নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ইফতারীর পর আমি হাঁটতে বের হই।
খাবো না, খাবো না করেও খুব বেশি ইফতারী খেয়ে ফেলি আমি। তারপর হাঁসফাঁস লাগে। টানা এক দেড় ঘন্টা হাঁটি আমি। হাঁটতে হাঁটতে বিভিন্ন এলাকায় চলে যাই। সিপাইবাগ যাই, মেরিদিয়া বাজার যাই। তালতলা মার্কেটে যাই। শান্তিনগর যাই। কমলাপুর যাই। ভালো'ই লাগে। অনেক কিছু দেখি। অনেক কিছু ভাবি। কিছু কিছু এলাকা গুলোর গলির বড় অদ্ভুত নাম হয়। যেমন- হাড় ভাঙ্গা মোড়, নয়া পাড়া, বউ বাজার, নিরব গলি, জোড়া খাম্বা, তিন খাম্বা, জিনজিরা ইত্যাদি। এই নাম গুলো কাগজ কলমে নাই। মানুষের মুখে মুখে প্রচলিত। এবং এই গলি গুলো ব্যাপক জনপ্রিয়।
একদিন খিলগা'র দিকে হাঁটতে গেলাম।
দেখি এক চিপা গলির মধ্যে এক বুড়ো লোক পুরান বই আর পত্রপত্রিকা বিক্রি করছে। মনে হয় না কেউ এখান থেকে বই বা পত্রপত্রিকা কিনে। আমার চোখে একটা বই ধরা পড়লো। বইটার নাম 'প্রথম ভালোবাসা ভুলা যায় না'। লেখক নূরজাহান শীলা। অতি সাধারণ প্রচ্ছদ। দুই ফর্মার বই। বইয়ের দাম বেশি না। মাত্র দশ টাকা। যেহেতু পুরান বই। একটা সিগারেটের দাম পনের টাকা। সেই তুলনায় একটা বই মাত্র দশ টাকা! আমি বিশ টাকা দিয়ে বইটা কিনব। বুড়ো বিক্রেতা আমাকে বোকা ভাবলো। যাই হোক, পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই। বুড়ো কে বুললাম, আজ না আগামীকাল এসে বইটা নিয়ে যাবো। পকেটে টাকা না থাকলেও পরিচিত চায়ের দোকান থেকে চা সিগারেট খাওয়া যায়। বই কেনা যায় না।
পরের দিন আবার গেলাম।
'প্রথম ভালবাসা ভুলা যায় না' সেই আগের জায়গায় সাজানো। আমি বিশ টাকা দিয়ে বইটা কিনলাম। আমি জানি অতি সস্তা একটা বই। এই বই পড়া মানে সময়ের অপচয় করা। ফালতু লেখা, যা এক পাতা পড়ার পর মেজাজ খারাপ হবে। রাতের খাবার খেয়ে, বইটা হাতে নিলাম। দেখি, নূরজাহান শীলা কি লিখেছেন। আমি বইটা না পড়েই বুঝতে পেরেছি, এই বইয়ের লেখক নূরহাজার শীলা না। যাই হোক, প্রথম পাতা উলটাতেই- ছোট কন্যা এসে কোলে বসে থাকলো। বইটা পড়া আর হলো না। সেহেরি খেয়ে বইটা হাতে নিলাম। আমি রোজা না রাখলে সেহেরি খাই। সেহেরি এবং ইফতার সময় মতো করলেও সোয়াব আছে। সোয়াবেরর দরকার আছে। একটু একটু করে সোয়াব জমতে জমতে পাহাড় সমান হবে। পাপ কাটা যাবে। বেহেশত যাওয়ার পথ কিছুটা সহজ হবে।
বইটা পরে শেষ করলাম।
ছোট বই। মনে হলো এই বইটা আমি আগে পড়েছি। হ্যাঁ পড়েছি। তখন বইটার নাম ছিলো 'বোরকা পড়া সেই মেয়েটি'। একই কাহিনী। তাহলে বইটার দুই নাম কেন? বইয়ের কাহিনী এই রকমঃ এই বইয়ের নায়ক, নায়িকা একই গ্রামে থাকে। একই স্কুলে পড়ে। নায়করা হত দরিদ্র। নায়কের বাবা কৃষক। তাও অন্যের জমিতে চাষ করে। নায়িকারা ধনী। বিরাট ধনী। কিন্তু ধনী আর গরীবের মাঝে ভালোবাসা হয়ে যায়। এবং তা পুরো গ্রাম জানাজানি হয়ে যায়া। নায়িকার বাবা নায়ককে মারে। খুব মারে। মেরে লাথথি দিয়ে পুকুরে ফেলে দেয়। তারপর নায়িকাকে শহরে পাঠিয়ে দেয়। শেষমেশ নায়ক অনেক কষ্ট করে বড় হয়। লেখাপড়া শেষ করে। তার জীবনে নতুন প্রেম ভালোবাসা হয়। কিন্তু সে তার প্রথম প্রেম ভালোবাসার কথা ভুলতে পারে না। বারবার মনে পড়ে। নায়ক কাঁদে।
সেহেরি খেয়ে যখন বইটা পড়ছি-
