নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নরেন্দ্র মোদী

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৬



তিনি কোন স্কুলে পড়েছেন জানা যায় না।
কোন কলেজে পড়েছেন (বা আদৌ পড়েছেন কিনা) জানা যায় না। তাঁর কোনো সহপাঠী খুঁজে পাওয়া যায় না। তাঁর কোনো শিক্ষক খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ স্বাধীনতার পর থেকে তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কিচ্ছু জানা যায় না। এবং সর্বশেষ খবর, স্টেশনে চা বিক্রী করে এসেছেন বলে আজীবন দাবী করে আসলেও এখন জানা যাচ্ছে তার বাবার চায়ের দোকান নিয়েও কোনো তথ্য নেই রেলের কাছে। অর্থাৎ তাঁর পুরো জীবনটাই গা ছমছমে রহস্যে মোড়া। সন্ন্যাস জীবন কাটানোর সময় নরেন্দ্র মোদির মাত্র দুটি পোশাক ছিল। খুব কাজ পাগল মোদি। দিন রাত মিলিয়ে মাত্র ৩ ঘণ্টা ঘুমান। সকাল ৭টায় তিনি অফিসে ঢুকেন, রাত ১০টা বা আরও রাত পর্যন্ত সেখানে কাজ করে তবে বাড়ি ফেরেন।

বলুন তো, এমন একজন রহস্যময় মানুষকে ভালো না বেসে উপায় আছে? স্বাধীনতার পর থেকে ভারতে এখনও অবধি যারা যারাই প্রধানমন্ত্রী হয়েছেন তাদের সবার বিষয়ে চাইলেই সব তথ্য পাওয়া যায়। অমন রহস্যরোমাঞ্চহীন দিনের আলোর মতো ফ্যাটফেটে সাদা আলুনি প্রধানমন্ত্রী বাপু আমার মোটেই ভালো লাগে না, যে যাই বলুন। রহস্যময় মোদীজিই তাই আমার হিরো। আর সবচেয়ে বড় কথা, এত অস্বচ্ছতা যার জীবন নিয়ে, তিনিই আবার স্বচ্ছ ভারতের ডাক দেন। কী মিষ্টি মিষ্টি সব ব্যাপার না? স্বামী বিবেকানন্দ ও ইন্দিরা গান্ধীকে নিজের আইডল বা আদর্শ মনে করেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বেশ রক্ষণশীল বটে। তবে শিক্ষা ও প্রযুক্তিতে একেবারে আধুনিক।

শোনা যায়, ছোট বেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করে। কমন ম্যান নরেন্দ্র মোদী গ্রন্থ থেকে জানা যায় যে সতেরো বছর বয়সে ঘর ছেড়ে চলে যাওয়ার পর তিনি রাজকোট শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন ও তারপর বেলুড় মঠ যাত্রা করেন। এরপর তিনি আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আশ্রমে যোগ দেন। দুই বছর পরে তিনি বাড়ি ফিরে এসে আমেদাবাদ শহরে নিজের কাকার চায়ের দোকানে যোগ দেন। এই সময় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাদের স্বেচ্ছায় সহযোগিতা করেছিলেন তিনি। বয়স তখন তার মাত্র ১৫ বছর।

মোদী নিরামিষাশী, অন্তর্মুখী এবং কর্মযোগী পুরুষ। তিনি গুজরাটী ভাষায় কবিতা লিখতে ভালোবাসেন। হিমালয়ে দু’বছর কাটানোর সময় মোদিজির সাথে দেখা হয়েছিল এক সাধুর, যার পরামর্শে তিনি ফিরে এসেছিলেন। নরেন্দ্র মোদী যখন ১২ বছরের ছিলেন তখন তার মা তার জন্ম কুন্ডলী এক জ্যোতিষকে দেখিয়ে ছিলেন। তখন তার কুন্ডলী দেখে সাধু মহারাজ বলেছিল যে, হয় আপনার ছেলে রাজা হবে। না হয় নতুন শঙ্করাচার্যের মতো বড় সন্ত হবে। আর এই নিয়ে চিন্তিত ছিলেন মোদীজির মা কারণ ছোটবেলা থেকেই মোদীজি সাধুদের প্রতি খুবই আকর্ষিত ছিলেন তাই তার মায়ের মনে হত মোদীজি সাধু হয়ে যেতে পারে তাই কম বয়সে তিনি তার বিয়েও করিয়ে দিয়েছিলেন। এরপর বাড়ি থেকে সংসার জীবন শুরু করার জন্য মোদিজির ওপর চাপ দেওয়া হতে থাকে তখন তিনি বাড়ি ছেড়ে হিমালয় চলে যান।

