নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে ইচ্ছে করে

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৯



ঈশ্বর বলে কিছু নেই, আত্মা বলেও কিছু নেই
তবে সব মানুষের মধ্যে কিছুটা রহস্য থাকেই
এই সমাজে যে যতো বড় শয়তান তার চেহারা
ততটাই ভাজা মাছ উল্টে খেতে পারি না টাইপ

ফাজলামোর একটা সীমা থাকা উচিত-
দেশ চালাতে নারীর হাতে ক্ষমতা তুলে দেয়া জাতি
নারীকে বাইক চালাতে দিতে রাজি নয়। হে হে
আমার সবচেয়ে অপছন্দের গাছ ক্যাকটাস
আমি জানি মিথ্যাবাদীরা যুক্তি ভালো দেয়
শুভ হোক, আপনার জীবনের প্রতিটি দিন।


.

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৫

শায়মা বলেছেন: ক্যাকটাস পছন্দের না!!!!!!!!!!! X((


আমার সবচেয়ে পছন্দের গাছ!!!

আর বাইক চালানো রমনীকে আমার ভালোবাসা!!!

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: বোন আপনি কি বাইক চালাতে পারেন? না পারলে শিখে নিন। দরকার আছে।

২| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৭

শায়মা বলেছেন: কে বলেছে পারিনা!!!!!!!!!!!!!!! B:-)

সে তো সেই ছোট্ট বেলায় ক্লাস নাইনেই শিখেছি। আর শিখতে গিয়ে মানে যার কাছে শিখেছিলাম ........সেই শিক্ষকের নাম শুনেই মায়ের এক থাপড়ে চালানো শেখাটা প্রায় ভুলতেই বসেছিলাম!!!


কিন্তু ফারহানা আপু জিনদাবাদ!!!!!

লাভ হার ক্রিয়েটিভ আইডিয়া!!!!!!!!!

জীবনটাকেই সিনেমা !!!

না হোক ফুলের বিছানা!!!

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ইয়েস। গ্রেট।

৩| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


ভাষণ দিতে জানতেন মওলানা এবং শেখ সাহেব; এখনকার বাংগালীরা ভাষণ দিতে জানে না।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৭

রাজীব নুর বলেছেন: মোটিভিশন স্পিকাররা বেশ ভালো বলেন। মানুষ তাদের কথা খুব মন দিয়ে শুনেন।
কাকরাইলে একজন যাযক আছেন, তার কথা মানুষ পাগলের মতো শুনেন। মানেন। তিনি মেডিটেশন করান। অনেক টাকা নেন। মানুষ মুগ্ধ হয়ে তার কথা শূনেন।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৪

রাজীব নুর বলেছেন: যারা রাস্তায় ওষুধ বিক্রি করেন তারা খুব ভালো কথা বলেন। পথচারীরা তাদের কামকাজ ফেলে ওষুধ বিক্রেতার কথা শুনেন।

৪| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ২:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ‘মিথ্যাবাদীরা যুক্তি ভালো দেয়’ একথা মানতে পারলাম না।তারা যেটা দেয় তা হলো কু যুক্তি।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ২:৪৪

রাজীব নুর বলেছেন: ‘মিথ্যাবাদীরা যুক্তি ভালো দেয়’ কথাটা চুপ করে মেনে নিন। সেটাই ভালো।

৫| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ২:৩৯

অনল চৌধুরী বলেছেন: নষ্ট জাতি তাদের মতো লোকদের কথা শুনবে, এটাই স্বাভাবিক।।যে লোক দীর্ঘ ২৫ বছর ধরে ঈষ্টারণ প্লাস মার্কেটের বিপরীত দিকে চামেলীবাগের গলিতে মানুষের হাত দেখে টাকা নিতো, ১৯৯১ সালে হঠাৎ সে সিলভা মেথড শিখে সেটাকে উল্টে-পাল্টে হাত দেখা ছেড়ে হয়ে গেলো বিরাট আত্ম-উন্নয়ক !!!!

এর মাধ্যমে সে নিজেই স্বীকার করলো যে হাত দেখে সে সবার সাথে প্রতারণা করতো।

আপনি-আমি বিনা মূল্যে যা বলি,সেসব কি এই ৪ দিনে ১০ হাজার টাকা নেয়া লোকের চেয়ে কম মূল্যবান?

