নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথের \'দু:সময়\' কবিতাটি ভীষন ভালো লাগে

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৫


ছবিঃ আমার তোলা।

আজ আমি কিছু লিখব না।
আসলেই আজ আমি কিছুই লিখব না। প্রতিদিন একটা করে হাবিজাবি আমাকে কেন লিখতে হবে? কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লিখে লিখে সামুর সার্ভার ভারী করে ফেলছি! অবাক লাগে যা-ই লিখি কেউ না কেউ মন্তব্য করেন। মন্তব্য পেয়ে পেয়ে লোভ গেছে বেড়ে। সামুতে আবোল তাবোল লেখার পরও নিজেকে গুরুত্বপূর্ন মনে হয়। কারন আমি যা-ই লিখি অন্তত চারজন ব্লগার খুটিয়ে খুটিয়ে পড়েন। যদিও মন্তব্য করেন না। তাঁরা আমার উপর নজর রাখেন। রাখুক নজর তাতে আমার কি!

আজ দ্বিতীয় ডোজ নিয়ে নিলাম।
সকালে রেডি হয়েছি অফিসে যাবো। সকালের নাস্তা করতে গিয়ে মোবাইল হাতে নিয়েছি তখন দেখি মোবাইলে ম্যাসেজ এসে আমার জন্য অপেক্ষা করছে। আজ আমার টিকা নিতে হবে। সুরভিরও ম্যাজেস এসেছে। দুজন মিলে টিকা নিয়ে নিলাম। খুব অল্প সময় লেগেছে। দুই ডোজ নেওয়ার পর- সরকার আমাকে একটা সনদও দিয়েছে। এই সনদ কি কাজে লাগবে আমি জানি না। আমি লক্ষ্মী ছেলের মতো সনদ প্রিন্ট করে লেমিনেটিং করে রেখেছি। থাকুক সৃতি। জগতের কোনো কিছুই ফেলনা নয়।

আমার দ্বিতীয় ডোজের অনুভূতি-
জ্বর আসেনি। হাত পা ব্যথাও করছে না। কোনো সমস্যাই নেই। তবে টিকার জায়গায় চাপ দিলে সামান্য ব্যথা করছে। এটা দুই একদিনের মধ্যে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। সরকারের কাছ থেকে কিছু নিতে পারলে আমার খুশি লাগে। স্মার্ট ভোটার আইডি কার্ড পেয়েছি। এই কার্ড নতুন সিম কিনতে গেলেও লাগে। পাসপোর্ট করতে গেলেও লাগে। এমন কি বিদেশ ভ্রমন করতে গেলেও ভিসার জন্য দরকার হয়। এবার দুই ডোজ টিকা পেলাম। আশা করি করোনা থেকে বাঁচবো।

আজ চারজন দালাল দেখেছি।
তাদের সাথে এক ঘন্টা নানান বিষয় নিয়ে কথা বলেছি। তাঁরা প্রত্যেকেই শিক্ষিত। সবার মাস্টার্স কমপ্লিট। তাঁরা কোথাও চাকরী পায়নি। তাই এখন চারজন মিলে একসাথে দালালি করে। এবং বেশ ভালো টাকা-পয়সা ইনকাম করছে। এরা জমি কেনাবেচার দালাল, ফ্লাট কেনাবেচার দালাল। এমন কি তাঁরা টাকা পেলে যে কারো নামে মামলা করে দেয়। এই দালাল গ্রুপটা পাঁচ/সাত লাখ টাকার কম হলে কাজ হাতে নেয় না। চাকরী পায়নি বলে আজ তাঁরা দালালিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। এখন তাঁরা ভালো আছে।

এখন আমি ঘুমাতে যাবো।
টিকা দেওয়ার কারনে কিনা জানি না। খুব ঘুম পাচ্ছে। মনে হচ্ছে বিছানায় গেলেই মুহুর্তের মধ্যে ঘুমিয়ে যাবো। এপাশ ওপাশ করতে হবে না। কন্যা এবং কন্যার মা অলরেডি ঘুমিয়ে পড়েছে। একটা মানুষের আট ঘন্টা ঘুমের দরকার আছে। আট ঘন্টার কম ঘুমালে আমার ভালো লাগে না। শুয়োর স্বপ্নে দেখলে কি হয়? ইদানিং শুধু স্বপ্নে দেখি- অনেকগুলো শুয়োর আমাকে তাড়া করেছে। কেউ কি একটা গলাফাটানো হাসির কথা বলতে পারবেন? যেন হেসে মাটিতে গড়াগড়ি করি- এমন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:১০

কামাল১৮ বলেছেন: আজ আর কোন মন্তব্যই করলাম না।স্বপ্নের কথা জানতে হলে খোয়াবনামা কিনে পড়েন।ইলিয়াসের খোয়াববনামা না, কোন মৌলভীর লেখা খোয়াব নামা।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: স্বপ্নের ব্যখ্যা বই গুলো ফালতু বই।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২১

কামাল১৮ বলেছেন: ‘দুঃসময়’ কবিতাটির আবৃত্তি শুনলাম ,পূর্ণিমা রায়চৌধুরীর কন্ঠে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: দারুন একটা কবিতা না?

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



রিয়রলষ্টেট'এর ব্রোকারেজ খোলার চেষ্টা করেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: এগুলো আমাকে দিয়ে হবে না।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: দুই ডোজ টিকা হয়েছে জেনে অনেক শুভেচ্ছা জানাই ভাল সবসময়

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: আপনি দুই ডোজ নিতে পেরেছেন?

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: নির্ঘুমের পার্শ্বপ্রক্রিয়া।।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

হাবিব বলেছেন: কিছু কিছু লোভ থাকা ভালো

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: যেমন?

৭| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আজ দ্বিতীয় ডোজ নিয়ে নিলাম।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
সনদ টা প্রিন্ট করে লেমিনেটিং করে রাখবেন। বিদেশ গেলে কাজে লাগতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.