নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনি কোন জেলার মানুষ?

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৩



এই! তুরা কন যাচ্চিস রে সাতসকালে?
ওই মল্লিকগের বাড়ি।
ক্যানে রে? ওইকেন আবার কী হইলো?
ওই জলিল মল্লিকির বৌর নাকি শরীল খারাপ। মনে কললাম এট্টু দেইকিই আসিদিন। কবে আবার মইরে-টইরে যাবেনে তা’র কিডা জানে!
যা। দেইকে শুইনে যাস। আর এমনি তোগের বাড়ি সব ভালো তো?


সবচাইতে কঠিন হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষের ভাষা বোঝা। তবে সিলেটি আর চাঁটগাইয়া আসলে ঠিক বাংলা বলে না। যেমন সিলেটির নিজস্ব বর্ণমালা এবং লিখিত রূপ ও আছে, যদিও তা বিলুপ্তির পথে। এই ভাষাগুলোকে এখন বাংলার উপভাষা হিসাবেই ধরা হয়। এর বাইরে সবচাইতে কঠিন হচ্ছে নোয়াখালীর আঞ্চলিক বাংলা বোঝা, বিশেষ করে তাঁরা যখন নিজেদের ভিতর খুব দ্রুত কথা বলেন। আমি তাদের ভাষা কিচ্ছু বুঝি না।

ঢাকা, বিক্রমপুর, নরসিংদীর মানুষেরা নিজেদের অনেক উচু জাতের মনে করেন। টাঙ্গাইল, সিরাজগঞ্জে অনেক নদীভাঙা মানুষ আছে, যারা ঘর জামাই হতে বেশি পছন্দ করে। তবে মানুষগুলো ভালো কিন্তু কিছু আছে টাকা ওয়ালা স্বশুর দেখে বিয়ে করে সম্পত্তির জন্য। যশোর-খুলনার মেয়েরা অনেক সুন্দরী হয়। তবে যশোরের মেয়েরা কুটনামিতে খুব ওস্তাদ হয়, প্রচুর মিথ্যা কথা বলে। কিন্তু শ্বশুরবাড়ির লোকদের সেবা করতে পছন্দ করে। এদিকে চট্টগ্রামের মেয়েরা বাইরের জেলাদের ছেলেদের ব্যাপারে আগ্রহী নয়। কিছুটা কনজারভেটিভ।

ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের।
ওদের মতো কুটিল প্যাচের মানুষ খুব কমই হয়। গাজীপুরের মেয়েরা খুবই ভালো, মিশুক এবং রসিক। এখানকার মেয়েরা জেদী, লাজুক, মিডিয়াম সুন্দর, মিডিয়াম স্মার্ট এবং সংস্কৃতিমনা। নারায়ণগঞ্জের মেয়েরা অতিশয় ভালো, ভদ্র, সামাজিক, কীভাবে পরিবার আর মুরুব্বীদের সামলাতে হয় তারা খুব ভালো জানে। সংসারে ঝামেলাহীন, সবসময় হাসি-খুশি, মিলেমিশে থাকে এমন বউ আনতে চাইলে নারায়ণগঞ্জের মেয়েরাই সেরা। কথা ১০০% সত্য। খোঁজ নিয়ে দেখতে পারেন।

বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে, ভালো রাঁধুনী, ন্যাচালার সুন্দরী, সংসারী এবং স্বামীভক্ত। কিন্তু বরিশাল থেকে সাবধান, যতই সুন্দর হোক, জীবন বরবাদ করে দেবে। কুমিল্লার মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের পছন্দ করে না। তবে কুমিল্লার মেয়েরা সুন্দরী, অনেক দায়িত্বশীল, সংসারে প্রভাব বিস্তার করতে বেশি পছন্দ করে। চাঁদপুরের মেয়েরা মানুষ হিসেবে খুবই ভালো, অতিথিপরায়ণ। তাদের সরল ভালবাসায় আন্তরিকতায় আপনি মুগ্ধ হবেন। কিন্তু তারা ছেলেদয়ের নাচাতে ওস্তাদ। গোপালগঞ্জ জেলার ছেলেরা এক নারীতে সন্তুষ্ট নয়। প্রেম করেও একসাথে একাধিক মেয়ের সাথে। বিয়ের পরে পরকীয়ারও চান্স নিতে চায়।