হিমালয়ের গিয়ে মোদীজি সাধুর মত দু বছর কাটিয়েছিলেন সেই সময়কালে মোদীজিকে এক সাধু জিজ্ঞাসা করেছিলেন যে উনি এখানে কেনো এসেছেন। তখন তার উত্তরে মোদীজি বলেছিলেন,”ঈশ্বর খোঁজ এর জন্য উনি হিমালয় এসেছেন“। নরেন্দ্র মোদী রাজনৈতিক জীবন শুরু করার আগে সন্ন্যাসী হিসাবে কলকাতা বেলুড় মঠ ও গিয়েছিলেন। গুজরাটের মেহসানা জেলার এক নিম্নমধ্যবিত্ত পরিবারে ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম তাঁর। চা-বিক্রেতা বাবার চার সন্তানের মধ্যে মোদি ছিলেন তৃতীয়। শৈশবে বাবাকে সাহায্য করতেন বেদনগর রেলস্টেশনে; যাত্রীদের কাছে হেঁটে হেঁটে চা বেচতেন মোদি। নরেন্দ্র মোদির শখের মধ্যে রয়েছে ছবি তোলা। নিজের মোবাইলে সেলফি তুলেও গণমাধ্যমে বেশ প্রচারিত হন। নিজের তোলা ছবির প্রদর্শনীরও আয়োজন করেছেন তিনি।

তার কোনো ঘনিষ্ট বন্ধু নেই।
ইংরেজিতে বেশ দক্ষ। তবে ভারতের অন্যান্য শীর্ষ রাজনীতিকরা যেমন ইংরেজি বলেন, মোদি ইংরেজিতে একদমই কথা বলেন না। অসম্ভব শ্রদ্ধা, ভালোবাসা আর মমতা রয়েছে তার মায়ের প্রতি। প্রতিটি কাজে, উদ্যোগে প্রথমেই মায়ের পদতলে যাবেন মোদি। তারপরই শুরু। প্রতিদিনই ইন্টারনেটে নিজের খবরগুলো দেখে নেন তিনি। ফেসবুক ও আর ট্যুইটার ব্যবহারেও মোদি খুবই আধুনিক। ১৯৬৭ সালে গুজরাটে যখন ভয়াবহ বন্যা হয়, তখন ১৭ বছরের মোদি স্বেচ্ছায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন।

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


মোদী উঁচু মাপের ক্রিমিনাল

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: আপনি আসলে রাজনীতিবিদদের পছন্দ করেন না। দেশ কিংবা বিদেশে।

২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:০৮

জোবাইর বলেছেন: মোদী অন্যান্য সব প্রধানমন্ত্রী থেকে সবদিক দিয়ে ব্যতিক্রম। মোদী সম্পর্কে এত তথ্য দিলেন, কিন্তু আসল তথ্য বাদ পড়ে গেছে। উনি বিবাহিত নাকি চিরকুমার!

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: উনি বিবাহিত।
উনার মা উনাকে জোর করে বিয়ে দিয়েছেন অল্প বয়সেই।

৩| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: যা লিখলেন বটে!

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৩:১১

রাজীব নুর বলেছেন: !

