নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। বাংলা সাহিত্যে কেবল মেয়েদেরই রুপের বর্ণনা থাকে। তবে কবিতার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটেছে। অনেক নবীনা মহিলা কবির কলমে পুরুষ এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। আফটার অল, প্রজাতি হিসেবে পুরুষও তো একেবারে ফেলনা নয়। তাছাড়া নারীর পূ্র্ণতার জন্য তো পুরুষকে দরকারও আছে। তবে কোনো বিশেষ পুরুষের সান্নিধ্য ছাড়াই হয়তো মেয়েরা ভবিষ্যতে পূ্র্ণতা পাবে। আধুনিক পৃথিবীতে আধুনিক নারীর সংখ্যা ক্রমশই বাড়তে থাকবে।
২। কোনো মানুষই ভালো নেই, সুখে নেই। মানুষের দিকে তাকালেই আমি তা টের পাই। আমি কান পেতে শুনি তাদের বুকে কত দুঃখ, কত ঝড়, কত না পাওয়ার হাহাকার। আমি জানি, তাদের কত বিপদ-আপদ, নানান রকম যাতনা পোহাতে হয়, কারো অর্থ কষ্ট, কারো পুত্র কন্যাকে নিয়ে, কারোবা ভুল মানুষ অনুপ্রবেশ করায় সংসার ভেঙ্গে গেছে, চাকরির লাঞ্ছনা, জীবিকার গ্লানি, কাছের মানূষের কপটতা।
তাই, মানূষকে কখনো আমি দোষ দেই না। তার উপর মন খারাপ করি না। এই মানুষকে আমি কতবার আড়ালে দুহাতে মুখ ঢেকে কাঁদতে দেখেছি। কেউ যখন আমার দিকে চোখ তুলে তাকায়, আমি দেখি তার চোখে কত বর্ষা জমা হয়ে আছে।
৩। বাঙালি ভাবপ্রবণ ও কল্পনাপ্রিয়। তাই বাঙালি যখন কাঁদে, তখন কেঁদে ভাসায়। আর যখন হাসে তখন সে দাঁত বের করেই হাসে। যখন উত্তেজিত হয়, তখন আগুন জ্বালায়। তার সব কিছুই মাত্রাতিরিক্ত। কিন্তু কোনটাই দীর্ঘস্থায়ী নয়। কালো পিঁপড়ের মতো বাঙালি অতি চালাক। আমাদের দেশে চিরকাল নতুন চিন্তা জন্ম নিয়েছে। কিন্তু লালন পেয়েছে সামান্য। আমরা মহৎ পুরুষেদের মহা অবদানের ফলভোগে ধন্য হতে পারিনি। তবু যখন আমরা স্মরণ করি- রামমোহন, ঈশ্বরচন্দ্র, তীতুমীর, দুদু মিয়া, রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গবন্ধু এদেশেরই সন্তান, তখন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাই।
৪। এ যুগের ছেলে-মেয়েরা চিঠি লিখে না। তাদের আছে মোবাইল। আমার কাছে একটা চিঠি আছে। প্রেমের চিঠি। কার, সেটা বলব না। চিঠিতে লেখা-
'আমার প্রানাধিকাসু,
তোমার অদর্শনে আমি অসহায় হয়ে পড়ে আছি। তুমি অশোকবনে বন্দীনি সীতা। কিন্তু রামের একজন দূত ছিল- তার নাম হনুমান। আমার তো কেই নেই।....
৫। ধর্মের সমালোচনা মানুষকে মোহমুক্ত করে। ফলে সে চিন্তা ও কর্মে ব্যাবপৃ হতে পারে। মোহমুক্ত মানুষ তার সত্তাকে সুন্দর করে গড়ে নিতে পারে। সে তখন তার সম্বিত ফিরে পায়, বুঝতে পারে সে নিজেই সূর্য এবং নিজের অক্ষপথে আবর্তিত হয়। ধর্ম কেবল কাল্পনিক সূর্য বা মায়া-সূর্য। মানুষ যতক্ষন না চারিদিকে পরিক্রম করে ততক্ষন সে মায়া-সূর্য মানুষের চারিদিকে আবর্তিত হয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: আমি সৎ মানুষ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৭
নীলসাধু বলেছেন: ভালো ভাল কথাগুলো পড়ে গেলাম।
শুভেচ্ছা দিয়ে গেলাম!
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
জুন বলেছেন: চিঠির ভাষাটি খুব ভালোলাগলো ।
সবগুলো পয়েন্টই মন ছুয়ে যাওয়ার মত বিশেষ করে ২ নং ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুন। ভালো থাকুন।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি টিকা নেয়ার কথা ভাবছেন?
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: কি করবো বুঝতে পারছি না!
মাথা স্থির করতে পারছি না।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরুষ লেখক, কবিতার শুধু নারীর বর্ণনা দেন পুরুষের রূপ সৌন্দর্যের কেন বর্ণনা দেন না বোধগম্য নয় তবে ইদানিং এর পরিবর্তণ হচ্ছে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: পরিবর্তন হওয়াই উচিত।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবগুলোই ভাল ৫ নং বেশি ভাল।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
টিকা নিয়েছেন?
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আমি সৎ মানুষ।
আপনি পুলিশকে ঘুষ দিয়েছিলেন ।
অন্যায় যে করে সে তো সত্যিকার অর্থেই মহাপরাধী।
তেমনি অন্যায় যে সহ্য করে সেও সমান অপরাধী।
তাই আপনি নিজেকে সৎ বলে দাবী করলে সেটা পুরোপুরি সঠিক হবে না।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে পাসপোর্ট করেছে, পুলিশ ভেরিফিকেশনে টাকা দেয় নি এরকম হয়েছে?
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৩৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: টিকার কোন খবর নাই।দয়াকরে ভারত দিলে তার পর খবর হবে।প্রথম এক চালান ভুল করে ইউরোপ থেকে এসেছিল তার পর থেকে আর কোন সাড়াশব্দ নাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: টিকা নিয়ে আমি চিন্তিত।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মানুষ সৎ নয়।