নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সাহিত্য-টাহিত্য নিয়ে লাফালাফির আগে একটা ভালো চাকরি-বাকরি করো। সাহিত্য ভাত দিবে না।
২। আমার যদি একটা নিজস্ব পাহাড় থাকতো! গাঢ় সবুজ পাহাড়। সেই পাহাড়ে একটা দোতলা কাঠের বাড়ি বানাতাম।
৩। আপনি শুধু জুমআ’র নামাজই পড়েন কেন?
আপনাকে কি আল্লাহ্ শুধু জুমার দিনেই আলো, বাতাস, পানি খাবার দিয়ে থাকেন? শনিবার দেন না? রবি, সোম, মঙ্গল সব দিনই তো দেন। সবদিন পরিপূর্ণ আল্লাহর নেয়মত ভোগ করেন, কিন্তু আল্লাহ্কে শুধু একদিনই স্মরণ করেন।
এবার বলুন আপনি কি ঠিক পথে আছেন?
চলেন না ভাই মসজিদে যাই। মসজিদ হচ্ছে হেদায়েতের উপযুক্ত পরিবেশ। আল্লাহর রহমত প্রথমে নাযিল হয় মসজিদের ওপর। যারা মসজিদে যায় তারা আল্লাহর রহমত পায়।
৪। নেইল পলিশ ব্যবহার করার সময় তা ঢেকে রেখে ব্যবহার করুন। ঢাকনা খোলা রাখলে নেইল পলিশ শুকিয়ে যাবে। নেইল পলিশ শুকিয়ে গেলে তার মধ্যে গ্লিসারিন অথবা রিমুভার ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দেখবেন আবার আগের মতো ব্যবহার করতে পারছেন।
৫। পৃথিবীর কোনও মানুষই একেবারে সাদা হতে পারে না। আর কালোর ছিটে বলে দ্বিতীয়জন যা মনে করে সেটা আবার তার কাছে কালো নাও মনে হতে পারে।
৬। যারা ভালোবেসে বিয়ে করে তাদের ক'জন শেষ পর্যন্ত ভালোবাসা ধরে রাখতে পারে?
২২ শে জুন, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: ভালোবাসা বড় ভাই।
২| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৫
ভুয়া মফিজ বলেছেন: আপনি কি আতেল?
২২ শে জুন, ২০২০ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: জা বলবেন মাথা পেতে নিব।
ঝগড়া করবো না।
৩| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৮
ইসিয়াক বলেছেন:
১ নম্বর, চাকরি এখন কোথায়? কে দেবে চাকরি? আপনি?
২২ শে জুন, ২০২০ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: চাকরি তো আমারই নাই।
৪| ২২ শে জুন, ২০২০ বিকাল ৫:০২
ইসিয়াক বলেছেন:
২ নম্বর, আপনার কাঠের বাড়িতে আমি প্রতিদিন দুর থেকে ঢিল মারতাম ।
৩ নম্বর,,ধর্ম নিয়ে আপনার পোস্টগুলো বরাবরই বিভ্রান্ত সৃষ্টি করে। এরকম করা ঠিক না।
৪ নম্বর, আপনার কি বিউটি পার্লার আছে?
৬ নম্বর, লাখ টাকার প্রশ্ন।
২২ শে জুন, ২০২০ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: ২। ঢিল মারবেন কেন?
আপনি বাড়িতে আসবেন চা খাবেন। সাহিত্য নিয়ে আড্ডা দিবেন আমার সাথে।
৩। ধর্ম থেকে আমি দূরে থাকতে চাই।
৪। আমার কিছুই নাই।
৬। হুম।
৫| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১। আপনি নিজেই তো বেকার হয়েও হুমায়ুন আহমেদ আর রবীন্দ্রনাথ নিয়ে লাফালাফি করেন...
২২ শে জুন, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: কানা কে কানা বলতে হয় না ভাই।
৬| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কাজ করা উচিত।
প্রচুর টাকা-পয়সা থাকলে ব্যবসা-বাণিজ্য করা উচিত।
২২ শে জুন, ২০২০ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: অবশ্যই কাজ করা উচিত।
কাজটা দিবে কে?
প্রচুর টাকা পয়সা থাকলে কাজ বা ব্যবসা না করলেও চলে।
দূর কোথাও পাহাড়ে একটা দোতলা বাড়ি বানালেও চলবে। সেই বাড়ি থাক্বে একটা লাইব্রেরী। ব্যস আর কি লাগে।
৭| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবচেয়ে বেশি প্রয়োজন সৎ হওয়া । ভালো মানুষ হওয়া । অন্যের ক্ষতি না করা। দেশের কল্যাণ সাধন করা।
২২ শে জুন, ২০২০ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: এরকম মুখের বুলি বাদ দেন। মূখের কথায় চিড়া ভিজে না।
৮| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
কৃষিজীবী বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: আপনি কি আতেল?
