নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬৫

১০ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০১



১। অনেক বছর আগের কথা।
দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে ছিলো চিপসের প্যাকেট। হঠাৎ রাস্তায় একটা পাগলা কুকুর আমাকে তাড়া করল। আমি চোখ মুখ খিচিয়ে আল্লাহগো বলে দিলাম দৌড়। ভয়ে এবং আতঙ্কে অস্থির হয়ে একটা খোলা গেটে দেখে ঢুকে পড়লাম। ততক্ষণে কুকুরটা আমাকে কামড়ে ধরেছে। কিছুতেই ছাড়ছে না। সেই বাড়ির বারান্দায় একটা খুব সুন্দর মেয়ে দাঁড়িয়ে ছিল। আমি আশ্রয়ের জন্য মেয়েটাকে জড়িয়ে ধরলাম। এবং অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কুকুরটা আমাকে কামড়ালো। মেয়েটাকে কামড়ালো। মেয়ের মা আমাদের উদ্বার করতে এলেন, তাকেও কামড়ালো।

২। জগতে চিত্তবিনোদনের অনেক উপাদান আছে।
আপনাকে কর্মে সফল হতে হলে ওই সব থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। আবার ক্লাসরুম ভিত্তিক শিক্ষার দিন শেষ হয়ে গেছে। এখন বাচ্চাদেরও হাতে পৌঁছে গেছে আইপ্যাড, আইফোন। এ যন্ত্রগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে ভালো শিক্ষক।

৩। এক ছিল রাজা আর এক ছিল রাণী। একদিন তারা মারা গেলো।
কাহিনী শেষ ।

৪। আই লাভ ইউ। আই লাভ ইউ। থ্রি ম্যাজিকাল ওয়ার্ডস। রোমান্টিক মুহূর্ত থেকে শুরু করে সম্পর্কের টানাপড়েন- সব সময়ই কাজে দেয়। তাই কানে কানে একবার বলেই দেখুন না— আই লাভ ইউ। পরিবেশ বদলে যাবে।

৫। কোন কোন কাহিনীতে মেয়েরা মমতাময়ী, কোথাও আবার ছলনাময়ী। কোথাও নির্যাতিতা, কোথাও প্রতিবাদী। মেয়েরা কেমন হয়? মেয়েরা এমনই হয়। মেয়েরা মানুষই হয়। খুব নিগূঢ় এই সত্যটাই খুব দক্ষ হাতে তুলে ধরেছিলেন একজন চিন্তাশীল লেখক।

৬। কেউ আছে সম্রাটকে নিয়ে, কেউ আছে জি কে শামীমকে নিয়ে, আর কেউ পাপিয়াকে নিয়ে অথবা জিকেজির আরিফ বা রিজেন্টের শাহেদকে নিয়ে। কিন্তু আমার এতদিকে মাথাব্যথা নাই, আমি আছি এনামুল-রূপন এই দুই ভাইকে নিয়ে। মানুষ টাকাকে কত ভালোবাসে, এই দুই ভাইকে দেখলেই বুঝতে পারবে নিঃসন্দেহে। কি পরিমাণ টাকার প্রতি ফ্যাসিনেশন থাকলে থরে থরে এরা টাকার বান্ডিল রাখতে পারে, যা নিউজে না দেখলে আমার আপনার মত কেউ কল্পনাও করতে পারবে না।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৮

ডার্ক ম্যান বলেছেন: টাকা কিংবা নারী কোনটাই এলো না এখনো

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।
টাকা এবং নারী জীবনে অশান্তি ডেকে আনে।
এদের কাছ থেকে দূরে থাকাই মংগল।

২| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কুকুর মেলা ভয় পাই।

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: কুকুর আর সাপ আমি খুব বেশি ভয় পাই।

৩| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১ নং বক্তব্যটা আমার গাঁজাখুরি মনে হচ্ছে।

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: তা কেন?
সত্য ঘটনা।

৪| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪২

এস এম মামুন অর রশীদ বলেছেন: একটি দুটি ঠিক আছে, ১৬৫টি আবোলতাবোল। লেখনির কী অপচয়!