তখন হঠাত সুরভি এলো। বলল, ছিঃ তোমারা এত অধপতন হয়েছে! এরকম বই পড়ছো! তোমার রুচি এত নীচে নামলো কেন? তুমি তো এরকম ছিলে না। আমি কিছু বললাম, না। চুপ করে থাকলাম। কি বলব? কি বলার আছে আমার? আমি বলাম, নামাজ শেষ করে এক কাপ চা দিয়ে যাও। তারপর তুমি আরাম করে ঘুমাও। সুরভি যায় না। চোখ বড় করে আমার দিকে আছে। বললাম, বইটা তুমি পড়েছো? না পড়ে বুঝলে কি করে এটা ভালো বই না। যে লিখেছে, তার কি কষ্ট হয়নি লিখতে? তোমার কাছে হয়তো এই বইয়ের দাম নেই। কিন্তু যে লিখেছে ভালোবেসেই লিখেছে। সুরভি বলল, বক বক বন্ধ করো। বেহুদা প্যাঁচাল বেশি করো তুমি। আমি বই পড়ায় মন দিলাম। স্ত্রী লোকের সব কথা কানে নিতে হয় না।
১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: না।
২| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১২
শূন্য সারমর্ম বলেছেন:
পড়েছিলাম এক জায়গায় , "কোনো মেয়ের প্রথম পুরুষ হবার মত সৌভাগ্য আর কিছু নেই।
১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই। এটাই বাস্তবতা।
৩| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্য এবং লেখা পড়ে আমি সত্যি বিভ্রান্ত হই।
আপনি কখনো বলেন ধর্ম মানেন না, কখনো বলেন ধর্ম পালন করেন।
আমাদেরকে বিভ্রান্ত করেন কেন? (আজ বলতেই হয়েছে।)
১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: আমাকে বুঝতে চাইবেন না।
আমাকে জানতে চাইবেন না।
আমি অন্য সবার থেকে আলাদা।
আমাকে 'ছাড়' দিবেন। আমাকে ভালবাসবেন।
ধর্মে অনেক ভালো ভালো কথা আছে। সেগুলো আমি মানি। ধর্মে অনেক গাজাখুরি গল্প আছে, সেগুলো আমি মানি না। যেমন- ধর্মে আছে পিঁপড়া কথা বলছে। এক নবী মাছের পেটে ঢুকে গেছে। দোয়া পরে মাছের পেট থেকে বের হয়েছে এগুলো রুপকথা।
আমি আপনাদের ভালোবাসি। বিভ্রান্ত করি না। আপনারা আমাকে ভুল বুঝেন। আমার দুঃখ হয়।
৪| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার আজকের এই লেখাটা খুবই গুছানো এবং ভালো হয়েছে।
এইটাইপের নাম ওয়ালা বই পড়ার সাহস দেখিয়েছেন আগেও বুঝা গেলো।
১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: দীর্ঘ বারো বছর ধরে নানান রকম লেখা লিখেই চলেছি। পড়েই চলেছি। একটু কিছু তো শিখেছি। জেনেছি।
সস্তা বই এবং সস্তা মুভি আমি সব সময় আগ্রহ নিয়ে পড়ি, দেখি।
৫| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৪
সোনাগাজী বলেছেন:
এখন বাংলাদেশের কোন লেখক মানুষের জীবন নিয়ে লেখেন?
১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: এখন বাংলাদেশে সাহিত্যের অবস্থা ভালো না। সরকারী আমলারা এখন কামকাজ বাদ দিয়ে লেখালেখি শুরু করছেন। মাস শেষে বেতন পাচ্ছেন। একদিন হয়তো সরকারী আমলারা বাংলা সাহিত্য দখল করে নিবেনে।
অগা মগা জগারা এখন লেখক হয়ে গেছেন। তাঁরা পুরস্কারও পাচ্ছেন। তাদের বই নাকি একমাসে নবম সংস্করন বের হচ্ছে। কেমন কি, আমি বুঝি না। আমার কাছে আজিব লাগে!!
লেখকেরা এখন মানুষের জীবন নিয়ে কম লেখেন। তাঁরা লেখন হাড়ব-বাওড় নিয়ে। নদী নিয়ে। ধর্ম নিয়ে। সত্যিকার মানুষের কথা নিয়ে আপাতত কেউ লিখছেন না।
৬| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫
রানার ব্লগ বলেছেন: আজকাল পিডিএফ ভার্সান বই পড়ি কিনে পরা হচ্ছে না ।
১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি, পিডিএফ পড়ে আরাম নাই।
৭| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: কেমনে বুঝলেন বইটা নূরজাহান শীলা লিখেন নি?
১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: নূরজাহান শীলা বলে কোনো লেখিকা নেই। ফেসবুকে সার্চ করেছি। গুগল করেছি। এমন কি লেখকদের ডায়েরী দেখেছি। কোথাও খুঁজে পাই নি।
৮| ১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০২
সোবুজ বলেছেন: বাইরে থেকে এসে হাত মুখ অবশ্যই ধোয়া হয়।তার বদলে অজু করে ফেলবেন অনেক সওয়াব হবে।অজুর দোয়া কি জানেন?
