নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
হ্যালো ব্লগার 'কুশন'।
'কুশন' ব্লগে নতুন। সামুতে তার বয়স এখনও তিন মাস হয়নি। এর মধ্যে সে ৩০টি পোষ্ট করে ফেলেছেন। মন্তব্য করেছেন ২৩৫টি এবং মন্তব্য পেয়েছেন- ২৪৯টি। আমি ব্যাক্তিগত ভাবে সামুতে কোনো ব্লগারকে চিনি না। জানি না। সামুতে আমার একটাই নিক 'রাজীব নূর' নামে। এছাড়া আমার আর কোনো নিক নেই। মাল্টি নাই। 'রাজীব নূর' এক নিকেই ১২ বছর ধরে আছি। এবং থাকবো। আমার অন্য কোনো নিকের প্রয়োজন নেই। প্রয়োজন কোনো দিন হয় নি, হবেও না। কাউকে গালি দিলে আমি এই নিকেই দিবো।
কয়েকজন ব্লগার আমার পেছনে উঠেপড়ে লেগেছেন-
তাঁরা প্রমান করতে ব্যস্ত 'কুশন' নিক আমার। এদের মধ্যে অপু তানভীর, ভুয়া মফিজ, কলাবাগান১ এবং সাড়ে চুয়াত্তর। আমি বুঝতে পারছি না- তাঁরা আমাকে কেন 'কুশন' বানাতে চাচ্ছেন। তাতে তাদের লাভ কি? আমার ধারনা 'কুশন' নিকটা অপু তানভীর, ভুয়া মফিজ, কলাবাগান১ অথবা সাড়ে চুয়াত্তর এই চারজনের মধ্যে যে কোনো একজনের হবে। এই চারজন আমাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছেন। তাই তাঁরা নিজেরাই 'কুশন' নামে নিক খুলে আমার উপর দোষ দিচ্ছেন। প্লীজ আমাকে আমার মতো ব্লগিং করতে দিন।
ব্লগার 'কুশন' আমার ৮/১০ বছর আগের লেখা গুলো কপি করছে।
পুরোপুরি কপি করছে না। কিছু কিছু অংশ কপি করছে। তারপর নিজের নামে পোষ্ট দিচ্ছে। কেন সে এই কাজ করছে আমি জানি না। আমি 'কুশন' সাহবের লেখা গুলো দেখেছি। সম্ভবত তিনি দেশের বাইরে থাকেন। এবং সে আমার মতো করে লিখতে চেষ্টা করেন। আমার লেখা যারা পড়েন তাঁরা অতি সহজেই বুঝতে পারবেন 'কুশন' এর সাথে আমার লেখার অনেক মিল আছে। 'কুশন' সাহেব এই কাজটা কেন করছেন আমি বুঝতে পারছি না। তার উদ্দেশ্য কি সেটাও বুঝতে পারছি না।
আমি ভীষন ব্যস্ত।
এখন সামুতে আগের মতোন সময় দিতে পারি না। সারাদিন অফিসেই পার হয়ে যায়। সারাদিন অফিসে থাকি। কখন দুপুর হয়, কখন বিকাল হয় টেরও পাই না। পরিবারকে সময় দিতে হয়। ছোট কন্যা ফারাজাকে নিয়ে আমার অবসর কাটে। আমার সময়ের খুব অভাব। লকডাউন এর কারনে অফিস অনেকদিন বন্ধ ছিলো। তাই এখন ছুটির দিন গুলোতেও অফিস খোলা থাকে। এবং সরকারী ছুটির দিনেও অফিসের লোকজন ডিউটি করতে হাসি মুখে রাজী। এখন ২৪ ঘন্টায় একটা পোষ্ট দিতেই সময় পাই না আমি। অন্য নিক নিয়ে খেলার সময় কোথায়?