জেলার উপর ভিত্তি করে মানুষকে বিচার করা যায় না।
মানুষকে বিচার করতে হয় তার বিবেক, মনুষ্যত্ব ও আচার আচারনের উপর ভিত্তি করে। যে জেলায় সবচেয়ে খারাপ একজন মানুষ আছে, সবচেয়ে ভাল মানুষটিও সে জেলারই হতে পারে। আমরা বৈশ্বিক গ্রামে বাস করছি। আমরা বৈচিত্র্যের মধ্যে বাস করছি। মন থেকে এই আঞ্চলিকতা দূর করতে পারলে, ধীরে ধীরে পৃথিবীটা আপনিই আঞ্চলিকতা মুক্ত হবে। নতুবা পিছিয়েই যেতে হবে কেবল। কারো মনে সামান্যতম আঘাত দিয়ে থাকলে নিজগুনে ক্ষমা করে দেবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।

প্রশ্নঃ ১। আপনি মানুষ হিসেবে কি করম?
প্রশ্নঃ ২। আপনার জীবনে আপনি ভালো কাজ কি কি করেছেন?

একটা তথ্য দেই- বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ বিদেশে গেছে কুমিল্লা জেলা থেকে। কাতারে সবচেয়ে বেশি আছেন চট্টগ্রাম জেলার মানুষ।

মন্তব্য ৮০ টি রেটিং +২/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৭

জিকরুল বারী তমাল বলেছেন: আমি বগুড়া জেলার মানুষ। বগুড়ার মানুষদের সম্পর্কে আপনার ধারণা জানতে চাই। B-)

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: বগুড়ার মানুষ কেমন আমি জানি না। তবে তাদের ভাষা সুন্দর।

২| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



চট্টগ্রামের অনেক উপজেলার বহু গ্রামে পুরুষ নেই, সবাই প্রবাসী; অস্বাস্হ্যকর জীবন।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে জন্মগ্রহন করেছে এটাই তাদের শাস্তি।

৩| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৪

জাদিদ বলেছেন: তথ্য সুত্র জুড়ে দিন। আর এই যে ধারনাগুলো এইগুলো কি আপনি ব্যক্তিগতভাবে অর্জন করেছেন নাকি সাধারন মানুষের মধ্যে প্রচলিত?

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম জাদিদ ভাই।
আমি দুঃখিত দুই একটা তথ্যসুত্র সাথে সাথেই দেওয়া দরকার ছিলো।
কিছু নিজে অর্জন করেছি, কিছু দেখেছি, কিছু দেখে দেখে শিখেছি- সব মিলিয়ে আর কি!

৪| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০২

ইসিয়াক বলেছেন: #আমি যশোহর জেলার।
#আমি মানুষ হিসাবে অলস প্রকৃতির। অসামাজিক। টাকা পয়সার ব্যপারে উদাসীন।ঘুমকাতুরে এমনকি ইদের দিন সবাই আনন্দ করে ঘুরে বেড়ায় আর আমি ঘুমিয়ে কাটাই।
#ভালো কাজ কি কি করেছি?...।বলতে চাই না।মানুষের জন্য কিছু করে কাউকে বলতে নেই। অনেক সময় সেই মানুষটি নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়।থাক না সেসব গোপন।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: অলস মানুষ আমার পছন্দ না।

৫| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২০

জুন বলেছেন: ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের। তাদের মত কূটিল প্যাচের মানুষ কমই হয় B:-)

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: স্যরি।

৬| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: https://www.somewhereinblog.net/blog/June ফরিদপুরে এখন টাকাই টাকা । সবচে বেশি টাকা এখন ফরিদপুরের মানুষের হাতে । হুম , ওরা কুটিল এবং জটিল বটে ।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: গত দশ বছর ফরিদপুরে সবচেয়ে বেশি দূর্নীতি হয়েছে।

৭| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

রামিসা রোজা বলেছেন:
নারায়ণগঞ্জ ও গাজীপুর এ মহিলারা ওভার ফাস্ট ‌,
আর কুমিল্লার গুলো অরিজিনাল কুটনা ।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: না ভাই। সব দেশেই ভালো আছে, মন্দ আছে।

৮| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আঁই তো দেশেত না তা -ই.

