নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি আর লিখব না

২৯ শে জুন, ২০২২ রাত ১:০৩



ইদানিং আমার কিছু লিখতে ইচ্ছা করে না।
অথচ চারপাশে লেখার উপকনের অভাব নেই। আমার জন্য সবচেয়ে সহজ চারপাশে যা দেখি, তা লিখে ফেলা। আসলে কয়েকদিন আগে একটা সাহিত্যের আলোচনার অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক অনুষ্ঠান নয়, আড্ডা বলা যেতে পারে। বেশ কয়েকজন জ্ঞানীগুনী কবি- সাহত্যিক, অভিনেতাসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যাক্তিরা এসেছেন। তাঁরা নানান বিষয় আলাপ আলোচনা করছেন। ঠিক আলোচনা নয়, ঘরোয়া ভঙ্গিতে আড্ডা দিচ্ছেন। আমরা ত্রিশ জন দর্শক তাদের কথা মন দিয়ে শুনছি। মুড়িমাখা আর লাল চা খাচ্ছি। সেই আড্ডাতে তাদের গল্প শুনে আমার লেখার ইচ্ছা চলে গেছে।

তাঁরা বললেন, আগে পড়তে হবে।
প্রচুর পড়তে হবে। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য সব পড়তে হবে। জানতে হবে। বুঝতে হবে। ইলিয়াড পড়তে হবে। ইলিয়াড গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রিসের ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। মহাকবি হোমার এই মহাকাব্যের রচয়িতা। আমি খেয়াল করে তাদের কথা গুলো মন দিয়ে শুনলাম। আমার তো খুব বেশি পড়াশোনা নাই। বাংলা সাহিত্য বা বিশ্বসাহিত্য আমি আজও পড়ে শেষ করতে পারি নাই। দেশ, সমাজ, রাষ্ট্র এসব বিষয়ে আমার অগাধ জ্ঞান নেই। তাহলে আমি কি লিখব? আগে তো আমাকে পড়ে পড়েই জানতে হবে।

ইলিয়াড আমি পড়িনি।
কোনোদিন পড়বো কিনা তাও জানি না। অথচ ইলিয়াড বাংলায় খুব সুন্দর অনুবাদ করা হয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ বা জীবনানন্দ কি ইলিয়াড পড়েছেন? মহাভারত, রামায়ন আমার পড়া হয়নি। অসংখ্য জনপ্রিয় বই, বিখ্যাত বই আমার আজও পড়া হয়নি। হাতেগোনা কয়েকটা বই আমি পড়েছি। ভালো লেখার প্রথম শর্তই হচ্ছে পড়া। অথচ আমি তেমন কিছুই পড়িনি। পড়া হয়নি। তাহলে আমি কি লিখব? মানুষ কেন আমার লেখা পড়বে? অসংখ্য ভালো ভালো লেখা বাদ দিয়ে মানুষ কোন দুঃখে আমার লেখা পড়তে যাবে? এই চিন্তাটা মাথার আশার পর আমার আর লিখতে ইচ্ছা করে না। তাই আমি ঠিক করেছি এখন শুধু পড়বো।

আব্বা আমাকে একটা কথা বলেছিলেন,
দশটা বই পড়ে তুমি যা শিখবে তার চেয়ে বেশি শিখবে একদল বুদ্ধিমান মানুষের সাথে আড্ডা দিয়ে। আড্ডা থাকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। ব্লগার চাঁদগাজী/সোনাগাজী প্রায়ই বলেন উনি খুব একটা বইটই পড়েন নি। অথচ উনার লেখা পড়লে বুঝা যায় উনি অনেক জানেন। উনি এত কিছু কিভাবে জানলেন? আড্ডা থেকে? নাকি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে? বিষয়টা রহস্যময়। যাইহোক, এখন আমি পড়বো বেশি। লিখব কম। এবং যা লিখব বুঝেশুঝে লিখব। যেন লেখার মধ্যে জ্ঞানের ছাপ থাকে। অভিজ্ঞতার ছাপ থাকে। পাঠক যেন বিরক্ত না হয়। পাঠক যেন না ভাবে সময়ের অপচয় করা হলো।