৪| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: আগ্রহ নেই জানার

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৩:১২

রাজীব নুর বলেছেন: জানলে ক্ষতি নেই।

৫| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ২:০৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার ভালোবাসার তারিফ করতে হয়। বেশ গদোগদ মাখোমাখো।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৩:১২

রাজীব নুর বলেছেন: হি হি---

৬| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিবিদরাই বিশ্ব চালায়, আমি তাদের শ্রদ্ধা করি; মোদী বড় ধরণের জল্লাদ।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৩:১৩

রাজীব নুর বলেছেন: মোদী ধর্মীয় উন্মাদ।

৭| ২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একজন মোদী ভক্ত পাওয়া গেল।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: মোদি উন্মাদ। উনি আধুকিন নন। উনার মধ্যে অনেক কুসংস্কার আছে।

৮| ২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৫:০১

অনল চৌধুরী বলেছেন: ২০০২ এ গুজরাটে অবাধে মুসলমান হত্যা করতে দিয়ে মোদীর উত্থান।
তাকে সামনে রেখে আড়ালে দেশ চালায় ভারতের সবচেয়ে বড় একক জাতি ধূর্ত মারাঠীরা।
এতোবছর গবেষণা করে মাত্র গত ডিসেম্বরে সেটা বুঝলাম।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: খুব একটা ভুল বলেন নাই।

৯| ২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গুজরাটের ঘটনা তার হাতকে রক্ত রঞ্জিত করেছে।
সেই ঘটনা না থাকলে তিনি খুব ভালো মানের নেতা হতে পারতেন।
তিনি এক জন উগ্র ধর্মীয় ক্রেজি নেতা যিনি ধর্মকে ব্যবহার করতে পারেন খুব সহহজেই।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তার স্ত্রী থাকা সত্বেও তিনি তার সাথে কোন রকম যোগাযোগ করেন না।
সংসার হচ্ছে বড় ধর্ম। এই ধর্মে তার কোন মতি নেই।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: মনে হয় তার সেক্স পাওয়ার নেই।

১১| ২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৪২

ইসিয়াক বলেছেন: মোদিকে আমার ভালো লাগে না।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: !!

১২| ২৮ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০৩

জগতারন বলেছেন:
আমি মোদি'তে মুতি।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: !

১৩| ২৮ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০৩

জগতারন বলেছেন:
আমি মোদি'তে মুতি।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: শান্ত হোন।

১৪| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: মোদীজি কোটি জনের মধ্যেও ব্যতিক্রমী মানুষ। মানুষ বৈকি স্বয়ং অবতার দেবতা। খুব শিগগিরই উনার নামে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মন্দির নির্মিত হবে। উনি কিংবদন্তি দেবতার শিরোপা পাবেন। উনার মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট দাঙ্গার সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেওয়ার পরও সুপ্রিমকোর্টে যাবতীয় অভিযোগ নস্যাৎ করতে পেরেছেন। প্রধানমন্ত্রী হিসেবে উনি ছোট্ট একটি রিহার্সাল পর্বে দিল্লির দাঙ্গায় নিজের ভূতপূর্ব যোগ্যতার পরিচয় দিয়েছেন। এ হেনো মোদিজিকে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণনা প্রমোশন দিয়ে দিল্লির মসনদে বসিয়েছেন। পূর্বঘোষিত রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী উনিও দেশ থেকে মুসলিমদের উৎখাত করার যাবতীয় প্ল্যান তৈরি করেছিলেন। কিন্তু বাঁধ সাধলো করোনা। বিশ্বের কোথাও না হলে ভারতে অন্তত করোনা মুসলিমদের ব্যাপকভাবে সহায়তা করেছে। তবে বেশিদিন তারা স্বস্তিতে থাকবে না। দেড় দু বছরের মধ্যে ভ্যাকসিন চলে এলে আবার মুসলিম নিধনের জন্য এনআরসি চলে আসবে। কাজেই জয় মোদিজি।


২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: মোদি কিন্তু আমাদের বন্ধু। সে শেখ হাসিনাকে খুব পছন্দ করে।

১৫| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

একাল-সেকাল বলেছেন:
অমুসলিম দের কাছে মুসলিম হত্যা একটা মজার ও গর্বের বিষয়, যেখানে মুদি ও পিছিয়ে নেই।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: হতে পারে।

১৬| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: মোদি আর ট্রাম্প, আমার কাছে দুইটারেই একরকম লাগে, একটা না বুইঝা জোক করে আর আরেকটা অতি সেয়ানা টাইপের। তয় দুইটাই, জাতে মাতাল, তালে ঠিক ...

