নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা ভৌতিক গল্প

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:১১



১। আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম।
আমার গ্রামের বাড়ি না, বন্ধুর গ্রামের বাড়ি। রাত তখন একটা একুশ মিনিট। রাস্তায় বাস নষ্ট গিয়েছিলো। তাই দেরী হয়ে গেছে। নয়তো সন্ধ্যার মধ্যে বন্ধুর বাড়ি পৌঁছানোর কথা ছিলো। অনেক রাত বলেই কোনো রিকশা বা ভ্যান নেই। আমি ভোর হওয়ার জন্য অপেক্ষা না করে হেঁটে চলেছি। আমি জানি, কুড়ি মিনিট হাটলেই এক বাঁক আছে। বাকে একটা বিরাট তেঁতুল গাছ আছে। বাঁক থেকে ডান দিকে দশ মিনিট গেলেই বন্ধুর বাড়ি। একদম সহজ। যে কেউ যেতে পারবে। আমি গুনগুন করে গান গাইছি- ''তারে বলে দিও..., সে যেন আসে না আমার দ্বারে...., নিজেকেই নিজে বলছি বেশ চমৎকার গলা তো তোমার!

আমি গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছি।
আমি শহরের মানুষ বলে আমার ভয়ডর কম। আমার সামনে বিশাল এক তেঁতুল গাছ। আমি এক আকাশ ভালোবাসা নিয়ে গাছটার গায়ে হাত রাখলাম। যেন গাছটা আমার স্পর্শ টের পেল। এমন সময় অন্ধকারের মধ্যে কে যেন বলে উঠলো- কে যায় রে? আমি চারপাশ ভালো করে তাকিয়ে দেখি কাউকে দেখা যাচ্ছে না। অথচ আমি স্পষ্ট শুনেছি নারী গলা 'কে যায় রে'? মনের ভুল নাকি! আমি আবার হাঁটা দিলাম। তখন আবার শুনলাম, আমার কথা কানে যায় নি? আমি বললাম, কে কথা বলছেন? আপনাকে তো দেখা যাচ্ছে না। তখন গাছ থেকে কেউ একজন লাফ দিলো নামলো আমার সামনে। দেখি একটা মেয়ে। খুব সুন্দর মেয়ে। আমি বললাম, এই মেয়ে এত রাতে গাছে কি করছিলে? মেয়েটা আমাকে দেখে হাসলো। আমি বললাম, তুমি কি শাকচুন্নী?

মেয়েটা বলল, তুমি আমায় কি করে চিনলে?
আমি আসলেই শাকচুন্নী। আমি অনেক রকম রুপ ধরতে পারি। আমি বললাম, শুনেছি শাকচুন্নীরা দেখতে ভয়ঙ্কর। তুমি তো দেখতে মোটেও ভয়ঙ্কর না। খুব মায়াবতী। আমার ইচ্ছা করছে তোমার সাথে সারারাত থাকি। মেয়েটা বলল, থাকতে ইচ্ছা করলে থাকো। কোনো সমস্যা নাই। মেয়েটা বলল, আসো গাছে উঠে আসো। আমাই এই গাছেই থাকি। আমি গাছে উঠলাম। মেয়েটা বলল, বলো কি খাবে? তুমি নিশ্চয়ই অনেক ক্ষুধার্থ। আমি বললাম, আমি আসলেই ক্ষুধার্থ। মেয়েটা বলল, আমাকে পাঁচ মিনিট সময় দাও। বলেই মেয়েটা মুহুর্তের মধ্যে কোথায় যেন চলে গেল। খুবই অবাস্তব ঘটনা। অথচ আমার কাছে অবাস্তব লাগছে না। মনে হচ্ছে এটাই স্বাভাবিক। এরকম ঘটতেই পারে। যা ঘটে ঘটুক। শুধু আমি জানি, আমার সাথে খারাপ কিছু ঘটবে না।

ফকফকা জ্যোছনা রাত।
আমি তেঁতুল গাছের সব থেকে উচা ডালটায় বসে আছি। খাবারের অপেক্ষা করছি। মেয়েটা কি খাবার আনে কে জানে! মেয়েটা চলে এসেছে। তার হাতে খাবারের প্যাকেট। মেয়েটা বলল, তোমার জন্য বিরানী আনতে চেয়েছিলাম। কিন্তু সব দোকান বন্ধ। অতি কষ্টে কাবাব আর নান রুটি ব্যবস্থা করেছি। আমি বললাম, কোক ফানটা কিছু এনেছো? মেয়েটা হেসে বলল, কোক পাইনি স্প্রাইট এনেছি। আমি বললাম, গুড গার্ল। আমি বেশ আরাম করে খেলাম। এত রাতে মেয়েটা খাবার কোথা থেকে ব্যবস্থা করলো কে জানে! সবচেয়ে বড় কথা কাবাব, রুটি গরম। মনে হয় যেন মাত্র চুলা থেকে নামানো হয়েছে। অথবা ওভেন থেকে গরম করে এনেছে। মেয়ে গুলো এত ভালো হয় কেন! এত মায়াবতী হয় কেন? আজিব!

