নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাত্রের ভয়

১০ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১২




ইদানিং আমার খুব ভূতের ভয় হয়েছে-
অথচ এক সময় গ্রামে মধ্যরাত্রে একা পুকুর ঘাটে বসে থেকেছি,
শ্মশান এবং কবরস্থানে মধ্যরাত পর্যন্ত আড্ডা দিয়েছি
কখনও কিছু টের পাইনি, দেখিও নি কিছু।

আজকাল হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়
তখন, সামান্য টিকটিকি'র ডাকে বুকটা কেঁপে ওঠে
ঘরে দরজার কাছে যেন মড়মড় শব্দ শুনতে পাই
একটা শীতল বাতাস বয়ে যায় চারিদিকে
রাস্তায় অনেকগুলো কুকুর একসাথে ঘেউ ঘেউ করে ওঠে
তখন বুকটা কেমন কেঁপে ওঠে
মনে হয়, কারা যেন ফিসফিস করে কথা বলছে
কেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাই
সমস্ত শরীর কেমন ছমছম করে কেঁপে ওঠে।

গতকাল রাতের ঘটনাটা বলি-
ভয়ানক একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল
মোবাইলে সময় দেখলাম- ২ টা ৫৫
পানি খাবো
ফ্রিজ খুলে পানির বোতল বের করার সময় মনে হলো-
কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে
বুড়ো মতো একটা লোক
আমি তার নিশ্বাসের শব্দ পাচ্ছি!

এর আগের দিনও হুট করে ঘুম ভেঙ্গে গেল
তখন রাত প্রায় তিনটা
ওয়াশরুমে গেলাম
মনে হলো কমোডে বুড়ো মতোন কেউ একজন বসে আছে
সে এখন'ই আমার গলায় ছুরি চালাবে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভুত বলতে কিছু নেই; সুতরাং ভয়ের কিছু নেই

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: ভূত না থাকতে পারে, তবে ভয়টা আছে।

২| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৭:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইদানিং মনে হয় ভুতে বিশ্বাস করতে শুরু করছেন।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: আমি ভূত বিশ্বাস করি। জগতে রহস্যময় অনেক কিছু আছে। যার ব্যখ্যা পাওয়া যায় না।

৩| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৫০

দেবদাস বাবু বলেছেন: ভয়ের কিছু নেই, মনে একটু সাহস রাখলেই হবে।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: ভয়ের চোটে সাহস নাই হয়ে যায়।

৪| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: নীলা পরি মনে হচ্ছে রাজীব দা ভূত নাই পরি আছে------

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: হে হে

৫| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হয়, এমন হয়, সত্যিই এমন হয়।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৬| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও ডর লাগে। আমি কখনো একা এক বিছানায় শুতে পারি না রাতে, সারারাত ঘুমই হয় না :(

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: আমারো এই সমস্যা আছে।

৭| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভূত খুবই ভয়ঙ্কর একটি গৃহপালিত প্রাণী।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: আপনি দেখেছেন?

৯| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাক ভয়ের রাতে কোন সুন্দরী ললনা নাই !!
তা হলে ভয়য়ের রাত হতো মধুর !!
ভয়ের রাত মধুর স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন সবখানে
হানা দেয় সুন্দরী তন্বীরা। আজ এটা একান্তই
ভয়ের রাত !!

১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: নারী তো আমি নিয়ে আসি না । তারা অটোমেটিক এসে পড়ে।

১০| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: নারী তো আমি নিয়ে আসি না । তারা অটোমেটিক এসে পড়ে।

লোহার সাথে কাষ্ঠের পীরিত। আসতেই হবে!!

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: বুঝেনই তো সব।
আপনি মুরুব্বী এবং সবচেয়ে বড় কথা অভিজ্ঞ মানুষ।

১১| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল আমার পরিচিত একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা ভালো নেই। পরিবারের কেউ অসুস্থ বা করোনা আক্রান্ত কিনা জানতে চাইলে উত্তরে জানায়,
- সমস্যাটা ভিন্ন। কাউকে বলে বোঝাতে পারবো না। অথচ খুবই সমস্যা।
আমি ভনিতা না করে বিষয়টি কি আবার জানতে চাইলে,
-কয়েকদিন আগে একদম পাশের বাড়ির বছর চল্লিশের দাদা ফ্যানে ঝুলে আত্মহত্যা করে।সেই রাতে বৃদ্ধ বাবার চিৎকারে সকলে মিলে নামালেও বাঁচানো যায়নি। পরের দিন পোস্টমর্টেম করে যাবতীয় ফরমালিটিজ মিটিয়ে লাশ পেতে আরও একদিন লেগে যায়। গভীর রাতে শ্মশানের কাজ মিটিয়ে বাড়ি চলে আসে। ভদ্র লোকের স্ত্রীর সঙ্গে সমস্যা হচ্ছিল। যাইহোক বয়স্ক বাবা একপুত্রকে হারিয়ে দিল্লিতে কর্মরত আরেক পুত্রের কাছে চলে যায়। এমতাবস্থায় ঐ বাড়ি থেকে রাতভর জলফেলার শব্দ ও নানান খুটখাট শব্দে আমরা ঘুমাতে না পেরে ওদের বাড়ির পাশের ঘরটিতে তারা লাগিয়ে দিয়ে অন্য ঘরে কোনক্রমে কাটাতে বাধ্য হচ্ছি।

আমি শব্দের স্পেসিফিকেশন চাইলে,
-কখনো চেয়ার টেবিল টানার শব্দ। কখনও বা বিড়ালের ডাক।
আমিতো জন্ম থেকেই ভীতু। কাজেই ওকে সাহস জোগানোর মত কোনো ভাষা খুঁজে পেলাম না। আজ আবার দেখা হলো ওর সঙ্গে। বিষয়টি তুলতেই,
-একই অবস্থায় আছে। তবে এক হাফেজ সাহেবের সন্ধান পেয়েছি। চেষ্টায় আছি নিজের বাড়ি বন্ধ করতে।


জানিনা এই রহস্যের সঠিক উত্তর কি হবে?

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: দাদা আপনি ওই বাড়িতে যান। একরাত থাকেন। ঘটনা কি উদ্দার করেন। প্লীজ।

১২| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবৈজ্ঞানিক কোন কিছুতেই আমার বিশ্বাস নেই।
বাস্তবতা বিবর্জিত কোন কিছু আমি বিশ্বাস করি না।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: বড় ভাই একদিন বুঝবেন।


''বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর'' জানেন নিশ্চয়ই।

১৩| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: সব্বনাশ মাথা খারাপ? আমি!!! দিনের বেলাতেই যেতে পারবো না। আমি ভাই ভীতুর ডিম। নিজেকে খুব ভালোই চিনি। হেহেহে

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: উফ দাদা।
আমি হলে কিন্তু গিয়ে থাকতাম। আমি কিন্তু দাদা ভীতু মানুষ।
এরকম সুযোগ সব সময় আসে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.