নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীববৈচিত্র্যকে বজায় রাখার জন্য আমরা ব্যক্তিগতভাবে কিরকম পদক্ষেপ নিতে পারি?

১১ ই জুন, ২০২২ রাত ১০:৪৬



আর ২০/২৫ অথবা ৩০ বছর পর জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর অনেক দেশ ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। অথচ সেই দেশ গুলোর সরকার জলবায়ু নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না। মানুষসহ সমগ্র প্রাণী ও উদ্ভিদ জগতের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক ভারসাম্য একান্ত অপরিহার্য। পৃথিবীতে কোটি কোটি প্রাণীর বাস, একেই জীববৈচিত্র্য বলে। অথচ মানুষ সব ধ্বংস করে দিচ্ছে।

প্রতিটা মানুষের উচিৎ গাছ লাগানো। সারা দেশ গাছ দিয়ে ভরে ফেলতে হবে। পুরো দেশ হয়ে যাবে সবুজ। গাড় সবুজ। আর কয়েকদিদন পর বর্ষাকাল শুরু হবে। গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু। প্রাকৃতিক যে কোনো বিপদ-আপদ থেকে আমাদের বাঁচাবে গাছ। অথচ আমাদের দেশে লোকজন পাগলের মতো গাছ কেটে চলেছে। বন উজাড় করে ফেলছে। পরিবেশ দূষণ রোধ করতে জীব মণ্ডলের সার্বিক সংরক্ষণ ও কার্যকারিতা বজায় রাখার কারণে জীববৈচিত্র্যর বিকল্প নেই। বন ও পরিবেশ মন্ত্রনালয় সারা বছর কি করে কে জানে! তাদের উচিৎ গত ৫ বছর তাঁরা কি কি কাজ করেছে সেসব তালিকা জাতির সামনে প্রকাশ করা।

একসময় গ্রামে নানান রকম পশু পাখি দেখা যেত। আজকাল সুন্দরবনেও পশু পাখি দেখা যায় না। কত প্রাণী বিলুপ্তির হয়েছে তার হিসাব নেই। মানুষ সব তছনছ করে দিচ্ছে। বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছে। এতে ক্ষতি হচ্ছে মূলত পৃথিবীর। আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীর ক্ষতি করে চলেছি ক্রমাগত! কিছু দিন আগে আগুন লাগলো আমাজান জঙ্গলে। সীমাহীন ক্ষতি হয়েছে পৃথিবীর। এই ক্ষতি কোনো কিছুর বিনিময়ে পোষানো যাবে না। মানুষ যত অন্যায় করবে প্রকৃতির উপর, প্রকৃতি মানুষকে ক্ষমা করবে না। কঠিন শাস্তি দিবে। জীববৈচিত্র্য সংরক্ষণ করা গেলেই কেবল পৃথিবী হবে মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ।

প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো। এজন্য এমন কিছু করা যাবে যে যাতে প্রকৃতির ক্ষতি হয়। পৃথিবীতে এমন দেশও আছে, যেখানে বিনা প্রয়োজনে একটা গাছ কাটলে জেল জরিমানা হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা বই আছে 'পার্থিব' নাম। সেই বইয়ে একটা চরিত্র আছে। সে গাছ ভালোবাসে। গাছ যে কত গুরুত্বপূর্ন সে কথা ভাবে আর যারা গাছ কাটে তাদের প্রতি রাগ করে। মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র প্রভৃতির জন্য সরাসরি প্রকৃতির ওপর নির্ভরশীল। যেকোনো দেশের জীববৈচিত্র্য সেই দেশের সম্পদ। বিভিন্ন প্রজাতির জীব, প্রকৃতিকে বৈচিত্র্যময় ও সুন্দর করে তোলে। সরকারের বহু প্রতিষ্ঠান মাস শেষে শুধু বেতন নেয়। কোনো কাজ করে না। শুধু বছরে একদিন তাঁরা খুব কাজ দেখায়। যদি সেদিন কোনো 'দিবস' থাকে।

প্রত্যেক জীবের এই পৃথিবীতে বেঁচে থাকার পূর্ণ অধিকার আছে। পরিবেশে অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের ভূমিকার কথা আমরা সবাই জানি। নিরাপদ পৃথিবী রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা অপরিসীম। এই আধুনিক যুগে এসেও 'জীববৈচিত্র্যের সংরক্ষণ ও গুরুত্ব সম্বন্ধে' মানুষজনকে সচেতন করতে হয়। জীববৈচিত্র্যের বিলুপ্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরাই, মানবজাতি। আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থানের জোগানদার আমাদের পারিপার্শ্বিক জীবজগৎ। মানুষের লোভ মানুষের অধপতনের জন্য দায়ী। তাই আসুন সবাই এই বর্ষায় অন্তত দুইটি করে গাছ লাগাই।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২২ রাত ১১:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: শুকনো পাতা গুলো ঝড়ে যাক, শুধু সবুজ গুলো বেঁচে থাক।

