নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সবাই যদি মানুষ হতো, তাহলে মানব জাতি সুখে শান্তিতে থাকতো। আইন, আদালত, থানা, পুলিশ, পার্লামেন্ট কোন কিছুর প্রয়োজন হতো না।
২। বাংলা সিনেমা'র কিছু নষ্টালজিক ডায়ালগ...
# তুই যদি আর চৌধুরির মেয়ের সাথে কোন সম্পর্ক রাখিস! তাহলে আমার মরা মুখ দেখবি!
# ওরা আমাকে মেরে ফেলুক বাবা তবু তুমি দলিলে সই করবে না।
# আজ যদি আপনি সঠিক সময়ে এসে আমাকে গুণ্ডাদের হাত থেকে না বাচাতেন তবে কি যে হতো। আসুন না আমাদের বাড়িতে এক কাপ চা খেয়ে যান।
৩। জীবনটা হচ্ছে একটা বৃক্ষ।
একে সাজাতে হয় বিভিন্ন ভাবে। সুশোভিত করতে হয় ফুলে -ফলে। মানুষ ৩০ বছর বয়সের মধ্যেই কিছু অভিজ্ঞতা অর্জন করেন। পৃথিবীতে মানুষের মাঝে ভালো-মন্দ, সুস্থ-অসুস্থ সব ধরনের মানুষই রয়েছে। কোনো মানুষ আপনার উপকারে আসবে, কোনো মানুষ আপনার অপকার করবে। পাশাপাশি কোনো মানুষ সুস্থতার পরিচয় দিবে কোনো মানুষ অসুস্থতার লক্ষণ প্রকাশ করবে।
৪। পাশবিক শক্তি যখন ন্যায়-নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়-নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
৫। রবীন্দ্রনাথ জানতেন পৃথিবীতে করোনা আসবে। সব কিছু তছনছ করে দিবে। এবং একদিন পৃথিবী থেকে করোনা বিদায় নেবে। করোনার বিদায়ে পৃথিবীবাসী যে গান গাইবে তা রবীন্দ্রনাথ লিখে গেছেন।
''আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে''.....
৬। একজন কালজয়ী বৃক্ষপ্রেমী গহের আলী...
নওগাঁ জেলার ভিক্ষুক 'গহের আলী'র লাগানো ১২ হাজার তাল গাছ দাঁড়িয়ে আছে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই ধার জুড়ে। 'গহের আলী' বেঁচে নেই, কিন্তু তাঁর লাগানো তাল গাছগুলো আছে বিরাট বিরাট ছায়াময়ী পাতা ছড়িয়ে। শ্রদ্ধা এই নিঃস্বার্থ বৃক্ষপ্রেমিক মানুষের জন্য।
২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
২| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: ডিপজল এসে বাংলা ছবির ডায়লগের রেপ করছে আর মমতাজে গানের।
একেবারে খাপে খাপে বলেছেন গুরু।
২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: হা হা হা---
আমি পরিচালক হলে এরা না খেয়ে মরতো।
৩| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৬
চাঁদগাজী বলেছেন:
৬ নং:
লোকটা একটা কাজ করে গেছেন
২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: আমারও এরকম করার কিছু ইচ্ছা আছে।
৪| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চৌধুরী সাহেব !
আমরা গরিব হতে পারি ।
কিন্তু চোর নই!
২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: হা হা আ---
৫| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২০
ইসিয়াক বলেছেন: শয়তান! আমাকে ছেড়ে দে বলছি...........।
ভয় পাইয়েন না,এইডাও বাংলা ছবির জনপ্রিয় ডায়লগ।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৬| ২৯ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
৪, অপেক্ষায় থাকেন আরেকজন নবীর জন্য।
৬, গহের আলী একজন মহান মানুষ,আলোকিত মানুষ।আরেকজন আলোকিত গরিব মানুষ ছিল আরজ আলী মাতুব্বর এবং পলান সরকার।
২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: ৬ নং আপনার কি মহান মানুষ, আলোকিত মানুষ হতে ইচ্ছা করে না?
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৬
নেওয়াজ আলি বলেছেন: ডিপজল এসে বাংলা ছবির ডায়লগের রেপ করছে আর মমতাজে গানের । ডিপজল এখন জেলে। জীবন একটা শিক্ষালয় । যেহেতু নজরুলের জন্মদিন তাই বলি বল বীর উন্নত মম শীর। ।