নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় কি?
আমি বলে দিচ্ছি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে খাওয়া দাওয়া। লেখাপড়া, চাকরী, জন্ম মৃত্যু, ব্যাংক ব্যালেন্স, জমিজমা, বাড়ি বা ফ্লাটের চেয়ে বেশি গুরুত্বপূর্ন খাওয়া দাওয়া করা। না খেলে আপনি বাচবেন না। সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে খাওয়া দাওয়া করতেই হবে। মানুষ চুরী করছে, ছিনতাই করছে, দূর্নীতি করছে, চাকরী করছে, রিকশা চালাচ্ছে, মাটি কাটছে- মানুষ যা করে খাওয়ার জন্য করে। টাকার জন্য করে। কাজেই সব কিছুর আগে খাওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। ভালো খাবেন, ভালো থাকবেন। কম খাবেন অপুষ্টিতে ভূগবেন। ডাক্তারের কাছে দৌড়াবেন। প্রচুর খেতে হবে। খাওয়ার কোনো বিকল্প নাই। আমি ভালো খাই বলে, বেশি খাই বলে- আমার কোনো অসুখ বিসুখ হয় না। গত ৫ বছরে একবারও ডাক্তারের কাছে যেতে হয়নি।
আমি প্রচুর খাই। অল্প খাবারে আমার পোষায় না।
এই অভ্যাস করেছে আমার মা। ছোটবেলা মা সবাইকে ভাত তরকারী বেড়ে দিতো। কিন্তু আমার সামনে দিতো পুরো পাতিল। বলতো- নিয়ে নিয়ে খাও। আমি ইচ্ছা মতো নিয়ে নিয়ে খেতাম। বাটিতে আমার ঠিক পোষায় না। এখন অবশ্য সামনে পাতিল নিয়ে খেতে বসি না। ঘরে আমাদের চার ভাইয়ের চারটা বউ। চারজন চার অঞ্চলের। তাঁরা হয়তো আমাকে ক্ষেত ভাবতে পারে। এজন্য টেবিলে বসে খাই। টেবিলে পাতিল রাখা সম্পূর্ন নিষেধ করেছে ভাবী। আমার চার ভাইয়ের মধ্যে আমিই সবচেয়ে বেশি খাই। সেদিন পরী বলল, বাসার মধ্যে আমার নাকি খেতে সবচেয়ে বেশি সময় লাগে। পরী মনে হয় কথাটা ঠিকই বলেছে। আমার তিন ভাই অতি সামান্য ভাত নেয়। অথচ আমার লাগে তিন প্লেট। বলতে লজ্জা নেই- নুডুলস, সেমাই, চিকেন ফ্রাই, কোক, বার্গার সবই আমার বেশি লাগে।
আমার বড় ভাই দুই টুকরার বেশি গরুর মাংস খায় না।
হোক নিজের বাসায়, হোক কোনো বিয়ে বাড়িতে। কোনো দিন সে দুই টুকরার বেশি খায় না। নো নেভার। আর আমার গরুর মাংস লাগে বাটি ভরতি। অল্পতে পোষায় না। বাসার সবাই জানে। তাই আমাকে বাটি ভরতি করেই দেয়। খেতে খেতে ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে দেয়। সবাই তন্দুর রুটি খায় একটা বা দুইটা। আমার লাগে চারটা রুটি। চারটা শেষ করে আমি বুঝতে পারি আরো দুটা অনায়াসেই খেতে পারবো। কিন্তু খাই না। চারটা খাওয়াতেই আশে পাশের মানুষ যেন কেমন করে তাকায়। রাতে সিনেমা দেখার সময় বড় বাটির একবাটি মুড়ি চানাচূর উড়িয়ে দেই। ২/৩ প্যাকেট বিস্কুট মুহুর্তের মধ্যে খেয়ে ফেলি। ফারাজার জন্য আপেল আনি। সেই আপেল গুলো আমিই খেয়ে শেষ করে ফেলি। যদি ফ্রিজে আপেল বা বিস্কুট না থাকে তাহলে দুইটা ডিম সিদ্ধ করে খেয়ে নিই।
গত শুক্ত্রবার বাসায় পাবদা আর পোয়া মাছ রান্না হয়েছে।
সাথে লাউ শাক ভাজি। লইট্রা শুটকি আর ডাল। কিন্তু আমার খেতে ইচ্ছা করছিলো চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। সাথে বীফ সিজলিং। কিন্তু সব সময় তো আর ইচ্ছা পূরন করা সম্ভব নয়। রাতে খেতে বসবো- তখন বড় ভাই ফোন করে জানালো। আমি যেন না খাই। তাঁরা আসার সময় খাবার নিয়ে আসবেন। অবিশাস্য! ভাই ভাবী আমার জন্য ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর বীফ সিজলিং এনেছে। খুশিতে কিছুক্ষন নাচতে ইচ্ছা করলো। তাঁরা আমার মনের খবর জানলো কি করে! সুরভি আর আমি রাতে একসাথে খেলাম। কোন রেস্টুরেন্টের খাবার কে জানে! খাবার দারুন স্বাদ হয়েছে। চিকেন ফ্রাই ছিলো দুই রকমের। একটা ছিলো ঝাল। প্রতিটা চিকেনের গায়ে কাঁচা মরিচ। ভয়াবহ ঝাল। আরাম করে খেলাম। খাওয়া শেষে কোক। তারপর যখন ব্যলকনিতে গিয়ে একটা সিগারেট ধরালাম নিজেকে মিশরের সম্রাট বলে মনে হচ্ছিলো!