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২২ রাত ১:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার চাঁদগাজী একজন জীব প্রেমী, জ্ঞানী ও আধুনিক ধ্যান ধারণার মানুষ। তিনি নিয়মিত লিখেন। আপনি তাঁকে অনুসরন করেন। সুতরাং আপনিও লিখুন।আপনার লেখার হাত ভালো।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আসলে আমি লেখালেখি না জানলেও আমার লিখতে ভালো লাগে।

২| ২৯ শে জুন, ২০২২ রাত ১:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: খুব সম্ভবত আপনি ব্লগিং ধারণাটা-কে অন্য কিছুর সাথে গুলিয়ে ফেলছেন। ব্লগ লিখা আর বই/কলাম লিখা এক কথা নয় যদিও কিছু মৌলিক বিষয় একই তবুও। ভারী কিছু লিখার জন্য জ্ঞানের প্রয়োজন অবশ্যই, সে জন্য বই পড়া বা গবেষণা গ্রন্থ, কলাম ইত্যাদি পড়ে জ্ঞানের গভীরতা বাড়ানো যেতে পারে। ব্লগিং করার জন্য অতোটা গভীর জ্ঞান বা প্রজ্ঞার দরকার হয় না। বলতে পারনে নিজের মত প্রকাশের (সাধারণ জ্ঞান জরুরী) একটা মাধ্যম হলো ব্লগিং। ধন্যবাদ।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: ব্লগিং করবো তাতে যদি বুদ্ধির ছাপ না থাকে শেষে একদিন লোক হাসবে। এজন্যই এই পোষ্ট দিয়েছি।

হ্যাঁ আমি লিখব। যা দেখি, তাই লিখব।

৩| ২৯ শে জুন, ২০২২ রাত ১:২৩

সোনাগাজী বলেছেন:



স্কুল থেকেই আমার চোখে সমস্যা শুরু হওয়াতে, আমি দরকারী ( টেক্সট বই ) বই ছাড়া অন্য বই পড়ার চেষ্টা করিনি; তবে, আমি শিক্ষকদের লেকচার ও মানুষের বক্তব্য শুনতে ভালোবাসতাম। আপনি কলিকাতার যেসব সাহিত্যিকদের নাম বলেন, ওগুলো শুনলে আমি চুপ হয়ে থাকি।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: আমিও লোকজনের কথা মন দিয়ে শুনি। আমি চুপ থাকি বেশী সময়। মানুষের কথা শুনতেই আমার বেশি ভালো লাগে।

৪| ২৯ শে জুন, ২০২২ রাত ১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


লিখুন, লিখুন।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ভরসা পেলাম।
ধন্যবাদ। হ্যাঁ আমি লিখব।

৫| ২৯ শে জুন, ২০২২ রাত ১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো সিদ্ধান্ত!
ভুলভাল আর গোজা মিলের
লেখা বাদ দিয়ে পড়ে বুঝে
অল্প লেখার কদর বেশী হবে।
আমাদের এখানে অনেক জ্ঞানী
মহাজনেরা আছেন যারা ছয় বছর
নয় বছর পরে ২/ টি মহাকাব্য রচনা
করে আমাদের ধন্য করেন।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমি লিখব।

৬| ২৯ শে জুন, ২০২২ রাত ১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



এক সময় প্রতিদিন দুই - তিনটি পোস্টও দিয়েছেন। নিজের মতো লিখতে থাকুন।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: জ্বী একসময় আবোল তাবোল অনেক কিছুই লিখেছি। প্রতিদিন ২/৩ টা পোষ্ট দিতাম। কোনো কোনোদিন ৫ টা পোষ্টও দিয়েছি।

আপনি মন্তব্য করছেন। সেজন্য ধন্যবাদ। হ্যাঁ আমি লিখব।

৭| ২৯ শে জুন, ২০২২ রাত ২:৪৪

কামাল৮০ বলেছেন: পড়ার আগে কি পড়ছি কেন পড়ছি সেটা জানা প্রয়োজন।অনেক বই সাধারন ভাবে পড়ে কিছু বই বিশেষ ভাবে পড়া প্রয়োজন।প্রসিদ্ধ লেখকদের প্রসিদ্ধ কিছু বই অবশ্যই পড়া দরকার।
লেখা বন্ধ করে নয়।লেখা চালু রেখেই পড়ুন।সবার মতো আপনাকে জ্ঞানী হতে হবে কেন।আপনি আপনার মতোই জ্ঞানী হোন।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
আপনার মন্তব্য আমার সব সময় ভালো লাগে।

৮| ২৯ শে জুন, ২০২২ ভোর ৪:২৫

বিষন্ন পথিক বলেছেন: ছাদের রেলিংএর উচ্চতা নিরাপদ নয়

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ছাদের রেলিং উঁচু আছে। এটা ছাদের উপর পানির টাংকির রেলিং।

৯| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি লিখতে থাকুন। না লিখলে সময় কাটাবেন কি করে?