ব্লগ এডমিনের কাছে আমার অনুরোধঃ
'কুশন' নিক কার তা প্রকাশ করুন। অথবা তাকে ব্যান করে দিন। কুশনের জন্য আমার সমস্যা হচ্ছে। অন্যান্য ব্লগারগন মনে করছে 'কুশন' আমি। এটা আমার মাল্টি নিক। আমি এই দায়ভার নিতে পারবো না। জনাব এডমিন মহোদয় কুশনের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে আমাকে আনন্দ নিয়ে ব্লগিং করার সুযোগ নিশ্চিন্ত করুন। প্লীজ। তবে কুশন সাহেবের ব্লগিং আমাকে কোনো সমস্যা করে নি। তিনি আমাকে কোনো অসম্মানও করেন নি।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: কবি গুরু অনেক কথাই বলে গেছেন। কবির কথা দিয়ে এখন জীবন চলে না। চলবে না।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৪
ইন্দ্রনীলা বলেছেন: কুশন কি কারো নাম হয় নাকি?
আমি তো সোফার কুশন ছাড়া আর কোনো কুশনই চিনিনা।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: মানুষের নামের কি শেষ আছে। কত অদ্ভুত নাম যে আছে!!!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৩
ভুয়া মফিজ বলেছেন: কোন রকমের প্রমাণ ছাড়া শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে চারজন নির্দিষ্ট ব্লগারের নাম উল্লেখ করে পোষ্ট দিয়ে দিলেন!! বলিহারি বুদ্ধি আপনার। কাঠালপাতা খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেন। এখন থেকে নিয়মিত পালং শাক খাবেন। এটা আপনার ব্রেইনের জন্য ভালো।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: শুনেছি কাঁঠাল পাতা আপনার বিশেষ পছন্দ।
পাতা খেয়েই বিশেষ বুদ্ধির অধিকারী হয়েছেন।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগ বুদ্ধিমানদের বিচরণ স্থান, নির্বোধদের নয়। এই কথা মাথায় রেখে ব্লগিং করলে এই ঝামেলায় পড়তেন না।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: আমি কোনো ঝামেলায় পড়ি নাই। আর আপনি হাজার চেষ্টা করেও আমাকে ঝামেলায় ফেলতে পারবেন না।
জগতে খারাপ কাজ গুলো আপনাদের মতো বুদ্ধিমানেরাই করে।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ধরে নিচ্ছি কুশন নিকটি আপনার না।
অন্যেরা কে কি বললো সেটা আপনার গায়ে মাখানোর দরকার কি?
অথবা
আমি ধরে নিচ্ছি কুশন নিকটি আপনার।
অন্যেরা কে কি বললো সেটা আপনার গায়ে মাখানোর দরকার কি?
তবে এডমিন খুব সহজেই আপনার এই আপত্তিকর অবস্থা থকে আপনাকে উদ্ধার করতে পারেন বলেই আমার বিশ্বাস।
দেখেন কি হয়।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের মাঝেও ক্রিমিনাল আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: তা আছে।
মক্কা মদীনায়ও ক্রিমিনাল আছে।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৪
হাবিব বলেছেন: এইটা পোস্ট দেয়ার কি দরকার ছিলো ভাই। আপনি আপনার মতো করে ব্লগিং করে যান। কে কি বললো সেসবে কান দিয়ে নিজের কানকেই ভারী করছেন। আর নির্দিষ্ট করে কয়েকজনকে জড়িয়ে আরো ক্যাচাল বাড়াচ্ছেন
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: এই নিদিষ্ট ক'জনই সামুর সর্বনাশ করছে রে ভাই।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৯
অপু তানভীর বলেছেন: আরও একজনের নাম বাদ গেছে রাজীব সাহেব । মূলত তিনিই সর্ব প্রথম এই ব্যাপারটা সবার সামনে নিয়ে এসেছিলেন । তার নাম টা উল্লেখ করলেন না । সে মনে কষ্ট পাবে !
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আপনি নিজেকে যতটা বুদ্ধিমান মনে করেন ততটা বুদ্ধিমান আপনি না।
নিজের হিসাব করেন। দেখবেন পায়ের নীচে মাটি নেই।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১০
নীল আকাশ বলেছেন: আচ্ছা রাজীব ভাই, ব্লগার কুশন ছেলে না মেয়ে এটা আপনি জানলেন কীভাবে?
তাকে কুশন সাহেব কেন বললেন? কুশন ম্যাডাম না বলে?
৮/১০ বছর আগের লেখাই যে কপি করেছে এটাও মনে রাখলেন কীভাবে? এতদিন আগের কিছু তো মনে থাকার কথা না?
