নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
(ফান নয়, সিরিয়াস পোষ্ট।)
আর দুই দিন পর আমার কন্যার জন্মদিন।
প্রথম জন্মদিন। প্রথম জন্মদিনটা স্মরণীয় করে রাখার জন্য একটা হাতির বাচ্চা কিনতে চাই। ঢাকা শহরের কোথায় হাতির বাচ্চা বিক্রি করে- আপনি কি জানেন? আমি দরিদ্র মানুষ। এক কোটি টাকা দিয়ে কন্যাকে ফ্লাট কিনে দিতে পারবো না। পঞ্চাশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে পারবো না। বড়জোর একটা হাতির বাচ্চা কিনে দিতে পারি। আমি নিশ্চিত আমার কন্যা হাতি দেখে মারাত্মক খুশি হবে। সীমাহীন খুশি হবে। আমি মরে গেলেও কন্যা হাতির কথা কোনোদিন ভুলবে না।
কন্যা এখন ছোট।
মাত্র এক বছর হবে। যখন সে বড় হবে- জানবে তার বাবা তার জন্মদিনের উপহার হিসেবে একটা হাতির বাচ্চা এনেছে। কি খুশি না হবে! কি অবাক'ই না হবে! হাতির বাচ্চা কেনার জন্য আমার বাজেট ৫০ হাজার টাকা। বিক্রেতা যদি খুব দামাদামি করে তাহলে আমি আর দশ হাজার টাকা বাড়াতে পারি। এর বেশি হলে আমার পক্ষে কেনা অসম্ভব। এই পঞ্চাশ হাজার টাকা খরচ করতেই আমাকে বেগ পেতে হবে। তবু কন্যার খুশির চেয়ে টাকা বড় নয়।
হাতির বাচ্চা কেনার নিয়ম কি তা-ও জানি না।
সরকারি কোনো আদেশ, নিষেধ আছে কিনা তা-ও জানি না। যদি কেনা একেবারেই সম্ভব না হয় তাহলে- অন্তত তিন দিনের জন্য ভাড়া পেলেও চলবে। এক মন্ত্রীর গ্রামের বাড়িতে দেখেছি তার একটা মিনি চিড়িয়াখানা আছে। সেখানে নানান রকম পাখি, বানর, ময়ূর, ঘোড়া, খরগোশ ইত্যাদি দেখেছি। কিন্তু হাতি দেখিনি। আমি এখনও হাতি কেনা নিয়ে বাসার কারো সাথে আলাপ করি নাই। আসলে আমি চাচ্ছি কন্যাসহ বাসার সবাইকে অবাক করে দিতে।
আমার কন্যা আমার কলিজার টুকরা।
প্রানী জগতে হাতি আমার সবচেয়ে প্রিয়। ছোটবেলা থেকেই হাতির প্রতি আমার ভালোবাসা অনেক। চিড়িয়াখানায় যেতাম শুধু হাতি দেখার জন্য। মুগ্ধ হয়ে দেখতাম। এবং বহু বার দশ টাকা দিয়ে হাতির পিঠে চড়েছি। আমি দেখেছি- ঢাকা শহরে দুইটা হাতি ভিক্ষা করে। রাস্তায় তাদের দেখলে আমি হাতির পেছন পেছন অনেক দূর পর্যন্ত যাই। আমার ঘরে বেশ কয়েকটা খেলনা হাতি আছে। সেগুলো কাঠের। পিতলের আর রাবারের। একটা জীবন্ত হাতি হলে দারুন হয়।
৩১ তারিখ কন্যা ফারাজা'র জন্মদিন।
আমি অনেকের সাথেই আলাপ করেছি। তাঁরা কেহ হাতি কোথায় বিক্রি করে বলতে পারেনি। একজন বলেছে- কাটাবন পাওয়া যাবে। কাটাবন গিয়েছি- সেখানে অনেক পশু পাখি বিক্রি হয়, কিন্তু হাতি নয়। সিলেট, চিটাগাং এবং বান্দরবনে হাতি দেখেছি অনেক। কয়েক জাগায় লেখাও দেখেছি- ' সাবধান, হাতি চলাচলের রাস্তা'। সেসব হাতির মালিক কারা? যাই হোক, কেউ যদি জানেন হাতি কোথায় পাওয়া যেতে পারে, তাহলে আমাকে জানান। প্লীজ। এটা বিলাসিতা নয়। জাস্ট কন্যাকে খুশি ও অবাক করে দেবার জন্য।
২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: সামনে যতদিন আসবে, ধীরে ধীরে দেশে বেকারের সংখ্যা কমবে।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩০
সোবুজ বলেছেন: হাতি পালা অনেক কষ্টের কাজ।তার থেকে মেয়েকে লেখা পড়া শিখিয়ে সাবলম্বী করা উত্তম কাজ।