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১৭| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৪

দেব জ্যোতি কুন্ডু বলেছেন: অনেক তথ্য জানলাম।ধন্যবাদ আপনাকে ।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন কুন্ডু সাহেব।

১৮| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

অজ্ঞ বালক বলেছেন: একজন ধর্মান্ধ, উগ্রবাদী, চরম মাত্রার ডানপন্থী নেতা। পছন্দ করার মতন কোনো গুণই পাই না আমি।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমি তাকে পছন্দ করি এটা বলি নাই।

১৯| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩০

শাহ আজিজ বলেছেন: একজন ধর্মান্ধ লোকের হাতিয়ার হচ্ছে যোগব্যায়াম আর কিছু গাছ গাছড়ার ওষুধ পাতি । উন্নয়ন বলতে কিছুই নেই । ক'দিন আগে শি জিন পিঙের সৈন্যরা স্রেফ লাঠির আঘাতে ২০ জন সেনা ঘায়েল করেছে । শি'এর অর্থনীতির জন্য ব্যায়াম লাগেনা লাগে উন্নত ব্রেন । চীনারা ধর্ম পালন না করেই বিশ্বের সবচে বড় অর্থনীতির ধারক । আর মোদী ভেঙ্গে ফেলা মন্দিরের জায়গায় সিজদা দিয়ে ভারতকে আরেক দফা পিছিয়ে দিলেন । রাবিশ !!!

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো এই কথাটা - চীনারা ধর্ম পালন না করেই বিশ্বের সবচে বড় অর্থনীতির ধারক ।

২০| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মোদী অবশ্যই একজন ক্রিমিনাল। চাঁদগাজী সাহেব তার মন্তব্যে ঠিকই বলেছেন। এই পোস্টে আপনি মোদীর নানারকম গুণগান করে তাকে মহান বানাতে চাইলেন, কিন্তু তার আরএসএস কানেকশন, গোঁড়া ধর্মান্ধতা, মুসলিম হত্যায় পৃষ্ঠপোষকতা, সাম্প্রদায়িকতা এসব নিয়ে একটা কথাও বললেন না। এটা পুরোপুরি একপেশে পোস্ট। মোদীকে সারা বিশ্বের মানুষ গোঁড়া সাম্প্রদায়িক হিসাবেই চিনে। আফসোস যে আপনি চিনতে পারলেন না।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: মোদির কিছু দিক ইচ্ছে করেই এরিয়ে গেছি। যে পোষ্টে ক্যাচাল না হয়।

২১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এমন একজন ভালো মানুষের নামে এসব উলটা পালটা কি লিখে সবাই!

উনার মতো চোখ বন্ধ করে গুহায় বসে থাকেন। সব সমস্যা সমাধান হয়ে যাবে।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: হয় না। সমাধান এত সহজ নয়।
সমাধান করার জন্য বুদ্ধি লাগে।

২২| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ২:২১

কল্পদ্রুম বলেছেন: উনি সাধারণ মানুষের মাঝ থেকে উঠে আসা নেতা।হাই সোসাইটির পাবলিক না।এটাই ভালো লাগে।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ২:৪৮

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা।

২৩| ২৯ শে আগস্ট, ২০২০ ভোর ৪:১২

অনল চৌধুরী বলেছেন: মোদি হচ্ছে রামায়ণ -মহাভারতে বর্ণিত দেবতা, যারা দক্ষিণ এশিয়ার শতকোটি আদিবাসী হত্যা করে এখানে হিন্দু ধর্ম প্রচার করেছে। আর ধর্মান্তরিতরা যেনো সমাজে সন্মান ও মর্যাদা না পায় বা কোনোদিন ক্ষমতায় যেতে না পারে এজন্য ব্রক্ষার নাম দিয়ে তাদের বানিয়েছে নীম্নবর্ণ!!!!
তাদের পুুরো পরিকল্পনা ২০২১ এর মধ্যে ভারতেকে হিন্দুরাজ্য করা।We will free India of Muslims and Christians by 2021
কিন্ত দিল্লি অনেক দূর !!!!
করোনা তাদের কি হাল করে, সেটাই দেখার বিষয়।

২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: আল্লাহ সবাইকে ভালো রাখুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.