নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দুঃখী আমজাদ

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৩

ছবিঃ গুগল।

ছেলেটার নাম আমজাদ মিয়াঁ।
আমাদের এলাকাতে থাকে। বয়স ত্রিশ হবে। আমজাদ পুরো কোরআন মুখস্ত। এমন কি সহী হাদীস তার সব জানা আছে। কোরআন বা হাদীস নিয়ে কোনো প্রশ্ন করলে সে সাথে সাথে উত্তর দিতে পারে। তার যোগ্যতা বলতে এই টুকুই। আমজাদের বাবার ইচ্ছা ছিলো ছেলেকে কোরআনে হাফেজ বানাবেন। বানিয়েছেন। আমজাদ খুব সুন্দর করে কোরআন তিলায়াত করতে পারে। তার গলা সুন্দর। আমি মাঝে মাঝে তার কাছ থেকে সহী হাদীস শুনি। বাসায় এসে বোখারী শরীফ মিলিয়ে দেখেছি। সে ভুলভাল বলে নাই। তবে কোরআন, হাদীসের বাইরে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না। ডারউইন, স্টিফেন হকিং, লালন, এডিসন, মেন্ডেলা, গোর্কি এদের কাউকে সে চিনে না। ধর্মের বাইরে তার কোনো জ্ঞান নেই।

আমজাদের বাবা মারা গেছেন দুই বছর হলো।
এখন সংসারে মা আর ছোট ভাই। আমজাদ চায় না ছোট ভাই কোরআন, হাদীস শিখুক তার মতো। আমজাদ চায় না ছোট ভাই মাদ্রাসায় পড়ুক। সে চায় তার ছোট ভাই যেন স্কুলে যায়। কলেজে যায়। বিশ্ববিদ্যালয়ে যায়। কারন শুধু মাত্র কোরআন, হাদীস জেনে আমজাদ কোথাও চাকরী পাচ্ছে না। তার বড় বড় ডিগ্রী নাই। আমজাদকে যখন জিজ্ঞেস করা হয়, তোমার যোগ্যতা কি? সে বলে আমি কোরআন মুখস্ত বলতে পারি। নবিজির হাদীস আমার মূখস্ত। এতটুকু যোগ্যতায় তাকে কেউ চাকরী দিচ্ছে না। সে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা চাকরী খুজেছে। তাকে কেউ চাকরী দেয়নি। আমাদের দেশের বেশির ভাগ মানুষ মুসলমান। ধার্মিক। তবু কেন কেউ আমজাদকে একটা চাকুরী দিবে না? আসমানী কিতাব তার মূখস্ত। নবিজির হাদীস তার সব জানা।

আমজাদ কম্পিউটার চালাতে পারে না।
কম্পিউটারের কোনো কাজই পারে না। কোনো হাতের কাজ শিখে নাই। শুধু শিখেছে কোরআন আর হাদীস। তার বাবা তাকে বলেছেন, কোরআন আকড়ে ধরো। এই কোরআন তোমাকে সব কিছু থেকে রক্ষা করবে। তুমি বড় আলেম হবে। আল্লাহর কোরআন শিখবে। এঁর চেয়ে বড় দুনিয়াতে আর কিছু নাই। হাদীস শিখো। আমজাদ তার বাবার কথা মতো চলতে গিয়ে আজ সে বেকার। সংসারে অভাব। বাধ্য হয়ে মাদ্রাসাতে গিয়েছে আমজাদ চাকরির আশায়। সেখানেও তার চাকরী হয়নি। আমজাদ খুব করে বলেছে, আমি বাচ্চাদের কায়দা, আমপাড়া আর কোরআন শিখাবো। মাদ্রাসা থেকে বলা হয়েছে, আমাদের আরবী শিক্ষক লাগবে না। আমজাদ মসজিদে গিয়েছে চাকরীর জন্য। আযান দিবে, নামাজ পড়াবে। চাকরী হয়নি। এখন সে কিভাবে বেঁচে থাকবে মা ও ছোট ভাইকে নিয়ে?

এই আধুনিক যুগে এসে আমজাদ আজ দিশেহারা।
তার বাবার ভুল সিদ্ধান্তের কারনে আজ তার এই অবস্থা। এজন্য সে তার ছোট ভাইকে বলেছে, তোমাকে মাদ্রাসায় পড়তে হবে না। মাদ্রাসায় পড়লে আমার মতো অবস্থা হবে। চাকরী পাবে না। আজ যদি আমি কলেজ, ইউনিভার্সিটিতে কোনো বিষয় নিয়ে লেখাপড়া করতাম তাহলে আমার ভালো একটা চাকরী হতো। কোরআন হাদীস দিয়ে চাকরী পাচ্ছি না। অথচ আব্বা বলে গিয়েছিলো- কোরআন আকড়ে থাকো। এখন সংসার চলবে কি করে? খাবো কি? ঘরভাড়া দিবো কিভাবে? আমজাদের জন্য আমার খুব মায়া হলো। আমি আমার এলাকার মসজিদের হুজুরকে বললাম, হুজুর আমজাদকে একটা কাজ দেন। তার গলা ভালো। সে সুন্দর করে আযান দিতে পারবে। হুজুর বললেন, আমাদের মোয়াজ্জেম আছে।

আমজাদ আজ হতাশ।
সে তার হতাশা কাটানোর জন্য কোরআন পড়ে। হাদীস পড়ে কিন্তু তার হতাশা কাটে না। ক্ষুধা মিটে না। অসুস্থ মাকে চিকিৎসা করাতে পারে না। সে সূরা পড়ে মাকে ফু দেয়। কিন্তু মা সুস্থ হোন না। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে শুধুমাত্র খেয়েপড়ে বেঁচে থাকার জন্য আর্জি জানায়। ফলাফল শূন্য। বছরের পর বছর পার। মাঝে মাঝে আমজাদ তার বাবার উপরে খুব রাগ করে। তার বাবা যদি তাকে মাদ্রাসায় না পড়িয়ে স্কুল কলেজে পড়াতো তাহলে সে ভালো একটা চাকরী পেতো। কোরআন, হাদীস মুখস্ত করে সে আজ বেকার। কোনো কিছুই তার ভালো লাগে না। এখন সে কোরআন, হাদীস পড়ে না। সে এখন ড্রাইভিং শিখছে। আমিই তাকে বুদ্ধি দিয়েছি। আমার পরিচিত একজন আছেন। তার গাড়ি আছে। সে বলেছে, আমজাদকে তাঁরা গাড়ি চালানোর কাজটা দিবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:


যাক, তার একটা ব্যবস্হা হবে।

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: ঈদের পর সে চাকরীতে জয়েন করবে।

২| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



টেষ্ট কমেন্ট, একপোষ্টে কমেন্ট করলাম, বললো নন-এলাউড।

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: সামুতে আমি হাবিয়া দোজকের মাঝামাঝি আছি। তাই এমনটা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.