নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
রাত সাড়ে দশটা।
সুন্দর একটা মসজিদ। তারাবীর নামাজ শেষ অনেক আগেই। মসজিদের দরজা তালা দেওয়া হয়ে গেছে। মসজিদের প্রবেশ পথ দামী মার্বেল টাইলস দিয়ে বাঁধানো। সেই মার্বেল টাইলসের উপর এক পিতা এবং তার কন্যা বসে আছে। কন্যার বয়স ষোল মাস। রাস্তা মোটামোটি নিরিবিলি। তবে মাঝে মাঝে দুই একটা রিকশা আর গাড়ি যাচ্ছে, আসছে। পায়ে হেঁটে কিছু মানুষও যাতায়াত করছে। কন্যা একা একাই খেলছে। কন্যাকে দেখে মনে হচ্ছে, সে আনন্দিত। পিতা মোবাইলে গেমস খেলছে। তার চোখ মুখও আনন্দিত। প্রতিদিন এই পিতা তার কন্যাকে নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতে দেখা যায় আধা ঘন্টা। দৃশ্যটা দূর থেকে দেখতে ভালো লাগে।
একটা সুন্দর আলো ঝলমল করা ফলের দোকান।
এক লোককে দেখা যাচ্ছে, বেছে বেছে ফল কিনছেন। আপেল, নাসপাতি, মালটা আর আনার। প্রতি সপ্তাহে তাকে ফল কিনতে দেখা যায়। ভদ্রলোক বেশ আগ্রহ নিয়ে ফল কিনেন। এই ফল খাবে তার ষোল মাস বয়সী এক মেয়ে। মেয়ে ফল অতি সামান্য খায়, বাকিটা নষ্ট করে। এটা প্রতিদিনকার দৃশ্য। মাঝে মাঝে এক আধদিন কন্যা অনেক আগ্রহ নিয়ে খায়। কন্যাকে সবজি খিচুড়ি খাওয়ানো হয়। কন্যা খেতে চায় না, তাকে নানান রকম কর্মকান্ড করে খাওয়াতে হয়। ফলাফল সারা ঘর খিচুড়ি দিয়ে মাখামাখি। বিছানার চাদর মাখামাখি। ফ্লোর মাখামাখি। জামা কাপড়ে মাখামাখি। অর্থ্যাত কন্যাকে খাওয়াতে গেলে যুদ্ধ করতে হয়।
গভীর রাত।
এক কন্যা ও তার মাতা পাশাপাশি ঘুমিয়ে আছে। গভীর ঘুম। পাশের ঘরে কন্যার পিতা ল্যাপটপ নিয়ে বসে আছে। পিতা ল্যাপটপ বন্ধ করে কন্যার পাশে বসলো। কন্যা বাম হাত বাম গালের উপর রেখে আরাম করে ঘুমাচ্ছে। কন্যা এক পা তার মায়ের গায়ে উঠিয়ে দিয়েছে। মুগ্ধ চোখে পিতা তাকিয়ে আছে কন্যার মুখে দিকে। এই কন্যা ঘুমের মধ্যেও মাঝে মাঝে 'বাবা' 'বাবা' বলে ডেকে উঠে। তখন বাবা কন্যার মাথায় হাত রেখে বলে, কোনো ভয় নেই। তুমি ঘুমাও। তোমার বাবা তোমার পাশে আছে। কন্যা শুনতে পেলো কিনা কে জানে! কিন্তু সে পাশ ফিরে আরাম করে ঘুমায়। ঘুমের মধ্যেই এক হাত দিয়ে বাবাকে ছুঁয়ে রাখে। এই দৃশ্য টাও প্রতিদিনকার।
প্রিয় কন্যা আমার-
তুমি জানো এতক্ষন কার কথা বললাম? হা হা হা। তোমার কথা বলেছি। হ্যাঁ তোমার কথা। তুমি আমার জীবন বদলে দিয়েছো। তুমি আমার জীবন আনন্দময় করে তুলেছো। এখন আমি সর্বদা হ্যাপি। তাই আমি দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। বাইরে থাকলে অস্থির লাগে আমার। কখন বাসায় যাবো। তোমাকে দেখবো। তুমি 'বাবা' 'বাবা' বলে আমার কোলে ঝাঁপ দিবে। তোমাকে কোলে নিবো। তুমি বলবে, বাইরে। আমি বাইরে নিয়ে যাই তোমাকে। সারাদিন ঘরে থাকতে থাকতে তুমি ক্লান্ত। এজন্য আমিই তোমাকে আগ্রহ নিয়ে বাইরে নিয়ে যাই। তাছাড়া এখন আমি কোথাও যাবো না। যেখানেই যাই তোমাকে নিয়ে যাবো। কারন তোমাকে ছাড়া কোথাও গিয়ে আমার ভালো লাগবে না।
রমজান মাস চলছে।
সেদিন তোমাকে নিয়ে আবারো গেলাম ডাক্তারের কাছে। তোমার খুবই ঠান্ডা লেগেছে। নাক দিয়ে সারাদিন পানি পড়ে। রাতের বেলা দুই একবার শুকনো কাশি দাও। দেরী না করে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তোমাকে তিন মাসের ওষুধ দিলো। এতটুকু বাচ্চাকে কেউ তিন মাসের ওষুধ দেয়! আমার মেজাজ প্রচন্ড খারাপ হলো। যাই হোক, সেই ওষুধ তোমাকে দশ দিন খাওয়াবো। যদি উপকার পাও, তাহলে ওকে। তা না হলে অন্য ডাক্তারের কাছে যাবো। ঢাকা শহরে ডাক্তারের অভাব নাই। তোমার মা নামাজ পড়ে। তুমি দেখেছো। এখন তুমি সুযোগ পেলেই নামাজ পড়ো। নামাজে দাঁড়িয়ে বিড় বিড় করে যেন কি বলো! আজিব! সেদিন দেখলাম রাতা দুটায় তুমি নামাজ পড়ছো! তোমাকে একটা হিজাব কিনে দিয়েছি।
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাবুকে কি এলার্জির ওষুধ দিয়েছে ?