আপ্নাকে তো স্মরণ শক্তির জন্য নোবেল দেয়া উচিত!!!
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: যেহেতু নাম কুশন তাই ছেলে ভেবেছি। কুশনী হলে মেয়ে ভাবতাম।
৮/১০ বছর আগের লেখা কপি করেছে সেটা একজন ব্লগার খুঁজে বের করে দিয়েছেন।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১২
চাঁদগাজী বলেছেন:
@নীল আকাশ,
রাজিবকে উনার মতো করে ব্লগিং করতে দেন; ব্লগিং'এ নোবেল দেয়া হয় না; কিন্তু উনি ভালো ব্লগার।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: কয়েকজন ব্লগার চান না আমি সামুতে থাকি। অথচ আমি তাদের কোনো ক্ষতি করি নি।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৫
সোনালি কাবিন বলেছেন: কুশন্টাঠিকমতহ্যান্ডেলকরাহয়নি
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: !
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৮
জাদিদ বলেছেন: রাজীব ভাই, সরলতা আর আবালতার মধ্যে একটা সুক্ষ পার্থক্য আছে। আপনি সহজ সরল মানুষ। অহেতুক হাস্যকর কাজ করবেন না। মাল্টি তো ব্লগারদেরই হয়। মাল্টি থাকা দোষের কিছু না। মাল্টি চালানো খুব টাফ। ব্যাপারটাকে সহজভাবে দেখে মিটিয়ে ফেললেই হতো। এইভাবে এতগুলো ব্লগারের নাম বলাটা অশোভন।
যদিও আমরা দেখেছি আপনি কোথায় লুকিয়েছেন, তাও যান আমরা চোখ বন্ধ করলাম। আপনি আরো ভালো করে লুকান।!!
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: জাদিদ ভাই, আপনার কয়েকটা মন্তব্যের কারনেই তাঁরা লাই পেয়ে গেছেন। এখন তাঁরা আমাকে এরশাদ সহ আরো হাবিজাবি বলেন। এই সুযোগ আপনি তাদের করে দিয়েছেন। যা আমার জন্য প্রচন্ড দুঃখজনক।
হ্যাঁ ঠিক বলেছেন, এইভাবে কয়েকজন ব্লগারের নাম বলাটা অশোভন। আমি মানি। কিন্তু এই ক'জন ব্লগার যখন মন্তব্য করতে গিয়ে আজেবাজে কথা বলে তখন তো তাদের কিচ্ছু বলেন না।
আপনার কাছ থেকে লুকাতে পারবো না। কিন্তু আমি চাই আপনি আমাকে লুকাতে সাহায্য করুন। এঁর দরকার আছে। আপনার সহযোগিতা কামনা করছি।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪০
সোনালি কাবিন বলেছেন: অপু তানভীর বলেছেন: আবারও... Click This Link
বুদ্ধি দিলাম শুনলেন না । আসল নিকের লেখা মাল্টি নিকে পোস্ট করলে আসল নিকের লেখা ড্রাফটে নিয়ে নিবেন
#পরামর্শটা ভালো ছিলো।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: অপু দুষ্ট ব্লগার। তার কথায় কান দিবেন না।
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪০
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: সত্য বলতে আমি ভাবছি এটা আপনি, নতুন পরিচয়ে লেখা শুরু করছেন। যাই হোক। কুশন সাহেব অমেরুদন্ডী ভাবে আর কতো দিন?
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: না আমি নই।
আসল কথা কি জানেন- মন্দ লোক বেশি দিন টিকে থাকতে পারে না।
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:১৩
মিরোরডডল বলেছেন:
রাজীব সামুতে কেনো ???
মঞ্চে যাবে ।
মঞ্চ নাটকের দুর্দিনে একজন রাজীবকে যে ভীষণ প্রয়োজন !
Drama King
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: সময় এখন আপনাদের। যা খুশি বলে নিন।
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২৬
মিরোরডডল বলেছেন:
এরশাদ চলে গেছেন সত্যি কিন্তু বাংলার ইতিহাস থেকে কিন্তু মুছে যায়নি ।
বার বার ফিরে আসে সামুর তীরে, এই বাংলায়
কখনও বা রাজীব, কখনও বা কুশনের বেশে !
