নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
তখন হয়তো মধ্য রাত!
দরজায় ঠক ঠক শব্দ!
যদিও কলিংবেল আছে আমার।
বিছানা থেকে নেমে পিনহোল দিয়ে তাকিয়ে দেখি একটি মেয়ে
সাদা জামা পরা, হাতে অনেক গুলো সাদা ফুল!
আমি মেয়েটিকে চিনতে পারলাম,
অনেক বছর আগে মেয়েটি আত্মহত্যা করেছিল।
আমি ভয় পাচ্ছি, দরজা খুলতে ভরসা পাচ্ছি না।
মেয়েটি করুনা মাখা গলায় বলল, দরজা খুলো...
আমি বললাম, কি চাও?
মেয়েটি বলল- ফুল গুলো তোমার হাতে দিয়েই চলে যাবো
আমি কি দরজাটি খুলবো?
আমার খুব অসস্থির লাগে, আমি ঘুমের মধ্যেই ছটফট করতে থাকি।
( প্রিয় ব্লগারগন আমি হলাম ভাঙ্গা কূলা। ভাঙ্গা কূলা কোনো কাজেই লাগে না। একদিন মাকে বললাম, মা আমি ভাঙ্গা কূলা। আমি কোনো কাজের না। এই সমাজে ভাঙ্গা কূলা কোনো কাজে লাগে না। মা বললেন, ভাঙ্গা কূলাও কাজে লাগে। আমি বললাম, কি কাজে লাগে? মা বললেন, ভাঙ্গা কূলা ছাই ফেলতে কাজে লাগে। যাই হোক, আমি কবিতা লিখতে পারি না। তারপরও কবিতার মতোন কিছু একটা লিখতে চেষ্টা করি। আসলে কবিতা যেমন লিখতে পারি না। তেমনি অন্য কিছুও লিখতে পারি না। তবে ভালো কিছু লেখার চেষ্টা আমার আছে। আমার জন্য দোয়া করবেন। অবশ্য দোয়াতে কাজ হয় না। দোয়াতে কাজ হলে এত দিনে শুধু মাত্র আমার মায়ের দোয়াতেই আমি অনেক কিছু হয়ে যেতাম।)
০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: এর আগেও একবার এই প্রশ্ন করেছেন।!! ঘটনা কি?
২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৯
চাঁদগাজী বলেছেন:
উনার ঐ কাব্যটি আমার পছন্দ হয়েছে; ঢাকার একটা কাব্য থাকা দরকার।
০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: অবশ্যই দরকার।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৪
রামিসা রোজা বলেছেন:
আপনি মোটেই ভাঙ্গা কূলা নন । আমাদের প্রত্যেকের উপর
আমাদের মা বাবার দোয়া থাকে কিন্তু আমরা সন্তানরা
হই স্বার্থপর । একমাত্র মা বাবার ভালোবাসাই নিঃস্বার্থ ।
০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: এখানে ভালোবাসার কথা আমি বলছি না। বলছি দোয়ায় যে কাজ হয় না। তবু মানুষ দোয়া করেই থাকে।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: মায়ের মন থেকে দোয়া পেতে হলে মায়ের সাথে কথা বলতে হবে আগে। আর আপনার কবিতা হয় না কে বলেছে। আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে। দিন দিন কবিতার মান ভালো হচ্ছে।
০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: আমার মায়ের সাথে আমার দীর্ঘদিন কথা অফ। অফ থাকাই ভালো। বাঁশি থাকবে না, বাঁশি বাজবেও না। কবিতার মান ভালো হচ্ছে!!!! ইয়াহু.।.।.।.।.।.।।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রায়ই খালি মেয়ে দেখেন
সুরভী ভাবী জানে নি ভাইয়া
+
০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: না সুরভি জানে না। জানলে আমার খবর আছে। অনেক কষ্টে লুকিয়ে রাখি।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: না সুরভি জানে না। জানলে আমার খবর আছে। অনেক কষ্টে লুকিয়ে রাখি। হাহাহাহা ফোন নাম্বার দিয়েন হাহাহাহা
০৪ ঠা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৪
রাজীব নুর বলেছেন: ফোন নম্বর ভুলে গেছি। হে হে হে---
৭| ০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৪
রাসেল রুশো বলেছেন: দারুণ!
০৪ ঠা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েটির পোশাক নীল আর হাতে সাদা ফুল না হয়ে লাল ফুল হলে ভালো হতো। লাল বেশী রোমান্টিক। এবার বদলানোর দরকার নাই। পরের বার আশা করি মনে রাখবেন।
০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: ওকে।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি বেশি উপন্যাস পড়েন, তাই গদ্য কবিতা হয়ে যায়।কবিতা লিখতে চাইলে বেশি বেশি কবিতা পড়তে হবে।কবিতা সম্পর্কিত বই পড়তে হবে।সে আরেক বিড়ম্বনা।
চা খেতে টংয়ের দোকানে না যেয়ে সোজা চলে যাবেন শাহবাগে ,ওখানে অনেক কবি পাবেন। দুই কাপ চা তাতেই সন্ধ্যাে পার,আর দুনিয়ার যত কবি ও তাদের যত কবিতা আছে তাদের চুল চেরা বিশ্লেষণ।বাছ কেল্লাফতে।
০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর পরামর্সের জন্য।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনি ড: এম আলীর আম্রপালি পড়েছেন?