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: আপনি আসুন।

৯| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

শাহ আজিজ বলেছেন: বাগেরহাটের মেয়েরা দুর্ধর্ষ । ব্যাচেলর চাকুরীজীবী কেউই সিঙ্গেল ফিরতে পারেনি । ভাল মন্দ সব খানেই আছে দেখা দরকার পারিবারিক পরিবেশ ।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সেটাই পুরোটাই আমাদের দেশ। সেখানে ভালো মানুষও আছে। মন্দ মানুষও আছে। তবে আমাদের দেশে ভালো মানুষদের সংখ্যা বেশী।

১০| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

নতুন বলেছেন: জুন বলেছেন: ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের। তাদের মত কূটিল প্যাচের মানুষ কমই হয় B:-)

জুনাপু ফরিদপুরের বড় হইলাম, কিন্তু তেমন কুটিল, প‌্যাচের মানুষ দেখিনাই। রানু ভাই এইটা কই পাইলো বুঝলাম না।


শাহ আজিজ বলেছেন: https://www.somewhereinblog.net/blog/June ফরিদপুরে এখন টাকাই টাকা । সবচে বেশি টাকা এখন ফরিদপুরের মানুষের হাতে । হুম , ওরা কুটিল এবং জটিল বটে ।

কিছু রাজনিতিক খবরে পুরো শহরের মানুষকে বিবেচনা করা ঠিক না। ফরিদপুরে রাজনিতিক সংঘ্যাত খুবই কম। মারামারি খুন খুবই কম। মাদক কম।

ফরিদপুরের সম্পকে এই ধারনাটা ঠিক না।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পোড়ে মনে হচ্ছে আপনি ফরিদপুর সম্পর্কে কিছুই জানেন না।

১১| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ঢাকার মানুষ

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আমিও ঢাকার।

১২| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: খুবই আপত্তিকর, নিম্নরুচির, সাম্প্রদায়িক পোস্ট। মডারেটরদের উচিত পোস্টপাঠ মুছে দিয়ে লেখককে সতর্ক করা।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: রশীদ সাহেব এটা একটা ফান পোস্ট বলা যেতে পারে।
পোষ্টের শেষে কিন্তু আমি লিখে দিয়েছি, কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি স্যরি। শেষ প্যারাটূকু সম্ভবত আপনি পড়েন নি। ঐ প্যারাটুকু পড়লেই দুধ থাকবে, পানি পানি থাকবে।
তাছাড়া পোস্ট যদি আসলেই খারাও হয়, তাহলে আমি আপনাদের প্রতি সম্মান রেখেই সরিয়ে নিব।

১৩| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: বাহ সব জেলার মেয়েতো গুলিয়ে খেয়েছেন!!! ফরিদপুরের মেয়েদের নিয়ে যা বললেন তাতে আপনার ব্লগে টেকা দায় হয়ে যাবে :)

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: এটা জাস্ট ফান।
সিরিয়াস কিছু না। সব অঞ্চলের ভালো আছে, মন্দ আছে। সবচেয়ে বড় কথা এতা ভালো হোক, মন্দ হোক এরা তো আমাদের দেশেরই মানুষ।

১৪| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

রামিসা রোজা বলেছেন:
@ এস এম মামুন-অর-রশিদ ,
হাতের পাঁচ আঙুল যেমন সমান নয় , ঠিক তেমনি
সব বিভাগেই ভালো-মন্দ দোষে গুণে ভরা মানুষ আছে।
এ পোস্টকে ফানি পোস্ট হিসেবে নিতে পারেন।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। আমার মনের কথা বলেছেন।

১৫| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:১০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমার দাদার দাদাবাড়ী চট্টগ্রামের সন্দীপ, আমার দাদাবাড়ী লক্ষ্মীপুর, আমার সন্তানের দাদাবাড়ী ঢাকা।

আর জেনারেলাইজ আমি করতে পারি না, প্রতিটি এলাকায়ই ভালো খারাপ আছে, প্রফেশনাল কারনে বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষের সাথেই আমার উঠাবসা আছে, আমি সব এলাকায় সব রকমই দেখেছি।

আর মেয়েদেরকে জেনারেলা্ইজ করা আসলেই সম্ভব ?