১২ ই জুন, ২০২২ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

২| ১১ ই জুন, ২০২২ রাত ১১:০২

শূন্য সারমর্ম বলেছেন:

ঢাকার সব গাছ কেটে, দালানের নগরী হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করা দরকার।

১২ ই জুন, ২০২২ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ কোনো কারনে ক্ষতিগ্রস্ত হলে সবার আগে মারা যাবে ঢাকা শহরের মানুষজন।

৩| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৩৮

সোনাগাজী বলেছেন:



জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের জাতি।

১২ ই জুন, ২০২২ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: জলবায়ু পরিবর্তনে যে ক্ষতি হবে, সেটা শেখ হাসিনা দেখে যেতে পারবেন না।

৪| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৫১

সোহানী বলেছেন: আপনি তো আহবান জানালেন কিন্তু ছোট্ট একটা দেশে ২০ কোটি লোক। থাকবে কোথায়???

গাছতো লাগাবেনই সাথে দরকার এ জন গোষ্ঠির কোন ব্যবস্থা করা। দেশকে বাচাঁতে হলে কিছুতো করতেই হবে।

১২ ই জুন, ২০২২ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: এই বিশাল জনসংখ্যা যদি কাজে লাগানো যায়, তাহলে আমাদের দেশ পিছিয়ে থাকবে না।

৫| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি এখন পর্যন্ত কয়টি গাছ লাগিয়েছেন?

১২ ই জুন, ২০২২ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব, আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না।
শুনুন গাজীপুরে আমার জায়গা ছিলো। ৫ শতাংশ। এই জায়গা আমার নিজের। বাপ দাদার না। আমার নিজের ইনকাম থেকে কেনা।

সেখানে মূরগী পালন করেছি। অনেক রকমের গাছ লাগিয়েছি।
কিন্তু সেই জায়গা আজ আর আমার নেই।

৬| ১২ ই জুন, ২০২২ রাত ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা কেমন কথা বললেন!!!
আমি জানি না বলেই তো আপনার কাছে জানতে চেয়েছি আপনি কয়টি গাছ লাগিয়েছেন!!
আপনার খেপে যাওয়ার কারণটা বুঝলাম না। :(


শুনুন গাজীপুরে আমার জায়গা আছে। ৬৯ শতাংশ। এই জায়গা আমার নিজের। বাপ দাদার না। আমার নিজের ইনকাম থেকে কেনা।

সেখানে মূরগী পালন করি নাই। অনেক রকমের গাছ লাগিয়েছি।
কিন্তু সেই জায়গা আজও আমারই আছে। ;)

১২ ই জুন, ২০২২ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: ৬৯ শতাংশ!!! অনেক জায়গা। একটা রিসোর্ট করে ফেলুন।

৭| ১২ ই জুন, ২০২২ রাত ২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অতিথি পাখি খেতে খুব মজা!
বক ঘুঘু ডাহুক মেরে খেলে কি
জীববৈচিত্র্ বজায় রাখা যাবে?
জিহবাকে আগে কন্ট্রোল করতে
হবে। মাছ পশু পাখিদের
অভয়াশ্রম গড়ে তুলতে হবে,
একটা গাছ কাটলে তিনটা
রোপণ করতে হবে। তবেই
জীববৈচিত্র্ রক্ষা হবে।,

১২ ই জুন, ২০২২ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৮| ১২ ই জুন, ২০২২ সকাল ৮:১০

খায়রুল আহসান বলেছেন: একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করে ভালো পোস্ট লিখেছেন। কিন্তু শুধু গাছ লাগালেই চলবে, নাকি আরও কিছু করতে হবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য?

আগামী দুই এক মাস গাছ লাগানোর জন্য প্রকৃ্ষ্ট সময়। তাই বলবো, একটি সময়োপযোগী পোস্ট লিখেছেন।

১২ ই জুন, ২০২২ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: গাছ লাগানো খুব জরুরী। গাছ আমাদের সম্মস্ত বিপদ থেকে রক্ষা করবে।
পরিবেশ দুষন বন্ধ করতে হবে। নদী বাঁচাতে হবে। জমিতে কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১২ ই জুন, ২০২২ সকাল ১০:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: এরকমী চলছে জীবনের সব ধারাপাত
ভাল থাকবেন রাজীব দা-----------

১২ ই জুন, ২০২২ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: ৬৯ শতাংশ!!! অনেক জায়গা। একটা রিসোর্ট করে ফেলুন।


না, আমি রিসোর্ট করবো না। আমি গৃহস্থ বাড়ি বানাবো। গ্রামের বাড়ি বানাবো।

১১| ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এটাও ভালো হবে।
বাড়ি বানান একদিন গিয়ে দেখে আসবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.