নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। ১। “Bird By Bird” লিখেছেন অ্যান লেমট। ১৯৫৪ সালে জন্ম নেয়া মার্কিন লেখক অ্যান লেমটকে বলা হয়ে থাকে ‘জনতার লেখক’। গল্প এবং প্রবন্ধ দুই-ই তিনি সমান ভাবে লিখেছেন। তিনি একই সাথে একজন রাজনৈতিক কর্মী, বক্তা এবং শিক্ষক। মূলত সান ফ্রান্সিসকোতেই তার জন্ম এবং বেড়ে ওঠা। তার রচিত প্রবন্ধগুলো মূলত আত্মজৈবনিক। নিজের রচনা সম্পর্কে এই লেখকের বক্তব্য হলো – আমি তা-ই লিখি যা লিখতে আমার ভাল লাগে; যাতে সত্য কথন থাকে, থাকে মানুষের জীবন ঘনিষ্ট হৃদয়ের অনুভূতি, আধ্যাত্মিক রূপান্তর, পরিবার, গোপনীয়তা, পাগলামী আর সর্বোপরি হাস্যরস। অ্যান লেমট রচিত “বার্ড বাই বার্ড” প্রকাশিত হয় ১৯৯৪ সালে। এটি এমন একটি বই যাকে লেখালেখি সংক্রন্ত বিষয়ে কোর্স বলা চলে।
২। একদিন বিকেলে বোটের ছাদে বসে রবীন্দ্রনাথ বই পড়ছিলেন, বই পড়ার সময় পা দোলানো তার অভ্যাস। তখন তার পায়ে ছিল কটকি চটি। হঠাৎ পা দোলানিতে এক পাটি চটি পড়ে যায় নদীতে। চটি জোড়া খুব পুরনো হলেও প্রিয় ছিল তার। বোট তখন মাঝ নদীতে। প্রবল স্রোত। চটি টি ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছিল। রবীন্দ্রনাথ কোন কিছু চিন্তা না করে লাফ দিলেন নদীতে। বজরার সব কর্মচারী তো অবাক! জমিদার মশাই কেন ঝাঁপ দিলেন নদীতে! কোন অমূল্য বস্তুর জন্য? কিছুক্ষন পর রবীন্দ্রনাথ সাঁতরে ফিরে এলেন, তার মুখে বিজয়ের হাসি। আর হাতে সেই একপাটি চটি।
৩। পৃথিবী শুধু জল আর মাটি নয়, তার বাহিরেও একটি সীমানা আছে। মাটির ওপরে আকাশের নিচে মানুষ আছে, আর সেই মানুষের মন নামক এক আবেগীয় অনুভূতিময় বস্তু আছে।
৪। ধানমন্ডি ৩২ নম্বরে প্রথম ব্রিজটার কাছে বিশাল একটা গাছে অসংখ্য কদম ফুল ফুটে আছে। আমি হা করে কদম গাছটার দিকে অনেকক্ষন তাকিয়ে থাকলাম। ছোটবেলা থেকে জানি, কদম ফুল হচ্ছে বর্ষা কালের ফুল। কিন্তু এখন শীতকাল। আজিব !!!
৫। বই ধরার আগে হাত পরিষ্কার করে নিন। নইলে হাতে থাকা ময়লা বইয়ে লেগে থাকবে। যা যুগ যুগ আপনার অপরিচ্ছন্নতার নমুনা হিসেবে বক্র হাসি দিয়ে যাবে। চিহ্ন রাখতে বইয়ের পাতা ভাঁজ করবেন না। অনেকে পেন্সিল বা কলম জাতীয় ভারী কিছু দিয়ে বুকমার্ক রাখেন। চিহ্ন রাখতে হালকা কোনো কাগজ ব্যবহার করুন। বই পড়া শেষে বুকমার্কটি সরিয়ে ফেলুন। অনেকের বইয়ের পৃষ্ঠা উল্টানো দেখলে মনে হয় যুদ্ধ করছেন। সর্তকতার সঙ্গে বইয়ের পৃষ্ঠা উল্টান। এতে আপনার সংবেদনশীলতার পরিচয় মিলবে। বই অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। বাচ্চাদের পছন্দের খেলা হলো বইয়ে আঁকা-আঁকি বা বই ছিঁড়ে ফেলা।
৬। বসন্ত প্রায় এসে গেছে।
প্রকৃতি অনেক দুঃসময় এবং সুসময়ের বার্তা বয়ে আনে। ৩৪ ডিগ্রীর উপরের তাপমাত্রায় করোনা ভাইরাসের কার্যক্ষমতা নিষ্ক্রিয় হয়ে পড়ে। শীতের সময়ের যেকোন ভাইরাস নিমোনিয়া নিয়ে আসে, ফলে বসন্ত সাহায্য করবে কিছুটা। ঢাকা গরম হলে, মানুষের কষ্ট হয়; কিন্তু এই বছর গরম একটু আগে এলে, মানুষের পক্ষে যাবে প্রকৃতি।
বাংলাদেশ ১২ আউলিয়ার দেশ পশ্চিমাদের মতো পাপাচারী নয় এদেশে করোনা আঘাত হানবে না ইনশাল্লাহ। অবশ্য আওলিয়াগণকে সবার মতো মৃত্যুবরণ করতে হয়েছে, উনারা কোনভাবে স্পেশাল কেহ নন।
চলুন সবাই মিলে আমন্ত্রণ জানাই ঋতুরাজ বসন্তকে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ভালোবাসা।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: শুভ আগমন "ঋতুরাজ বসন্ত" এবং সাথে ১৪ ফেব্রুয়ারী, ভালবাসা দিবসের "শুভেচছা" এবং তার সাথে সাথে ২১ শে ফেব্রুয়ারী, "আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে"র ও "শুভেচছা"
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব। ভালো থাকুন।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৬
মপোতোস বলেছেন: ২ নম্বর পড়ে মজা পেলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৮
রাজীব নুর বলেছেন: হে হে হে---
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ২ নাম্বার ভালো লেগেছে...
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৯
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
১২ আওলিয়ার দেশ বলে চট্টগ্রামকে
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৯
রাজীব নুর বলেছেন: ভুল করেই তো শিখতে হয়।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০১
মানিক_চন্দ্র_দাস বলেছেন: শুভেচ্ছা।
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪০
রাজীব নুর বলেছেন: ওকে।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবির মানুষটাকে চিনা চিনা লাগে
তবু অচেনা !! কে যেন মার্নুষটা !!
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪০
রাজীব নুর বলেছেন: ছবির বাচ্চাটার নাম আবদুল ইলা। সে এখন অনেক বড় হয়ে গেছে।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঘনিষ্ট হৃদয়ের অনুভূতি,আধ্যাত্মিক রূপান্তর ,গোপনীয়তা বা হাস্যরস এই বিষয় গুলোর কোনটা লেখার জন্য তিনি জনতার লেখক।
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪১
রাজীব নুর বলেছেন: ওকে।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৫
অজ্ঞ বালক বলেছেন: শুধুমাত্র পাঁচ নাম্বার পয়েন্টটার লাগি পিলাচ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৪
কল্পদ্রুম বলেছেন: bird by bird পড়া হয় নাই। দেখি পাওয়া যায় কি না।
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪২
রাজীব নুর বলেছেন: পড়ূন। ভালো লাগবে।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪০
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: বসন্তের শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫
জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।