নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ইন্দ্রধণু

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৬



ধরো, আগামীকাল তোমার সাথে দেখা হয়ে গেলো হঠাৎ
আগের মতো হাত ধরে বলতে হবে না ভালোবাসি ভালোবাসি
ভয় পেও না আমি আর কোনো অন্যায় আবদার করবো না
আমার জন্য আর ঠান্ডায় ব্যলকনিতে বসে থাকতে হবে না
অন্য কারো হাত ধরে হাঁটলেও আমার কোনো আপত্তি নেই
আজও চাই না অন্য কেউ এসে তোমার হৃদয়ে অবস্থান নিক
আমৃত্যু তোমার সাথে থাকার স্বাদ ছিলো, কথা ছিলো ঢের
পরের জন্মে আর ভুল করবো না, এতটা ভালো থাকবো না
উস্কোখুস্কো আর উড়নচন্ডি স্বভাবের জন্য আজ তুমি দূরে
ভীষন লজ্জা, সংশয় আর ভয় আমার পিছু ছাড়ে না যে
কী সুন্দর আকাশ, নির্মল বাতাস, চারিদিকে গাঢ় সবুজ
জলের উপর নৌকা, তুমি আমি পাশাপাশি, হাতে হাত
অথচ তোমার চোখ ভরা জল, আমি নির্বাক, বড্ড অসহায়!



.


মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা । ভালো লাগলো।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।

২| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
হৃদয়ের কথা তাঁর বোঝা গেলনা
কথা ছিল দেখা হবে দেখা হলোনা

আলো ঝরা এই লগনে ফাগুনের এই ক্ষনে
সব আশা ভেঙে দিয়ে সে তো এলোনা
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
হৃদয়ের কথা তাঁর বোঝা গেলনা
কথা ছিল দেখা হবে দেখা হলোনা

আলো ঝরা এই লগনে ফাগুনের এই ক্ষনে
সব আশা ভেঙে দিয়ে সে তো এলোনা
কথা ছিল দেখা হবে দেখা হলোনা


২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: দেখা হবে। আমাদের দেখা হবে।

৩| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মটর সাইকেল থেকে লাফ দেয়ার পর এমন কবিতা লেখা বেমানান।

২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: দুইটা রকম ঘটনা। একটার সাথে আরেকটা মিলালে বিপদে পড়ে যাব।

৪| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ক্যামেলিয়া যখন পড়ি প্রথম, তখন ভেবেছি, এওকি কবিতা!!! এমনতরো হয়!!! এতো গল্প বলে যাও!!!!

২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি মশাই মাস্ত লোক।

৫| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এই থেকে বুঝা যায়, আমি কবিতার কও বুঝি না।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: কবিতা কয়জন বুঝে? বুঝে না।

৬| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪১

নেয়ামুল নাহিদ বলেছেন: না থেমে, একটানে লেখাটা পড়া গেলো - এই বা কম কি!

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: হে হে---

৭| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৮

কবিতা ক্থ্য বলেছেন: ভালো লাগা আপনার কবিতায়।
শক্তিশালী ভাবের প্রকাশ।

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১১

তানভীর রহমান শুভ্র বলেছেন: অনেক সুন্দর কবিতা!

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ধনবাদ শুভ্র ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.