নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আহমেদ-এর শ্রেষ্ঠ নাটক গুলো

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:৫২



হুমায়ূন আহমেদ একজন গ্রেট মানুষ।
বহু লেখকরা ভান ও ভনিতা করেন। কিন্তু হুমায়ূন আহমেদ একজন সহজ সরল মানুষ। তিনি লেখক হিসেবে সফল। দুই বাংলাতে তিনি দারুন জনপ্রিয়। এবং তিনি নাট্যকার হিসেবেও সফল। তার মতো নাটক বাংলাদেশে এখন পর্যন্ত কেউ বানাতে পারেন নি। তার নাটক মানেই রাস্তাঘাট খালি। সবাই টেলিভিশনের সামনে বসে আছে। হুমায়ূন আহমেদ নাটক নিজেই লিখতেন। নিজেই পরিচালনা করতেন।

কেউ যদি আমাকে বলেন-
হুমায়ূন আহমেদের দশটা সেরা বইয়ের নাম বলুন। আমি বিপদে পড়ে যাই। কারন হুমায়ূন আহমেদের সব লেখাই সেরা। বাংলাদেশে যত নাট্যকার আছেন, তাদের ওস্তাদ হলেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের নাটক আজও আমাকে কাঁদায়, হাসায়, ভাবায়। প্রতিটা নাটক আমি এক'শ বার করে দেখেছি। প্রতিটা নাটকের ডায়গল আমার মুখস্ত। যাই হোক, আপনাকে হুমায়ূন আহমেদের সেরা দশটি নাটকের নাম বলছি।

১। আজ রবিবার। এটা ৭ পর্বের ধারাবাহিক নাটক। খুব'ই হাসির নাটক। চমৎকার কাহিনী। চমৎকার সব ডায়লগ। দূর্দান্ত অভিনয় করেছেন শিল্পীরা।

২। অদেখা ভুবন। এটা একটা ভৌতিক সিরিইজ। অনেক গুলো গল্প দেখানো হয়। ভয়ের কিছু নেই। তবু গা ছম ছম করে। প্রতিটা গল্পের কাহিনী একেবারে অন্যরকম।

৩। চৈত্র দিনের গান। গ্রামের কাহিনী নিয়ে নাটক। এক ঘন্টার নাটক। চমৎকার কাহিনী। চমৎকার অভিনয়। নাটকটা শেষ করার পর বুকের মধ্যে হাহাকার করে ওঠে।

৪। চোর। এই নাটকটা আমার খুবই প্রিয়। মনে হয় এই নাটকটা আমি এক হাজার বার দেখে ফেলেছি।

৫। নিম ফুল। অসাধারণ একটা নাটক। এই নাটক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার স্ত্রী শাওন এঁর পরিচালনায় আবার নতুন করে করা হয়েছে। কিন্তু আমি বলব হুমায়ূন আহমেদের যেটা পরিচালনা করেছেন সেটা দেখবেন।

৬। চার দুকোনে চার। হাসির নাটক। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আমার মন খারাপ হলেই- আমি এই নাকট টি দেখি।

৭। পক্ষীরাজ। অসাধারণ একটা নাটক। হাসি আছে। দুঃখ আছে। কষ্ট আছে। হাহাকার আছে। পাওয়া না পাওয়া আছে। নাটকটি দেখুন এবং মুগ্ধ হোন।

৮। বৃক্ষ মানব। খুবই সুন্দর একটা নাটক। দশবার দেখলেও বিরক্ত লাগবে না।

৯। শওকত সাহেবের গাড়ি কেনা। অতি সাধারুন একটা নাটক। কিন্তু যতবার দেখি, তত ভালো লাগে।

১০। হাবলংগের বাজারে। দারুন নাটক। হাসতে হাসতে ভিষম খাবেন।

উপরের দশটি নাটক ইউটিউবে পেয়ে যাবেন। দেখুন। ভালো না লাগলে আমারে গালি দিয়েন। ও ভালো কথা, 'উড়ে যায় বক পক্ষী' ধারাবাহিক নাটকটা অবশ্যই দেখবেন। 'সৌরভ' নামে একটা নাটক আছে। সেটাও দেখবেন।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ২:১৪

সোনাগাজী বলেছেন:



উনার বাকী বই'এর নাটক সিনেমা হচ্ছে?

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: উনার বাকি বইয়ের নাটক সিনেমা হওয়ার দরকার নাই।
উনার বই থেকে নাটক সিনেমা উনিই সবচেয়ে ভালো তৈরি করতে পারতেন। অন্য কেউ যখন উনার গল্প নিয়ে নাটক সিনেমা তৈরি করে, সেটা অতি অখাদ্য হয়। উদাহরন স্বরুপ বলি- নিমফুল নামে হুমায়ূন আহমেদ একটা নাটক করেছিলেন। সেই নাটক ২৫ বছর আরেকজন করেছিলেন। সেটা অতি অখাদ্য হয়েছিলো। আবার চার দুকোনে চার সেটা হুমায়ূন আহমেদ পরিচালনা করেছিলেন। সুন্দর নাটক হয়েছে। কিন্তু এই নাটকটাই আরেকজন তৈরি করেছিলেন। সেটা ভালো হয়নি।

২| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ২:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হুমায়ুন আহমেদ এর মতো অন্যকোন লেখক কি আছেন বর্তমানে হিমু বা মিসির আলী টাইপ বই লিখেন। বা যার বই কিনলে হুমায়ূন আহমেদ ফ্লেভার পাওয়া যাবে?

