নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার কন্যা আমাকে প্রশ্ন করে।
তার প্রশ্নের শেষ নেই। অদ্ভুত সব প্রশ্ন। আজ প্রশ্ন করলো- বাবা 'কে বেশি জ্ঞানী, যে বেশি প্রশ্ন করে নাকি যে উত্তর দেয়'? আমি তার প্রশ্ন শুনে বলি- খুব সুন্দর প্রশ্ন। খুব মজার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি এখন দিবো না। আগামীকাল দিবো। আজ আমি তোমার প্রশ্নটির উত্তর নিয়ে ভাববো। ভেবে ভেবে একটা সিদ্ধান্তে আসবো। হুট করে একটা বোকার মতো উত্তর দিয়ে দেওয়া ঠিক হবে না। কারন এই প্রশ্নের উত্তরটা অনেক জ্ঞানীগুনী লোকেরা পড়বেন। বোকার মতো উত্তর দিলে তাঁরা হাসবেন। অথবা রাগ করবেন। আমি বিশ্বাস করি- একজন জ্ঞানী ব্যাক্তি মানবতার সম্পদ, মানব জাতির সম্পদ। তাহলে একজন বোকা ব্যাক্তি কি?
ছোটবেলা আমার শিক্ষক বলতেন,
প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। আমি রাগ করবো না। আমাকে প্রশ্ন করলেই তুমি শিখতে পারবে, জানতে পারবে। প্রশ্ন না করে বোকার মতো বসে থাকলে তোমার ক্ষতি। তুমি কিছু শিখতে পারবে না। জানতে পারবে না। জানার প্রথম শর্তই হচ্ছে- প্রশ্ন করা। সাহস করে প্রশ্ন করে ফেলো। আবার এমনও শিক্ষক দেখেছি, প্রশ্ন করলে রেগে যেতেন। তবে আমি খুব প্রশ্ন করতাম। এখনও প্রশ্ন করি। আমার কৌতূহল বেশি। এদিকে ইসলাম ধর্ম বলছে, প্রশ্ন করো না। শুধু বিশ্বাস করে যাও। যীশু বলেছেন, বিশ্বাস করো। তাহলে পাবে। দেবদেবীরা বলেন, ভগবানের উপর বিশ্বাস রাখো। সব পাবে। ভগবান সব দেবে।
মানুষ প্রশ্ন করে জানার জন্য।
আর যে উত্তর দেন তিনি জানেন বলেই উত্তর দিতে পারছেন। অর্থাৎ আপাতত বলা যেতে পারে- যিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনিই বেশি জ্ঞানী। অন্তত প্রশ্নকারীর চেয়ে। সব মানুষের জ্ঞান সমান হয় না। আর সব মানুষ সব কিছুতে জ্ঞানী হয় না। সুন্দর একটা প্রশ্ন করতেও জ্ঞান লাগে। ভালো জ্ঞান না থাকলে ভালো প্রশ্ন করা যায় না। ধরুন, আমার জানতে ইচ্ছা করলো আফগানিস্তানের নারীরা কেমন আছে? আপনি সুন্দর করে উত্তর দিলেন। আপনার উত্তর পেয়ে আমি মুগ্ধ! আবার আপনি আমার কাছে জানতে চাইলেন, আমস্টারডাম শহরের নারীরা কতটা স্বাধীন। সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিলাম। একেকজন একেক বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন। জ্ঞান তো জমিয়ে রাখতে হয় না। জ্ঞান বিলিয়ে দিতে হয়।
জ্ঞানী ব্যাক্তিরা কথা কম বলেন।
তাঁরা বেশী শুনেন। অবশ্য আমি বলি কম। শুনি বেশী। একটা হাদীসে পড়েছিলাম- হযরত মূসা (আঃ) এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাঁকে জিজ্ঞেস করা হলো- কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমিই সর্বাধিক জ্ঞানী। মূসা (আঃ) এর আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করে! অন্যদিকে মহামতি সক্রেটিসকে সবাই জ্ঞানী বলেই জানতেন। মানতেন। অথচ সক্রেটিস হতাশ হয়ে বলতেন- 'আপনি বা আমি, আমরা কেউই জ্ঞানী নই। তবে আপনার চেয়ে আমার জ্ঞান একটুখানি বেশি এই অর্থে যে, আমি অন্তত এতটুকু জানি যে আমি কিছুই জানি না। সত্রেটিস চমৎকার কথা বলেছেন। এই জন্যই কথায় বলে, বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু অনেক ভালো। আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জংগল ভালো।
