নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৭৪

১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১০



১। গতকাল রাতে রবীন্দ্রনাথ স্বপ্নে আমাকে একটি ধাঁধাঁ'র উওর জানতে চেয়েছিলেন। ধাঁধাঁটি ছিল এই রকম- 'এক ভাই ডালে, আর এক ভাই খালে, দুই ভাই-এ দেখা হয় মরনের কালে।' এই ধাঁধাঁটির উওর আমার জানা নেই।

২। ছোট্র একটা স্বপ্নের কথা বলি।
প্রতিদিন আমরা কত স্বপ্ন দেখি- কিন্তু কিছুই মনে থাকে না। তবে আজকের স্বপ্নটার কথা খুব মনে আছে।

আমি একটা নদীতে নামছি একটু একটু করে। প্রথমে হাঁটু পর্যন্ত। তারপর কোমর পর্যন্ত। পরে একেবারে বুক পর্যন্ত। পানি কি ঠান্ডা! গভীর রাত। চারিদিকে ফকফকা জোছনা। তীব্র জোছনায় নদীর পানি ঝকমক করছে। নদীর পাড় ঘেঁষে বিশাল বিশাল পাহাড়। সাঁতার কাটার বদলে আমি একটু একটু করে ডুবে যাচ্ছি।

৩। ফ্রান্সের বিখ্যাত ফটোগ্রাফার রবার্ট দসিনেসুর মতে, ‘যদি আমি জানতাম কিভাবে একটি ভালো ছবি তুলতে হয়, তাহলে আমি সবসময়ই সেভাবে তুলতাম।’ আমার কাছে সেই ছবিটিই গুরুত্বপূর্ণ যাতে আমি আমার ভাষা খুঁজে পাই। আর ভালো ছবি সেটাই যা আমার সঙ্গে দীর্ঘদিন থাকবে।

৪। রবীন্দ্রনাথের কালে সত্যি সত্যিই মেয়েদের বুক ফাটলেও মুখ ফুটতো না। প্রেম-ভালোবাসা শব্দ গুলো উচ্চারণের শক্তি বা সাহস ছিল না। মরমে মরমে মরতো তারা। তাইতো ‘ঘাটের কথা’য় কুসুমকে মরতে হয়। কঙ্কালের নায়িকাকে মরতে হয়। মাল্যদানের সরল কুড়ালিও বাঁচতে পারেনি। ওরা ছিল বস্তু কেন্দ্রিক মানব জীবনের আপাত সুখ-দুঃখের বাসিন্দা। হৃদয়জাত সুকুমার বৃত্তি গুলোর অমিত শক্তির সন্ধানই পায়নি।

৫। সমাজে চার প্রকারের মানুষ থাকে। এরা হলো উদগাতা বা পথ নির্মাণকারী, অগ্রগামী, অধিকাংশ ও পশ্চাৎপদ।

৬। একসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারের ২০ টি গ্রেডের মধ্যে ১৮ নম্বর গ্রেড পেতেন। ১৪ বছরের মধ্যে তারা ৫ ধাপ উপরে উঠে এসেছেন। সরকারের আর কোন কর্মচারীদের এতো দ্রুত উন্নতি ঘটেনি। শুধু তাই নয়, এখন আর প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে না। আগে শিক্ষকগণ কর্মকর্তা হওয়ার সুযোগ ছিল না। এখন একজন প্রাথমিকের শিক্ষক পদোন্নতি পেয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা হতে পারবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৭

কানিজ রিনা বলেছেন: আপনার ধাঁধার উত্তর মরিচ ও মাছ।

যখন শিশু কন্যা জীবন্ত কবর দেয়া হতো তখন
পণ্ডিতদের ধারণা ছিল না শিশু কন্যার জীবন
আছে। একইভাবে নারীদের বেলায়ও তাই ভাবা হতো।
এখন যদিও জানে নারীদের জীবন আছে, কিন্তু মন
বলে কিছু আছে 90 ভাগ পুরুষ মনে করে না।
বিজ্ঞানীরা প্রাণ জীবন মন বলে কিছু আছে বিশ্বাস
করেনা। অর্থাৎ যা দেখা যায় না তা বিজ্ঞানীরা বিশ্বাস
করেনা। ধন্যবাদ

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: নারীদের সুখের জীবন। পুরুষেরা নারীদের রানী বানিয়ে রাকে।

২| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নবী ইব্রাহিম স্বপ্ন দেখলেন, পুত্র কে জবাই করতে।
উনি তাই করলেন ।