আমার খাওয়া শেষ। একটা সিগারেট ধরালাম।
সিগারেটে একটা লম্বা টান দিতেই মনে হচ্ছে জীবনটা আসলেই আনন্দময়। মেয়েটা বলল, আমাকে বিয়ে করবে? আমি বললাম, দেখি চিন্তা করে। আমাকে সময় দাও। মেয়েটা পা ঝুলিয়ে বসে আছে। আমি মেয়েটার কোলে মাথা রেখে শুয়েছি। খুব বেশী খেয়ে ফেলেছি। এখন হাঁসফাঁস লাগছে। মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বেশ আরাম লাগছে। আসলে কারো কারো হাতে অনেক মায়া থাকে। আমার ঘুম পেয়ে যাচ্ছে। মেয়েটা বলল, তুমি আমার সাথেই থেকেই যাও। তোমাকে অনেক ভালোবাসবো। পৃথিবীর কোনো দুঃখকষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। মেয়েটা এক আকাশ ভালোবাসা নিয়ে আমার ঠোটে ঠোট রাখলো। মেয়েটার মুখে কেমন সুন্দর একটা গন্ধ! লেবু পাতা কচলালে এরকম গন্ধ হয়। আমি এবার উঠে বসলাম, মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। মেয়েটা তো খুব সুন্দর! গ্রামের মেয়েদের মতোন আচল বড় রেখে শাড়ি পড়েছে। মাথা ভরতি চুল একদম কোমরের নিচে নেমে এসেছে। পায়ে আলতাও দিয়েছে। এক পায়ে নূপুরও দেখা যাচ্ছে। আমি মেয়েটার কাঁধে মাথা রাখলাম।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:২১

তোমার জন্য শুধু বলেছেন: বর্ণনার ধরণের মধ্যে সুন্দর সাবলীলতা আছে। .. ভৌতিক গল্প হিসাবে ভয়ের তেমন কোন আবহ নেই কেন?

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: তেঁতুল গাছ, অনেক রাত, একটা মেয়ে- এইসব ভয়ের লাগেনি?

২| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:২৮

কল্পদ্রুম বলেছেন: মায়াবতী শাকচুন্নী আরো ভয়ঙ্কর জিনিস।এমনিতেই শাকচুন্নীরা কিন্তু জামাই সোহাগী হয়।তাদের শত্রুরা কেবল বামুনের ঘরের বউ আর শাশুড়ি গোত্রীয় মানুষের সাথে।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: শাকচুন্নী হলেও তাদের মধ্যে মায়া মমতা আছে। আছে প্রেম ভালোবাসা।

৩| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৩০

আকিব ইজাজ বলেছেন: শাকচুন্নী সাথে ঘর সংসর! অবশ্য অপশন হিসেবে খুব একটা মন্দ না =p~

ঝরঝরে বর্ণনা, এক নিমিষেই পড়ে ফেলার মত গল্প।

গল্পে+++

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।

৪| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইয়া আল্লাহ তুমি ব্লগার রাজীব নুরকে শাকচুন্নী কন্ধকাটা ভুতের সাথে সাদী মোবারক করিয়ে দাও।

১৩ ই জুলাই, ২০২০ রাত ২:১২

রাজীব নুর বলেছেন: হায় হায়-----
ভালো কোনো দোয়া করেন।

৫| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা সংসার করতে চায়।

১৩ ই জুলাই, ২০২০ রাত ২:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর এবং সত্য কথা বলেছেন।

৬| ১৩ ই জুলাই, ২০২০ রাত ২:২৮

ফয়াদ খান বলেছেন: শাকচুন্নির গল্প সেকেলে!!! আপডেট দরকার !

১৩ ই জুলাই, ২০২০ রাত ২:৪১

রাজীব নুর বলেছেন: ওকে।
এরপর আপডেট করবো।

৭| ১৩ ই জুলাই, ২০২০ রাত ২:৩২

এস এম মামুন অর রশীদ বলেছেন: পোস্টটি আপত্তিকর। =p~

১৩ ই জুলাই, ২০২০ রাত ২:৪১

রাজীব নুর বলেছেন: তা যা বলেছেন মশাই।

৮| ১৩ ই জুলাই, ২০২০ ভোর ৫:২৩

নেওয়াজ আলি বলেছেন: ছবি কি আপনার তোলা ।

১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: জ্বী আমার তোলা।

৯| ১৩ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৭

পদ্মপুকুর বলেছেন: ডাক্তার অহনাকে কাছে রাখছেন, হিমিকে ইদানিং খুব মনে পড়ছে, রুবাকে ভুলতে পারছেন না আবার এদিকে শাকচুন্নি সাথে থাকার প্রস্তাব দিয়ে বসে আছে... দেখেন কি করবেন!