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: হা হা হা.....
ঠিক বলেছেন।

৫| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭

শেরিফ আল সায়ার বলেছেন: এক যে ছিল রাজা, এক যে ছিল রাণী। একদিন তারা মরে গেলো। কাহিনি শেষ ভাই। কিন্তু মাঝখানে কিছু হয় নাই? ইয়ে মানে সন্তান-সন্ততি ;)

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: বিপদে ফেলে দিলেন।

৬| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৪

কৃষিজীবী বলেছেন: খুব জানতে মন চায়। কুকুরে তাড়া করুক অথবা পুলিশ, ঝড়, বৃষ্টি, রিক্সাওয়ালা, স্বপ্নদোষ, যে গল্পই হোক না কেনো, একজন সুন্দরী হটাৎ করেই চলে আসবে। এই যে এতো এতো সুন্দরীরা আপনার কাছে চলে আসে, এইটা কি সম্পূর্ণ প্রাকৃতিক নাকি গোপন কোন কারসাজি আছে?

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: প্রাকৃতিক।
গুরুভাইয়ের কোনো খবর পেলেন?

৭| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


৫ নং:
বেশীরভাগ বাংগালী লেখকের লেখায় মেয়ে চরিত্রকে সটিকভাবে রূপ দিতে পারে না।

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: একমত হতে পারলাম না।
যুগে যুগে নারীকে মহত করে তুলেছেন লেখকেরাই।

৮| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ধর্ম নারীদেরকে ভেড়া বানিয়ে রেখেছে।
কিন্তু আশ্চর্যের বিষয় তারা সেটা বুঝতেই পারছে না।

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: ধর্মই নারীদের সবচেয়ে বড় শত্রু।

৯| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:১৭

করুণাধারা বলেছেন: এক নম্বরটা খুব ভালো হয়েছে। আরো কিছু মানুষকে কামড়াতে পারতেন, মেয়ের বাবা, ভাই, দাদি...

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: আমি কামড়াই নি, কুকুর কামড়েছে।

১০| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৪

কৃষিজীবী বলেছেন: গুরুভাইয়ের কোনো খবর পেলেন? না, পাই, আপনি একটি পোষ্ট দিয়ে দেখতে পারেন,কোন খবর পাওয়া যায় কিনা।
করুণাধারা বলেছেন: আরো কিছু মানুষকে কামড়াতে পারতেন, মেয়ের বাবা, ভাই, দাদি... হা হা হা

১০ ই জুলাই, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: তার ফেসবুক আইডি পেলেও যোগাযোগ করতে পাড়তাম।

১১| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমটা কি স্বপ্নে? @করুনাধারা আপুর মন্তব্যটা ভালো লেগেছে । এমন কামড়ানো নিঃসন্দেহে মজার বৈকি ।হাহাহা...
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১০ ই জুলাই, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: দাদা স্বপ্নে না। বাস্তব।

১২| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৫০

নেওয়াজ আলি বলেছেন: আসলে মানুষ বড়োই লোভী হয়ে যাচ্ছে। আর ক্ষমতা আরো বেশী লোভী করে। গ্রাম অঞ্চলে ক্লাস শিক্ষার দরকার আছে। নারী মা বোন ও প্রিয়া ।

১০ ই জুলাই, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

১৩| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৫১

সাইন বোর্ড বলেছেন: একটা গোল আলু, সেটাকে পুড়িয়ে খাবে না সিদ্ধ করে খাবে, তার ব্যপার । কিন্তু বেশিক্ষণ হাতে ধরে রাখা যাবে না ।

আপনার গল্প ও ঘটনাসমুহ ভাল লেগেছে ।

১০ ই জুলাই, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: আজ আলু কিনেছি ৩৫ টাকা কেজি। সাধারণ আলু ২০ টাকায় পাওয়া যায়। এখন ৩৫ টাকা!

১৪| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যে বাড়িতে/ঘরে কুকুর থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না।
কিন্তু যে পৃথিবীতে কুকুর থাকে সেখানে কি আল্লাহর রহমতের ফেরেশতা আসে?

১০ ই জুলাই, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: কঠিন প্রশ্ন করেছেন।
দেখুন কুকুরও আল্লাহ সৃষ্টি করেছেন।

১৫| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নবা্ব সিরাজ মীরজাফরকে বিশ্বাস করে সেনাপতি করে খাল কে্টে কুমির আনলেন, কুমির পানিতে থাকে তার পিঠে খাজ কাটা খাজ কাটা !!! আপনার প্রতিটি গল্পেই কুমির থাকে খাজ কাটা খাজ কাটা
যেকোন ছুতায় একটা সুন্দনী মেয়ে (কুমির) ঢুকে যাবেই !!
আর কতো। নজর ঠিক করুন। বদ নজর ভালোনা!!!

১০ ই জুলাই, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: কি হিংসা হয়?

১৬| ১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কুকুর কামড়ানোর পর আপনার ও মেয়েটার ইঞ্জেকশন নেয়া উচিত ছিল।

১১ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: নিয়েছি। হাসপাতালে ভর্তি হয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.