বাই দ্যা ওয়ে রাজীব, নিকটা কুশন না নিয়ে কুড়ানি নিলে কিন্তু ভালো হতো ।
এখান থেকে একটু, ওখান থেকে একটু ।
ম্যান, কুড়ানি নিক সুটস ইউ বেস্ট !!!
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: আমার সম্পর্কে আপনার ধারনা কম। খুব কম। পুরোপুরি না জেনে এভাবে মন্তব্য করা ঠিক না।
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:২৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি কয়েকজন ব্লগারের নাম এভাবে নির্দিষ্ট করে বলে চরম অপরিপক্কতার পরিচয় দিয়েছেন !
পুরো বিষয়টিকেই আপনি ইগনোর করতে পারতেন - তা না করে পুরোপুরি লেজেগোবরে করে ফেলেছেন !
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: এই কয়েকজন ব্লগার ধোঁয়া তুলসী পাতা না। এটা মনে রাখবেন। কই আমি তো আপনার নাম নিই নি।
১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২৩
শেরজা তপন বলেছেন: একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি ~কুশন আপনার মত লিখে বা লেখার চেষ্টা করে অথবা কপি করে -সেজন্য তার লেখায় আমি এখন আর মন্তব্য করি না -পড়িও না। আমি ভেবেই নিয়েছিলাম সেটা আপনার মাল্টি নিক।
কিন্তু পর পর কয়েকদিন বিভিন্ন তীর্যক মন্তব্যের পরেও~ কুশন আর আপনি যখন পাশাপাশি পোষ্ট দিচ্ছিলেন তখন একটু ধন্ধে পড়লাম। সহজ সরল হলেও এতটা বেকুব হবার কথা নয় আপনার।
যদিও ~কুশন নামে ব্লগিং করলে কোন সমস্যাই না যদি ব্লগিং এর নীতিমালা ভংগ না করে।
ব্যক্তিগতভাবে মাল্টিনিক আমার ভীষন অপছন্দের- এসব চিরতরে বন্ধ করা উচিত।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: কুশন নিক টা আমার না। দয়া করে ভুলের মধ্যে থাকবেন না।
আমার একটাই নিক। রাজীব নূর নামে। এছাড়া আমার আর কোথাও কোনো শাখা নেই। তবে ঠিক বলেছেন নীতিমালার মধ্যে থাকলে কোনো সমস্যা নাই।
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা এসব ভাববার সময় নেই, আপনি আপনার মতো করে এগিয়ে যান এবং যাবেন
এটাই এক জনের লেখকের কাম- অনেক শুভেচ্ছা রইল
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ। ভালো থাকুন।
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৯
নীল আকাশ বলেছেন: রাজীব ভাই,
আপনি খুব বোকা মানুষ, না বোকা সেজে থাকেন, এই কনফিউশন আমার এখনো কাটেনি।
কবে কাটবে আমি জানিও না।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: একদিন আমার সাথে বসে এক কাপ চা খাবেন। তাহলেই আমাকে বুঝতে পারবেন।
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০০
নীল আকাশ বলেছেন: @ চাঁদগাজী ভাইঃ
জী আপনি ঠিক বলেছেন। রাজীব ভাই অবশ্য খুব ভালো একজন ব্লগার। আমি উনাকে ব্লগার হিসেবে পছন্দ করি।
উনার বেশিরভাগ ভুল ত্রুটি আমি দেখেও, না দেখা ভঙ্গীতে এড়িয়ে যাই।
ধন্যবাদ
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: জনাব আমার ভুল ত্রুটি আমাকে ধরিয়ে দিবেন দয়া করে। আমি নিজেকে শুধরে নিবো।
২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২১
প্রত্যাবর্তন@ বলেছেন: আহা কপালে আগুন জ্বলে না /
তবু লোকে বলে কপাল পুড়েছে
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: হুম।
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩১