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: না এরকম নাই। তবে অনেকে হুমায়ূন আহমেদের মতো চেষ্টা করেছেন লিখতে। হয়নি।

৩| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো মাত্র ২-৪টি দেখেছি।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: বাকি গুলো দেখে ফেলুন। ঠকবেন না। সময়ের অপচয় হবে না।

৪| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৫:৩৬

অধীতি বলেছেন: উড়ে যায় বকপক্ষী একটানা দেখেছি। কি মুগ্ধতা আহা!

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: এই নাটকটা আমি এখনও দেখিনি। কি সুন্দর সহজ সরল নাটক। এরকম নাটক বাংলাদেশে আর কেউ বানাতে পারেনি।

৫| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৫:৫৯

কবীর হুমায়ূন বলেছেন: আগরুম-বাগরুম অনেক কিছুই বললেন, কিন্তু হুমায়ুন আহমেদের সেরা সিরিয়ালটির কথাই কন নাই রাজীব ভাই। এইসব দিনরাত্রি। এইসব দিনরাত্রি ১৯৮৫ সালে বিটিভিতে প্রচারিত একটি জনপ্রিয় পারিবারিক নাটক। নাটকটা সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে নাটক চলাকালীন সময়ে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা হয়ে যেতো। নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে লেখা। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ, ভালোবাসা, বিয়ে, মৃত্যু, সমস্যা ইত্যাদিই দেখানো হয়েছে। গল্পটা শেষ হয় "টুনি" নামের লিউকেমিয়ায় আক্রান্ত এক ছোট মেয়ের মৃত্যুর মধ্য দিয়ে। সাদাকালো টিভিতে ফ্লোরে বসে আমরা ভাই-বোনেরা দেখতাম। আহা! কী স্মৃতিময় অনুভূতি!!

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: 'এইসব দিনরাত্রী' সেরা নাটক না। তাহলে 'কোথাও কেউ নেই' এই নাটক কি সেরা নয়?

৬| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৭

সোবুজ বলেছেন: কয়েকটা সিরিয়াল ছিল জনপ্রিয়।চলচিত্র গুলো ভাল।কয়েকটা নাটক ভাল ছিল।সেই তুলনায় মহিলা সমিতির নাটক অনেক সমৃদ্ধ।বিশেষ করে খালেদ খান ,হুমায়ুন ফরিদী,আলী জাকের,আফজাল এদের অভিনীত কিছু নাটক ছিল খুবই উঁচু মানের।পায়ের আওয়াজ পাওয় যায় কয়েক বার দেখেছি।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: আমি বলছি টিভি নাটকের কথা। আপনি বলছেন মঞ্চ নাটকের কথা।

৭| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:১৩

নজসু বলেছেন:



হুমায়ুন আহমেদের কোন নাটক আমার দেখা বাকি নেই।
সব নাটক একাধিকবার দেখা।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৮| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:১৭

নজসু বলেছেন:


চৈত্রদিনের গান নাটকের মূল প্রেক্ষাপট ইরাক যুদ্ধ।
সবচেয়ে বেশি দেখেছি হাবলংগের বাজারে।

নয় নম্বর বিপদ সংকেত মুভিটি দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: পুষ্প কথা, টুয়েন্টিফর কেরেট ম্যান, তাঁরা তিন জন, নিশ্চয়ই দেখেছেন?

৯| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি বেঁচে থাকলে হয়তো সাহিত্য আরো সমৃদ্ধ হতো।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
এখনও বইমেলাতে উনার বই গুলো সবচেয়ে বেশি বিক্রি হয়।

১০| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: আরেকটা নাটক বাদ দিয়েছেন সেটা ’’কোথাও কেউ নাই’ বাকের ভাই, বদি, কুত্তেওয়ালি, চরিত্রগুলো খুব মজার রাজীব দা

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেই নাটক এঁর কথা হৃদয়ে আছে।

১১| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩

জুল ভার্ন বলেছেন: হুমায়ুন আহমেদের প্রায় সব লেখাই পড়েছি। তাঁর লেখা যখন যে বই পড়ি তখন খুব আবেগ আপ্লুত হয়ে যাই। কিন্তু খুব অল্প দিনের মধ্যেই সব লেখা ভুলে যাই।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আমি ভুলি না। যা পড়ি কিছুটা মনে থাকে। কারন এক বই আমি বহু বার পড়ি।

১২| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: হুমায়ুন আহমেদের লেখা যেমন পড়তে মজাদার তেমনি নাটকও।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৩| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২১

মেহেদি_হাসান. বলেছেন: স্যারে শুধু একটা নাটক দেখেছি তা হলো "কোথাও কেউ নেই"

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: বাকি গুলো দেখুন। ঠকবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.