আপনি স্বপ্ন দেখলেন রবীন্দ্রনাথ আপনাকে ধাঁধা জিজ্ঞেস করছে।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: শেষমেষ পুত্রকে জবাই করতে হয়নি কিন্তু।

৩| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

২ নং স্বপ্নে কোন সুন্দরী ললনার কথা উল্লেখ করেন নাই।
সম্ভব্ত ভুলে গেছেন!
যখন্ আপনি ডুবে যাচ্ছিলেন তখন অপরূপা এক কন্য আপনাকে
জল থেকে তুলে নিয়ে তার কুড়ে ঘড়ে নিয়ে গরম দুধ পান করালো!
আপনি চোখ মেলে বললেন আমি কোথায়। সেই কন্যাটি বললো
আপনি আমার কুড়ে ঘরে। আমি তিপাই নগরের বাদশাহর কন্য আমাকে
বন্যদস্যু কাতুকুতু তুলে নিয়ে এসেছে। আমাকে বিয়ে করতে চায়। আপনি
বললেন আমি থাকতে আর কারো হতে দিবনা তোমাকে!! এই বলে আবার
ঘুমিয়ে পড়লেন।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: বাহ!!!
বাকিটূকু আপনিই সুন্দর বলে দিলেন।

৪| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ মজাদার পোষ্ট ।
তবে প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে ৬ নম্বরে পরিবেশিত তথ্যগুলি খুবই আশাপ্রদ ।
প্রাথমিক শিক্ষকদের জন্য আরো উচ্চতর বেতন স্কেল হওয়া প্রয়োজন ।
তাঁদের বেতন স্কেল প্রশাসনিক ক্যাডার থেকে কম পক্ষ্য ৪গুণ বেশী হওয়া প্রয়োজন।
তাহলে মেধাবীগন প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োজিত হতে উৎসাহিত হবেন ।
উল্লেখ্য পৃথিবীর উন্নত দেশ গুলিতে প্রাথমিক শিক্ষকদে বেতন স্কেল বেশী ।
তাদের মর্যাদাও বেশী।

শিক্ষাখাতে বিনিয়োগ জাতির জন্য সেরা বিনিয়োগ । শিক্ষকগন জাতিকে
এগিয়ে দেন। প্রাথমিক শিক্ষকগন শিশুদের শিক্ষার ভিতকে মজবুত করে দেন।
একটি শক্তিশালী ভিতের উপরই নির্ভর করে শিশুদের ভবিষ্যত শিক্ষা । এর
বহুমুখী সু-প্রভাব দেখা দেয় সমাজের সকল ক্ষেত্রে । দেশে একটি দক্ষ ও
মেধাবী জনবল গড়ে তুলতে এর কোন বিকল্প নেই । অপর দিকে এ দেশে
প্রশাসনিক খাতের বেতন কাঠামো যাই থাকুক না কেন এমন কি তাদেরকে
বেতন না দিলেও বিবিধ ধরনের ক্ষমতা ও সুযোগের কারনে বিশেষ করে
কিছু প্রশাসনিক ক্যাডারে বিনা বেতনেও অনেকে চাকুরী করতে রাজী হয়ে
যেতে পারেন, শর্ত শুধু তাদেরকে চাকুরীতে বহাল রাখলেই হবে!!
কামনা করি দেশের নীতি নির্ধারকদের বিবেচনা জাগ্রত হোক ।
শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা জাগুক । তাদের মনে বাজুক
শিক্ষকদের হাতে গড়া বলেই তারা আজ সমাজের জন্য
নীতি নির্ধারক হতে পেরেছেন ।

শুভেচ্ছা রইল



১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: তবে প্রাথমিক বিদ্যালয় গুলোতে পড়ানোর মান আরো ভালো করতে হবে।

৫| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রাথমিক শিক্ষকদের মান বাড়ার সাথে সাথে গুন ও বাড়াতে হবে।তাদের যথাযথ প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: একদম আমার মনের কথা বলেছেন।

৬| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


৪ নং:

আরেক প্রকারের মানউষ আছেন: গুহাবাসী

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: পরিস্থির চাপে পড়ে গুহা বাসী।

৭| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫২

প্রেক্ষা বলেছেন: আপনি ভালো কোন স্বপ্ন দেখতে পারেন না? সব স্বপ্নতেই তো হয় ডুবে যান,না হয় মরে যান নাইলে ভূত দেখেন। সারাদিন আজেবাজে চিন্তা করলে এসব ভয়ংকর স্বপ্ন থেকে রেহাই পাবেন না।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: ঘুমের মধ্যে স্বপ্ন তো আর আমি ইচ্ছা করে দেখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.