কোরআনে আল্লাহ মানুষের বহু প্রশ্নের জবাব দিয়েছেন।
হাদীসে নবীজি তার সাহাবীদের অসংখ্য প্রশ্নের জবাব দিয়েছেন। এমনকি নবীজি বিধর্মীদের প্রশ্নের জবাব দিতেন হাসিমুখে। ''জ্ঞানী লোকেরা কথা বলেন কারণ তাঁদের বলার কিছু আছে আর বোকারা কথা বলেন কারণ তাঁদের কিছু বলতে হবে''। এই কথা বলে গেছেন গ্রেট দার্শনিক প্লেটো। আমাদের সমাজে জ্ঞানী বা বোকা কথা বলায় কেউ কম যান না। সাধারনত মানুষ কথা বলতে ভালোবাসে। বাঁচতে হলে জানতে হয়। আর জানতে হলে অনেক অনেক প্রশ্ন করতে হয়। মানুষের জানার আগ্রহ'ই মানুষকে গুহা থেকে বের করে নিয়ে এসেছে। আজকের আধুনিক পৃথিবী মানুষের জ্ঞানের ফসল।
আমি একজন বোকা মানুষ।
লোকজন আমাকে সব সময় পচা ছেঁড়া নোট গুলো দেয়। আমি কিছু বললি না। চুপ করে নিয়ে আসি। আমার ড্রয়ার ভরতি পচা ছেঁড়া টাকা দিয়ে। অথচ আমি কাউকে কখনও ছেঁড়া পচা টাকা দেই না। আমি নিজে ঠকি অথচ কাউকে ঠকাই না। রিকশাচালক চল্লিশ টাকার ভাড়া ৮০ টাকা চাইলেও আমি ঝগড়া করি না। রাগ করির না। রেস্টুরেন্টে আমাকে ঠান্ডা রুটি বা পরোটা দিলেও আমি রাগ করি না। ঠান্ডা রুটিই হাসি মুখে খেয়ে নিই। লন্ড্রীতে কাপড় আয়রন করতে দেই। তিন দিন পর কাপড় আনতে গেলে বলে এখনও আয়রন হয়নি। আমি রাগ করি না। ক্ষমা করে দেই। মানুষকে ক্ষমা করেতে আমার ভালো লাগে।
জ্ঞান হচ্ছে আমাদের চিন্তা শক্তিকে সাহায্য করবার মাধ্যম।
প্রচলিত জ্ঞান ছাড়াও নিজের ইমেজিনেশন (চিন্তাকে) কাজে লাগাতে হবে। যেমনটি আলবার্ট আইনষ্টাইন বলেছেন, "imagination is more powerful than knowledge". মনে রাখতে হবে, "জগতে নিজের কর্মই বেচে থাকে"। দেহ এর বিলীন হলে তাই শক্তির বিলীন হবার ধারনা ভুল। একারনেই নাস্তিকতা ধারনার সীমাবদ্ধতা আছে ।
০৩ রা জুন, ২০২২ রাত ৩:০০
রাজীব নুর বলেছেন: আপনি কি বোকা না জ্ঞানী?
২| ০৩ রা জুন, ২০২২ রাত ২:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি শিক্ষিত মানুষ। কথায় আছে ব্যবহারে বংশের পরিচ্য মিলে। লোম পাকনা বেয়াদব দের হাতিয়ার হল গালি। জন্মপরিচয় হীন বস্তি নোংরাদের লেভেলে আপনি নামতে পারবেন না। বেয়াদব হওয়ার চেয়ে বোকা হওয়া ভাল।
০৩ রা জুন, ২০২২ রাত ৩:০৩
রাজীব নুর বলেছেন: আমাদের বংশে একটা অলিখিত নিয়ম আছে।
মন্দ কথা বলা যাবে না। মিথ্যা বলা যাবে না। মুরুব্বীদের সম্মান করতে হবে। ধনী গরীব সকলকে সালাম দিতে হবে। কেউ খাবার চাইলে তাকে খাবার দিতে হবে। বড়দের সাথে তর্ক করা যাবে না। এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলা বন্ধ করা যাবে না। রাগ করা যাবে। হিংসা করা যাবে না।
৩| ০৩ রা জুন, ২০২২ রাত ৩:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: বাহ! এই হইল শিক্ষা। সবার কপালে এটা জুটেনা।
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: আমার বাপ চাচারা ১১ ভাই বোন। তাদের মিল মহব্বত দেখলে অবাক হয়ে যাবেন। একজন আরেকজনকে ছাড়া খায় না। এখন তাঁরা অনেক বয়স। তবু একজন আরেকজনকে মুখে তুলে খাইয়ে দেয়।
৪| ০৩ রা জুন, ২০২২ রাত ৩:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনি কি বোকা না জ্ঞানী?
