নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পাঁচটি সাউথ ইন্ডিয়ান মুভি

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৯



১। রাতসাসান তামিল থ্রিলার মুভি। রাতসাসান, যার বাংলা অর্থ হলো পিশাচ। মুভির শুরুটাই ভয়ংকর। লেকের পারে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ের মৃতদেহ পাওয়া যায়। ডাক্তারও পোস্টমর্টেম করার সময় ক্ষতস্থানগুলো দেখে শিউরে ওঠেন। ছবিটি পরিচালনা করেছেন রাম কুমার। প্রধান চরিত্রে বিষ্ণু বিশাল এবং অমলা পাল। আমি মুভিটি দুই বার দেখেছি। হিন্দি ডাব আছে। এই মুভি আপনাকে এক মিনিটের জন্যও বিরক্ত হতে দিবে না।

২। Dashing Detective দূর্দান্ত মুভি। মুভির নায়ক হচ্ছেন একজন প্রাইভেট ডিটেকটিভ। তার কাছে মাথা নষ্ট করার মত কোনো কেস না আসায় ক্ষোভে ছিলেন। এর মধ্যে একটি বাচ্চা তার কুকুর এর হত্যা এর কেস নিয়ে আসে ডিটেকটিভের কাছে। এই কেস থেকেই ডিকেটিভ অনেক কিছুর সন্ধান পান। মুভিটা আমার কাছে সেই রকম লেগেছে। মুভির শেষে দৃশ্যগুলো সুন্দরবনে করা হয়। মুভিটি আমি চার বার দেখেছি। মুভির মেকিং, ডায়লগ আর অভিনয় দেখে মুগ্ধ আমি। মুভিটি দেখুন। অবশ্যই ভালো লাগবে। ইউটিউবে আছে।

৩। Theeran অস্থির মুভি। মুভির কাহিনি অত্যন্ত চমতকার। মুভির কাহিনি এই রকমঃ একটি ডাকাত দল যারা বিভিন্ন বাসায় হামলা করে সবাইকে মেরে ডাকাতি করে চলে যায়। কিছুতেই ডাকাতদের ধরা যাচ্ছিলো না। আর এই কেস এর সমাধান এর জন্য ওঠে পরে লেগে যায় মুভির নায়ক। বছরের পর বছর নায়ক সারা ভারত ঘুরে বেড়ায় অথচ ডাকাতদের কোনো হদিস পাওয়া যায় না। মুভির প্রথম দিকে কমেডি ও রোমান্স। তারপর শুরু হয় আসল কাহিনি। সত্য ঘটনার উপর মুভিটি।

৪। Neevevaro মুভিটা আমি তিনবার দেখেছি। চমতকার মুভি। নায়ক অন্ধ থাকে। তবে তার একটা রেস্টুরেন্ট আছে। সে নিজেই রান্না করে। মানুষ তার রান্না খুব পছন্দ করে। এভাবে সিনেমা শুরু। তারপর এই মুভি আপনাকে নিয়ে যাবে অন্যজগতে। মুভির কাহিনি অতি সুন্দর। দর্শক মুভিটি দেখে 'থ' হয়ে যাবেন। এই মুভি আপনাকে আনন্দ দিবে। শেখাবে মিথ্যা অভিনয় কি করে করতে হয়। চরম মুভি।

৫। Hello! সবার সাথে বসে দেখার জন্য পার্ফেক্ট একটা মুভি। বোর হওয়ার চান্স নাই। মুভির গান গুলো সুন্দর। এই মুভির নায়ক, নায়িকা, ভিলেন, লোকেশন সবই ভালো। প্রেম ভালোবাসা নিয়ে ছবি। এই নায়কের কোনো মুভি আমি আগে দেখি নি। ভালো অভিনয় করেছে নায়ক। মুভির কাহিনি সহজ সরল সুন্দর। এই মুভি আপনাকে শেখাবে মনের মধ্যে তীব্র ইচ্ছা থাকলে সব সম্ভব। আশাহত হওয়া যাবে না।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২

কল্পদ্রুম বলেছেন: একটাও দেখি নি।

২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: দেখুন। তাড়াতাড়ি দেখুন। দরকার আছে।

২| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২

জিসান অাহমেদ বলেছেন: চমৎকার

ইংরেজী সাবটাইটেলসসহ ইউটিউব লিংক হবে কি?