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

বহু দিন পর আপনাকে ব্লগে দেখলাম!

১৬| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৮

করুণাধারা বলেছেন: কী লিখলেন এসব? কেন লিখলেন?

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: স্যরি। এই টাইপ পোস্ট আর দিব না।

১৭| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:১০

নেওয়াজ আলি বলেছেন: মক্কাতে চিটাং এর যেত লোক আছে কাতারে তার চেয়ে কম আছে । পুরো সৌদির কথা বাদ দিলাম। চিটাং ফেনী নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর কুমিল্লা বি বাড়িয়া নারায়ণগঞ্জ সিলেট এলাকার লোক প্রবাসী বেশী।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: হতে পারে।
আসলে আমার ধারনা কম। আমি শুইনা মুসলমান।

১৮| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আঞ্চলিকতা প্রচার করে বলছেন আঞ্চলিকতা মুক্ত হতে।

১,সরল এবং বোকা
২, মানুষকে কুসংস্কার মুক্ত করতে চেয়েছি এবং নিজেও চেষ্টা করেছি কুসংস্কার মুক্ত থাকতে।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

১৯| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৯

জাদিদ বলেছেন: @ এস এম মামুন অর রশীদ ভাইয়া নিঃসন্দেহে এটা মুছে দেয়া উচিত। তার আগে লেখককে তার লেখার স্বপক্ষে কিছু যুক্তি তুলে ধরার আহবান জানাচ্ছি।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: জাদিদ ভাই আসসালামুই আলাইকুম।

বিকেলে পোষ্ট টা দিয়েই আমি বাইরে গিয়েছিলাম। বাসায় ফিরতে দেরী হয়ে গেছে।
এটা একটা ফান পোস্ট। মজা করেই দিয়েছি। সিরিয়াস কিছুই না। যারা আমার পোষ্টে নিয়মিত আসেন তারা বিষয়টা ধরতে পেরেছেন। ব্লগে বা ব্যক্তিগত জীবনে কারো প্রতিই আমার রাগ ক্ষোভ নেই।

সহজ সরল ভাবেই জীবনযাপন করতে চেষ্টা করি। আপনি যদি মনে করেন পোস্ট টা ভালো না। অশালীন তবে মুছে দিন। আমি একটুও রাগ করবো না।

২০| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্য পোড়ে মনে হচ্ছে আপনি ফরিদপুর সম্পর্কে কিছুই জানেন না।



আমার বাড়ী ফরিদপুরে। বড় হয়েছি ফরিদপুরে।

এখন যদি আপনি বলেন যে ফরিদপুরকে আমি চিনি না। তবে কোন কথা নাই

আপনি যাদের কাছে শুনেছেন তারাই আসল ফরিদপুরী...
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: স্যরি।

তবে একটা পোকা আমের ভেতর থেকে বের হয়ে বলছে- ভাই ভাই আম খেতে কেমন?

২১| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫০

ওমেরা বলেছেন: লিখার বিষয় মনে হয় খুঁজে পান না । পাবেনই বা কেমন করে দিনে পাঁচ সাতটা পোষ্ট দিলে !!

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ওমেরা আমাকে যদি ব্লগ থেকে বলা হয় প্রতিদিন দশটা পোস্ট করতে হবে। তাহলে আমি খুশি হবো। আমার লেখার বিষয়ের অভাব নেই। লিখতে আমার কোনো সমস্যা নেই। তাছাড়া মাথার ভিতর লেখার বিষয়ের অভাব নেই। বহু লেখা জমে আছে মাথায়।

২২| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: রাজীব সাহেব, আপনি অনেক সময় পোস্ট না পড়ে কিংবা ভালোভাবে না পড়ে মন্তব্য করলেও আমি এ কাজটি করি না। আপনার ঐ প্যারাটি হয়েছে গরু মেরে জুতা দানের মতো; জাদীদ সাহেবের প্রথম মন্তব্যে যে ব্যাখ্যা দিলেন, তাতে ব্যাপারটি আরও স্পষ্ট।

