নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সম্পূর্ন বিনা কারনে আমাকে ফ্রন্ট পেইজ ব্যান ও কমেন্ট ব্যান করা হয়েছে

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

ছবিঃ আমার তোলা।

আজিব ব্যাপার।
সম্পূর্ন অকারনে আজ আমাকে ফ্রন্ট পেইজ ও কমেন্ট ব্যান করা হলো। আজকে আমি একটা লেখা লিখেছি। সেই লেখাতে কারো নাম উল্লেখ করি নাই। কাউকে গালি দেই না। থাপ্পড় দেই না। তুই তুকারি করি নাই। মা-মাসি এক করি নাই। বিশেষ কাউকে উদ্দেশ্য করেও লিখি নাই। মন চাইছে, লিখেছি। ব্যস শেষ। সম্ভবত সেই পোষ্টে কি লিখেছি না লিখেছি মনে হয়- এডমিন সাহেব পড়েন নাই। কারন যদি পড়তেন তাহলে আমাকে কমেন্ট ব্যান করার কথা না।

এখন আমার খারাপ লাগে না।
ব্যান হতে হতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। গায়ে লাগে না। তবে কিছুটা দুঃখ লাগে- এই ভেবে যে, আমি এমন কিছু আজ লিখি নাই, যে আমাকে ফ্রন্টপেইজ ব্যান এবং কমেন্ট করতে হবে। দেশ আসলেই আজ নষ্টদের দখলে। অযোগ্য লোকদের দখলে। এজন্য আমি ধরেই নিয়েছি, যা কিছু ঘটবে মন্দ কিছু ঘটবে। কারন ক্ষমতাবানদের চোখে রঙ্গিন চশমা। ক্ষমতা দেখানোর মধ্যে এক ধরনের মজা আছে। কিন্তু এটা মনে রাখা উচিৎ আসল ক্ষমতা নিয়ে একজন দূরে বসে আছেন। দূরে নয় হয়তো কাছেই কোথাও আছেন। তার ক্ষমতার চেয়ে তো আর আপনার ক্ষমতা বেশি নয়।

উচিৎ কথা কেউ সহ্য করতে পারে না।
সত্য কথার ভাত নাই। সমস্যা হলো, মিথ্যা বলতে পারি না। লিখতে পারি না। তেল দিতে পারি না। তোমার লেখা খারাপ হলে, আমি কি সেই কথাটাও বলতে পারবো না। আর বললে আমাকে ব্যান করা হবে? আজকের পোষ্ট টা সকল ব্লগারদের পড়া দরকার ছিলো। তাহলে ব্লগারগন বুঝতো পোষ্টটাতে কাউকে গালি দেওয়া হয়নি। তুই তুকারি করা হয়নি। মন্দ কথা লেখা হয়নি। এখন, কেউ কেউ যদি লেখাটা নিজের কাঁধে তুলে নেয় তাহলে আমার করার কিচ্ছু নাই। আজকের লেখাটা ছিলো ব্লগারদের প্রতি আমার কাল্পনিক ভালোবাসা। সেই ভালোবাসার দাম পেলাম না। পেলাম শাস্তি।

ব্লগটিমের কাছে আমার অনুরোধ-
আমার পোষ্টটি ফিরিয়ে দিন। যেখানে ছিলো সেখানে রেখে দিন। সবাই দেখুন, সবাই জানুক কি এমন লিখেছি যে আতে লাগলো? মন্দ কিছু তো লিখি নাই। মিথ্যা কিছু তো লিখি নাই। ভালো ভালো কথা লিখেছি। সত্য কথা লিখেছি। লিখেছি- চারিদিকে কড়া রোদ। আপনারা রোদে যাবেন না। বেশি করে পানি খাবেন। সবাই ভালো থাকবেন। ইত্যাদি। এসব কথা কি খারাপ কথা। ব্লগ এবং ব্লগারদের প্রতি আমার সীমাহীন ভালোবাসা রয়েছে। সত্যি বলছি। কসম।

যাইহোক, এডমিন যা ভালো বুঝেছেন করেছেন।
আমার কোনো আপত্তি নাই। আমি বিশ্বাস করতে চাই- ব্লগটিম যা করে ভালোর জন্যই করে। সবার ভালোতেই আমার ভালো নিহিত। হয়তো লেখাটা আসলেই খুব খারাপ লিখেছি। আমি বুঝতে পারছি না। আমি ধরতে পারছি না। বিজ্ঞ মডারেটর বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। তাই আমাকে শাস্তি দিয়েছেন। কোনো আলাপ আলোচনা নাই। ভাবটা এরকম, আমি বলেছি- তুই অপরাধী। তোকে শাস্তি পেতে হবে। তবে এতটুকু সত্য- আজকের পোষ্টটা ফান করে লিখ্বেছি। জাস্ট ফান।



মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২২ রাত ৩:০০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বিষয়টি সত্যি দুঃখজনক। আপনার এই পোস্টটি পড়ে সত্যিই খারাপ লাগলো। আশা করি মডারেটর বিষয়টি পুণঃবিবেচনা করবেন।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: মডারেটর যা খুশি করুক।
আমার হাতে কিচ্ছু নেই।

২| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৭

রেজাউল৯০ বলেছেন: সম্পূর্ণ হিংসা থেকে এরকম করা হয়েছে। কারো ক্ষমতা নাই আপনার মত এরকম পোস্ট দেওয়ার।
বড়ই দুঃখজনক বিষয় আজকে হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আর আপনার মত হুমায়ুন বিশেষজ্ঞ আজকে ব্লগে প্রথম পাতায় পোস্ট দিতে পারছে না। কি যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল মডারেশন টিম কি তা বুঝতে পারছে? বুঝতে পারার মত জ্ঞান থাকলে তো আপনাকে আর কমেন্ট ব্যান ফ্রন্ট পেজ ব্যান করত না।
আপনার একটু কঠোর হওয়া দরকার। কঠোর ভাষায় মডু কে জানিয়ে দিন, ব্লগে পোস্ট দিয়ে উনি আপনার কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত আপনি ব্লগে পোস্ট বা কমেন্ট করবেন না। আপনার পোস্ট বা কমেন্ট ছাড়া ব্লক কতদিন টিকে থাকে দেখতে চাই।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: জলে বাস করে কি কুমিরের সাথে পারা যায়?

৩| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৮

রেজাউল৯০ বলেছেন: পোস্টে লাইক।

৪| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৯

রেজাউল৯০ বলেছেন: পোস্টে প্লাস।

৫| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৯

রেজাউল৯০ বলেছেন: প্রিয় তবে নিলাম।

৬| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩০

রেজাউল৯০ বলেছেন: দুঃসময়ের বন্ধুই আসল বন্ধু। আপনার পোস্টে কেউ নাই থাকলেও আমি আসবো।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩১

রেজাউল৯০ বলেছেন: ফ্রন্ট পেজে আমার এক্সেস নাই। থাকিলে আপনার সঙ্গে এই অন্যায় আচরণের প্রতিবাদস্বরূপ পোস্ট অবশ্যই দিতাম।

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৩

রেজাউল৯০ বলেছেন: প্রতিবাদ তো করতেই হবে।
একটা কবিতা লিখে ফেললাম
অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে

৯| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৩

রেজাউল৯০ বলেছেন: কবিতা কেমন লাগলো জানাবেন।

১০| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৫

রেজাউল৯০ বলেছেন: ওহো আপনাকে তো বলেছি প্রতিবাদস্বরূপ কমেন্ট করবেন না বা পোস্ট দিবেন না বা কমেন্টের জবাব দিবেন না।
এই আমার কবিতা কেমন লাগলো লিখে জানানোর দরকার নাই, ভালো লাগলে কমেন্ট একটা লাইক দিয়েন।

১১| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৬

রেজাউল৯০ বলেছেন: ব্লগে আমার মত আরো অনেকে আছেন যারা শুধু আপনার পোস্ট আর কমেন্ট পড়তে আসেন। মডুর লেখা কয়জন পড়ে?

১২| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৭

রেজাউল৯০ বলেছেন: মডু হল হিংসার ডিপো। পারলে দিনে দু-তিনটা করে পোস্ট দিয়ে দেখাক।

১৩| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৯

রেজাউল৯০ বলেছেন: ব্যান করে মুক্ত চিন্তা বন্ধ করা যাবে না।

১৪| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪০

রেজাউল৯০ বলেছেন: আমরা সবাই রাজিব নূর হব , ব্যান করার বদলা নেবো

১৫| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৪

রেজাউল৯০ বলেছেন: মাইন্ড করেন না, এমনি ফান করে বললাম আমরা সবাই আপ্নার মত হব। তা কি সম্ভব? তাহলে তো আগে হাজামের কাছে যেয়ে ইয়ে কাটায়ে আসতে হবে। এই বয়সে কি তা সম্ভব?

১৬| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৬

রেজাউল৯০ বলেছেন: এখন যাই , কাম আছে। কমেন্টে কিন্তু প্লিজ লাইক দিবেন।

লাবিউ।
:`>

১৭| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৮

রেজাউল৯০ বলেছেন: আপনি কৈ? আমার কমেন্টে লাইক দেন নি। ভীষণ খারাপ লাগছে :-<

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আমি আছি।

১৮| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৪

রেজাউল৯০ বলেছেন: আমার মন্তব্যের জবাব দেয়ার জন্য ধন্যবাদ। :``>>

১৯| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ব্লগ আপনার কঠিন নেশা। এই নেশার ঘোর কাটুক। নিজের জন্য, পরিবার পরিজনের জন্য বেশি সময় দিন, কন্যাদের নিয়ে বেড়াতে বের হোন। সেখানে কোন মডুর খবরদারী নেই। উপলব্ধি করুন নিজেকে, উপভোগ করুন জীবন। মন খারাপের দিন নয় এটা।
শুভকামনা সব সময়।

২৮ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: আমার প্রতি মডুর আচরন অত্যন্ত দুঃখজনক।

২০| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১২:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোয় ভালোয় ফিরে এসেছেন
তার জন্য সামুটিমকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.