নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার এ কবিতা পড়বে না তুমি কোনোদিন
একদিন হুট করে চলে আসো না গভীর রাতে
খুব মজা হবে, খুব আনন্দ হবে, জমবে খেলা
তুমি এলে, ভেসে যাবে আমার সমস্ত হতাশা
হৃদয়ে অনেক কথা জমেছে, বলতে চাই যে
কত কিছু ভুলে যাই, তবুও ভুলি না তোমায়
নক্ষত্রের দিকে চেয়ে কত শত গান গাই
কোনোদিন তুমি জানবে না আমার হাহাকার
আহ্বান জানাই তুমি আসো, আসো আসো
তুমি সমুদের ঢেউ হয়ে আসো অন্ধকারে
বাঁকা চাঁদ হয়ে যায় তোমার কপালের টিপ
একদিন গভীর রাতে তুমি চলে এসো।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: যাকে আসার কথা বলেছি সে আসলে সাথে করে 'বিপদ' নিয়ে আসবে।
২| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুণ বলেছেন।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: আহ হা বড় ভাই, আপনি আমাকে ব্যপক উৎসাহ দেন। ভালো লাগে।
৩| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: একদিন হুট করে চলে আসো না গভীর রাতে
খুব মজা হবে, খুব আনন্দ হবে, জমবে খেলা
তুমি এলে, ভেসে যাবে আমার সমস্ত হতাশা
এইটুকু মনে ধরেছে দাদা।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: এটা একটা অন্যায় আবদার। হে হে---
৪| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৭
ঘরহীন বলেছেন: সুন্দর লিখেছেন রাজীব ভাই।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
৫| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১:০৪
নেওয়াজ আলি বলেছেন: গভীর রাত হলেও আমি ঘুমাবো না ।
জানালা থাকবে । চুপি চুপি একটু কথা বলবো শুধু।
২০ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৪
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১:০৮
ফারহানা শারমিন বলেছেন: নক্ষত্রের দিকে চেয়ে কত শত গান গাই।
ভালো লাগল। শুভ কামনা রইল।
২০ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৪
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:২৩
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৯
কবিতা ক্থ্য বলেছেন: ভাই তো রোমানটিকতার ডিববা পুরা।
শুভো কামনা।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: ছোটবেলা থেকেই।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪১
সোহানাজোহা বলেছেন: গভীর রাতে চোর আসে, গভীর রাতে পুলিশ আসেন
আর গভীর রাতে আসেন মৃত্যু দূত।
সাধারণত বিপদ সংবাদগুলো গভীর রাতে আসে।