কিছু ফান করা মোটেও উচিত নয়; তারপরও কেউ যদি নিভৃতে বন্ধুবান্ধবদের সঙ্গে করে, সে এক ব্যাপার। আর সামাজিক মাধ্যমে তা লেখা পুরোপুরি ভিন্ন ব্যাপার।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: ওকে।
আমি ক্ষমাপ্রার্থী। আগামীতে আমি আরো সাবধান হবো। আসলে মানুষ তো ভুল করেই শিখে। আমাকে ভুল শুধরানোর সময় দিন। প্লীজ।

২৩| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি খুব দ্রুতই দেশে আসার পরিকল্পনা করছি। ঢাকার কোনো হোটেলে কমদামে চার সদস্যের পরিবার এক মাস থাকার মতো কোনো ব্যবস্থা আছে কি ?
মনে রাখা প্রয়োজন যে , আমার আর্থিক সামর্থ্য খুবই কম।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: এক মাস যদি থাকেন হোটেলে থাকার দরকার নাই। বাসা ভাড়া নিয়ে থাকাই ভালো।

২৪| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫০

নজসু বলেছেন:



আমি গাইবান্ধা জেলার। রংপুর বিভাগ। বগুড়া জেলার প্রতিবেশী।
আমার এলাকা থেকে বগুড়া জেলায় প্রবেশ করতে লাগে দশ মিনিটের কম।
রংপুর আর গাইবান্ধার মানুষকে লোকজন ক্যাবলা (বোকা) বলে জানে।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: পুরো বাংলাদেশে বোকা মানুষের সংখ্যাই বেশি।

২৫| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৪

নজসু বলেছেন:

আমি গাইবান্ধা জেলার। রংপুর বিভাগ। বগুড়া জেলার প্রতিবেশী।
আমার এলাকা থেকে বগুড়া জেলায় প্রবেশ করতে লাগে দশ মিনিটের কম।
রংপুর আর গাইবান্ধার মানুষকে লোকজন ক্যাবলা (বোকা) বলে জানে। :D
সিলেটের অনেক লোক সারা বিশ্ব জুড়ে আছে।
আজহারী সাহেবের এই গানটিতে সারা বিশ্বে সিলেটের একটি অবস্থান জানা যাবে

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২৬| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব জেলার লোকই ভাল মন্দ আছে। নোয়াখালীদের নাম ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীময়। আর কুমিল্লার মানুষ নাকি চালাক বেশি।

শোনা কথার কোন কোনা নাই।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: এই সমাজে সব অঞ্চলেই ভালো আছে, মন্দও আছে।

২৭| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৪

আমি সাজিদ বলেছেন: ময়মনসিংহ এবং নেত্রকোনা নিয়ে আপনার ধারনা কি?

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: নেত্রকোনা নিয়ে আমার ধারনা অতি উচ্চ।

২৮| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৫

আখেনাটেন বলেছেন: বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে, ভালো রাঁধুনী, ন্যাচালার সুন্দরী, সংসারী এবং স্বামীভক্ত। কিন্তু বরিশাল থেকে সাবধান, যতই সুন্দর হোক, জীবন বরবাদ করে দেবে। --- যতদূর জানি, সুরভী ভাবীও বরিশালের। :D

এতদিনে অরিন্দম কহিল বিষাদে..........। :((

এ বরবাদি জীবন কীভাবে আবাদি করা যায় তা না হয় ফরিদপুরের কারো থেকে শিখে নিন। আপনি তো মাঝে মাঝে দুই বিয়ার কথা বলেন। :P

আপনার মুরুব্বী নুরু ভাইকে দেখছিনা..... এ ধরনের পোস্টে......