১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: অনেক গুলো পথ। সব পথ আলাদা। যদি সব গুলো পথকে মিলাতে যাই তাহলে বিরাট সমস্যা হবে আমার।

১০| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এগুলি ভূত না জীন। আপনার কপাল ভালো আপনাকে ওদের দেশে নিয়ে যায় নি। আমার পরিচিত একটা ছেলেকে জীনেরা নিয়ে গেছিল। আবার কয়েক মাস পড়ে দিয়ে গেছে।

১৩ ই জুলাই, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: জ্বীন?
হায় হায় জ্বীনের পালালায় পড়েছিলাম!! ভাগ্যিস ভালো জ্বীণ ছিলো।
আপনার পরিচিত ছেলেটাকে মনে হয় কোয়েকাফ নগরে নিয়ে গিয়েছিলো।

১১| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ডঃ জাফর ইকবাল ছাত্র জীবনে প্ল্যানচেট করতে যেয়ে ওনার এক বন্ধুকে প্রায় জীনের দ্বারা মেরে ফেলার মত অবস্থা করেছিলেন। পরে নিকটের এক মশজিদের ইমাম এসে সুরা জীন পাঠ করে ঐ জীন তাড়ানোর ব্যবস্থা করেন। ওনার লেখাতেই পড়েছি। আসলে কি হয়েছিল জানি না।

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: জাফর স্যার আধুনিক মানুষ। কোনো প্রকার কুসংস্কারে উনার বিশ্বাস থাকার কথা না।

১২| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শাকচুন্নি রা কি সব শাক চুরি করে??

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: হা হা হা
শাকচুন্নীরা অনেক অলৌকিক ক্ষমতাসম্পন্ন। ওদের অনেক পাওয়ার।

১৩| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার যখন প্রচুর টাকা-পয়সা হবে তখন আমি একটি ভূতের খামার দিব। সেখান থেকে ভুত বিদেশে রপ্তানি করব ।
ভূতের গায়ে লিখে দিব মেড ইন বাংলাদেশ।

বিদেশীরা বাংলাদেশের ভূত দেখে তাজ্জব হয়ে যাবে । ঘরে ঘরে তারা পুষবে বাংলাদেশি ভুত।

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: সাথে আমাকেও রাখতে পারেন। তাহলে ব্যবসায় দ্বিগুন লাভ হবে।

১৪| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৪

ফয়সাল রকি বলেছেন: ভাবীর সে কী রূপ!!!!

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: !

১৫| ১৩ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৫

তারেক ফাহিম বলেছেন: ঠাকুর মাহমুদের মন্তব্যে 'আমিন' বলব? :)

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: আমি জানি না। তবে বললে কোনো সমস্যা নাই।

১৬| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভুতের গল্প পড়ে গা ছম ছম না করলে মজা আছে?
তবে লিখেছেন একদম ঝরঝরে ভাষায়।

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া লিটন ভাই।

১৭| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: :D ভুতের গল্প ভালা হইছে।

=p~ =p~

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ন।

১৮| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: হুমায়ুন আহমেদ ও তার ভাই বোনেরা একত্রে প্ল্যানচেট করেছেন। এসব ব্যাপারে ওনাদের অনেক আগ্রহ ছিল।

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: জানি। আমি পড়েছি। হুমায়ূন আহমেদ আমার বস। আমি তার মতোন করে লিখতে চেষ্টা করি।

১৯| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সত্যি সত্যি ভুত প্রেত থাকলে একেবারে মন্দ হতো না।
বেঁচে থেকে আরাম পাওয়া যেত।
ভুত বিহীন বিশ্ব কেমন যেন পানসে লাগে।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: ভূত আছে। দুনিয়াতে ভূত আছে। বিশ্বাস করুন আছে।

২০| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুত কিন্তু বিদেশেও আছে।

১৪ ই জুলাই, ২০২০ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: ভূর পৃথিবীর সব জাগায় আছে।

২১| ১৪ ই জুলাই, ২০২০ ভোর ৬:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এতো বছর বয়স হলো।
আজ পর্যন্ত ভুত দেখলাম না।
আফসোস।

১৪ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: দেখবেন। দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.