আমি নিতান্তই একজন বোকা মানুষ!
কথা সত্য!
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: আমারও তাই ধারনা।
৫| ০৩ রা জুন, ২০২২ সকাল ৮:৫১
শেরজা তপন বলেছেন: একবার বললেন ইসলাম ধর্ম বলেছে-প্রশ্ন কোরনা। বিশ্বাস করে যাও
ফের বলেলন, হাদিসে বলেছে নবিজী তার সাহাবীদের অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছেন। এমনকি বিধর্মীদের প্রশ্নের উত্তর দিয়েছেন
হাসিমুখে।
আবার নবী মুসা নিয়ে অন্য এক কথা বললেন।
এসব তথ্য কি অথেনটিক?
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: আসলে আমারই দোষ আমি গুছিয়ে লিখতে পারিনি। তাই আপনার এমনটা মনে হচ্ছে।
৬| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:১৫
জুল ভার্ন বলেছেন: বিষয় বহির্ভূত এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন করা ফাজিলের লক্ষ্মণ - এই কথাটা যেনো আমরা আমাদের সন্তানদের শিখাই।
এলোমেলো চিন্তার লেখা।
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: আপনি অস্থির সময় কাটাচ্ছেন।
বিকেন্দ্রিক হয়ে গেছেন।
৭| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:১৭
ছাকিব নাজমুছ বলেছেন: আলোচ্য বিষয়টা একটু জটিল । আপনি আলোচনা করেছেন চমৎকার ভাবে ।
আর আমি নিজেও বোকাদের দলে ।
ভালো থাকুন । সুস্থ থাকুন ।
ধন্যবাদ ।
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনিও ভালো থাকুন। সুস্থ থাকুন।
৮| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
আমি প্রশ্নের পক্ষে।
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: আমিও।
৯| ০৩ রা জুন, ২০২২ সকাল ১০:২২
সোনাগাজী বলেছেন:
মেয়ে কি জানে যে, আপনি ব্লগিং করেন?
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: হ্যাঁ বড় কন্যা জানে।
বড় কন্যা ইংরেজি গল্প কবিতা লিখে। সে বাংলা টাইপ করতে পারে না।
১০| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ইদানিং আপনার পোস্ট গুলি কেমন যেনো হয়ে যাচ্ছে।
পড়ে আরাম পাই না।
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: কিছুটা সহমত।
সামনে চেষ্টা করবো ''আরাম'' যেন পান। সেই রকম লেখা লিখতে।
১১| ০৩ রা জুন, ২০২২ দুপুর ২:০৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: আরেকটু টাইম নিয়ে লিখতে পারতেন, মনে হয় বেশি তাড়ায় ছিলেন
০৩ রা জুন, ২০২২ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: ঐ এক দোষ আমার। তাড়াহুড়া।
১২| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আগের রাজীব নুর কে পাচ্ছিনা। আপনার লেখায় কোন সমস্যা হচ্ছে। মনে হচ্ছে অনেক কিছু মাথার মধ্যে জমে আছে কিন্তু লেখার সময় এলোমেলো হয়ে যাচ্ছে।
সময় নিন। ফিরে আসুন।
০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।
১৩| ০৩ রা জুন, ২০২২ রাত ৯:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমারও তাই ধারনা।
আপনি জ্ঞাণী মানুষ উপরন্ত
বরিশালের জামাই, তাই
আপনার ধারণা সঠিক!
ভুল হবার কথা নয়!
০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: হা হা হা---
রসিক মানুষ আপনি।
১৪| ০৩ রা জুন, ২০২২ রাত ১১:৫৯
[email protected] বলেছেন:
ইওটুবের লিংকে নাটক দেখে গল্পের লিংকে গল্প পরেন
আপ্নে বুদ্ধিমান মানুষ
নাটক গল্প কে কার কপি বুজলে বুজপাতা
গল্পঃ নওরিনের বিপদ
০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ০৫ ই জুন, ২০২২ রাত ২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার এই পোষ্ট
নিয়ে ঝড় বইছে
খবর রাখেন কি?
আজকের লেখা কই?
০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: কেমন আছেন? কি খবর?
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২২ রাত ২:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেশি জ্ঞানী সে যে কথা বিলে কম!
বেশি প্রশ্নও করেনা আবার বেশি
উত্তরও দেয়না। সে প্রশ্নও শুনে
আবার উত্তরও শুনে।
তা হলে ভুল হবার সম্ভাবনা কম
থাকে।অনেকে ভুল প্রশ্ন ও ভুল
উত্তর দিয়ে বোকামী জাহির করে।