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: সুরভির বাড়ি বরিশাল হলেও সে সারা জীবন ঢাকায়ই থেকেছে। তাছাড়া এটা একটা ফান পোষ্ট। সিরিয়াস কিছু না।
আমার সংসার জীবন আনন্দয়।
নুরু সাহেব ব্যস্ত আছেন। ফ্রি হলেই আসবেন।

২৯| ৩০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৮

লরুজন বলেছেন: ঠেলাগাড়িত কইরা যে ফিডা বেচে
ফিডাওয়ালী কোন জেলার?
রাজীব নুর কুক B-))

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: জেলার হিসাব বাদ দিন। সবচেয়ে বড় কথা আমরা সবাই বাংলাদেশী।

৩০| ৩০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩২

নতুন বলেছেন: লেখক বলেছেন: রশীদ সাহেব এটা একটা ফান পোস্ট বলা যেতে পারে।
পোষ্টের শেষে কিন্তু আমি লিখে দিয়েছি, কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি স্যরি। শেষ প্যারাটূকু সম্ভবত আপনি পড়েন নি। ঐ প্যারাটুকু পড়লেই দুধ থাকবে, পানি পানি থাকবে।
তাছাড়া পোস্ট যদি আসলেই খারাও হয়, তাহলে আমি আপনাদের প্রতি সম্মান রেখেই সরিয়ে নিব।


এটা চায়ের দোকানে ফাউল পুলাপাইনের আড্ডার টপিক। ব্লগারের টপিক না। ডিলিট করুন এই সব।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: আরে রাখেন। একটূ নরম হয়ে কথা বলেছি, তাতেই ফাল দিয়ে উঠেছেন!!! আজিব!!

৩১| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

ঢুকিচেপা বলেছেন:

মেয়েদের সম্মান জানিয়ে পোস্ট দিতে না পারেন সমস্যা না। কিন্তু আপনার ফান পোস্টের কারণে কিছু ব্লগার তো অসন্তষ্ট হয়েছেন, যা কমেন্ট থেকে বোঝা যাচ্ছে এবং আপনিও বুঝতে পেরেছেন। আমার মনে হয় মডারেটর মুছুক বা না মুছুক আপনার নিজ উদ্যোগে মুছে ফেলা উচিৎ।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৩২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫০

নতুন বলেছেন: লেখক বলেছেন: আরে রাখেন। একটূ নরম হয়ে কথা বলেছি, তাতেই ফাল দিয়ে উঠেছেন!!! আজিব!!

ফালতু জিনিস পুস্টাবেন আর সবাই চুপ থাকবে ??

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: ফালতু কি? এটা জাস্ট বিনোদনের জন্য। সিরিয়াস কিছু না।

৩৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

নতুন বলেছেন: কামের কিছু না লিখে ফাউল জিনিস লিখবেন, কোন এলাকার মানুষকে খারাপ বলবেন তাই মেনে নিতে হবে?

আমার বাড়ী ফরিদপুরে আর আমাকে বলবেন যে আমি ফরিদপুর সম্পকে জানিনা???

জানেন শুধুই্ আপনি? B-))

এই ফাউল জিনিস নিয়া পাড়ার মোড়ের চায়ের দোকানে আলোচনা হয় যে কোন জেলার মেয়েরা কেমন।

এটা ব্লগে পুস্টানোর জিনিস না।

ফাউল জিনিস ডিলিট করুন এখনি।

৩৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: ঠিক আছে জনাব।
আর ফাউল পোষ্ট দিবো না।

আচ্ছা, ফরিদপুরের টেপাখোলার ''আলতাফ'' স্যারকে চিনেন?

৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১১

নতুন বলেছেন: উনাকে সবাই চেনেন।
https://www.facebook.com/FaridpurCity/posts/2025606764216975

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: গুড।
স্যার একজন গ্রেট মানুষ। ঢাকা এলে স্যার আমার বাসায় আসেন।

৩৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

অসিত কর্মকার সুজন বলেছেন: আমার বাবার দিকে ফেনী ( নোয়াখালী ) ও মায়ের দিকে মিরসরাই ( চট্টগ্রাম ) । অন্যদিকে কাছের অনেক আত্মীয়-স্বজনের সুবাধে সিলেট , খুলনা , রাজশাহী , রংপুর , চাঁদপুর , কুমিল্লা সহ আরো বেশ কিছু জেলার সাথে যোগাযোগ আছে তাই ভাষা বুঝতে অসুবিধা হয় । হুম সিলেট ও চট্টগ্রাম নিজস্বতা বজায় রাখে আর নোয়াখালীর ভাষা এতোই সর্পিল যে বুঝা মুশকিল হবে না যদিও সেটাই মজার । আপনার এই পোস্ট টা ভালো লাগলো । ধন্যবাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাই ভালো থাকুন।

৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: গুড।
স্যার একজন গ্রেট মানুষ। ঢাকা এলে স্যার আমার বাসায় আসেন।



স্যারকে এই পোস্টখানা দেখাবেন বলবেন । স্যার ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের। ফরিদপুরের মানুষের মতন মতো কুটিল প্যাচের মানুষ খুব কমই হয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: ছিঃ কি যে বলেন!
স্যার আমার সম্পর্কে অতি উচ্চ ধারনা রাখেন। এইপোষ্ট দেখলে তিনি কষ্ট পাবেন। আমাকে তিনি অনেক ভালোবাসেন।

৩৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: ছিঃ কি যে বলেন!
স্যার আমার সম্পর্কে অতি উচ্চ ধারনা রাখেন। এইপোষ্ট দেখলে তিনি কষ্ট পাবেন। আমাকে তিনি অনেক ভালোবাসেন।


কি যে বলেন এতো চমতকার একটা পোস্ট স্যার দেখলে ভালোই বলবে।

যদি ফরিদপুরের আলতাফ স্যার কস্ট পান এই পোস্ট দেখে.... তাহলে এই ফালতু পোস্ট ডিলিট করুন...

৩৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: পোষ্ট আছে, থাকুক। মুছার দরকার নাই।

৪০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২২

নতুন বলেছেন: রাজীব নুর বলেছেন: পোষ্ট আছে, থাকুক। মুছার দরকার নাই।

তাহলে স্যার কে দেখাবেন না পোস্টটা??? না কি আপনি তাকে পাঠাবো। B-))

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: স্যার আমাকে অনেক ভালো ভালো বই পড়তে দিয়েছেন। এবং অনেক বই কুরিয়ার করে পাঠিয়েছেন ফরিদপুর থেকে। এমন কি নীলক্ষেত থেকেও অনেক বই কিনে দিয়েছেন। কি লিখব, কি পড়বো তা আমাকে বলেছেন।

ব্লগের বিষয় নিয়ে স্যারের সাথে না জড়ানোই ভালো। ব্লগ অন্য দুনিয়া।

৪১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

নতুন বলেছেন: এটা কেমন কথা হইলো। ফরিদপুরের মানুষ ভালো, যেমন আলতাফ স্যার, আমি, শারমিন, ডানা।

আর ব্লগে লিখবেন ফরিদপুরের মানুষেরা খারাপ? মেয়েরা কুটিল?

এটা আমি মাইনা নেই কিভাবে?

পোস্টে ফরিদপুরের অংশ পাল্টান নতুবা পোস্ট ডিলিট করেন।

৪২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: একদম জোকের মতো আমাকে ধরেছেন।
কচ্ছপ কামড়ে ধরলে সহজে ছাড়ে না, আপনারও দেখছি সেই অবস্থা।

পোষ্টের কথা ভুলে যান। এবং আমি ফরিদপুরের গুনগান গেয়ে একটা পোষ্ট দিব।

৪৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৩

নতুন বলেছেন: রাজীব নুর বলেছেন: একদম জোকের মতো আমাকে ধরেছেন।
কচ্ছপ কামড়ে ধরলে সহজে ছাড়ে না, আপনারও দেখছি সেই অবস্থা।

পোষ্টের কথা ভুলে যান। এবং আমি ফরিদপুরের গুনগান গেয়ে একটা পোষ্ট দিব।


আমার কমেন্টের জবাব দিলে আমি নটিফিকেসন পাব বলে এই ভাবে জবাব দিচ্ছেন??? B-))

ফরিদপুরের গুনগান গয়ে পোস্ট না দেওয়া পযন্ত আপনাকে রেহাই দেবো না রুানু দী =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৯

রাজীব নুর বলেছেন: ওকে। ওকে। দিবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.