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: লেখা এবং পড়াই আমার সবচেয়ে আনন্দের।

১০| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৩২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কবিবন্ধুদের কাছে প্রচুর পড়ার কথা শোনার পর আমারও একই অবস্থা হয়েছিল। ভালো লিখতে হলে অনেক পড়তে হবে এতে কোনো সন্দেহ নেই। একটা কথা মনে রাখা ভালো, প্রচুর পড়লেই কেউ ভালো লেখক বা লেখক হবেনই এর একবিন্দু নিশ্চয়তাও নেই। কিন্তু প্রচুর না পড়ে এখন পর্যন্ত দুনিয়াতে কেউ সত্যিকারের লেখক হন নাই। আর মহান লেখকরা যে কতো পড়েছেন তা কল্পনা করার ক্ষমতাই আমার নাই। তবে বিপদের কথা হলো, এখন পর্যন্ত যে পরিমান ধ্রুপদী রচনা বিশ্ব সাহিত্যে যুক্ত হয়েছে তা কারো পক্ষেই পড়ে শেষ করা সম্ভব নয়। তাই যিনি কবিতা লিখবেন তাঁকে ধ্রুপদী কবিতা আর কবিতা নিয়ে আলোচনা পড়তেই হবে। যিনি যা লিখবেন তিনি সেই বিষয়ে পড়বেন। তবে সবচেয়ে ভালো বুদ্ধি দিয়েছেন ব্লগার কামাল৮০-"লেখা বন্ধ করে নয়।লেখা চালু রেখেই পড়ুন।"
এই সব গুরুপাক আলোচনা বিপাকে ফেলার আগে লঘুপাচ্য কিছু খোরাকি সরবরাহ করছি-
জ্ঞান কাণ্ড
কর্ম কাণ্ড
ভক্তি কাণ্ড

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর মন্তব্য করেছেন।
ভালো থাকুন।

১১| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি যে ধারায় লেখেন তাতে ইলিয়াড , হোমার , রবীদ্রনাথ না পড়লেও চলে। অনেকেই দেখে কিন্তু লিখতে পারে না। আপনি যা দেখেই সেটা লিখতে পারেন।
লিখতে থাকুন। আমরা পড়বো।

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ লিখব। লেখা দরকার।

১২| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:১০

জ্যাক স্মিথ বলেছেন: তাহলে তো আর কোনদিন লেখালেখি শুরুই করতে পারবেন না; কারণ যত পড়বেন তত জানবেন, যত জানবেন তত মনে হবে কিছুই জানেন না। আর এ ধরাবাহিকতায় আপনার পড়াও কোনকালে শেষ হবে না সুতরাং আপনার আর লেখক হয়ে উঠাও হবে না।

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন। পড়ার পাশাপাশি লিখতেও হবে। এবং এটাই ফাইনাল।

১৩| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:২৪

রবিন.হুড বলেছেন: লিখতে হলে জানতে হবে আর জানতে হলে পড়তে হবে। বই পড়া হলো জ্ঞান ধার করা। বাস্তব জীবনে কাজের মাধ্যমে, দেশভ্রমণ ও মানুষের সাথে মিশে যে জ্ঞান অর্জন করা যায় তা হচ্ছে প্রকৃত জ্ঞান। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিখুন। লেখার প্রয়োজনে আরও বেশি জানুন।

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: ইয়েস, ইউ রাইট।

১৪| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:২৭

জুল ভার্ন বলেছেন: আমি ছাইপাস যাকিছু লেখালেখি করি- একান্তই আমার জন্য।

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: শুধু নিজের জন্য লিখলে হবে? সবার জন্যই লিখতে হবে।

