নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নোরা ভয় পেও না

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৬



জঙ্গলের অনেক ভিতরে ডাকবাংলোটা
সন্ধ্যা ঘনায়মান তখন আমরা এসে উপস্থিত
একসাথে অনেক পাখি ডাকছে
ঘুমাতে যাওয়ার আগে মনভরে ডেকে নিচ্ছে
দূরে শুনতে পেলাম ময়ূরের ডাক!
নোরা আর আমি মুগ্ধ!

কাঠের দোতলা বাড়ি বেশ
নিচে কোনো ঘর নেই, থাকার ব্যবস্থা দোতলায়
বাথরুম পরিস্কার, বিছানা বালিশ বেশ পরিস্কার
এই গভীর জঙ্গলে শুধু আমরা দু'জন!
এখানে আসার সময় চা, চিনি, দুধ, ডিম, মাখন
রুটি কলা, চাল-ডাল সব নিয়ে এসেছি
আজ রাতে আমরা ডিম পাউরুটি খাবো
সকালে বাজারে যাব
শুনেছি দশ মাইল দূরে একটা বাজার আছে
বাজারে মাছ, মূরগী আর সবজি সবই পাওয়া যায়।

চারিদিকে কী গভীর জঙ্গল!
তবে বাংলোর পাশে বিশাল এক পুকুর
শুনেছি, পুকুরে জন্তু জানোয়ার পানি খেতে আসে
হাতিরা পুকুরে নেমে খুব খেলা করে
জন্তুরা সন্ধ্যার পর খাবারের সন্ধানে বের হয়
রাতেরবেলা জঙ্গলটাকে রহস্যময় লাগে
যেকোনো দিকে তাকালেই মনে হয় যেন-
কোনো হিংস্র জানোয়ার লুকিয়ে আছে
দেখছে আমাদের!

আমি আর নোরা গভীর জঙ্গলে
আর কেউ নেই তখন!
বেশ জোছনা চারিদিকে
দু'টা হরিন পানি খাচ্ছে পুকুরে
এই সময় যেন খুব কাছেই শোনা গেল বাঘের গর্জন
বুক কেপে উঠল গর্জন শুনে
নোরা আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে
মূখ দিয়ে বের হয়ে গেল আমার, ওরে বাবারে!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নোরার ভয় পাবার দরকার কি
খানসাব আছে কাছে।
স্বপ্ন ভেঙ্গে গেলে
সব হবে মিছে!!

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: নোরা বাস্তব।

২| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম অংশেই স্বপ্ন চালু হলো।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: এটা স্বপ্ন নয়।

৩| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাবের সবই বাস্তব!
আফ্রিকার মেয়েটার নাম কি ছিলো
যাকে আপনি বিয়ে করে দেশে আনতে
চেয়ে ছিলেন, কিন্তু হঠাৎ করে রহস্যজনক
ভাবে মারা গেলো !!

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: উফ !!!!
আপনি আমাকে ভালো থাকতে দিবেন না!!!

৪| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


পার্বত্য চট্টগ্রামের গভীর বনে মানুষ-খেকো রাক্ষস আছে।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: এরা রাক্ষস না। এরা মানুষ। এরা বনের গাছ কেটে শেষ করে দিচ্ছে।

৫| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:০০

ANIKAT KAMAL বলেছেন: বে শ

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা l

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৮| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে জঙ্গলে থাকা, আর বাস্তবে জঙ্গলে রাত কাটানোর মধ্যে আকাশ-পাতাল তফাৎ। রাজদেওড়ার জঙ্গলে রাত কাটিয়ে বুঝেছিলাম সে সময় একেকটা মিনিট রাত গভীরতার সঙ্গে সঙ্গে কিভাবে স্বপ্নকে দুঃস্বপ্নের ঘোর অন্ধকারে নিমজ্জিত করেছিল।


ভাইয়ের কবিতা লেখার প্রয়াসে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে। কাহিনী কেন্দ্রিক কবিতায় প্রথম লাইক।।
আগামী দিনে এরকম আরো ভালো করে কবিতা পেতে চাই।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা। উৎসাহ পেলাম।
সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.