি কপি পেস্ট করেছেন। তবে বর্তমানে কাজী আনোয়ার হোসেন আর শেখ আব্দুল হাকিম মাসুদ রানার সত্ত্ব নিয়ে লড়াই করছেন।

২১ শে জুন, ২০২০ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন আপনি।

৭| ২১ শে জুন, ২০২০ রাত ১২:৪০

নেওয়াজ আলি বলেছেন: মৌদি বলছে ভারতমাতাকে যারা অপমান করে তাদের ক্ষমা নাই । ভাগ্যিস আমাদের দেশকে মন্ত্রী আগেই স্ত্রী বানিয়ে দিয়েছে ভয়ে।

২১ শে জুন, ২০২০ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: মোদী দিন দিন উন্মাদ হয়ে যাচ্ছে।

৮| ২১ শে জুন, ২০২০ ভোর ৪:৪২

অনল চৌধুরী বলেছেন: শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের এখিলিস হিল। এই করিডোর রক্ষা করার জন্য যদি এক- তৃতীয়াংশ বাংলাদেশ দখল করতে হয়, ভারত তাই করবে- পাকি ,চীন নেপাল অঅবার বাংলাদেশ !!!
কতো দেশের সাথ লড়বে ভারত?
দ্রুত ইস্দ্র,দূর্গা,রাম,লক্ষণকে খবর না দিলে তো দেবতাপুরী লংকা হয়ে জ্বলবে !!!!
ছবিতে শত্রুকে পরাজিত করা যতো সোজা,বাস্তবে ততোই কঠিন !!!!

২১ শে জুন, ২০২০ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৯| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:১৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: যুদ্ধ কোন সমাধান হতে পারে না। যুদ্ধ নয় আমরা শান্তি চাই।

২১ শে জুন, ২০২০ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: সবাই শান্তিই চায়। কিন্তু শান্তির কাজ করে না।

১০| ২১ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৮

পদ্মপুকুর বলেছেন: ভারতের সাথে অন্যদেশের কাইজ্যা লাগলে প্রথমেই ভাবতে ইচ্ছে করে ভারত হারবে। কিন্তু সত্যি কথা হলো কোনো যুদ্ধও হবে না, কেউ হারবেও না।

আপনার এই 'ব্লগাররা কি ভাবছেন' সিরিজে অনেকেই প্রশ্ন করেছেন- ব্লগারদের ভাবনার নাম করে আপনি আসলে নিজের ভাবনাকেই চালিয়ে দিচ্ছেন কি না। আমার মনে হয়, ব্লগার হিসেবে আপনার সুচনার পর মন্তব্যে অন্য ব্লগারদের যে কথা আসে, তার মধ্য দিয়েই আসলে ব্লগাররা কি ভাবছেন তা জানা হয়ে যায়। সে অর্থে শিরোনামে কোনো সমস্যা দেখি না।

ব্লগার অনল চৌধুরী শিলিগুড়ি করিডোরের কথা বলেছেন। এই চিকেন নেক এর কোনো অংশ কি বাংলাদেশের অংশ ছিলো? কেউ বলতে পারেন?

২১ শে জুন, ২০২০ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: খুব চিন্তিত মতামত দিয়েছেন। এজন্য আপনাকে ধন্যবাদ। অবশ্য আপনি সব সময় চিন্তিত মতামত দেন। শেষে যে প্রশ্ন রেখেছেন, তার উত্তর আমার কাছে নেই।

১১| ২১ শে জুন, ২০২০ বিকাল ৪:২৮

ইসিয়াক বলেছেন:



শেষের লাইনটা পড়ে আমি হাসতে হাসতে শেষ।

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: হা হা হআ---------

১২| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের উপমাটা ভাল লেগেছে।

২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৩| ২১ শে জুন, ২০২০ রাত ৮:২৩

অনল চৌধুরী বলেছেন: শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের এখিলিস হিল। এই করিডোর রক্ষা করার জন্য যদি এক- তৃতীয়াংশ বাংলাদেশ দখল করতে হয়, ভারত তাই করবে[/sb এই কথাগুলি আমি লিখিনি,লেখক বলেছেন।

এই চিকেন নেক এর কোনো অংশ কি বাংলাদেশের অংশ ছিলো? কেউ বলতে পারেন - আমার উত্তর, ১৯৪৭ সালে বাংলা ভাগ হওয়ার আগে পর্যন্ত নেপাল সীমান্ত পর্যন্ত পুরো অংশ বাংলার অংশ ছিলো।

২১ শে জুন, ২০২০ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: থাক বাদ দিন। এরক পোষ্ট আর দিব না। শেষে আমার বিপদে পড়তে হয়।

১৪| ২১ শে জুন, ২০২০ রাত ১০:৪২

বাংলা উইশেস বলেছেন: এ যেনো

২১ শে জুন, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.