সাহিনুর বলেছেন: যারা নিজেদের আসল পরিচয় গোপন রেখের অন্যের উপর আক্রমণ করে তাদের আমার ভন্ড কাপুরুষ মনে হয়। আর এখানে কপুরুষের অভাব নেই, সেটা আমি অনেক দিন আগেই বুঝে গেছি ।
আমার মতে মাল্টি নিক বন্ধ করা উচিত কারণ যারা লেখার জন্য মাল্টি নিক ব্যবহার করে তারা সবাই অসাধু ধুরন্ধর এক একটা শয়তান ।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: কথাটা পুরোপুরি ঠিক না। অনেক ভন্ড কে শিক্ষা দিতে এবং মানুষ করতে নিজের নাম বদলানো যেতে পারে। সোজা কথায় কাজ হয় না। তাই।
সামুতে আমার একটাই নিক। মাল্টি টাল্টি আমি বুঝি কম।
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাজীব ভাই আপনি একজন নিয়মিত ব্লগার এবং আমার যতটুকু মনে পড়ে আপনি সেরা হবার জন্য না হলেও প্রতিদিন যে হারে ব্লগ প্রসব করে আমাদের বিনোদিত করেছেন তাতে আমরা আপনার কাছে কৃতজ্ঞ। মান অভিমান ত্যাগ করে সেই আগের মতোই ব্লগে সক্রিয় থাকেন। লুকিয়ে লাভ কি। ব্লগ পাড়ায় সবাই চতুর বের করে ফেলবে ভাই।
পরীমনি ও ছো্ট্ট মা মনিটার জন্য শুভ কামনা রইল।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি একজন নিয়মিত ব্লগার। এমন কি একদিনে ৪/৫ টা পোষ্টও আমি দিয়েছি। একসময় প্রথম পাতায় আমার সব সময় ২ করে পোষ্ট থাকতো। না লুকাই না। লুকিয়ে যাবো কোথায়? দুনিয়া অনেক ছোট হয়ে গেছে।
হ্যাঁ বাচ্চারা ভালো আছে।
২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৪
নতুন বলেছেন: এতো বছর ধরে একটা নিক নিয়েই ব্লগিং করে ভালো কিছু লিখতে শিখলাম না।
অনেকে নাকি ৫-১০ টা নিক পরিচালনা করে। এটা বিরাট একটা মেধা
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: এসব নিয়ে আমি ভাবতে চাই না। আমি বিশ্বাস করি দিন শেষে যোগ্যরাই টিকে থাকবে।
২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভুল বুঝাবুঝির অবসান হোক। আপনি সন্দেহ বশত কয়েকজন ব্লগারের নাম উল্লেখ করেছেন সেটা ঠিক হয়নি। ভালো থাকবেন।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: যাদের নাম উল্লেখ করেছি তা দুষ্ট ব্লগার। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।
২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫২
ঢাবিয়ান বলেছেন: আমি পরাজিত যোদ্ধা নিকটাও আমার ধারনা আপনার
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: সামুতে আমার একটাই নিক।
২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৪
কুশন বলেছেন: ওরে বাবা এখানে দেখছি আমাকে নিয়ে ক্যাচাল লেগে গেছে! ভাই শুনুন- আমি কারো আগে পিছে নাই। আমি আমার মতো করে লিখি, পড়ি এবং মন্তব্য করি। যার ভালো লাগবে আমার লেখা পড়বে, যার ভালো লাগবে না সে আমার লেখা পড়বে না। আমি কারো পোষ্ট কপি করি নাই।
আমি কলাবাগান, ভুয়া, অপু বা চুয়াত্তর নই। দয়া করে আপনারা আমাকে নিয়ে টানাহেচড়া করবেন না। আপনারাও ভালো থাকুন। আমাকে ভালো থাকতে দিন। ফর গড সেক।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: এমা তাই নাকি? কিন্তু আমাকে যে ওনার লেখাগুলো বেশ লাগে। তবে আমি স্বপ্নদ্রষ্টা। কাজেই আমি নেগেটিভ ভেবে নেবো না। ভাইয়ের লেখা অনুকরণ করছে কুশন সাহেব এটা ভাইয়ের একটা গর্বের বিষয়।ইস! আমাকে এরকম যদি কেউ নকল করতো নিজেকে লেখক লেখক ভাবতে পারতাম।কি আর করার... দুর্ভাগ্য মোর।
কবি গুরুর কথায় বলতে হয়,
" আমি রব নিষ্ফলের হতাশের দলে।"