নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৬০

২৬ শে জুন, ২০২০ রাত ৯:৫০



মিস্টার বিন পিজা বানানো শিখে গেছে।
সে এখন চমতকার পিজা বানাতে পারে। বিন তার বানানো পিজা নিয়ে মারাত্মক আশাবাদী। বিন এখন তিনবেলা (সকালে, দুপুরে আর রাত্রে) নিজের বানানো পিজা খাচ্ছে। প্রতিদিন খাচ্ছে। তার একটুও বিরক্ত লাগে না দিনের পর দিন পিজা খেতে। যত খাচ্ছে তত আরো খেতে ইচ্ছা করছে। একদিন মিস্টার বিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে বিশাল এক পিজার দোকান। সেই দোকান থেকে লোকজন পাগলের মতো পিজা কিনছে। কেউ কেউ পার্সেল নিয়ে যাচ্ছে। এত এত কাস্টমার যে বিক্রেতারা হিমসিম খাচ্ছে। বিন দাড়িয়ে দাড়িয়ে এই দৃশ্য দেখলো। এবং তার মাথায় একটা আইডিয়া চলে এলো।

রাতে বাসায় ফিরেই বিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল।
সে পিজা বানাবে। এবং বিক্রি করবে। কারন বিনের একটাই গুন আছে সে পিজা খুব ভালো বানাতে পারে। তার আত্মবিশ্বাস প্রচুর। পরের দিন সকালে সে অনেক গুলো ব্যানার বানালো, লিফলেট ছাপালো। রাস্তা দিয়ে বাসায় ফেরার পথে যত মানুষ দেখলে তাদের সবার হাতে একটা করে লিফলেট দিয়ে দিলো। লিফলেটে লেখা- 'আমি মি. বিন। আমি খুব ভালো পিজা বানাই। আমার বানানো পিজা খেয়ে দেখুন। অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমার মোবাইল নম্বর। এখুনি অর্ডার দিন। এমনকি আমি হোম ডেলিভারীও দেই'। পুরো শহরে লিফলেট ছড়িয়ে দিলো। এবং বিসমিল্লাহ বলে নিজের বাড়ির গেটে বড় ব্যানার টাঙ্গিয়ে দিলো।

মিস্টার বিন খুব ব্যস্ত। ভীষন ব্যস্ত।
অলরেডি সে প্রথম দিনেই এক শ' পিজার অর্ডার পেয়েছে। সন্ধ্যার আগে পিজা ডেলিভারি করতেই হবে। পাশের বাসার একটা মেয়ে আসছে বিনকে সাহায্য করতে। বিন তাকে বলেছে, তুমি চুপ করে বসে থাকো। আমি একাই পারবো। তোমাকে কফি বানিয়ে দিচ্ছি তুমি আরাম করে বসে কফি খাও। সত্যি সত্যি বিন বিকেলের আগেই এক শ' পিজা বানিয়ে ফেলল। এবং তার গাড়িতে করে সঠিক সময়ে পিজা ডেলিভারি করলো। প্রথম দিনেই তার অনেক টাকা লাভ হলো। প্রতিদিন একই ঘটনা। প্রচুর পিজার অর্ডার পাচ্ছে। একাই সমস্ত পিজা বানাচ্ছে এবং ডেলিভারী করছে। সেই রকম ব্যবসা হচ্ছে। বিন প্রচন্ড খুশি। খুব শ্রীঘই সে নতুন একটা বাড়ি কিনবে।

