নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টারজান

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩১



১৯৪৭ সালের ডিসেম্বর মাস-
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে
সে জানে না তার বাবা কে, মা কে!
ক্ষুধা পেলে একটা খাবার দোকানের সামনে গিয়ে দাঁড়ালে
কেউ কেউ তাকে- ফেলে দেওয়া খাবার খেতে দেয়
বালকটি মানুষের নষ্ট করা খাবার
এক আকাশ আনন্দ নিয়ে রাস্তার পাশে বসে খায়
খাওয়ার সময় বালকটিকে অনেক আনন্দিত দেখা যায়।

বালকটির কোনো নাম নেই
যে বালকের বাপ মায়ের ঠিক নাই-
ঘটা করে কে আবার সেই বালকের নাম রাখে
তাই আমি বালকটিকে একটি নাম দিলাম, টারজান।

টারজান নাম দেওয়ার পেছনে কারন হলো-
সে খুব সহজেই যে কোনো গাছে লাফ দিয়ে উঠতে পারে
এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে
এই কাজটি করতে তার কোনো বেগ পেতে হয়না।

দেশ ভাগ হয়ে গেল, ইংরেজরা বিদায় নিলো-
টারজান তার কিছুই জানল না, বুঝল না
টারজান এর সব চিন্তা- শুধু তিনবেলা খাবার সংগ্রহে
ইদানিং টারজানের সাথে একটা কালো রঙের কুকুর যুক্ত হয়েছে
ছোট বাচ্চা একটা কুকুর
টারজান বাচ্চা কুকুরটার নাম রেখেছে কাল্লু
কুকুরটা দেখতে কুচকুচে কালো রঙের, তাই নাম রাখা হয়েছে কাল্লু
কাল্লু সারাদিন টারজানের পায়ের কাছে ঘুর ঘুর করে
কাল্লুর উপর মায়া পড়ে গেছে টারজানের
টারজান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে- কাল্লুকে নিজের কাছে রাখবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার নতুনত্ব আছে

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: হে হে

২| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আধুনিক কবিতা!!

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: আধুনিক ভবিষ্যত কবিতা।

৩| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর একটি লেখা।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




এই লেখাটি আমি নক্ষত্র’তে পড়েছি। আমি টারজান ও কাল্লুকে চিনি - তারাও আমাকে ভালোবাবে চেনার কথা। টারজান ও কাল্লুর জন্য শুভ কামনা রইলো।

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: নক্ষত্র ব্লগ কি এখন আছে?

৫| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

ককচক বলেছেন: পথশিশুদের নিয়ে সরকারের কোনো ভাবনা নেই।

আজকালকার কবি সাহিত্যিকদের লেখালেখিতেও তারা নেই!

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: তাদের নিয়ে ভাবার এত সময় কই?

৬| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




নক্ষত্র ব্লগ এখনো চলমান আছে কিনা আমার সঠিক জানা নেই। আপনার দাঁত ব্যথার জন্য প্রাথমিক সমাধান আমার পোস্টে আপনার করা মন্তব্যে দেয়া হয়েছে আপনি কি পেয়েছেন? ব্লগার চাঁদগাজী সাহেবের পোস্টে আপনার নাম উল্লেখ করে মন্তব্য করেছি।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: ওকে। এখনই খুঁজে দেখে নিচ্ছি।
খুব যন্ত্রনার মধ্যে আছি দাঁত ব্যথা নিয়ে।

৭| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

নাসরীন খান বলেছেন: নতুনত্ব অনুভব করলাম।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: একদম আধুনিক কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.