১৫| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: বই পড়লে কিছু ইনফর্মেশন ঢুকে মাথায়; এই বই পড়েই কিছু মানুষ বিপথে যায়। যে কোন কিছু পড়া যেতে পারে কিন্তু সবকিছু গ্রহণীয় হতে পারে না, কিছু গ্রহণ করতে হবে কিছু ফেলে দিতে হবে। শুধু গ্রোগাসে সবকিছু পড়ে যাওয়াটাই সমীচীন বলে মনে করি না। সেজন্য কি পড়ছি, কেন পড়ছি, এবং কেন পড়ছি না এই বিষয়গুলো বুঝতে পারাটা খুব জরুরী। তাই; পড়তে হবে, শুনতে হবে, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সর্বোপোরি নিজের অবজার্ভেশন ক্ষমতাকে বাড়াতে হবে।

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: সহমত।

১৬| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:০৮

জুন বলেছেন: আমার আব্বার জীর্ন ঝরঝরে এক এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে প্রথম গ্রীক মিথোলজি সম্পর্কে জানি যা আমাকে ইলিয়ড ওডেসি পড়তে উদ্ভুদ্ধ করে। বহুবার পড়া ইলিয়ড ওডেসির সাথে মহাভারত রামায়ণ সহ শত সহস্র অজস্র বই। তা এত পড়াপড়ি করেই কি আমি লেখক হতে পেরেছি রাজীব নুর!!
সুতরাং পড়লেই কেউ লেখক হয় না। আপনি লিখুন আমরা পড়বো :)

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর মন্তব্য।
ধন্যবাদ।

১৭| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৬

রানার ব্লগ বলেছেন: আগে সিধান্ত নেন আপনি লেখেন কার জন্য !!?

হুট করে আমি লিখবো না টাইপ কথা বলে গাল ফুলালে পরে যাই লিখবেন লোক আপনাকে নিচু চোখে দেখবে !!

পুরুষ মানুষের এক কথা ! অনেক মূল্যবান !

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য পড়ার পর মনে হচ্ছে লেখা দরকার।

১৮| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ইলিয়াড আমি পড়িনি। কোনোদিন পড়বো কিনা তাও জানি না। অথচ ইলিয়াড বাংলায় খুব সুন্দর অনুবাদ করা হয়েছে। অসংখ্য জনপ্রিয় বই, বিখ্যাত বই আমার আজও পড়া হয়নি। হাতেগোনা কয়েকটা বই আমি পড়েছি।
আমিও পড়ি নাই।

সোনাগাজী বলেছেন: স্কুল থেকেই আমার চোখে সমস্যা শুরু হওয়াতে, আমি দরকারী ( টেক্সট বই ) বই ছাড়া অন্য বই পড়ার চেষ্টা করিনি
এখন পড়ে ফেলেন। বলা ভালো শুনে ফেলেন। অনেক অনেক বই এখন অডিও ফর্মেটে পাওয়া যায় নেটে। আপনার চোখে প্রেসার পরবে না। কানে কিছুটা পরতে পারে।

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: ইলিয়াড টা পড়া দরকার।

১৯| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন আমি পড়বো বেশি। লিখব কম। এবং যা লিখব বুঝেশুঝে লিখব।
এইটা ভালো বলেছেন।

২৯ শে জুন, ২০২২ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: দোয়াপ্রার্থী।

২০| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টে আবার আসলাম কে কি মন্তব্য করসে তা দেখার জন্য।

২৯ শে জুন, ২০২২ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২১| ২৯ শে জুন, ২০২২ রাত ৮:১২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: পড়তে গেলে লেখা বন্ধ করতে হবে কেন ভাই? পড়ার পাশাপাশিও তো লেখা যায়। পড়ার পর ঐ লেখা সম্পর্কেও লিখতে পারেন, নিজের মতামত ব্যক্ত করতে পারেন লিখেই। লেখা চালিয়ে যান। শুভকামনা রইল।

২৯ শে জুন, ২০২২ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে এই পোষ্ট টা দেওয়ার পর সকলের মন্তব্য থেকে বুঝলাম পড়ার পাশাপাশি লেখাও চালিয়ে যাওয়া দরকার। আমি তাই করবো।

২২| ২৯ শে জুন, ২০২২ রাত ১০:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখা অব্যহত গতিতে
বহমান থাকুক।

৩০ শে জুন, ২০২২ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।

২৩| ২৯ শে জুন, ২০২২ রাত ১১:৫৯

বলেছেন: লিখতে থাকুন।

৩০ শে জুন, ২০২২ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.