নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনার প্রিয় মাছ কী এবং কেন?

০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৫

ছবিঃ আমার তোলা।

বাংলাদেশ হলো নদীর দেশ।
নদী ছাড়াও আছে খাল, বিল, পুকুর। যেহেতু ঢাকা শহরে থাকি তাই টাটকা মাছ খুব একটা পাই না। ঢাকা শহরে শুধু চাষের মাছ পাওয়া যায়। চাষের মাছ খেতে খেতে বিরক্তি ধরে গেছে। বাজারে গেলেই দেখা যায়- রুই মাছ, শিং মাছ, পাবদা মাছ। পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, টেংরা মাছ। সব চাষের মাছ। এ মাছ গুলো যদি নদীর হতো- তাহলে খেতে দারুন লাগতো। বাংলাদেশ দরিদ্র দেশ। দেশের মানুষজন আগ্রহ নিয়ে চাষের মাছ'ই খাচ্ছে। চাষের মাছ হলে কি হবে, অনেকে দাম।

তবে চাষের মাছ হলেও যদি ভালো করে রান্না করা যায়,
তাহলে খেতে ভালৈ লাগে। মাছ মজা নদীর এবং সমুদ্রের। গ্রামে গেলে মোটামোটি দেশী মাছ পাওয়া যায়। দাম অবশ্য খুব বেশি। বেশি হলেও ভালো, খেয়ে তৃপ্তি লাগে। মন ভরে। খানা খাদ্যে আমি খুব বাছাবাছি করি। হাতেকাছে যা পাই, খাই না। আমার প্রিয় মাছ হলো- ইলিশ। ইলিশ মাছের চেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছের ডিম। আচ্ছা, দোজকে কি ইলিশ মাছের ডিম পাওয়া যাবে? আসলে নদীর যে কোনো মাছ'ই আমার প্রিয়। আর সমুদ্রের কাইকা মাছটা ভালো লাগে। নদীর কাইকাও মজা। সমুদ্রের মাছ খুব উপকারী।

পদ্মানদী এবং কীর্তন খোলা নদীর মাছের স্বাদ বেশি।
আবার কয়েকটা ছোট নদী আছে, যেমন বারাশিয়া এবং সন্ধ্যা। এই নদীর মাছ গুলো খুব বেশি স্বাদ। একবার বাগেরহাট গিয়েছিলাম, একদম অজপাড়া গা, সেখানে আমার চোখের সামনে লম্বা একটা খাল থেকে পাঁচ মিশালী মাছ ধরলো। সে মাছ গুলো আমাকে ভেজে দিলো। আহ সেই স্বাদ আজও মুখে লেগে আছে। আরেকবার, ফরিদপুরের সালতা গ্রামে বিলের মাছ খেয়েছিলাম। একদম টাটকা। দারুন স্বাদ। আর আমাদের আড়ই বিলের মাছ তো বিখ্যাত। আড়'ই বিলের মাছ না খেলে জীবন বৃথা। বায়িং মাছটা আমি খাই না। সাপের মতো দেখতে। ওয়াক। ওয়াক।

তবে ৮০ বা ৯০ এঁর দশকে বাংলাদেশের মাছ গুলো খেয়ে আরাম ছিলো।
মজা ছিলো। এখন কেন জানি মাছ খেয়ে আরাম পাওয়া যায় না। কোনো স্বাদ নাই। এই আমি বাসার জন্য ৩/৪ কেজি ওজনের রুই মাছ কিনি। কিন্তু কোনো স্বাদ নেই। ইলিশ মাছ কিনি এক কেজি ওজনের, কোনো স্বাদ নেই। আজিব ব্যাপার। ছোটবেলায় মা ইলীশ রান্না করতো, আহা কি স্বাদ ছিলো। এখন ইলিশ মাছ খেয়ে আরাম পাই না। কোনো স্বাদ নাই। মানুষ যেমন মন্দ হয়ে গেছে, মাছও গুলো মন্দ হয়ে গেছে। দুঃখ লাগে। ফার্ম এঁর মূরগীও খেতেও আরাম লাগে না। দেশী মূরগী বেস্ট। দেশী মোরগের স্বাদের কাছে সোনালী বা কক কিছুই না।

শুনেছি, যারা চাষের মাছ চাষ করে, তাঁরা মাছ গুলোকে ভালো ফিড খাওয়ায় না।
কসাইয়ের দোকান থেকে গরুর তেল চর্বি হাবিজাবি নিয়ে যায়। মাছের ঘেরে ছেড়ে দেয়। মাছ সেগুলো খায়। এমন দুষ্ট মাছ ব্যবসায়ী লোকও আছে, মরা কুকুর, বিড়াল মাছকে খাওয়ায়। আমার ছোট ভাইয়ের বউ পাঙ্গাস মাছ খায় না। জিজ্ঞেস করলাম কেন খাও না? বলল, একবার তার বাবা বাজার থেকে বড় এক পাঙ্গাস মাছ এনেছিলো। সে পাঙ্গাস মাছ কাটার পর দেখা গেলো মাছের পেটে একটা বড় আস্তো ইদুর। এইসব শোনার পর কি চাষের মাছ খেতে ইচ্ছা করে। ওয়াক, ওয়াক।

