নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আজ ২৭ রোজা।
আরা দুই, তিন পর ঈদ। চারিদিকে আনন্দের আমেজ। এবার মানুষ ঈদের আগেই লম্বা ছুটি পেয়ে গেছে। শবে কদর পড়েছে বৃহস্পতিবার। শুক্র, শনি এমনিতেই বন্ধ থাকে। ঢাকার লোকজন বেশ আরামেই ঢাকা ছাড়তে পারছেন। আগামী এক দুই দিনের মধ্যে ঢাকা আরো ফাঁকা হয়ে যাবে। এবার ঈদ টা মানুষের বেশি আনন্দময় হবে। কারন গত দুই বছর মানুষ শান্তিতে ঈদ করতে পারেনি করোনার জন্য। এবার করোনা নেই। লোকজন পাগলের মতো কেনাকাটা করছে। মার্কেট গুলোতে খুব ভিড়। বাইরের মানুষের কথা কি বলল, আমার বাসার মানুষ কেনাকাটা করতে করতে ক্লান্ত। একবার নিউমার্কেট যাচ্ছে। একবার বসুন্ধরায় যাচ্ছে। একবার যমুনাতে যাচ্ছে। মার্কেতে যদি দুই ঘন্টা থাকে জ্যামে বসে থাকতে হয় তিন ঘন্টা।
আমি এখন পর্যন্ত মার্কেট যাই নাই।
জানেন, যাবোও না। ভিড় আমার ভালো লাগে না। সুরভি আমার জন্য কেনাকাটা করেছে। অথচ আমার কেনাকাটার কোনো দরকার ছিলো না। সুরভি পাঞ্জাবী কিনেছে। পাঞ্জাবী আমি পরি না। যদি পরিও বছরে এক দুইবার। আমার জামা কাপড় দিয়ে আলমারি ভরতি। গত তিন মাসে বুয়াকে আমার ১৩ টা শার্ট দিয়েছি। ৬ টা গেঞ্জি দিয়েছি। ৯ টা প্যান্ট দিয়েছি। বুয়ার স্বামী শার্ট, প্যান্ট আর গেঞ্জি পেয়ে খুব খুশি। সুরভিকে বলেছি, আমার জন্য কিছু কেনার দরকার নাই। সে আমার কথা শুনে নাই। পাঞ্জাবী কিনেছে। শার্ট কিনেছে। জুতো কিনেছে। আমার মা আমার জন্য কেনাকাটা করেছে। ভাবীও আমার জন্য কেনাকাটা করেছে। আজিব ব্যাপার! এত কেনাকাটা কেন? আমি কি বাচ্চা ছেলে? শুধু শুধু তাঁরা টাকার অপচয় করলো। টাকা অপচয় করা ঠিক না।
আসলে পরিবারের সবাই সবার জন্য কিনেছে।
এভাবে আমাদের পরিবারের একজন সদস্য ৫/৬ টা করে জামা উপহার পেয়েছে। ফাজারা ঈদ উপহারে রেকর্ড করেছে। সে সব মিলিয়ে ২৭ সেট জামা পেয়েছে। এই ২১ সেট জামার মধ্যে ১০ সেট জামা দিয়েছে তার খালা। খালা ইটালি থেকে জামাটামা পাঠিয়েছে। ঈদ মানেই কি জামা কাপড়? আর খাওয়া দাওয়া? জামা কাপড় তো ঈদ ছাড়াও আমরা কিনি। আর খাবার তো প্রতিদিনই খাচ্ছি। আমার শুধু আব্বার কথা মনে পরে। আব্বা হঠাত করে মরে গেলো। দেখতে দেখতে দেড় বছর হয়ে গেলো। সুখে দুঃখে বারবার আমার আব্বাকে মনে পড়ে। আব্বা বেঁচে থাকলে আমার জীবন আরো আনন্দময় হতো। বাবাদের দীর্ঘদিন বেঁচে থাকা দরকার।
আজ আমাদের বাসায় একটা অনুষ্টান ছিলো।
বাবুর্চি রান্না করেছে। রান্না খুব ভালো হয়েছে। খেয়ে আরাম পেয়েছি। গত কয়েকদিন ধরে, আমি প্রতিদিন ২/৩ করে বাজারে যাচ্ছি। একটা সংসারে কত কিছু যে লাগে! দুইটা নারকেল কিনলাম ২৫০ টাকা দিয়ে। নারকেলের এত দাম হওয়ার কারন কি? দুটা নারকেল সর্ব্বোচ ১২০ টাকা হতে পারে। সব কিছুর দাম বেড়েছে। মাছ, মূরগী, মাংস, তরকারী। তবে একটা বিষয় ভালো লাগে, বাজারে কোনো কিছুর অভাব নাই। জিনিসপত্রের দাম বাড়লেও লোকজনের হাতে টাকা আছে। লোকজন ইচ্ছা মতো কেনাকাটা করছে। করেই যাচ্ছে। লোকজনের কেনাকাটা দেখতে আমার ভালো লাগে।
©somewhere in net ltd.