এদিকে আশে পাশে যারা পিজা ব্যবসায়ী ছিলো তাদের মাথায় হাত।
তাদের সারা দিনে দশটা পিজাও বিক্রি হয় না। তিনজন দুষ্ট পিজা ব্যবসায়ী মিলে ঠিক করলো মিস্টার বিনকে মেরে ফেলবে। একদিন তারা বিনকে দুইটা পিজার অর্ডার দেয়। বিন যথাসময়ে পিজা নিয়ে হাজির হয়। তখন দুষ্ট ব্যবসায়ীরা বলে বিন আজ তোকে মেরে ফেলব। তোর জন্য আমাদের ব্যবসায় ধ্বস নেমেছে। তখন বিন বলে আমাকে হত্যা করার আগে আমার বানানো পিজাটা তো আগে খেয়ে নাও। ব্যবসায়ীরা বিনের বানানো পিজা খায়। এবং তারা খেয়েও স্বীকার করলো বিন আসলেই ভালো পিজা বানাতে পারে।.....

পরী আর আমি ইউটিউবে মিস্টার বিন কার্টুন দেখছি।
প্রতিদিনই দেখি। একেক দিন একেক রকম পর্ব। দেখতে বেশ ভালো লাগে। পরীর জন্য আমাকে প্রতিদিন নানান রকম কার্টুন দেখতে হয়। আজ হঠাত পরী বলল, বাবা পিজা খেতে ইচ্ছা করছে। আমি বললাম, মেয়ে আমারও পিজা খেতে ইচ্ছা করছে। (আসলে পিজা আমি মোটে পছন্দ করি না। মেয়েকে খুশি করতেই বলা। মেয়েকে খুশি করার জন্য আমি এক কোটি মিথ্যা বলতে পারি) সুরভিকে বললাম, পিজা বানাও। সুরভি বলল ওভেন নষ্ট। দোতলা ভাবীর কাছে গেলাম। ভাবী দুঃখ নিয়ে বললেন, পিজা বানানোর সরঞ্জাম ঘরে কিছুই নেই। আমি চলে গেলাম গিলগাও। বেশ কিছু ফাস্ট ফুডের দোকান খোলা পেলাম। একটা বড় পিজা নিয়ে বাসায় ফিরলাম।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই সব জিনিস শ্রীলঙ্কায় খুব সস্তা ছিল।
এখানেও খুব কম দাম।
সহজে হোম ডেলিভারিও দেয়।

২৬ শে জুন, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: পিজা আমার ভালো লাগে না। অথচ বহু লোক খুব আগ্রহ নিয়ে খায়।

২| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এমন একটা সময় আসবে এই বাংলাদেশে গান নিষিদ্ধ হয়ে যাবে।
সেই সময় খুব বেশী দূরে নয়।
তাই সময় থাকতে প্রাণভরে গান শুনে নিন সবাই।
সামনে সময় খারাপ।

২৬ শে জুন, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ থেকে গান কোনো দিন বন্ধ হবে না।

৩| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:




বড় সাইজের একটা পিজ্জার মুল্য কতো?
এই সুন্দর রাস্তা ও গ্রামটি কোথায়?

২৬ শে জুন, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম।
কোথাও ৩০০ টাকা আবার কোথাও ১২০০ টাকা।

ছবিটা গ্রামের। গ্রাম নাম রসুলপুর।

৪| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আপনি আড্ডাতে আসলেন না কেন

২৬ শে জুন, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: বাসায় নেট লাইনের অবস্থা খুব খারাপ। খুব বেশি খারাপ।

৫| ২৭ শে জুন, ২০২০ রাত ১২:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইতালি দেশের মশলা মাখান বড় রুটিকে মনে হয় পিতজা বলে। গরম গরম খেতে ভালো লাগে।

২৭ শে জুন, ২০২০ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: শুধু মশলা না আরো অনেক কিছু থাকে।

৬| ২৭ শে জুন, ২০২০ রাত ২:১৬

কল্পদ্রুম বলেছেন: এক ইটালিয়ানের রিভিউ দেখেছিলাম।সে বাংলাদেশের ইটালিয়ান পিজ্জা নাম নিয়ে বিক্রি করা পিজ্জা খেয়ে স্যার আবুল মালের মত বলে উঠেছিলেন, "রাবিশ"।