২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: হিন্দি ডাব ই আছে।
ইউটিউবেই পাবেন।

৩| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তামিলদের কথাবার্তা শুনলে মনে হয় যেন ঝগড়াঝাঁটি করছে অথবা বকাঝকা করছে।
এই ভাষাটা আমার যেমন অপছন্দ তেমনি মানুষগুলোকে আমার পছন্দ হয় না।

২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: আপনি ভুলের মধ্যে আছেন।

৪| ২১ শে জুন, ২০২০ রাত ৮:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৪ নং ছবিটা ছাড়া সবগুলো ছবিই দেখেছি। আমার কাছে ভালো লাগেনি।

২১ শে জুন, ২০২০ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: হায় হায় কি বলছেন??? !!!!!!

৫| ২১ শে জুন, ২০২০ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: একটি মুভিও আমার দেখা নয় । সময় করে দেখতে হবে । সুন্দর পোস্ট ।

২১ শে জুন, ২০২০ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: অনুরোধ করবো মুভি গুলো দেখুন।

৬| ২১ শে জুন, ২০২০ রাত ৯:০১

ঊণকৌটী বলেছেন: আপনি ডিজনি হটস্টারে সুস্মিতা সেনের ওয়েব সিরিজ আঁরিয়া দেখতে পারেন। কথা দিচ্ছি প্রায় সাড়ে 4 ঘন্টা আপনি টিভির সামনে থেকে উটতে পারবেন না।

২১ শে জুন, ২০২০ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: লিংক থাকলে দেন না দেখি।

৭| ২১ শে জুন, ২০২০ রাত ৯:২৮

নেওয়াজ আলি বলেছেন: দক্ষিণের ছবি মানেই ফাইট আর ফাইট।

২১ শে জুন, ২০২০ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: তা ঠিক। তবে ওরা সিনেমায় অনেক উন্নতি করেছে। এখন ওদের মুভি দেখলে মুগ্ধ হতে হবে।

৮| ২১ শে জুন, ২০২০ রাত ১০:০৯

সেতু আমিন বলেছেন: লিস্টে বাবহুলীর নাম কোথায়?

২১ শে জুন, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: বাহুবলী ভালো মানের মুভি না। আজগুবি। কোনো লজিক নাই।

৯| ২১ শে জুন, ২০২০ রাত ১১:১৪

ঊণকৌটী বলেছেন: না লিঙ্ক দিতে হবেনা। আপনার টিভি বা ল্যাপটপ তে নেট আছে তো জাস্ট রেজি করান আরমসে ওয়েব সিনেমা বা সেরিয়াল দেখেন।

২১ শে জুন, ২০২০ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: জ্বী আমি এমনটাই করি।
তবু আপনি বলেছেন এতে আমি অনেক খুশি।

১০| ২২ শে জুন, ২০২০ রাত ২:৫১

অনল চৌধুরী বলেছেন: বাহুবলী তামিল না ,তেলেগু ছবি।

২২ শে জুন, ২০২০ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ওই একই কথা-
সাউথ ইন্ডিয়ান। শিরোনামে তো তাই লিখেছি।

১১| ২২ শে জুন, ২০২০ সকাল ১০:৫৬

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: Have to see them

২২ শে জুন, ২০২০ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: দেখা দরকার।
দেখলে আপনার ভালো লাগবে।

১২| ২২ শে জুন, ২০২০ দুপুর ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ৪ নাম্বারটাই দেখছি শুধু

২২ শে জুন, ২০২০ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: মুভিটা কেমন লেগেছে সেটাই বলুন।

১৩| ২২ শে জুন, ২০২০ দুপুর ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লেগেছে। বেশ ভালো।

২২ শে জুন, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:১২

পদাতিক চৌধুরি বলেছেন: সিনেমা লাস্ট কবে দেখেছে মনে পরেনা। দেড়/দু'ঘণ্টা ধরে বসে সিনেমা দেখার মত ধৈর্য আমার নেই।
গত মাসে একটা ডকুমেন্টারি দেখেছি 2 ঘন্টার উপরে। পদ্মপুকুর ভাই লিঙ্ক দেওয়াতেই দেখলাম। অন্যথায় এমন ভিডিও বা সিনেমা দেখার ঝুলি আমার শূন্য।

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: দাদা ভারতে এত এত মুভি হয় আর আপনি দেখেন না???

১৫| ১১ ই জুলাই, ২০২০ রাত ২:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: এই জীবনে একটাও সাউথের মুভি দেখা হয় নি, সম্ভাবনাও খুব কম বলেই মনে হচ্ছে।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: না কিছু কিছু মুভি দেখুন। অবশ্যই ভাল লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.