একবার এক গ্রামে বেড়াতে গিয়েছি।
তাঁরা দুপুরে আমাকে দেশী শিং মাছ খাওয়ালো। দারুন মাছ। বড় বড়। পেটে ডিম ভরতি। খেয়ে বেশ আরাম পেলাম। মনে মনে ভাবলাম ঢাকায় তো এরকম দেশী শিং মাছ পাওয়া যায় না। যাই হোক, কথায় কথায় বললাম, এত সুন্দর শিং মাছ কোথায় পেলেন? বলল, এগুলো আমাদের বাড়ির মাছ। আমাদের টয়লেটের নীচে শিং মাছের অভাব নেই। মাছ গুলো প্রচুর খাবার পায়। খেয়ে খেয়ে মোটা হয়। দেখলাম, বাঁশ দিয়ে টয়লেট বানানো হয়েছে, নীচে পায়খানা গুলো জমে আছে। সেই পায়খানায় মোটা মোটা শিং মাছ কিলবিল করছে। বমি করলাম। করতেই থাকলাম।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:




স্বাধের মাছ ছিলো ধানক্ষেতে বেড়ে-উঠা কোরাল মাছ; ধানে কীটনাশক দেয়াতে উহা বিলুপ্ত হয়েছে; আমি ভোর রাতে, বড়শী দিয়ে সেই মাছ ধরতাম।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: কোরাল মাছ এ ধানক্ষেতে হয় তা আজ প্রথম জানলাম।

আপনার প্রিয় মাছ কি কোরাল?

২| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫০

সোবুজ বলেছেন: আমার ভাল লাগে হাওড়ের রুই মাছ।আর বেশি করে পিয়াজ দিয়ে কেচকি মাছ।এখন খাই স্যামন মাছ।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: আজকাল হাওড়ে রুই মাছ পাওয়া আয় না। তবে মাঝে মাঝে শোল পাওয়া যায়।
কাচকি মাছ খেতে ভালো লাগে।

৩| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: যখন যে মাছ খাই তখন সেটাই প্রিয় মাছ ,
কারণ আমার ইচ্ছে।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

আমার ভালো অভ্যাস আছে,সবমাছেই হ্যা। তবে পছন্দের লিস্ট নেই।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।

৫| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শিং আর মাগুর ছাড়া আমার সব মাছই ভালো লাগে!

শিং মাছের কাহিনীটা দারুণ! :)

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: শিং এবং মাগুর চাষের হয় বলে খাই না।

৬| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৯

গরল বলেছেন: ইলিশ মাছ, বোয়াল মাছ, পাবদা, টেংরা, মহাশোল, নদীর পাঙ্গাস, শোল, তপশে, বৌরাণী, কাজলি, কাঁচকি, কৈ, চাঁদা, লাল কোরাল। এগুলোই আমার পছন্দের মাছ।

ইলিশ মাছ, বোয়াল মাছ, পাবদা, টেংরা, মহাশোল, নদীর পাঙ্গাস, শোল, তপশে, বৌরাণী, কাজলি, কাঁচকি, কৈ, চাঁদা, লাল কোরাল। এগুলোই আমার পছন্দের মাছ।


বৌরাণী মাছ, খুবই সুস্বাদু।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: ছবিতে কি বউরানী মাছ? এই মাছ তো খানি বলেই মনে হচ্ছে। নামও আগে শুনি নাই।

৭| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪২

জুল ভার্ন বলেছেন: প্রিয় জিনিসগুলো নিজের কাছেই গোপন থাকুক।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: গোপন রাখা ভালো নয়।

৮| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৩

সাজিদ! বলেছেন: শেষ লাইন পড়ে বমি আসলো।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: বুঝেন তাহলে অবস্থা। কি অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি।

৯| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫

আমি ব্লগার হইছি! বলেছেন: রুইমাছ আর কাঁচকি মাছ আমার সবচেয়ে প্রিয়। ইলিশের গন্ধ খুব খারাপ লাগে। একসময় ধান ক্ষেতের পানিতে কোরাল মাছ হতো সেটা সোনাগাজীর মন্তব্য থেকে আজ প্রথম জানতে পারলাম। ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের অপরিকল্পিত ব্যাবহারে অনেক সুস্বাদু দেশীমাছ বিলীন হয়ে গিয়েছে। তবে এখন ঐসব কীটনাশকের ব্যাবহার নিয়ন্ত্রণের মধ্যে আসায় এবং বেশ কিছু প্রাকৃতিক কীটনাশকের ব্যাবহার বৃদ্ধি পাওয়ায় ছোট ছোট অনেক দেশী মাছ আবার ফিরে আসছে। আমি ঢাকার বাজারে এমন অনেক নাম না জানা মাছ এখন দেখতে পাই। সেগুলো খেতে বেশ সুস্বাদু।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: কথায় বলে, বাঙ্গালী হলো মাছে ভাতে। কিন্তু আজকাল মনের মতো মাছ পাওয়াই যায় না।

সুন্দরর মন্তব্য করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.