নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বড় অদ্ভুত কবিতা

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২০



জাহির গ্রামের পাশে আহির গ্রাম
একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে-
প্রথম মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল গ্রামে
আপনারা কি কখনো দেখেছেন?
I come from there and I have memories.

শুভ অপরাহ্ন...!
সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন...
আর সময় করে আমার সালামীটা দিয়ে যাইয়েন
'উপায় নাই গোলাম আযম, উপায় নাই।

হাতিটার অনেক বুদ্ধি!
সে রাস্তা দিয়ে যাচ্ছিল। জ্যামে পড়ল।
তখন সে বুদ্ধি করে বাসের জানালা দিয়ে তার শূর ঢুকিয়ে দিল
বাসের যাত্রীরা খুশি মনে তাকে টাকা দিল
তারপর সে লম্বা জ্যামে দাঁড়িয়ে না থেকে ফুটপাত দিয়ে হাটা শুরু করলো।

হ্যালো মামা কই আপনে?
ঐ মিয়া গরু কি বেচতে আনছো?
নাকি ভাড়া দিয়া আবার সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে?

মন খারাপ?
হুম। কতো দিন পর তুমি এলে। ভেবেছিলাম একটু বসে কথা বলবো-
ঢুকতেই দিচ্ছে না।
শুধু কথা বলবা? আর কিচ্ছু করবা না?
এই, চুপ, লাত্থি খাবা।
দাও না, জোরে জোরে লাত্থি দাও।

একটা হাতির দাম কত? কোথায় কিনতে পাওয়া যায়?
রোজ সকালে হাতির পিঠে করে অফিস যেতাম
বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে যেতাম
নিজের হাতে গোছল করিয়ে দিতাম।


মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: :P

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: হে হে----

২| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৫

অধীতি বলেছেন: আগামাথা মিলাতে পারছিনা কিন্তু কবিতা অদ্ভুত সুন্দর হইছে।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: একেই বলে আধুনিক কবিতা। হে হে হে---
অদ্ভুত আনন্দই দিতে চেয়েছিলাম।

৩| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩০

এম ডি মুসা বলেছেন: দারুন হয়েছে আমার কাছে কিন্তু ভালো লেগেছে

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: এটা আপনার মহানুভবতা।

৪| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অক্ষয় কুমারের শশুরের সানগ্লাসটা খুব সুন্দর হয়েছে। ওনার একটা সিনেমা আছে হাতি মেরে সাথী। ওনার বাসার ভিতরে ওনার পালা হাতি থাকত। হাতিটা ওনার বিপদের বন্ধু ছিল। আপনি মনে হয় এই কারণে হাতিতে চড়ে অফিসে যেতে চেয়েছেন আপনার কবিতায়। তবে আমি ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে দেখেছি।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: হিন্দি মুভি খুব ভালোই দেখেন মনে হচ্ছে!
হাতী মেরে সাথী দেখেছি। হাতী নিয়ে প্রায় সব মুভিই আমি দেখে ফেলেছি।
টাকা আর জায়গা থাকলে সত্যি সত্যি একটা হাতী কিনে ফেলতাম।

আপনার বয়স কত বলুন তো? ৬৫ ?

৫| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:



অদ্ভুত কবিতাই বটে
তা না হলে হাতি রাস্তায় ওঠে !!

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: হাতী কিন্তু আকাশেও উড়তে পারে।

৬| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বয়স জানতে হলে আমার এই পোস্ট দুইটা আবার পড়বেন কষ্ট করে - শৈশব, কৈশোরে টিভিতে যে টিভি শোগুলি দেখে বড় হয়েছি
কত কম পয়সায় আইসক্রিম খেয়েছেন -

আমাদের সামনে দিয়ে ভিসিআর প্রযুক্তি আসল আবার চলে গেলো। ভিসিআর মানেই হিন্দি সিনেমা। রাজেশ খান্নার 'বাবুর্চি' আর 'আনান্দ' সিনেমা দেখতে ভুলবেন না।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: 'বাবুর্চি' আর 'আনান্দ' সিনেমা দেখেছি। ভিসিআরে দেখেছি। টিভিতেও দেখেছি।

মুভি মুভি দেখে দেখে চোখের বারোটা বাজিয়ে দিচ্ছি।

৭| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের হাতীগুলো পালিয়ে বার্মা চলে গেছে।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: বার্মা গেলেও ভালো হতো- সব গুলো মারা পড়েছে।

৮| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

হাতি।
ছাতি।
নাতি।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: আপনার ছাতি আছে। মালোশিয়াতে তো খুব বৃষ্টি হয়।

৯| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গোলাম আযম কি ভুলে লিখে ফেলছেন।তার তো ফাঁসি হয় নাই।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: ভুলে এবং আবেগে লিখে ফেলেছি।

১০| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: রোহিঙ্গার বদলে মনে হয় আমরা হাতি বার্মাকে দিয়েছি। যে হাতিগুলি বার্মা চলে গেছে ওইগুলির গায়ে কয়েকটা রোহিঙ্গা বেঁধে বার্মা পাচার করা উচিত ছিল।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: হা হা হা-------

১১| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হয় রোহিঙ্গাদের ভয়ে হাতিরা পালিয়ে বার্মা চলে গিয়েছিল।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: হা হা হা----
বাংলাদেশে মানুষ যেমন ভালো নাই, পশিপাখিরাও ভালো নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.