alcet syrup ?
আপনার মত আমিও ছেলেকে নিয়ে ঘুরি ! উদ্দেশ্যহীন ভাবে হেঁটে বেড়াই আর গল্প করি। সেইসব গল্প সে বোঝে না , ছোট তো ! তবে বড় হলে এই গল্প আর করা করবো না ।
আল্লাহ ভালো রাখুক সবাইকে।
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: ডাক্তার যে ওষুধের কথা বলে সেটাই কিনি।
হ্যাঁ সময় পেলেই ছেলেকে নিয়ে ঘুরে বেড়াবেন। এটার দরকার আছে।
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: ডাক্তার যে ওষুধের কথা বলে সেটাই কিনি।
হ্যাঁ সময় পেলেই ছেলেকে নিয়ে ঘুরে বেড়াবেন। এটার দরকার আছে।
৩| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পিচ্ছির জন্য শুভকামনা।
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: জনাব, আমার কন্যার নাম ফারাজা তাবাসসুম খান (ফাইহা)।
পিচ্চি নয়।
৪| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: গোপাল ভাড় চলছে?
আমার ছোট মেয়েও গোপাল ভাড় দেখে, সেই সুযোগে আমিও দেখি কখনো কখনো।
আপনার কন্যাদের জন্য ভালোবাসা আর শুভকামনা রইলো।
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: মেয়েটা টিভি দেখতে পছন্দ করে।
৫| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: কন্যা বড় হয়ে যাচ্ছে আরও বড় হবে
ঘর আলোকৃত করবে চাঁদের সাথে কথা কবে
ঘাসফড়িংদের সাথে খেলবে- কন্যা তোমার
আপতবিপত দুরহোক এই কামনা করি---------------
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৫
প্রতিদিন বাংলা বলেছেন: আনন্দময়
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ১৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
সন্তানহীন বাবারা কিভাবে কমেন্ট করবে পোস্টে?
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: সন্তানহীন বাবারা অন্যের ছেলেমেয়েকে নিজের ছেলে মেয়ে ভেবে কমেন্ট করবে।
৮| ১৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৭
সোবুজ বলেছেন: বেশিক্ষণ টিভির সামনে থাকলে চোখের সমস্যা হয়।যতটা সম্ভব বাচ্চাদের সাথে গল্প গুজব করাই ভালো।
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: হ্যাঁ। জানি। কিন্তু কি করবো। সে টিভি দেখতে ভীষন পছন্দ করে।
৯| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৮
এম ডি মুসা বলেছেন: বর্তমান চিত্র সময়ের সাথে
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: হুম।
১০| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬
সোনাগাজী বলেছেন:
খাওয়ানোর আগে তাকে বলবেন খাবার সময় হয়েছে, নিজের চেয়ারে গিয়ে বসতে; সে চেয়ার থেকে উঠে গেলে, তাকে খাওয়ানোর চেষ্টা করবেন না; তাকে বলবেন চেয়ারে বসে খেতে; সে না'খেতে চাইলে খাবানোর চেষ্টা করবেন না; আপনাদের সাথে টেবিলে বসতে দিবেন।
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। চেষ্টা অব্যহত আছে। তার নিজের রিচ্ছা তৈরি হয়েছে। আমাদের ইচ্ছা মানতে সে নারাজ হয়।
১১| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৬
সাহাদাত উদরাজী বলেছেন: আনন্দে কাটুক সময়।
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আনন্দেই কাটছে।
১২| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফারাজাকে নিয়ে আপনার দিনলিপি লিখেছেন। পড়তে ভালো লেগেছে। + +
১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩
জুল ভার্ন বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আল আমীন কন্যা ও তার পরিবারের সবাইকে হেফাযত করুন।