কন্যার জন্য শুভ কামনা।
২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ জানি।
তাই হাতি বেশি দিন নিজের কাছে রাখব না।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার পোস্ট পড়ে লগ ইন করলাম।
একটু খোজ করে জানতে পারলাম যে, সার্কাসের হাতি ভাড়া হিসেবে পাওয়া যায়। ১ বছরের জন্যে ১০০০০০ টাকা দিতে হবে। সমস্যা হচ্ছে, আপনার বাজেটে এই পরিমাণ টাকা নেই।
২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫১
রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো- আমার বাচ্চা হাতি লাগবে। সার্কাসের হাতি গুলো বয়স্ক।
যদি ভাড়া নিতে হয় তাহলে এক বছরের জন্য নিবো না।
তিন মাস। তিন মাসের জন্য নিশ্চয়ই এত টাকা নিবে না।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আর, ১ দিনের ভাড়া ২৫০০০ টাকা। এই নাম্বারে কাল সকালে একবার কল করুন- 01814454232। দরদারি করলে একটু কম দামে পাবেন।
শুভরাত্রি।
২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: আমার বাচ্চা হাতি লাগবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমি সকালেই ফোন দিবো। দেখি কথা বলে।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ মঝাদার শখ ।
এই মহুর্তে বন্যপ্রাণী পোষার জন্য যে কড়াকড়ি নিয়ম কানুন
তাতে করে বাচ্চা হাতি কেনা ও পোষা খুবই কঠীন একটি বিষয় ।
যাহোক
নীচের লীংক ফলো করে নারায়ন গঙ্গোপাধ্যায় রচিত পঞ্চাননের হাতি উপন্যাসটি পাঠ করলে জানতে পারবেন
একটি হাতির বাচ্চা কিভাবে পাওয়া যেতে পারে ।
পঞ্চাননের হাতি (উপন্যাস) – নারায়ণ গঙ্গোপাধ্যায়
https://www.ebanglalibrary.com/98252/পঞ্চাননের-হাতি-উপন্যাস/
কাহিনী সংক্ষেপ
পঞ্চানন মুখোঁপাধ্যায়ের আট বছরের একটি ফুটফুটে নাতনি ছিল।
তাঁর নাতনি রুনকো বড়লোকের আদরের দুলালী।
নাতনি একদিন বায়না ধরল হাতি চেপে দাদুর বাড়ি যাবে
রোনকোর দেখভালের দায় ছিল দামুর উপর , সে চলল পঞ্চাননের নাতনির জন্য হাতির খোঁজে।
তারপর বেশ মজাদার কাহিনী –
লিংক ফলো করে উপন্যাসটি পাঠ করতে মিনিট ত্রিশেক লাগবে ।
জানা যাবে হাতি কিংবা হাতির বাচ্চা কিভাবে পাওয়া যাবে ।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: নারায়ণ গঙ্গোপাধ্যায় এঁর ছোট গল্প গুলো পড়েছি। কোনো উপন্যাস পড়া হয়নি।
এই উপন্যাসটা আমি অবশ্যই পড়বো।
এই মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:০২
সোবুজ বলেছেন: উপন্যাসটি পড়িনি,চলচিত্রটি দেখেছি।সত্যি মজার ঘটনা।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: চলচিত্রটির লিংক দেন তো।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:১৯
তারেক_মাহমুদ বলেছেন: বাচ্চা হাতি দেখতে অনেক সুন্দর, জানি আপনার এই শখ পূরণ হবে না তাতে কি আপনার কন্যা যখন বড় হয়ে এই লেখাটা পড়বে তখন সে আনন্দিত হবে। আপনার রাজকন্যার জন্য অনেক দোয়া ও ভালবাসা।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: এই শখ পূরন হওয়া অসম্ভব না।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: মেয়ের জন্মদিনে অনেক দোয়া করছি সুস্থ থাক ভাল থাক আর হাতি কিনা যাবে তবে জীবিত নয় এই ধরুন প্লেস্টিকের হতে পারে আবার রবারের হতে পারে---- আশা করি মেয়ে কে হাতি কিনে দিবেন