গতকাল বাসায় রুই মাছ রান্না করছে।
সাথে সবজি আর ডাল। অথচ আমার খেতে ইচ্ছা করছিলো বিয়ে বাড়ির খানা। দুপুরে সবাই খেতে বসেছি। এমন সময় ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দুইজন এসে হাজির। তাদের হাত চারটা টিফিন ক্যারিয়ার। টিফিন ক্যারিয়ার খুলে আমি অবাক! সব বিয়ে বাড়ির খানা। কি নেই? সব আছে। পোলাউ নিলাম। পোলাউতে আবার মটরশুটি দিয়েছে। গরুর মাংসটা অসাধারণ হয়েছে। যে রান্না করেছে তাকে পুরস্কার দেওয়া উচিত। রোষ্ট ছিলো। রোষ্ট কিছুটা শক্ত ছিলো। ইলিশ মাছ ভাঁজা। ইলিশ মাছ কাটা হয়েছে মোটা করে। ইলিশ মাছের উপরে বেরেস্তা। কাঁচা মরিচ ছিলো কয়েকটা। কাঁচা মরিচ গুলো মাঝখান দিয়ে কাটা। টিকা গুলো খুবই সুস্বাদু ছিলো। ইচ্ছা মতো খেলাম। পায়েস ছিলো। সেই রকম হয়েছে। সেই রকম। শীত এখনও আসে নি। তবু নানান রকম পিঠা বানিয়ে পাঠিয়েছে। উফ!
০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: জানি। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার নানান বিধিনিষেধ আরোপ করবেন। তাই ডাক্তারের কাছে যাই না।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ফার্স্ট হয়েছি। চা দেন। থান ইট রেখে গেলাম। গ্যালারী আছে নাকি আবাহনী মোহামেডান ভেঙ্গে নিয়ে গিয়েছে। পোস্টে লাইক+++
০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: না ফাস্ট হোন নি।
ওস্তাদ ফাস্ট হয়েছেন।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
আমার মতে সব খাওয়া দরকার,তবে পরিমিত ভাবে।
০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: সবজি খেতে আমার ভালো লাগে না। লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে, চিচিংগা, ধুন্দুল, গাটি, কচু ইত্যাদি সবজি আমি খাই না।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আহারে চাঁদগাজী সাহেব ফার্স্ট হয়েছেন। চা চাঁদগাজী সাহেবকে দিয়ে দিন। আপনার খাবার দাবারের লিস্ট পড়ে মনে হচ্ছে ফি বছর না! - প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনার পেন্ট শার্ট সাইজ বড় থেকে বড় হচ্ছে। আপনি আরোও বড় হোন। যাতে ট্রিপল এক্স এল শার্ট গায়ে পড়তে পারেন।
০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: কথা সত্য। গত মাসে কিছু জামা কাপড় বানাতে হয়েছে। শার্ট প্যান্ট খুবই টাইট হয়ে গেছে। পেট বেড়ে গেছে কিছুটা।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার শরীর দেখে কিন্তু আপনি বেশী খান তা বুঝা যায় না।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: ঠিক ধরেছেন।
কারন আমি প্রচুর হাঁটি। হেঁটে শরীর ঠিক রাখি। এখন আমার ওজন ৮০ কেজি। নিজেকে বলেছি ৮০ কেজির বেশি কিছুতেই হওয়া যাবে না। নো নেভার।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২০
মহিউদ্দিন হায়দার বলেছেন: দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ শেক্সপিয়ার সাহেবও এই কথাই বলেছেন।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খান আর শাহেদ জামালের সাথে পার্কে দুই বেলা হাটুন কোন সমস্যা নাই।আমার যখন নব্বই দশকে ডায়াবেটিস ধরা পরে তখন খোব ভোরে রমনা পার্কে হাটতে যেতাম সাথ দুই মেয়েকে নিয়ে।ডায়াবেটিস কন্ট্রোলে রেখেছিলাম কিন্তু হার্টকে পারিনি।
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: শাহেদ জামাল একাএকা হাটতেই পছন্দ করে।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: খান ভাই খান খাওয়ার বছয় হয়েছে খান ভাই খান ৪০ পার হলেই খান খান শেষ
তখন বুঝবেন কত চালে কত ধান------------
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনার খাওয়া আপনার জন্য সমস্যা হয়ে যাবে।