নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

\'৮\' একটি ম্যাজিক সংখ্যা

১১ ই অক্টোবর, ২০২১ রাত ১:৪০


ছবিঃ আমার তোলা।

মানুষের জন্যই মানুষ
সংকটে, বিপদে মানুষ'ই ছুটে এসে সাহায্য করবে
-এই প্রত্যাশা আমরা করতেই পারি,
না হলে মানব-জন্ম অনেকটাই অসম্পূর্ন থেকে যাবে।

অনেককেই দেখি অনেকের কবিতা নিয়ে হাসাহাসি করেন,
নানান রকম কটু মন্তব্য করেন
কিন্তু আমার কাছে প্রতিটি কবিতাই কবিতা বলে মনে হয়,
আর কবিতা লেখার চেষ্টা যে করে তাদের প্রত্যেককেই কবি বলে মনে হয়
আসলে প্রতিটি কবিতাই আসে বুকের গভীর আবেগ থেকে-
যেমন, প্রসব বেদনা প্রতিটি নারীর'ই সমান হয়,
হয়তো কারো সন্তান অতি সুশ্রী হয়
আবার কারোটা হয়তো অতোটা হয় না,
তাই বলে কি ওটা সন্তান নয়?

মধ্যম শক্তি মানের চারটি নিউট্রিনো বোমা-
পৃথিবীর চার কোনায় যদি একই সময়ে বিষ্ফোরণ ঘটানো হয়
তাহলে নয় মিনিট পরে কতটুকু ক্ষয়ক্ষতি হলো
তা জানার জন্য পৃথিবীতে একটি প্রানীও জীবিত থাকবে না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ২:২১

চাঁদগাজী বলেছেন:



কবিতা হলো সাহিত্যের সবচেয়ে প্রজ্ঞাময় শাখা।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

২| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ২:২৪

কলাবাগান১ বলেছেন: ২০১৯ সনে লিখলেন গদ্য আকারে ২০১৩ সনের বাধাহীন এর ব্লগ থেকে 'চুরি' করে উপরের কথা গুলিকেই Click This Link
বাধাহীন এর নাম দেখছি টিশিকদার১৩

এখন সেই লিখাকে পদ্য আকারে লিখলেন .....আপনি বোধহয় রাইটার্স ব্লকে আক্রান্ত.... মৌলিক লিখা আপনার কাছ থেকে পাওয়া যাচ্ছে না অথচ আপনি ভাল লিখতে জানেন।

আমেরিকায় থাকা কুশন, যে জমিতে চাষ করে সেই জমির মালিক হয়েছে...এই গল্প পড়ে কিছু পfঠক ডিসিভড হচ্ছে....আর যারা জানেন তারা হাসছেন এমন ছেলেমানুষী গল্পে

তবে কিছুক্ষন পরেই কুশন আবার তার আমেরিকার কথা নিয়ে হাজির হবে বলেই বিশ্বাস।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: আপনি আমার পিঠের কাক।
কুশন কে আমি জানি না।

ভালো থাকুন।

৩| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ৩:৪৭

কামাল১৮ বলেছেন: আপনার মতো আল্লাহ ও কপিরাইট দোষে দোষী।নমরুদ বলেছে,যে আমার বিরোধিতা করবে তার হাত পা আমি বিপরিত দিক থেকে কেটে দিবো।আল্লাহ বলেছে,যে আমার বিরোধিতা করবে তার হাত পা আমি বিপরিত দিক থেকে কেটে দিবো।
কবিরা বড় বক্তব্যকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারে।আমিতো বড় আকারেই প্রকাশ করতে পারি না।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: আল্লাহ বলে দুনিয়াতে কিছু নাই।

৪| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বার বার ধরা পড়ে যাচ্ছেন। ঠিক হইতে কি পয়সা লাগে ।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: চিলের পেছনে দৌড়ানো বন্ধু করেন। অবশ্য সরকারী চাকরীজিবিরা এরকমই হয়।

৫| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: গদ্য এবং পদ্যের ফারাকটা বুঝিয়ে দিয়েছেন।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: হে হে---

৬| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: চাঁদগাজী বলেছেন:
কবিতা হলো সাহিত্যের সবচেয়ে প্রজ্ঞাময় শাখা।


এই মন্তব্য সম্ভবতো শুধু মাত্র কবি রাজীব নূরের জন্যই বরাদ্ধ!!
কাজী-ঠাকুররাও এই মন্তব্য পাবেনা চাঁদগাজী সাহেবের কাছ থেকে।

অবশ্য অন্যদের মন্তব্য গুলি দেখে মনটা কেমন করে উঠলো।
রাজিব দা কেনো যে লোক হাসানো এই কাজ গুলি করেন কে জানে।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী ভালো মানুষ। অভিজ্ঞ মানুষ। অন্য সব পোলাপানের মতো তার চোখে রঙ্গিন চশমা নেই।
মানুষদের হাসাতে আমার ভালো লাগে।

৭| ১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৭

ইসিয়াক বলেছেন: গতকাল জন্ম দিন উপলক্ষে কি কি করলেন? না হয় নিমন্ত্রণ না ই বা দিলেন ৷ একটা পোস্ট তো দিতে পারতেন। আমরা ছবি দেখে পোস্ট পড়ে আনন্দিত হতাম। :D

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: আর পোষ্ট!!!
জীবনই চলে না।

৮| ১১ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পোস্ট এবং কমেন্টগুলো পড়লাম।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ওখেই।

৯| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: '৮' একটি ম্যাজিক সংখ্যা
........................................................................
এই হেডিং এর সাথে কবিতার কি সম্পর্ক বুঝলাম না ।
আর হ্যাঁ , সবাই আপনাকে দোষারুপ করছে কেন???

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: যার যা মন চায় করুক। তাতে আমার কি? আমার কিছু না। তাতে ওদের কি? ওদেরও কিছু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.