সবার জন্য অনেক দোয়া রইল রাজীব
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৫
জুল ভার্ন বলেছেন: আমার একজন মামা শশুর- তার ছোট ছেলের অনেক দিনের আবদার ছিলো তাকে একটা ঘোড়া কিনে দিতে হবে। সত্যিই ছেলের আবদার মেটাতে একদিন একটা ঘোড়া কিনে দিয়েছিলেন!
তুমি সত্যিই যদি হাতী কিনতে চাও তাহলে সিলেট এবং বান্দরবান এলাকায় খোঁজ নিতে পারো।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই করবো।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৬
কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় আপনি এই বাজেটে হাতি পাবেন না! পরিবারসহ সাফারি পার্ক বা চিড়িয়াখানা ঘুরে আসতে পারেন! বাচ্চারা এগুলো পছন্দ করে!!
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: হ্যাঁ শেষমেষ এটাই করতে হবে।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: হাতি কেনা হলে জানায়েন, গিয়ে দেখে আসবো।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: জ্বী অবশ্যই।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঢাকা চিড়িয়াখানায় কম দামে হাতির ডিম বিক্রি হয়। আপনি এক হালি হাতির ডিম কিনে আপনার বাসায় নিজেই বাচ্চা ফুটাতে পারেন। হাতির বাচ্চা কেনার চেয়ে এই পদ্ধতিটা ভালো হবে আপনার জন্য।
২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: নিজেকে খুব জ্ঞানী ভাববেন না।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মনে রাখা ভালো
বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে !
২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমার ছোট ছেলে শ্রেষ্ঠর একেক সময় একেক জিনিস পোষার রোগ রয়েছে। কখনো ঘোড়া, কখনো খরগোশ, কখনো সাদা ইঁদুর, ময়না, আরো বিভিন্ন পশুপাখির বায়না। একবার এক বাচ্চা হাতি দেখে তা পোষার বায়নায় বেশ কদিন অস্থির করে রেখেছিল। অনেকদিন পর আপনার পোস্ট দেখে আবার আমার মনে পড়লো।
আপনার আশা পূরণ হোক। কন্যার জন্মদিনে শুভকামনা।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:১০
রাজীব নুর বলেছেন: আমার আশা পূরন না হোক। কিন্তু আমার কন্যার আশা গুলো যেন পূরন হয়।
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৪২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমার আশা পূরন না হোক। কিন্তু আমার কন্যার আশা গুলো যেন পূরন হয়। পিতারা তো এমনই হয়। ভালবাসা।
৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫৯
রোবোট বলেছেন: কবি বলেছেন, ব্লগাররা ব্লগে সুন্দর, হাতিরা হাতিরপুলে।
৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: হা হা হা---
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেমেয়রা বেকার; আপনি বিজ্ঞপ্তি দিতে পারেন, "হাতি সেজে ঘরের মাঝে হাঁটতে হবে সপ্তাহ'খানেক", জাতীয় বিশ্ববিশ্ববিদয়ালের জু-লজির গ্রেজুয়েট দরকার।
মেয়ে জন্য শুভকামনা।