১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: অজুতেও সোয়াব?? বাহ! আল্লাহ সোয়াব এঁর জন্য অনেক ব্যবস্থা রেখেছেন।
৯| ১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
প্রতিদিন বাংলা বলেছেন: (ভালো অর্থে )
লেখক হুমায়ুন সাহেবের ছায়া পড়েছে,
চালিয়ে গেলে আগামীতে জাতি কিছু পাবে ( ইনশাআল্লাহ) ।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: আমি হুমায়ূন আহমেদ কে ফলো করি।
১০| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৮
আগন্তুক৬৯ বলেছেন: আপনি ধূমপায়ী। সারা দিনে কয়টা সিগারেট খান। ব্রান্ডের নাম কি। মাসে কত টাকা খরচ করেন সিগারেটের পিছনে।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি ধূমপান করি।
সারাদিনে ৮ থেকে ১০ টা সিগারেট খাই।
বেনসন খাই।
হিসাব করে সিগারেট খাই না।
১১| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: " ধর্মে অনেক গাজাখুরি গল্প আছে, সেগুলো আমি মানি না। "
রাজিব ভাই, আপনি কুরআন মানবেন। নিজে পড়বেন, পড়ে জানবেন। আমার কাছে কয়েকটা অনুবাদ আছ। ইংলিশও আছে। কুরআনে অনেক তথ্য আছে।
আপনি গাজখুরদের গল্প শুনবেন কেন? আমি কি গাজাখুর? আমার লেখা কী গাজাখুরি গল্প? আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার স্ত্রী সন্তান, মাতা পিতা, ভাই বান্ধব বন্ধুদের মঙ্গলের জন্য দোয়া করবেন সাধ্যানুযায়ী সাহায্য করবেন, আপনি ধনী হলে গরিবদেকে সাহায্য করবেন।
আপনাকে আমি পছন্দ করি, আপনি আমার প্রিয় ব্লগার।
আপনার কাছে কোনটা গাজুখুরি আমি জানতে চাই, আমার মন বলছে আমি হয়তো আপনার দলের।
১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: ধর্মের গাজাখুরি গল্প না মানার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি কোরআন পড়ি। আমার কাছে ভালো অনুবাদ আছে। সৌদি থেকে সবুজ মলাটের কোরআন আছে।
না আপনার লেখা উন্নত। বিশেষ করে ভাষা। ব্যাকারন সুন্দর।
আমার আমার পরিবারের প্রতি যথেষ্ঠ যত্নশীল।
হ্যাঁ আমি গরীবদের সাহায্য করি সারা বছর।
আমাকে পছন্দ করার জন্য শ্রদ্ধা জানবেন।
কোনটা গাজাখুরি সেটা বললে, সমস্য আছে। একদল লোক এসে আমাকে তিরস্কার করবে। জাদিদ ভাই আবার আমাকে হেনারেল করে দিবে। তাই মন ভরে লিখতে পারি না।
১২| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহর আদেশ নিষেধ মেনে চেলার জন্য চেষ্টা করার নামই ইসলাম ধর্ম পালন করা।
রামাদান মোবারক। আমার জন্য দোয় করবেন। অদ্য Hay fever আমাকে খুব সমস্যা করছে, কাজ করতে পারছি না।
আপনার সার্বিক সফলতা কামনা করি।
১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: আমি, আপনি ধর্ম পালন করলে দেশ বা সমাজের কি উপকার হবে?
দোয়ায় কি কাজ হয়?
হ্যাঁ সুস্থ হয়ে যাবেন।
ধন্যবাদ। ভালো থাকুন।
১৩| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:৫৪
প্রতিদিন বাংলা বলেছেন: লেখক বলেছেন: আমি হুমায়ূন আহমেদ কে ফলো করি।
.....................
লিখে যান
[অফ/অন টপিক ]
ফলোও যেন শুধু লেখালেখিতেই সীমাবদ্ধ থাকে
এই দোয়া করি।
আল্লাহ যেন কবুল করে ,করবেন ইনশাআল্লাহ।
১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৪| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০২
আগন্তুক৬৯ বলেছেন: ধূমপান ছেড়ে দেওয়ার কোন পরিকল্পনা আছে। এই টাকা-টা সাশ্রয় করে অনেক গঠনমূলক কাছে খরচ করতে পারেন। গরীবদের সাহায্য করতে পারেন। আপনার স্বাস্থ্যও ভাল থাকবে আবার সোয়াবও পাবেন।
১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: আমার বিলাসিতা বলতে সিগারেট। আপাতত এই বিলাসিতা ছাড়বো না।
গঠন মূলক কাজ করতে অনেক টাকা লাগে। এই অল্প টাকায় কিছুই হবে না।
গরীবদের সাহায্য করি।
আমার স্বাস্থ্য ভালো।
সোয়াব একটা ফালতু কথা।
১৫| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
আমি ব্লগার হইছি! বলেছেন: পড়ে ভালো লাগলো।
১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি রোজা রাখেন?