২৭ শে জুন, ২০২০ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----
ঢাকা শহর আসল পিজা খুব অল্প কিছু জায়গায় পাওয়া যায়।

৭| ২৭ শে জুন, ২০২০ রাত ২:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার ভালই লাগে কিন্ত সহধর্মিনীর লাগেনা।টেকনিকেল সমস্যা।

২৭ শে জুন, ২০২০ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: আমি খাই বার্গার। পিজা ভালো লাগে না।

৮| ২৭ শে জুন, ২০২০ রাত ৩:০১

অনল চৌধুরী বলেছেন: কল্পদ্রুম বলেছেন: এক ইটালিয়ানের রিভিউ দেখেছিলাম।সে বাংলাদেশের ইটালিয়ান পিজ্জা নাম নিয়ে বিক্রি করা পিজ্জা খেয়ে স্যার আবুল মালের মত বলে উঠেছিলেন, "রাবিশ"। - বাংলাদেশের চীনা,থাই সবকিছুরই একই অবস্থা।এক চীনা খেয়ে বলেছিলো,এটা তো চাইনিজ খাবার না,বাংলাদেশী খাবারেরই এক সংস্করণ।
তবে তারা বিরিয়ানি রান্না করতে পারে।

২৭ শে জুন, ২০২০ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: বিরানী সবাই পারে না। অল্প কিছু রেস্টুরেন্টের টা শুধু ভালো হয়।

৯| ২৭ শে জুন, ২০২০ রাত ৩:৪১

কল্পদ্রুম বলেছেন: তবে তারা বিরিয়ানি রান্না করতে পারে।

এখন তো মোটামুটি লেভেলের দামি রেস্তোরাতে হায়দ্রাবাদি বিরিয়ানি,কাশ্মিরি বিরিয়ানি,আফগানি বিরিয়ানি এসব আইটেম থাকে।এদের রেসিপি আসলে কতটুকু অথেন্টিক?অন্য দেশে কি বাংলাদেশি বিরিয়ানি নামের কোন ব্রান্ডিং করতে পেরেছি?আমি জানি না এ বিষয়ে।

২৭ শে জুন, ২০২০ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: এরা শুধু নামে আছে। কামে নাই।

১০| ২৭ শে জুন, ২০২০ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজকের পোস্ট খানা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য দ্রব্য মানব জাতির প্রথম ও গুরুত্বপূর্ণ চাহিদা।

২৭ শে জুন, ২০২০ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ। খাদ্য কেনার জন্য মানুষের হাতে টাকা কই?

১১| ২৭ শে জুন, ২০২০ ভোর ৫:৪৯

সুপারডুপার বলেছেন:



পিৎজাতো অনেক ধরণের হয়। এই ধরেন ডাল -সবজি-ভর্তা -ছানা- ব্যাঙের ছাতার পিৎজা, গরু-খাসি -মুরগি -মাছ-ভুনা পিৎজা, আম জাম কাঁঠাল বা ফলমূল পিৎজা। আপনি কি পিৎজা নিয়ে বাসায় ফিরেছিলেন?

২৭ শে জুন, ২০২০ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: পিজা যে এত রকম হয় তাই ই তো জানতাম না।

১২| ২৭ শে জুন, ২০২০ ভোর ৬:০৯

ইসিয়াক বলেছেন:



পোস্টের ছবিটি ভীষণ দৃষ্টি নন্দন।

২৭ শে জুন, ২০২০ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: গ্রাম বাংলার ছবি। গ্রামের ছবি এমনিতেই সুন্দর হয়।

১৩| ২৭ শে জুন, ২০২০ সকাল ৭:০৯

ইসিয়াক বলেছেন:




পিজ্জা আমার ভালো লাগে না। আমার প্রিয় বিরিয়ানী।

২৭ শে জুন, ২০২০ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: আমার পছন্দ সাদা ভাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.