কিন্ত যতোদিন না আমরা সর্বোচ্চ মাত্রার প্রতারক ৪২০ হতে পারবো,আমাদের কথা কেউ শুনবে না।
কারণ যারা যেমন,তাদের পছন্দের সবকিছুই হয় তেমন।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ২:৪৫

রাজীব নুর বলেছেন: অতি চমৎকার মন্তব্য করেছেন।

৬| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৭

নেওয়াজ আলি বলেছেন: মিথ্যাবাদীর কথা শ্রুতিমধুর হয়

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: জ্বী। এটা ঠিক বলেছেন।

৭| ২৬ শে আগস্ট, ২০২০ ভোর ৪:০৪

ডঃ এম এ আলী বলেছেন:


ইচ্ছা আর বাকি থাকল কৈ ?
ভাষনতো দিয়েই দিলেন :)
ফারজনার বাইক চালানোটা
ভাইরাল হয়েছে, বেশ
ইনোভেটিভ আইডিয়া ,দেখে
ভাল লাগল ,বিয়ের পিড়িতে বসা
ছেলে মেয়েদর জন্য এ ধরনের
কান্ড আরো ডালা পালা মেলবে ।
এই মরণঘাতি করোনা কালে
হেলমেট ছাড়া ও সোসাল ডিসটেন্স
মেইনটেন না করে বাইক চালানোতে
ফারজানাকে অনেকেই দুষারোপ করলেও
রাস্তার ট্রাফিক পুলিশ চোখ খুলা রেখেছিল,
না চোখ বুঁজে ছিল সে প্রশ্নটি কিন্তু কেও
করলনা একবারও ।

শুভেচ্ছা রইল


২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: আসল সমস্যা ধর্মে। আর মানুষের মানসিকতায়।

৮| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৭:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: আমি কিছু বুঝতে চাই না। গুরুগম্ভীর কথাবার্তাও ঠিক ভালো লাগেনা। শুরুতে ফার্জনার খবরটি শুনে অশালীন লাগলেও এখন মনে হচ্ছে ঠিক আছে। জীবনটা তো উপভোগের। অন্যকে ক্ষতি না করে নিজেকে নিজের মত উপভোগ করার স্বাধীনতা তো থাকার কথা।
ডক্টর আলী ভাইয়ের মন্তব্যটি ভালো লেগেছে।

শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: দাদা আপনার মন্তব্যটিও আমার ভালো লেগেছে।

৯| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি না হয় মেনে নিলাম,কিন্ত সবাই কি মেনে নিবে যে মিথ্যার পক্ষে দেয়া যায় সত্য যুক্তি।

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: আমি মেনে নিলেই আমি খুশি।

১০| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: একে বারে পানি মত সত্য

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: আমি সব সময় সত্য বলি।

১১| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৮

রবিন.হুড বলেছেন: আমি এ ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে চেয়েছি। বাইক চালিয়ে মেয়ে বরের বাড়ী আসলে শ্বশুর বাড়ীর লোক মেনে নিলে কোন সমস্যা থাকার কথা না। কিন্তু সামাজিক নিয়মাচার এর বাইরে যখন কেউ কিছু করে তখন অন্যরাও সমাজ কাঠামো ভাঙ্গার চেষ্টা করেন । আমাদের সমাজের পরিবর্তন তো নিম্নমুখী তাই ভয় হয় কে কখন কি করে।

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১২| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২১

পদ্মপুকুর বলেছেন: আহ! সবাই যদি এভাবে কবিতায় কবিতায় ভাষণ দিতো...

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ভাইজান আছেন কেমন? শরীরটা ভালো?

১৩| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৩

রাশিয়া বলেছেন: মেয়েটি ও তার বয়ফ্রেন্ডেরা মাস্ক ও হেলমেট পড়ে বাইক চালালে ব্যাপারটা ওয়েলকাম করতাম, কিন্তু সে যে স্টাইলে কেবলমাত্র মজা করার বা প্রচার পাবার জন্য করেছে - থাপ্পর লাগানোর জন্য হাত নিশপিশ করছে।

তার মধ্যে আইন ভাঙ্গার একটা ঔদ্ধত্য কাজ করেছে।

বাইক আমিও একসময় চালাতাম - আমার ছোট বোনকেও শিখিয়েছিলাম। কিন্তু আমি বাইক চালানোর সময় পথচারী বা অন্য কারো অসুবিধা না হয় - সেদিকে তীব্র খেয়াল রাখতাম।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ।

১৪| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই, মানুষের এত জ্বলে কেন? সবকিছু রসাতলে গেল - এই হল্লা তোলা আদমিরা সব যুগেই ছিল, আছে ও থাকবে। আমাদের জন্য আনন্দের যে সময় সামনেই যায়- যারা সামনে নিয়ে যায় তারা কিছুর পরোয়া করে না।

বাইকার-বধূকে অভিনন্দন!

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: ইয়েস। ঠিক বলেছেন।

১৫| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী।

২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: !

১৬| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৮

ইসিয়াক বলেছেন: মেয়েটি আমাদের শহরের।
বিয়ে কি মানুষ দশবার করে!একটু মজা করে...মাস্তি করে বিয়েটা স্মৃতির পাতায় বাঁধিয়ে রাখলে ওগুলোর জন্য কারো কারো এতো জ্বলে কেনো?

২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: সেটাই।

১৭| ২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাহসী মেয়ে টির জন্য শুভ কামনা রইলো।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওগো পুরবাসী খোল দ্বার খোল
লাগলো যে দোল

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.