২২ শে জুন, ২০২০ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: যে যা খুশি আমাকে বলেন। আমি কিচ্ছু বলব না। কারন আমি আছি গর্তে।
৯| ২২ শে জুন, ২০২০ রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২২ শে জুন, ২০২০ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
১০| ২২ শে জুন, ২০২০ রাত ১০:১৪
নেওয়াজ আলি বলেছেন: জীবিকার জন্য চাকরী । জীবনে রসের জন্য সাহিত্য। সৎ ভালোভাবে চলতে পাঁচ ওয়াক্ত নামাজ
২২ শে জুন, ২০২০ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য আলি ভাই।
১১| ২২ শে জুন, ২০২০ রাত ১০:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ২ নাম্বারে আমিও আছি।
২২ শে জুন, ২০২০ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: পূরন হোক আপনার ইচ্ছা।
১২| ২২ শে জুন, ২০২০ রাত ১১:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালোবাসা ধরে রাখবার বিষয় না ছেড়ে দিবারও বিষয় না।উপলব্ধির বিষয়।সুমন আর সাবিনার ভালোবাসা এ যোগের শ্রেষ্ট ভালোবাসা।
২২ শে জুন, ২০২০ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৩| ২৩ শে জুন, ২০২০ ভোর ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: এরকম মুখের বুলি বাদ দেন। মূখের কথায় চিড়া ভিজে না।
আমি নিজেকে এক জন সৎ মানুষ বলেই জানি। অন্য কেউ কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না।
২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: মানুষকে অবহেলা করবেন না। মানুষের কথা শুনুন। মানুন।
১৪| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:০৭
নীল আকাশ বলেছেন: ৪ নাম্বারটা কী ব্যক্তিগত অভিজ্ঞতা নাকি?
২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: জ্বী।
১৫| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:২০
কাছের-মানুষ বলেছেন: সবগুলোই জীবনমুখী এবং অভিজ্ঞতার আলোকে লিখেছেন!
আপনি অনেকদিন ধরেই ভাবছেন ব্যাবসা করবেন। আমার মনে হয় এবার ভাবাভাবি বন্ধ করে আপনার ব্যাবসাটা শুরু করা উচিৎ।
১নং এর সাথে একমত। আসলে পকেটে মালপানি থাকলে পেটের থেকে এমনিই সাহিত্য-টাহিত্য বের হবে।
২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: ব্যবসা করবো কিভাবে?
কোনো ব্যবসাই তো জানি না।
১৬| ২৪ শে জুন, ২০২০ রাত ২:৪৪
কাছের-মানুষ বলেছেন: ব্যবসা করবো কিভাবে?
আপনি যেই কাজটি ভাল বুঝেন সেটা করুন! আমার একটা বিজনেস আইডিয়া আছে, বাহিরে বেশ জনপ্রিয় কিন্তু বাংলাদেশে এখনো আমার বিশ্বাস কেউ শুরু করেনি।
এখানে টাকার চেয়ে বেশী দরকার, শ্রম, পেশন।
আপনার লেখালেখিতে জোক আপনি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করতে পারেন। আমি দেশে থাকলে এই মডেলটা কাজে লাগাতাম।
প্রিন্ট অন ডিমান্ড এমন বিজনেস যেখানে যে কেউ নিজের বই প্রকাশ করতে পারবে। এটাকে সেল্ফ পাব্লিশও বলে।
এখানে প্রকাশক এবং লেখকের কারোই বই প্রকাশ করতে টাকা খরচ করতে হবে না যেটা ট্রেডিশনাল পাব্লিকেশনে লাগে।
আপনি এমন একটি সিষ্টেম দাড় করাবেন যেখানে লেখকরা তাদের বই সাবমিট করবে, কাভার ডিজাইন করবে, তারাই প্রুফ রিড করবে। আপনি অনলাইনে প্রকাশ করবেন। পাঠক বই অনলাইনে দেখবে এবং পছন্দ হলে অর্ডার করবে। আপনি যখন বইয়ের দাম পাবেন তখন জাস্ট বইটি প্রিন্ট করে পাঠিয়ে দেবেন। দেখেন কোন প্রিন্টারের সাথে যোগাযোগ করে তাদের সাথে চুক্তি পারেন।
এমাজনও একটি পৃথিবীর বড় একটি সেল্ফ পাব্লিশ কোম্পানি। এমাজন ইংলিশ, হিন্দি ইত্যাদি ভাষায় পাব্লিশ করে, আফসোস ওরা বাংলা সাপোর্টে করে না, তবে ভবিষতে করবে আমার বিশ্বাস, হিন্দি তামিল ওরা রিসেন্টলি যোগ করেছে। আমি ওদের সাথে ইমেইলে যোগাযোগ করেছিলাম কারন আমার নিউক উপন্যাসটি এমাজনে জমা দিয়েছিলাম ওরা রিজেক্ট করেছে, বলেছে বাংলা ওরা সাপোর্ট করে না । এই বিজনেস মডেলে যে কেউ বই পাব্লিশ করতে পারে কোন খরচ ছাড়াই। আপনার সাহস দরকার, আর কিছু না এখানে!!
২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: ভালো আইডিয়া।
তবে আমাদের দেশে এখন প্রকাশকরা না খেয়ে আছেন।
আমাদের দেশে লোকজন বই পড়ে না।
অবশ্য আমার দীর্ঘদিনের ইচ্ছা একটা প্রকাশনী দেওয়ার।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর।